Tasin Academy
An English School
☑ For good – চিরতরে
☑ Despite - সত্ত্বেও
☑ Including - সেই সঙ্গে
☑ In spite of - তা স্বত্বেও
☑ Naturally - স্বভাবত
☑ Nonetheless - অথচ
☑ Currently - এখন / ইদানিং
☑ Consequently - অতএব / সুতরাং
☑ First and foremost - প্রথম এবং সবখানে
☑ In the hope that - আশা করি
☑ In view of – পরিপ্রেক্ষিতে
☑ Given that - দেওয়া আছে
☑ Admittedly - স্পষ্টত / নিঃসন্দেহে
☑ After all - সর্বোপরি
☑ Even so - তবুও
☑ Notwithstanding - অথচ / যদিও / কিন্তু
☑ Along with - সাথে
☑ As well - যেমন
☑ Afterward - পরে
☑ Following - অনুসারে
☑ Immediately - অবিলম্বে
☑ Across - দিয়ে
☑ Among - সকলের মধ্যে
☑ Around - কাছাকাছি
☑ Beyond - তার পরেও
☑ By and large - মােটের উপর
☑ Otherwise - অন্যভাবে
☑ In contrast - বিপরীতে
☑ As a matter of fact - বস্তুত / প্রকৃতপক্ষে
☑ In other words - অর্থাৎ / অন্য কথায়
Language (ভাষা) : মনের ভাব প্রকাশ করতে মানুষ যা বলে বা লেখে বা যেসব অঙ্গভঙ্গির ব্যবহার করে তাকে ভাষা বা Language বলে।
He found a quiet place _______ read his book.
Ⓐ for
Ⓑ can
Ⓒ to
Ⓓ will
I enjoy ______ to space.
Ⓐ travelling
Ⓑ travelled
Ⓒ to travell
I don't have ______ friends in Bangladesh.
Ⓐ any
Ⓑ some
Ⓒ both
কোনটি সঠিক?
Ⓐ Everbody have problems.
Ⓑ Everybody has problems.
𝐇𝐚𝐯𝐞 𝐚 𝐧𝐢𝐜𝐞 𝐝𝐚𝐲. - দিনটি ভালো হোক।
𝐈 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨. - আমি তাই মনে করি।
𝐈𝐭'𝐬 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭. - এটা আলাদা।
𝐓𝐡𝐢𝐧𝐤 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐢𝐭. - এটি সম্পর্কে চিন্তা করুন।
𝐆𝐨 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐚𝐡𝐞𝐚𝐝. - ডান দিকে এগিয়ে যান।
𝐈 𝐧𝐨𝐭𝐢𝐜𝐞𝐝 𝐭𝐡𝐚𝐭. - আমি লক্ষ্য করেছি।
𝐈𝐭'𝐬 𝐧𝐨𝐭𝐡𝐢𝐧𝐠. - এটা কিছুই না।
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐦𝐞𝐚𝐧 𝐢𝐭? - এটা মানে কি?
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐤𝐧𝐨𝐰 𝐚𝐧𝐲𝐛𝐨𝐝𝐲. - আমি কাউকে চিনি না।
𝐈𝐭'𝐬 𝐢𝐧𝐜𝐫𝐞𝐝𝐢𝐛𝐥𝐞! - এটা অবিশ্বাস্য!
𝐇𝐞 𝐢𝐬 𝐬𝐨 𝐬𝐦𝐚𝐫𝐭. - তিনি খুব স্মার্ট।
𝐈𝐬 𝐢𝐭 𝐟𝐚𝐫? - এটা কি দূর?
𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐥𝐲𝐢𝐧𝐠. - তুমি মিথ্যা বলছ।
𝐈𝐭 𝐝𝐨𝐞𝐬𝐧'𝐭 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫. - এটা কোন ব্যাপার না।
𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭. - তুমি সবসময় ঠিক।
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭. - একদমই না।
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭 𝐢𝐭? - তুমি কি এটা চাও?
𝐖𝐡𝐚𝐭 𝐝𝐢𝐝 𝐲𝐨𝐮 𝐬𝐚𝐲? - তুমি কি বললে?
𝐒𝐥𝐨𝐰 𝐝𝐨𝐰𝐧: - আস্তে আস্তে! / ধীরে!
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝? - তুমি কি বুঝতে পেরেছো?
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨. - আমি ঠিক তা মনে করি না।
𝐈 𝐧𝐨𝐭𝐢𝐜𝐞𝐝 𝐭𝐡𝐚𝐭. - আমি লক্ষ্য করেছি।
𝐈𝐭'𝐬 𝐧𝐨𝐭𝐡𝐢𝐧𝐠. - এটা কিছুই না।
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐦𝐞𝐚𝐧 𝐢𝐭? - এটা মানে কি?
