কাঠবেলী- Kathbeli

কাঠবেলী- Kathbeli

Women's Clothing Store

18/04/2021

এজেন্ট নাম্বার থেকে টাকা না পাঠিয়ে নিজের নাম্বার থেকে টাকা পাঠান তাহলে বেশি সুবিধা পাবেন ,ডিটেলস সব ইনফরমেশন দিতে পারবেন।

Photos from Jerwin A. Amano's post 15/04/2021
13/04/2021

May this Ramadan bring the blessings for the entire humanity that we can walk on the way of peace and harmony! Happy Ramadan to everyone.✨💗

04/04/2021

ঘর থেকে বের হন নিশ্চিন্তে 🙄

19/03/2021

জুমা'র দিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম। আদম (আ.)-কে এই দিনেই সৃষ্টি করা হয়েছিল। এই দিনই তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এই দিনই তার তাওবা কবুল হয়েছিল। এই দিনই তিনি ইন্তেকাল করেছিলেন এবং এই দিনই কিয়ামত সংঘটিত হবে। জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে। এই দিন এমন একটি বিশেষ সময় রয়েছে, নামাজরত অবস্থায় কোনো মুসলিম বান্দা মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে কোনো অভাব পূরণের জন্য দোয়া করলে মহান আল্লাহ তাকে তা দান করেন।

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘জুমার দিনে এমন একটি সময় আছে, তখন যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল (সা.) তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন।’ (বুখারি, হাদিস : ৬৪০০)
উক্ত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, জুমার দিনের বিশেষ একটি মুহূর্ত আছে, যখন আল্লাহ তাঁর বান্দার সব দোয়া কবুল করেন। বিশেষ মুহূর্তটি কোনটি—তা নিয়ে মতভেদ রয়েছে। নিম্নে হাদিসের উদ্ধৃতি দিয়ে সেই সময়গুলো তুলে ধরা হলো—

ইমাম মিম্বরে উঠার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত: আবু দারদা ইবনে আবু মুসা আশআরি (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টিই সেই বিশেষ মুহূর্ত। (আবু দাউদ, হাদিস : ১০৪৯)
আসরের শেষ সময়: অর্থাৎ সূর্য ডোবার আগমুহূর্তে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

07/03/2021

আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে পৃথিবীর সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

৩৬৫ দিনের মধ্যে আলাদা করে নারীদের জন্যই শুধু একটা দিন। ভাবতে অবাক লাগলেও এটাই ঠিক। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়।

কিন্তু নারী দিবসের ইতিহাস জানেন কি?
বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়।
প্রথম ১৯০৯ সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ওই বছর ২৮ ফেব্রুয়ারি প্রথম আমেরিকায় নারী দিবস (National Woman's Day) উদযাপন করা হয়েছিল। সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা নিউ ইয়র্কে ১৯০৮ সালে বস্ত্রশ্রমিকরা তাঁদের কাজের সম্মান আদায়ের লক্ষ্যে ধর্মঘট শুরু করেন। নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ আর সমমানের বেতনের দাবিতে চলে হরতাল।

১৯১০ সালে কোপেনহেগেনের উদ্যোগের পর, ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইৎজারল্যান্ডে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস চিহ্নিত হয়েছিল। নারীর কাজের অধিকার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাজের বৈষম্যের অবসানের জন্য প্রতিবাদ করেন লক্ষ মানুষ। একই সঙ্গে রাশিয়ান মহিলারাও প্রথমবার ২৮ ফেব্রুয়ারি 'রুটি ও শান্তি'র দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করে প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতা করেন। ইউরোপের নারীরা ৮ মার্চ শান্তি বিষয়ক কার্যক্রমকে সমর্থন করে বিশাল মিছিলে নামেন। ১৯১৩-১৯১৪ সালে আন্তর্জাতিক নারী দিবস প্রথম বিশ্বযুদ্ধের প্রতিবাদ জানানোর একটি প্রক্রিয়া হয়ে ওঠে।
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়।

