Winner Academy
A trusted English learning zone
“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।
সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।
আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।
এখন জানতে চাইতে পারেন কেন?
STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।
আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ
১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।
২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।
৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।
৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।
৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।
৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।
৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।
৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।
চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।
জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০
৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।
নিজস্ব মতামত, ভুল বুঝবেন না
Collected From Zahid Mahmud Ushan’s wallet.
SSC 2024 English 1st Paper Suggestion
Paragraph
Tree plantation.
Metro Rail
Padma Bridge
Environment Pollution Air / Water
Covid-19
Deforestation
Price Hike
Traffic jam
A book fair.
Our National flag
Rainy day.
your school magazine
Story
The Honest wood cutter.
Robert Bruce.
A thirsty crow.
Who will bell the cat?
Two friends and a bear.
Failure are but pillar of success
The King Midas and his golden touch
Dress does not make a Man great
Bayazid Bostami.
Lion and mouse.
A farmer and his three sons.
Sheikh Saadi.
Graph / Pie Chart
Choice Of Profession By Different Educated People
People Using Internet From The Year 2018 To 2023 In Bangladesh
The Internet User Form 2017 To 2022 In Bangladesh
Ayon Obtained Mark In Different Subject
The Number Of Facebook User By Gender In A City
The Number Of People Using Mobile Phone From 2017 To 2022 In Bangladesh
The Percentage Of A Families Householder Expenditure Distributed Into Different Category
The Choice Of Professions By Different Educated Youth In Bangladesh
A Comparative Selling Rate Of Book In Ekushey Boi Mela 2020
The Passing Rates Of Different Subject
The Choice Of Profession By Different Educated Student
The Percentage Of Supporters Of Defence Game Of A Country
The Number Of Telephone And Mobile User
Informal Letter / Email
Annual sports day – cultural day – science fair of your school – summer vocation – winter vocation.
Preparation for the SSC exam.
Benefits or importance of reading Newspaper – learning English,
Importance of games and sports – co-curricular activities.
Plan after the SSC exam – future plan of your life – aim in life.
Invitation for joining the picnic – the birthday – wedding ceremony – summer vocation.
Dialogue
Importance of tree plantation – learning English – Reading Newspaper
Advantage and Disadvantage of village life and city life
Buying some books.
Plan after the SSC exam.
Preparation of SSC exam – coming exam.
Bad effects of mobile phone – smoking – copying in the exam.
Seen passage 1
The pioneer of Bangladeshi modern Art
Fish is one of the most important
Steven Paul jobs
Pritilata Waddedar was born
21 February is observed as shaheed Dibosh
26 March, our Independence Day
Zahir Raihan was one of the
Humans can neither change
Mother Teresa was moved by the
Meherjaan lives in a slum
Zahir Raihan was one of the
Mainul Islam is a qualified farmer
Pohela Boishakh’ is the First day
May Day or International Workers Day
Seen passage 2
Mother Teresa was moved by the
Today, there are many jobs
May Day or International Workers Day
‘Pohela Boishakh’ is the first
Fish population is in serious danger
26 March, our Independence Day
As human being, we have ability
The pioneer of Bangladeshi modern Art
21 February is a memorable day
Fish is one of the most important
Unseen Passage
Abraham Lincoln was the 16th President
Altaf Mahmud was a
Milton was a great poet
SAARC is regional organization
APJ Abdul Kalam was born
Neil Armstrong was the first man
Rabindranath Tagore was one of the
The Eiffel Tower was named
Charles Babbage was an
Munshi Abdur Rahman
Humayun Ahmed was a
Abul Fazal, educationist
Yuri Gagarin
Subhas Chandra Bose
Alessandro Volta was a
English example sentences with "need"
Learn how to use need in a English sentence. Over 100 hand-picked examples
It's too bad that I don't need to lose weight.
Do you really need to ask the question to know the answer?
Let me know if I need to make any changes.
Do you need me to give you some money?
I really need to hit somebody.
My shoes are too small. I need new ones.
At the age of six he had learned to use the typewriter and told the teacher that he did not need to learn to write by hand.
He's rich. He doesn't need money!
I want a massage. I need to relax.
How many hours of sleep do you need?
All I need to know about life, I learned from a snowman.
I need your advice.
In business today, too many executives spend money they haven't earned, to buy things they don't need, to impress people they don't even like.
Any activity you need to accomplish will take more time than you have.
You need not telephone me.
You need only ask him to pay the debt.
There is need for improvement in your handwriting.
You need not have helped my son with his homework.
You need not have a haircut this week.
You will need much more money than you do now.
You need to have friends who can help you out.
You need not take off your shoes.
You have no need to hurry.
You need not have hurried.
You are in need of a holiday.
You did not need to have your house painted.
You need to study harder.
What do you need the money for?
You need not have hurried so much.
You need not have come here so early.
You don't need to worry about such a thing.
You need not have bought the book.
You need not take account of the fact.
You need not to have called me up so late at night.
You need to have breakfast.
I don't need your help.
Your pencils need sharpening.
What you need is, in a word, patience.
All you need is to get a driver's license.
You didn't need to hurry.
I will lend you whatever book you need.
I need you.
What you need the most now is courage.
You don't need to go unless you want to.
You need not take the trouble to go there.
There is no need for you to stay here.
Your shoes need brushing. They are muddy.
Air, like food, is a basic human need.
I need to know your answer by Friday.
I need to make an urgent call. Is there a public phone near here?
Cows supply us with many things we need.
Do you need an ambulance?
I need medical help.
There seems no need to hurry.
We didn't need to hurry.
There is no need to draw a hasty conclusion.
You just need a good rest.
I don't need fake friends.
You need not have woken me up.
If you need a change of pace, why don't you come for a visit?
I need a concise explanation.
I need a bag. Will you lend me one?
Foreigners in general don't need as many compliments as Japanese are required to give each other, and it is good to keep this in mind.
You need a passport to enter a foreign country.
I need an ashtray.
When you travel abroad, you usually need a passport.
We need a new leader to pull our company together.
We're banking on you to provide all the money we need.
We need to distinguish right from wrong.
We need to nourish our spirit.
We need more workers.
We need to communicate with each other.
We need action, not words.
There is no need for us to hurry.
More than ever do we need goals or leading ideas that will give purpose to whatever we are doing.
All we need now is action, not discussion.
We need some formal instruction in literature.
There's no need for us to argue about this.
Flowers and trees need clean air and fresh water.
I need not have watered the flowers. Just after I finished, it stared raining.
I don't think that technology provides us with everything we need.
We need money to do anything.
What I need worst is a haircut.
You have no need to be ashamed.
Let me know if you are in need of anything.
Don't hesitate to tell me if you need anything.
I need something to write with.
I need to find out exactly what went wrong.
We need a detailed description of what happened.
I need some good advice.
You'll need a temporary bridge.
The roof is really in need of repair.
I need first aid.
I need a pencil. Can I use one of yours?
I need somebody to help me.
We need to reorganize it in order to strengthen our business activities.
It began to rain, so he need not have watehe cheap prices
Letter Writing
সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।
শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।
একটা তুর্কীয় গল্পের ভাবানুবাদ
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
List of Strong and Weak Verb
Completing Story শেখার সহজ উপায়।
If you can see that, you can do that. Present picture can motivate you lifetime.
Writing Formal Letters
HSC 2023 & 2024 Short Syllabus English 1st Paper
Revised Short Suggestion
HSC English First Paper 2023
Our deepest respect to the martyrs of Liberation War