𝐆𝐨 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐚𝐡𝐞𝐚𝐝. - ডান দিকে এগিয়ে যান।
𝐇𝐚𝐯𝐞 𝐚 𝐧𝐢𝐜𝐞 𝐝𝐚𝐲. - দিনটি ভালো হোক।
𝐈 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨. - আমি তাই মনে করি।
𝐈𝐭'𝐬 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭. - এটা আলাদা।
𝐓𝐡𝐢𝐧𝐤 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐢𝐭. - এটি সম্পর্কে চিন্তা করুন।
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐤𝐧𝐨𝐰 𝐚𝐧𝐲𝐛𝐨𝐝𝐲. - আমি কাউকে চিনি না।
𝐈𝐭'𝐬 𝐢𝐧𝐜𝐫𝐞𝐝𝐢𝐛𝐥𝐞! - এটা অবিশ্বাস্য!
𝐇𝐞 𝐢𝐬 𝐬𝐨 𝐬𝐦𝐚𝐫𝐭. - তিনি খুব স্মার্ট।
𝐈𝐬 𝐢𝐭 𝐟𝐚𝐫? - এটা কি দূর?
𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐥𝐲𝐢𝐧𝐠. - তুমি মিথ্যা বলছ।
𝐈𝐭 𝐝𝐨𝐞𝐬𝐧'𝐭 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫. - এটা কোন ব্যাপার না।
𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭. - তুমি সবসময় ঠিক।
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭. - একদমই না।
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭 𝐢𝐭? - তুমি কি এটা চাও?
𝐖𝐡𝐚𝐭 𝐝𝐢𝐝 𝐲𝐨𝐮 𝐬𝐚𝐲? - তুমি কি বললে?
𝐒𝐥𝐨𝐰 𝐝𝐨𝐰𝐧: - আস্তে আস্তে! / ধীরে!
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝? - তুমি কি বুঝতে পেরেছো?
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨. - আমি ঠিক তা মনে করি না।
▶ And = এবং।
▶ Or = অথবা।
▶ But = কিন্তু।
▶ As = যেহেতু।
▶ When = কখন।
▶ While = যখন।
▶ Where = সেখানে।
▶ Since = যখন/যেহেতু।
▶ Because = কারন।
▶ Though = যদিও।
▶ Although = যদিও।
▶ First of all = সর্বপ্রথম।
▶ Rather = বরং।
▶ That = যে।
▶ Thus = এইভাবে।
▶ Therefore = সুতরাং।
▶ In order to = জন্য।
▶ In order that = কারনে/নিমিত্তে।
▶ Such as = যেমন।
▶ Similarly = অনুরূপভাবে।
▶ As well as = এবং।
▶ Along with = সাথে।
▶ Above all = সর্বপুরি।
▶ Sometimes = মাঝে মাঝে।
▶ Furthermore = অধিকন্তু।
▶ Moreover = অধিকন্তু।
▶ Besides = তাছাড়া।
▶ Even if = এমনকি যদি।
▶ Really = মূলত।
▶ In addition = আরও।
▶ However = যাহোক।
▶ In fact = বাস্তবিক পক্ষে।
▶ Firstly = প্রথমত।
▶ Secondly = দ্বিতীয়ত।
▶ Thirdly = তৃতীয়ত।
▶ Here = এখানে।
▶ There = সেখানে।
▶ Yet = তথাপি।
▶ So that = যাতে।
▶ Whatever = যাই-হোক-না কেন।
▶ Whenever = যখনই।
▶ Accordingly = যথার্থভাবে।
▶ Then = তখন।
▶ Than = চেয়ে।
▶ As is = যেন।
▶ Finally = চুড়ান্তভাবে।
▶ For instance = উদাহরণসরূপ।
▶ For example = উদাহরণসরূপ।
▶ Before = পূর্বে।
▶ After = পরে।
▶ As a result = ফলে।
▶ Consequently = ফলসরূপ।
▶ Similarly = সাদৃশ্যপূর্ণভাবে।
▶ Nevertheless = তথাপি।
▶ Now that = যেহেতু।
🔥 2024 is the year. 🔥
✅কিছু মনে রাখার বিষয়:-✅
∆ Sick & ill
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।
∆ Cool & cold
আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।
∆ Hot & warm
আরামদায়ক গরম হলে warm
আর কষ্টদায়ক হলে Hot হবে ।
∆ Handsome & beautiful
ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।
∆ In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।
∆ low & short
ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
∆ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
∆ drown & sink
প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে সিনক
∆ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
∆ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।
শুদ্ধ করুন :
It is I who won the game.
