Engineer Wannabes
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Wannabes, Community Organization, .
Engineer Wannabes is a platform to adjoin, guide and help in academic and institutional life of Engineers, would be Engineers & students who want to be Engineers.
The government has launched an initiative to convert Bangladesh's massive amounts of plastic waste into road construction materials.
According to RHD Additional Chief Engineer Dr Md Abdullah Al Mamun, who is coordinating the effort, the Roads and Highways Department (RHD) has been preparing for the initiative for four years and it may finally get off the ground in the next three or four months.
RHD is currently finalizing design specifications and durability tests for the proposed roads. The plastic roads will be tested on national and regional highways, as well as in hilly terrain. The department has also begun working with local government entities such as the Dhaka South City Corporation (DSCC) and the Dhaka North City Corporation (DNCC) (DNCC).
A research team from the University of Texas at Arlington in the United States is collaborating with the RHD to determine how much of Bangladesh's plastic waste is suitable for road construction. They recently collected samples from garbage dumps across the country.
Source: https://www.dhakatribune.com/bangladesh/2022/09/12/govt-mulls-plastic-roads-from-next-year
বুয়েটে স্নাতক ভর্তি ২০২১-২২ এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত
Shfit 01:
http://ugadmission.buet.ac.bd/Notice_2021/PRELI_SHIFT_1.pdf
Shift 02:
http://ugadmission.buet.ac.bd/Notice_2021/PRELI_SHIFT_2.pdf
বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে এগিয়ে নিতে চায় এলসেভিয়ার
বিশ্বের প্রথম সারির প্রকাশনা সংস্থা এলসেভিয়ার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পাদনের ইচ্ছা পোষণ করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষরিত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সহজে ও স্বল্পমূল্যে এলসেভিয়ারের ই-রিসোর্স ব্যবহার করতে পারবে যা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেগুলোতে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে ।
এলসেভিয়ারের তিন সদস্যের এক প্রতিনিধি দল ইউজিসি’র প্রশাসন বিভাগের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর- এর সাথে সৌজন্য সাক্ষাতে গবেষণা সহযোগিতার এ প্রস্তাব দেন এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় এলসেভিয়ারের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র কাস্টমার কনসাল্ট্যান্ট ভিশাল গুপ্ত, সিনিয়র সলিউশন সেলস ম্যানেজার অর্ণব কুমার দে এবং একাউন্টস ম্যানেজার ফারাহা সিদ্দিকি উপস্থিত ছিলেন।
সভায় প্র্রফেসর আলমগীর বলেন, বিভিন্ন ভাষায় এলসেভিয়ারের অনেক গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত প্রকাশনা রয়েছে। এলসেভিয়ারের পুস্তক ও জার্নাল নিয়ে দেশের গবেষকদের ব্যাপক আগ্রহ রয়েছে। ই-রিসোর্স ব্যবহার করা নিয়ে কোন চুক্তি সম্পাদিত হলে সেটি উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি এবং স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক প্রকাশনার ইতিহাসে এ সাইটের অবদান নিঃসন্দেহে অতুলনীয়। দেশের গবেষকরা সহজে এলসেভিয়ার সকল ডিজিটাল রিসোর্স ব্যবহার করতে পারার বিষয়টি নিঃসন্দেহে গুরুত্ব বহন করে।
তিনি আরও বলেন, বিশ্ব র্যাংকিংএ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে মানসম্পন্ন গবেষণার কোন বিকল্প নেই। গুণগত শিক্ষা ও মানসম্পন্ন গবেষণার জন্য এলসেভিয়ারের উন্মুক্ত রিসোর্সগুলো ব্যবহার করে গবেষকবৃন্দ সমৃদ্ধ হবেন এবং গবেষণা ক্ষেত্রে কাঙ্ক্ষিত অবদান রাখতে সক্ষম হবেন।
উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২০০০ এর উপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২,৫০,০০০ এরও বেশি। এর আর্কাইভে ৭০ লক্ষেরও বেশি প্রকাশনা রয়েছে।