গুরুত্ব
বিশ্বজুড়ে লিঙ্গ সাম্যের উদ্দেশ্যে কাজের জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়।


কালেকটেড

Photos from কাঠবেলী- Kathbeli's post 03/03/2021

আর কয়েকটি available আছে 💙

Photos from কাঠবেলী- Kathbeli's post 28/02/2021

বেবি পিঙ্ক কালার এই কুর্তিটা আসলেই অনেক কিউট 🌸
তাই যারা সফট ও কিউট কালারের কুর্তি চাচ্ছেন তাদের জন্য এটি 💗
সামনে যেহেতু গরম আসছে তাই এই অরিজিনাল চায়না লিনেনের কুর্তিটি স্বাচ্ছন্দে নিয়ে নিতে পারেন 💗 হাত চাইলে ফোল্ড করেও রাখতে পারেন আবার নাও রাখতে পারেন 💙 তাই সহজেই যেকোনো স্টাইলে পরতে পারবেন।
ফেব্রিক: অরিজিনাল চায়না লিনেন
লেন্থ: ৩২ ইঞ্চি
এবার আগের চেয়েও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই কুর্তিগুলো তাই পেইজে চোখ রাখুন এবং স্টক আউট হ‌ওয়ার আগে অর্ডার করুন 🌼

আরোও ডিটেলস জানতে ইনবক্স করুন 💙

Photos from কাঠবেলী- Kathbeli's post 26/02/2021

এই সুন্দর ডিজাইনের বেল্টগুলো এভেলেবল আছে❤️❤️

নতুন নতুন ডিজাইন নিয়ে আবার আনা হলো আপনাদের পছন্দের ট্রেন্ডি বেল্টগুলো ❤️❤️❤️
আগের থেকে কোয়ালিটি অনেক ভালো কিন্তু প্রাইস আগের টি রয়েছে💙❤️❤️
শাড়ি , কুর্তি থেকে শুরু করে যেকোনো লং ড্রেস শর্ট ড্রেসের সাথে এই সুন্দর বেল্টগুলো মানিয়ে যায়❤️
যেকোনো পার্টি থেকে শুরু করে নরমালি যেকোনো সময় পরতে পারবেন।
বিস্তারিত জানতে ইনবক্স করুন 🌼

24/02/2021

দুঃখিত অনেক অনেক দিন অপেক্ষা করিয়েছি এই বেল্টটির জন্য 🙁
অনেক কয়জন আপু অনেক নক করেছিলেন এমন গুচি স্টাইলের বেল্টটির জন্য ❤️
কিন্তু এইবার আমরা আগের বেল্টটির চেয়েও পারফেক্ট ডিজাইনটা এনেছি আপনাদের জন্য 💗💗 গুচির অফিসিয়াল বেল্টটার ডিজাইন আর এইটা একেবারে সেইম চাইলে গুগল করে দেখতে পারেন 💙
আর কিসের সাথে পরবেন এই বেল্ট?
শাড়ি , কুর্তি, টপস, গাউন , প্যান্ট যেকোনো কোনো আউটফিটের সাথে মানিয়ে যায় এই বেল্ট💗 অনেক আপু বোরকার জন্য নিয়েছেন 💙
আর এইবারের বেল্ট কোয়ালিটি আগেরবারের চেয়ে আরোও ভালো কিন্তু আমরা সেই রিজনেবল প্রাইসেই দিচ্ছি❤️❤️
তাই জলদি অর্ডার করুন 💙

23/02/2021

যারা মনে করে বাচ্চা "নেওয়ার জিনিস", যারা বলে,"বাচ্চা নেও না কেন?", "বাচ্চা নিছো কেন?", "এত বাচ্চা নিছো কেন?", "আরেকটা বাচ্চা কবে নিবা?" তাদের বলছি, বাচ্চা গাছে ধরে না যে মন চাইলেই গাছ থেকে পেড়ে নিয়ে আসব।