আদার উপকারিতা:
✅ পেটের পীড়া দূর করে।
✅ ফুসফুসের জন্য উপকারী।
✅ ব্যথানাশক।
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
✅ ক্ষত শুকাতে সাহায্য করে।
✅ হার্ট ভালো রাখে।
✅ ডায়াবেটিসজনিত কিডনির জটিলতা দূর করে আদা।
✅ রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।
✅ বমিভাব দূর করে।
✅ ঠাণ্ডা-জ্বরে আদা খুবই উপকারি।
✅ শ্বাসকষ্ট সারাতে সাহায্য করে।
✅ শ্বাস প্রশ্বাস পদ্ধতিতে উন্নতি ঘটায়।
✅ ক্যান্সার রোধ করে।
✅ হজমে সাহায্য করে।
✅ ঋতুস্রাবের ব্যাথা দূর করে।
✅ মাথা ব্যাথা ও যন্ত্রণা দূর করে।
✅ স্ট্রোক হওয়ার আশঙ্কা কমায়।
✅ ক্ষিধে বাড়বে এবং মুখের রুচিও ফিরে আসবে।
✅ হজমশক্তি বৃদ্ধি করে।
✅ কাশি ও স্বর পরিস্কার করে।
নাক দিয়ে রক্ত পড়াঃ
🌟 রক্ত পড়ার কারণ---
নাক দিয়ে বিভিন্ন কারণে রক্ত পড়তে পারে। অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই রক্তপাতের সমস্যা দেখা যায়। এটাকে বলে ইডিওপ্যাথিক বা অজানা কারণ।
সাধারণত স্থানিক কারণ বা লোকাল, সিস্টেমিক কারণ বা অন্যান্য অসুখঘটিত কারণে নাক দিয়ে রক্ত ঝরতে পারে।
🌟 লোকাল বা স্থানিক কারণের মধ্যে আছে---
আঘাত : যেকোনো ধরনের আঘাত যা নাকে লাগে এমন। যেমন-মারামারি, সড়ক দুর্ঘটনা, নাকের ভেতরে আঙুল বা অন্য কিছু দিয়ে খোঁচানো, নাকের ভেতরে অপারেশনজনিত আঘাত, কোনো ধরনের রাসায়নিক বা অতিরিক্ত উত্তাপ, বিস্ফোরণে আশপাশের বাতাসে অতিরিক্ত চাপ তৈরি হলে।
🌟 নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন---
যেমন-
* ক্রনিক রাইনাটিস বা ঘন ঘন সর্দি
* সাইনোসাইটিস বা সাইনাসের প্রদাহ
* এডেনয়ডাইটিস বা এডেনয়েড গ্রন্থির প্রদাহ
* এট্রফিক রাইনাইটিস
* রাইনসপোরিডিওসিস
* যক্ষ্মা বা টিউবারকিউলোসিস
* ডিপথেরিয়া
* মিসেলস
* ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণত ভাইরাল সর্দি-জ্বর ইত্যাদি।
🌟 নাকের বিভিন্ন টিউমার---
যেমন-
* এনজিওফাইব্রোমা
* নেসোফ্যারিনজিয়াল ক্যান্সার
* হেমানজিওমা
* ইনভারটেড পেপিলোমা
* সারকোমা ইত্যাদি।
🌟অন্যান্য : স্থানিক আরো কিছু কারণের মধ্যে আছে-
* নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা।
* নাকের মাঝখানের পর্দায় ছিদ্র।
🌟 শারীরিক কারণগুলোর মধ্যে আছে---
* উচ্চ রক্তচাপ-বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এ কারণেই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা বেশি হতে দেখা যায়।
* হার্ট ফেইলিউর।
* রক্তশূন্যতা-যখন তা অনেক বেশি মাত্রায় হয়।
* জন্ডিস বা লিভারের প্রদাহ।
* লিভার সিরোসিসের মতো লিভারের অসুখ
রক্তের বিভিন্ন রোগ, যেমন-
* এপ্লাস্টিক অ্যানেমিয়া।
জন্মগত ত্রুটি
রক্তনালির কিছু জন্মগত ত্রুটি থাকলেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।
ওষুধ
অ্যাসপিরিন, ক্লোপিডেগরাল, হেপারিনের মতো রক্ত তরলীকরণের জন্য সেবন করতে হয়-এমন কিছু ওষুধের নাক দিয়ে রক্ত পড়তে পারে।
🌟 রক্ত পড়লে বাড়িতে যা করবেনঃ
১.নাক দিয়ে রক্ত পড়লে ঘাবড়ে যাবেন না। নাকে অনেক ছোট ছোট রক্তনালি থাকে তাই অনেক রক্ত পড়তে পারে। রক্ত দেখেই অনেকে ঘাবড়ে যায়। ঘাবড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়।
২.রক্তপাতের স্থানে আঙুল দিয়ে ৬-১০ মিনিট চেপে ধরে রাখুন।
৩.নাকে বরফ দিয়ে ঠাণ্ডা সেঁক দিন।
৪.নাক ভালো করে পরিষ্কার করে দিন।
৫.রোগীর উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে রক্তচাপ পরিমাপ করুন।প্রয়োজনে রক্তচাপের ওষুধ সেবন করতে দিন।
৬.এর পরও রক্ত পড়া বন্ধ না হলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যান্টিসেপ্টিক ক্রিম ও গজ দিয়ে নাসারন্ধ্র বন্ধ করে দিতে হবে।
🌟 চিকিৎসাঃ
কী কারণে রক্ত পড়ছে সেটি নির্ণয় করে চিকিৎসা দিতে হয়।
একজন নাক-কান,গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
সংগৃহিত