ড. শামসুল আরেফিন
পরিচালক জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ
গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত।
আবেদন শুরু: ৬ জুন, ২০২২
আবেদন শেষ: ১৯ জুন, ২০২২
ভর্তি পরীক্ষা: ৬ আগস্ট, ২০২২
সার্কুলারের লিংকঃ https://admissionckruet.ac.bd/notice.html
BUET eligible candidates list (short list ) has been published
Shift-1:http://ugadmission.buet.ac.bd/Notice_2021/shift_1_by_serial.pdf
Shift-2:http://ugadmission.buet.ac.bd/Notice_2021/shift_2_by_serial.pdf
বুয়েট এমএসসি এমফিল পিএইচডি ভর্তি: এপ্রিল ২০২২ সেশনের সার্কুলার:
আমাদের ব্যবহৃত নীল রঙের সার্জিক্যাল মাস্কগুলো মাটির সাথে মিশে যেতে সময় নেয় ৪৫০ বছর। তাই পরিবেশ দূষণ রোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৮ শিক্ষার্থী এই ফেলে দেওয়া সার্জিক্যাল মাস্ক থেকে বানিয়েছেন কংক্রিট। তাঁদের এ প্রকল্প আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) আয়োজিত ‘কংক্রিট সলিউশন’ প্রতিযোগিতায় জিতে নিয়েছে উদ্ভাবনী নকশার পুরস্কার। বিভিন্ন দেশ থেকে ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রকল্প জমা দিয়েছিল এই প্রতিযোগিতায়। ‘মোস্ট ইনোভেটিভ ডিজাইন’ বিভাগে তৃতীয় হয়েছেন তাঁরা।
দলটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বুয়েটের শিক্ষক রূপক মুৎসুদ্দী। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত এত নতুন নির্মাণকাজ হচ্ছে, এত কংক্রিটের কাজ হচ্ছে; অথচ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। আশা করি, এ রকম পুরস্কার জয় অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা দেবে।’
শিক্ষার্থীরা বাংলাদেশেই তাঁদের প্রকল্প বাস্তবায়ন করতে চান। সে লক্ষ্যে তাঁরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।
© পাবলিকিয়ান
"Engineers are the pillers of the society." সভ্যতা যদি একটি কাঠামো হয়, তাহলে তার ভর বহন করে প্রকৌশলীরা।
আশেপাশে চেয়ে দেখলেই প্রকৌশলবিদ্যার অবদান স্পষ্ট বোঝা যায়।
"3 idiots" মুভিতে আমির খানের একটি ডায়লগ ছিল এমন, “A machine is anything that reduces human effort. Anything that simplifies work, or saves time, is a machine.
It's a warm day, press a button, get a blast of air - the fan... A machine! Speak to a friend miles away, the telephone... A machine! Compute millions in seconds, the calculator... A machine! We're surrounded by machines. From a pen's nib to a pants' zip - all machines.” “Up and down in a second. Up, down, up, down…” কলমের নিপ থেকে প্যান্টের জিপ পর্যন্ত মেশিনে ঘেরা আমরা। আর আমাদের জীবনকে সহজ করার জন্য যারা নিরন্তর শ্রম ও মেধা দিয়ে যাচ্ছে, সেই সকল প্রকৌশলীদের "প্রকৌশল দিবস" এর শুভেচ্ছা। ❤️
Imperial College London United Kingdom is offering fully funded President PhD Scholarship 2022 for distinctive and brilliant students. President’s Ph.D. Scholarships 2022 will be awarded to students worldwide.
Imperial College London is one of few world-class institutions. For students it would be life-changing opportunity.
Students can avail scholarships in following discipline:
Aeronautics, Bio engineering, Chemical Engineering Civil Engineering, Environmental Engineering, Computing, Design Engineering, Earth sciences and Engineering, Electrical Engineering, Materials and Mechanical Engineering,Brain sciences, Clinical Sciences, Immunology and inflammation, Infectious diseases, Metabolism, Digestion, reproduction, Surgery, Cancer, Public health, Chemistry, life Sciences, Mathematics, Physics, Environment Policy, Business, Arabic Language, German, Italian, Russian, Spanish studies, Science Communication studies, Data science, Climate change and environment, Molecular science and engineering, Security science and technology, Global health and innovation.