এটা এক মায়ের দেওয়া ছবি। সাড়ে আট বছর ইনফার্টিলিটি স্টেইজ পার করে, সাড়ে তিন বছর ফার্টিলিটির ট্রিটমেন্ট করে, কয়েকবার আইভিএফ ট্রাই করে এবং ব্যর্থ হয়ে, পরবর্তীতে আইভিএফের মাধ্যমেই তার বাচ্চার জন্ম।

এখানে শুধু তার যে ইনজেকশনগুলো নিতে হয়েছে, সেগুলোর এক ঝলক দেখানো হয়েছে। বাকি ঔষধপত্র তো বাদই দিলাম।

"আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান"

(সুরা আশ-শুরা 42:49-50)

©unknown

23/02/2021

যারা সিলভার কালার বেল্ট খুঁজছিলেন তাদের জন্য 🤍

Review 💗💗💗💗💗💗 22/02/2021

সার্থক আমরা ❤️❤️❤️

20/02/2021

মোদের গরব , মোদের আশা

Photos from কাঠবেলী- Kathbeli's post 20/02/2021
Photos from কাঠবেলী- Kathbeli's post 19/02/2021

আর কয়েকটি আছে তাই পছন্দের বেল্টটি জলদি অর্ডার করে ফেলুন 💙💗💗

Photos from কাঠবেলী- Kathbeli's post 18/02/2021

নতুন নতুন ডিজাইন নিয়ে আবার আনা হলো আপনাদের পছন্দের ট্রেন্ডি বেল্টগুলো ❤️❤️❤️
আগের থেকে কোয়ালিটি অনেক ভালো কিন্তু প্রাইস আগের টি রয়েছে💙❤️❤️
শাড়ি , কুর্তি থেকে শুরু করে যেকোনো লং ড্রেস শর্ট ড্রেসের সাথে এই সুন্দর বেল্টগুলো মানিয়ে যায়❤️
যেকোনো পার্টি থেকে শুরু করে নরমালি যেকোনো সময় পরতে পারবেন।
বিস্তারিত জানতে ইনবক্স করুন 🌼

16/02/2021

আবার রিস্টক করা হয়েছে আপনাদের পছন্দের এই ডেনিম লং শার্ট 💙💙
অনেক কয়জন আপু বলেছিলেন এই লং শার্টগুলো রিজনেবল প্রাইসে আনতে তাই আবার আনা হলো 💙
তাই ডিটেলস জানতে ইনবক্স করুন এবং ফুল ভিডিও দেখুন ❤️

প্রেমিকার চিঠি ও ছবি পকেটে নিয়ে ৫০ বছর... 16/02/2021

মাঘের শেষ দিন। মুন্সিগঞ্জের একটি রিসোর্টে বসে আমরা অপেক্ষা করছিলাম বীর মুক্তিযোদ্ধা তানেসউদ্দিন আহমেদের জন্য। ৭৫ বছর বয়সী মানুষটি যখন এলেন, মনে হলো...

প্রেমিকার চিঠি ও ছবি পকেটে নিয়ে ৫০ বছর...

Photos from কাঠবেলী- Kathbeli's post 15/02/2021

অসংখ্য ধন্যবাদ আপুদের আমাদের উপর বিশ্বাস রাখার জন্য ❤️❤️

09/02/2021

অনেক অনেক রিকুয়েস্ট ছিলো এসব বেল্ট আবার আনার জন্য ❤️

04/02/2021

আপুদের অনেক পছন্দের গুচি স্টাইল বেল্ট❤️❤️
এমন বেল্টের জন্য এতো এতো রিকুয়েস্ট ছিলো তাই না এনে পারলাম না 💗 এই বেল্টগুলোর কোয়ালিটি আর ডিজাইন অন্যান্য বেল্টগুলোর তুলনায় অনেক বেশি সুন্দর তাই স্টক‌আউট হ‌ওয়ার আগে অর্ডার করুন 💙

এই বেল্টগুলোর অনেক রিভিউ আছে পেইজে তাই কারো জানার থাকলে চেক করে নিতে পারেন 💙
বেল্টটি নিয়ে আরোও জানার থাকলে ইনবক্স করুন 💙💗

Photos from কাঠবেলী- Kathbeli's post 30/01/2021

শাড়ি , কুর্তি থেকে শুরু করে যেকোনো লং ড্রেসের সাথে এই সুন্দর বেল্টগুলো মানিয়ে যায়❤️
মূল্য: ১৫০ টাকা মাত্র
যেকোনো পার্টি থেকে শুরু করে নরমালি যেকোনো সময় পরতে পারবেন।
আর এখন এই বেল্টগুলো আগের থেকে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন তাই আপনার পছন্দের বেল্টটি নিতে ইনবক্স করুন 💗

30/01/2021

😑😑😑😑কেন!???