Benefits
Scholarship awarded students will be entitled to receive the following:
1. 100 percent funding for tuition fees
2. Annual living costs of £21,400
3. Annual consumables cost of £2,000
4. Access to programme of opportunities and events delivered by the Graduate School
Eligibility Criteria:
1. All Local and international students can apply without restriction of any nationality.
2. Preference will be given to students who have been topper in their undergraduate and master’s degree program.
3. Applicant must hold a bachelor’s and masters/ equivalent degree.
4. Applicant need to get acceptance of the supervisor of the university before applying for the scholarship.
Application process for President’s PhD Scholarships
1. Candidates should submit Application online through imperial college London official web link: https://www.imperial.ac.uk/study/pg/fees-and-funding/scholarships/presidents-phd-scholarships/
2. Statement of purpose for Presidents scholarship 2022 consist of a maximum of 1000 words.
3. Candidates should submit the additional documents required by the department of choice.
©Dr. Asma Jabeen
অনুদান প্রাপ্তির সুযোগ: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগ এক উন্মুক্ত প্রতিযোগিতার ঘোষণা দিতে পেরে আনন্দিত। এই প্রতিযোগিতার আওতায় অলাভজনক সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যেকার ৫০ বছরের বন্ধুত্বকে আরো শক্তিশালী, প্রসারিত ও উদযাপনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পে অর্থায়নের প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সংস্থাগুলোকে আগামী ১১ মে ২০২২ বাংলাদেশ সময় রাত ১১:৫৯ টার মধ্যে আগ্রহপত্র (অনূর্ধ্ব দুই-পৃষ্ঠার সংক্ষিপ্ত ধারণাপত্র) জমা দিতে বলা হয়েছে।
সম্পূর্ণ ঘোষণাটি পড়ুন এখানে: http://ow.ly/N0kw50ItTxN
𝐅𝐔𝐍𝐃𝐈𝐍𝐆 𝐎𝐏𝐏𝐎𝐑𝐓𝐔𝐍𝐈𝐓𝐘: The Public Diplomacy Section of U.S. Embassy Dhaka is excited to announce an open competition inviting not-for-profit organizations to submit proposals to fund projects that seek to strengthen, expand, and celebrate 50 years of friendship ties between the people of the United States and the people of Bangladesh. Organizations are asked to submit a statement of interest (concise concept note of no more than two-pages) by no later than 11:59pm (BST) on May 11, 2022.
Read the full announcement here: https://bd.usembassy.gov/embassy/dhaka/grants-and-procurement-opportunities/
Admission announcement for MSc in Meteorology in Dhaka University
For details visit: https://met.du.ac.bd/
♻️প্রধানমন্ত্রী ফেলোশিপের আবেদন শুরু♻️
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট উচ্চতর শিক্ষায় ফেলোশিপ দেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে। পিএইচডি ও মাস্টার্স করতে ফেলোশিপ দিতে প্রধানমন্ত্রীর ফেলোশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে পিএইচডি ও মাস্টার্সে পড়তে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) থেকে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির শর্ত অনুসারে, বাংলাদেশের নাগরিক, যাঁরা এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, তাঁরাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর সরকারি সুবিধার আওতায় কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অ্যাডমিশন অফারে ভর্তির শেষ তারিখ এ বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে।
The Times Higher Education World University overall ranking 2022 অনুযায়ী মাস্টার্স ডিগ্রির জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডির জন্য ১ থেকে ১০০–এর মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার আনতে হবে।
📌এই ফেলোশিপের আওতায় যেসব বিষয়ে অধ্যয়ন/গবেষণা করা যাবে
❇️সোশ্যাল প্রটেকশন
❇️এডুকেশন
❇️উইমেন এমপাওয়ারমেন্ট
❇️পাবলিক হেলথ
❇️টরেড অ্যান্ড ইনভেস্টমেন্ট
❇️পাওয়ার অ্যান্ড এনার্জি
❇️ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস
❇️পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট
❇️লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ
❇️এনভায়রমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ
❇️ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
❇️ডিপ্লোম্যাসি
❇️এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি
❇️অযাপ্লাইড সায়েন্সেস
📌পরধানমন্ত্রী ফেলোশিপের আর্থিক সুবিধা
১. সম্পূর্ণ টিউশন ফি
২. নির্ধারিত হারে মাস্টার্সের জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪৮ মাসের জীবনধারণ ভাতা
৩. নির্ধারিত হারে স্বাস্থ্যবীমা ভাতা
৪. এককালীন সংস্থাপন ভাতা
৫. এককালীন শিক্ষা উপকরণ ভাতা
৬. তৃতীয় দেশে একটি সেমিনারে অংশগ্রহণ ব্যয়
ফেলোশিপের আওতায় প্রদেয় ভাতাদির নির্ধারিত হার গভর্নেন্স ইনোভেশন ইউনিটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
📌টোফেল ও আইইএলটিএস স্কোর কত
আবেদনের শেষ তারিখ পর্যন্ত টোফেল ও আইইএলটিএসের (একাডেমি) কার্যকর মেয়াদ থাকতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএসে ৬ দশমিক ৫ আর টোফেলে ন্যূনতম ৮০ ও পিটিই একাডেমিকের ক্ষেত্রে মোট স্কোর হতে হবে ৫৯। এর কম স্কোর পাওয়া প্রার্থী আবেদন করতে পারবেন না।
📌আবেদন পদ্ধতি
আবেদনকারীকে ফেলোশিপের ওয়েবসাইটে প্রবেশ করে এলিজিবিলিটি টেস্টে অংশ নিতে হবে। এ টেস্টে উত্তীর্ণ হলেই আবেদনকারী ফেলোশিপের ওয়েবসাইটে নিজের একটি ই–মেইল অ্যাকাউন্ট ও মুঠোফোন নম্বর ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী তাঁর আবেদন তৈরি করতে এবং জমা দিতে পারবেন। আবেদন জমা দিলেও সংশোধনের সুযোগ আছে। চাইলে একাধিকবার আবেদন সংশোধন করা যাবে। আবেদন জমা দেওয়ার পরই ই–মেইল ও মুঠোফোনে নিশ্চয়তাসূচক একটি বার্তা পাবেন আবেদনকারী। আবেদনের আইডি নম্বর সংরক্ষণ করতে হবে। আবেদন আইডি নম্বরটি আবেদনপত্র ট্র্যাকিং ও ফেলোশিপ–সংক্রান্ত পরবর্তী যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অনলাইনে আবেদন জমা/সাবমিটের পর উক্ত আবেদনপত্রের প্রিন্ট করে নিতে হবে। এই প্রিন্ট করা কপি আবেদনের হার্ডকপি হিসেবে বিবেচিত হবে। তবে আবেদনের হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
তিনটি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা যাবে। বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা ‘বিসিএস সরকারি কর্মকর্তা’, অন্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ‘নন–বিসিএস সরকারি (বিসিএস ব্যতীত অন্যান্য)’ এবং বেসরকারি ব্যক্তিদের জন্য ‘বেসরকারি ক্যাটাগরি’তে আবেদন করতে পারবেন। আবেদন ফরমে বিসিএস কর্মকর্তা ছাড়া অন্য সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা ‘নন–বিসিএস সরকারি (বিসিএস ছাড়া অন্যান্য)’ ক্যাটাগরিতে বিবেচিত হবেন।
📌ফেলোশিপ–সংক্রান্ত তথ্যের জন্য
+৮৮০১৩১০৫৯৪৫১০ নম্বরে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া এই লিংকেও https://pmo.gov.bd/site/notices/e0ef575d-2675-4ad4-bbf6-2e2892488455/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AA-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF তথ্য জানা যাবে।
📌আবেদনের শেষ সময়
আগামী ৩০ মে ২০২২, বাংলাদেশ সময় স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।
Credit: prothomalo.com
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম
বিদেশি শিক্ষার্থীদের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৩-২৪ সেশনের আবেদন গ্রহণ করছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার। এই কর্মসূচির আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং, দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হবে। আগামী ১ জুন পর্যন্ত বৃত্তির আবেদন করা যাবে। বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি
বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী ও পেশাজীবীরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* পাঠ্যপুস্তক ফি প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* উপবৃত্তি।
* স্বাস্থ্য বীমা।
* ভিসা ফি।
* কম্পিউটার এবং সেটলিং-ইন ভাতা।
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকোত্তরের জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রী।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি।
* কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
* জিআরই স্কোর তুলতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* তিনটি রেফারেন্স চিঠি।
* গবেষণা প্রস্তাব।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* আইইএলটিএস স্কোর।
* প্রাতিষ্ঠানিক সনদ।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে
বৃত্তির বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা যাবে bd.usembassy.gov/27452-fulbright/ ওয়েবসাইট থেকে।
© Opportunity point
Interested candidates can apply online at,
usbair.com/career/studentpilot
Application deadline is May 5, 2022.
US-Bangla Airlines, a private airline in Bangladesh, has taken initiative to make meritorious students pilots at its own expense.
In a statement, US-Bangla Airlines said that meritorious Bangladeshi youth who have got GPA-5 in SSC and HSC including Mathematics and Physics in the science department or Grade-B in at least two subjects at this level can apply in this regard. Graduates in science from reputed universities can also apply.
Candidates must be 17-25 years of age at the time of application. Height 5 feet 4 inches minimum. Successful pilots will be able to join US-Bangla Airlines after successfully completing two years of training.
The selection process of student pilots includes IQ test, written and oral test and other necessary tests.
Those interested can apply online at usbair.com/career/studentpilot. Application deadline is May 5, 2022.
Source : https://bangla.dhakatribune.com/others/2022/04/21/1650557963212
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি!!
আবেদনের সময়সীমা: ১৬ এপ্রিল - ২৫ এপ্রিল, ২০২২
প্রিলির জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ১৪ মে, ২০২২
প্রিলি পরীক্ষা: ৪ জুন, ২০২২
মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশঃ ১১ জুন, ২০২২
মূল ভর্তি পরীক্ষা: ১৮ জুন, ২০২২
আসন সংখ্যা: ১২৭৫
আবেদন যোগ্যতা:
SSC - GPA-4.00/5.00 এবং
HSC - GPA-5.00 এবং উচ্চতর গণিতে এ ২০০ নম্বরের মধ্যে ন্যূনতম ১৭০ এবং পদার্থবজ্ঞান, রসায়ন বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৭২ থাকতে হবে।
বিস্তারিত:http://ugadmission.buet.ac.bd/Notice_2020/Prospectus_24April21.pdf
প্রসপেক্টাস পুরোটা পড়ার জন্য প্রত্যেক প্রার্থীকে নির্দেশনা দেওয়া হল।
শুভকামনা সকলের জন্য।
QS world university ranking 2022 এর "Engineering & Technology" ক্যাটাগরিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) ১৮৫ তম স্থানে উঠে এসেছে। পূর্বে বুয়েটের অবস্থান ছিল ৩৪৭।
ঢাকা বিশ্ববিদ্যালয় একই ক্যাটাগরিতে ৩৩২ তম স্থানে রয়েছে।
বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন❤️
Ranking এর লিংক: https://www.topuniversities.com/university-rankings/university-subject-rankings/2022/engineering-technology
Happy Birthday to the "Greatest Structural Engineer of the 20th Century"
আমরা অত্যন্ত গর্বিত যে, বাংলাদেশের পাঁচটি দল University Rover Challenge 2022 (URC-2022) এর ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হল:
Team Interplanetar - BUET Mars Rover Team
Mongol Barota - MIST Mars Rover Society
UIU Mars Rover Team
AIUB Robotic Crew
BRACU Mongol-Tori
URC, Mars Rover এবং দলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেনঃ
https://engineerwannabes.com/urc22-bd/
URC 22 ফাইনালটি 01 জুন থেকে 5 জুন, 2022 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের Mars Desert Research Station এ অনুষ্ঠিত হবে।
Engineer Wannabes এর পক্ষ থেকে প্রত্যেকটি দলের জন্য শুভকামনা। আশা করি তারা তাদের অসাধারণ পারফরম্যান্স ধরে রাখবে এবং আমাদের দেশের জন্য আরেকটি গৌরবময় মুহূর্ত নিয়ে আসবে।
AUST
MSc Admission
EEE, Architecture, Mathematics
Last date of application : 25/04/2022
Congratulations IUT Mars Rover ❤️
আপনার ৩০ সেকেন্ড সময় এনে দিতে পারে বাংলা কৃত্তিম বুদ্ধিমত্তা। সম্পূর্ণ ফ্রী।
এখন পর্যন্ত ২২ ঘণ্টা বাংলা ভাষা রেকর্ড হয়েছে আমার শেষ দেখা মতে। লাগবে ১০,০০০ ঘণ্টা রেকর্ডিং।
মূল কাজঃ কিছুই না, এই লিংকে গিয়ে (কমেন্টে) নিজের কণ্ঠে ৫ টি বাক্য পড়ুন। এবং আপনার পরিচিতদেরকেও দিন; সবাই মিলে তথ্যপ্রযুক্তির জগতে বাঙলাকে সমৃদ্ধ করে তুলি।
কেন হচ্ছে এসবঃ
বাঙলাকে অনেকেই পৃথিবীর মধুরতম ভাষা বলেছেন। ৫০ কোটি মানুষের কানে-মুখে এই ভাষাটি ঘুরলেও কম্পিউটারের মুখে কানে অত ঘোরে না। কারণ এই সব কৃত্তিম বুদ্ধিমান এলগোরিদমকে কোন ভাষা শুনতে বা বলতে শিখাতে হলে প্রয়োজন স্যাম্পল। অনেক অনেক মানুষের। মাঠে হাটে বাজারে বা ক্লাসরুমে। নানান পরিস্থিতিতে; নানান বয়সের মানুষের কণ্ঠের স্যাম্পল। যেসবের কালেকশন ইংরেজি ভাষার গবেষকেরা করেছেন বলেই আজ সিরি, এলেক্সা বা গুগল এসিস্টেন্টের সাথে কথা বলা যায়।
বাঙলাকেও সেই কাতারে তুলতে এ বছর Bengali.AI নেমেছে এক মহাযজ্ঞে। উদ্দেশ্য, দশ হাজার ঘণ্টার ভয়েস স্যাম্পল কালেক্ট করে সকল গবেষকের জন্য স্বত্বহীনভাবে উন্মুক্ত করে দেওয়া। বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী নানান বয়সী বক্তাদের কাছে থেকে। নানান টপিকের বাক্যে, হোক তা রাস্তায়, ক্লাসরুমের আওয়াজের মাঝে বা রান্নাঘরের কাটাকুটির শব্দের মধ্যে। কম্পিউটারকে যদি সব পরিস্থিতির বাংলা শুনাই, তবেই একদিন বাংলার জন্য আসবে আমাদের নিজের কোন Assistant, যে সর্বস্তরের কাজে আমাদের সাহায্য করতে পারবে।
মজিলা ফাউন্ডেশনের প্ল্যাটফর্মে আয়োজন করা এই ইনিশিয়েটিভের জন্য ডেটা কালেক্ট করতে কাজ করছে Bengali.AI কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্নস্তরের গবেষক বা ছাত্রেরা।
© Enayet Chowdhury
MIST ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।
চান্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন।
-General Category তে মোট 830 জন শিক্ষার্থীর মেরিট লিস্ট প্রকাশ করেছেন।
-Exam Roll/Name সার্চ দিলে প্রাপ্ত পজিশন দেখা যাবে।
Link:
https://drive.google.com/drive/folders/1KHPeQXsomU2IV3c3hDczmBk6oaAcinvR
Next Call: Candidates from the Selected List-1 are called up for admission in MIST
from 30-31 March 2022 and 02 April 2022 (from 9 AM to 3 PM).
Details in pdf: https://drive.google.com/file/d/14iquSYIkYp6o02rCwBPmT0f5Q1MLnBVd/view?usp=sharing
Credit: AAPathshala
২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিএসসি প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) ভর্তির নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ
অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২৮-০৩-২০২২
অনলাইনে আবেদন শেষ তারিখঃ ১১-০৪-২০২ অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখঃ ১৩-০৪-২০২২ রাতঃ ১২ টা
প্রবেশ পত্র ডাউনলোডঃ ৫ মে থেকে ২০ মে পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখঃ ২০ মে-২০২২
বিস্তারিত: https://www.bsmraau.edu.bd/
Congratulations AIUB Robotic Crew for being selected for the final round of University Rover Challenge (URC), 2020. They will be competing on the ground of Utah, USA.
Best wishes for the team❤️
Congratulations Team Interplanetar - BUET Mars Rover Team 💞💞
Team Interplanetar has qualified for the final rounds of the University Rover Challenge (URC) – 2022.
URC is one of the biggest Mars Rover Competitions held worldwide. This year Team Interplanetar competed with 99 international Teams and successfully qualified into the top 36 teams for the Final Rounds based on our Rover's System Acceptance Review (SAR). The 2022 University Rover Challenge will be held June 1 – June 4, 2022 at the Mars Society’s Mars Desert Research Station (MDRS) near Hanksville, Utah, USA.
This is a reflection of proper teamwork and dedication throughout the years. Keep us in your prayers for the URC-2022.
Check out our SAR Video: https://youtu.be/kLXtoIWQcxU
We would like to thank our sponsors for their constant support.
North-West Power Generation Company Limited (NWPGCL) , Dhaka Electric Supply Company Limited (DESCO) , Ankur International, ICT Division, Bangladesh , BUET Alumni Association, Forum 86 & our manufacturing partners Involute Tech Ltd , EMK Center , PrintoType - 3D Printing
Over the last couple of years, we have heard news of local companies setting up automobile manufacturing plants all across Bangladesh, and now we are one step closer towards seeing locally made cars plying on the streets more often than we are used to.
Fair Technology Limited, the sole distributor of the world-renowned Hyundai vehicles in Bangladesh has shared plans to launch locally made Hyundai cars by the end of 2022.
With a target to provide affordable sport utility vehicles, Fair Technology has teamed up with the Korean automobile giant to serve the growing Bangladesh market.
The demand for new cars is growing by 5% every year in Bangladesh, where around 5000 cars are being sold across the country.
Last year, Fair Group’s subsidiary Fair Technology Limited announced that they were setting up a manufacturing plant for Hyundai Motor Company, for which they signed an agreement with the Bangabandhu Hi-Tech Park Authority.
The car manufacturing plant is being set up on six acres of land at Kaliakair in Gazipur invested by Fair Technology and technical assistance from Hyundai Motor Company.
Source: https://www.dhakatribune.com/business/2022/03/20/hyundai-cars-now-made-in-bangladesh
A video about the history and root of our education system.
Should watch it ❤️
ল্যাব ফ্যাসিলিটিজ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের আনুষঙ্গিক উৎকর্ষের জন্য বাংলাদেশ সরকার থেকে ২৫০০ কোটি টাকার ফান্ড পেতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( BUET)
এছাড়া শিক্ষার্থীদের যেন টিউশনে সময় নষ্ট না হয়, তারা যেন প্রোডাক্টিভ কাজ করে এবং ছাত্রাবস্থাতেই টাকা ইনকাম করতে পারে, এই উদ্দেশ্যে দেশে প্রথম বারের মত বুয়েট অন ক্যাম্পাস জব চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন উপাচার্য মহোদয়।