Photos from কাঠবেলী- Kathbeli's post 29/01/2021

আপুদের অনেক পছন্দের বেল্ট ❤️
শাড়ি , কুর্তি থেকে শুরু করে যেকোনো লং ড্রেসের সাথে এই সুন্দর বেল্টগুলো মানিয়ে যায়❤️
অনেক আপু এই বেল্টগুলো আনার কথা বলেছিলেন। তাই এই সুন্দর সুন্দর ডিজাইনের বেল্টগুলো নিয়ে হাজির হলাম যা যেকোনো পার্টি থেকে শুরু করে নরমালি যেকোনো সময় পরতে পারবেন।
আর এখন এই বেল্টগুলো আগের থেকে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন তাই আপনার পছন্দের বেল্টটি নিতে ইনবক্স করুন 💙

Photos from কাঠবেলী- Kathbeli's post 28/01/2021

#স্টক_লিমিটেড
এই ড্রেসটি যে ফাল্গুনের জন্য একেবারে পারফেক্ট তা বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না 💛🧡
ফেব্রিক: চায়না লিনেন
লং: ৪৮
বডি: ৪০
মূল্য: ৫০০ টাকা
যেহেতু স্টক লিমিটেড তাই আমাদের পরে অর্ডার করলে এবং না পেলে এনে দিতে পারবো না তাই পছন্দ হলে বুকড করে রাখুন ❤️

Photos from কাঠবেলী- Kathbeli's post 27/01/2021

শাড়ি , কুর্তি থেকে শুরু করে যেকোনো লং ড্রেসের সাথে এই সুন্দর বেল্টগুলো মানিয়ে যায়❤️
অনেক আপু এই বেল্টগুলো আনার কথা বলেছিলেন। তাই এই সুন্দর সুন্দর ডিজাইনের বেল্টগুলো নিয়ে হাজির হলাম যা যেকোনো পার্টি থেকে শুরু করে নরমালি যেকোনো সময় পরতে পারবেন।
আর এখন এই বেল্টগুলো আগের থেকে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন তাই আপনার পছন্দের বেল্টটি নিতে ইনবক্স করুন 💙

Photos from কাঠবেলী- Kathbeli's post 27/01/2021

এই বেল্টগুলো অনেক পরিচিত আপুরা অনেক দিন থেকে আনতে বলছিলেন কিন্তু আমরা সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছিলাম না তাই আপনাদের জন্য আনতে পারছিলাম না 🙁 ফাইনালি এতো এতো সুন্দর ডিজাইনের বেল্ট হাতে পেয়েছি যা আগে থেকে অনেক রিজনেবল তাই তাড়াতাড়ি নিয়ে ফেলুন আপনার পছন্দের বেল্টগুলো❤️❤️
অর্ডার করতে ইনবক্স করুন 💙

Photos from কাঠবেলী- Kathbeli's post 25/01/2021

Photos from কাঠবেলী- Kathbeli's post 24/01/2021

আবার রিস্টক করা হলো 💗💗
এখন গুচি বেল্ট অনেক পেইজে এভেলেবল হয়েছে কিন্তু আমাদের পেইজের গুচি বেল্টের চাহিদা যেন দিন দিন বেড়ে চলেছে কারন আমাদের বেল্টে স্কেচ পড়ে না আর এই বেল্ট শাড়ি, প্যান্ট ,ড্রেস ও স্কাট সবকিছুর সাথেই পরা যায়।
বাকি বেল্টগুলো নিয়ে আর না বলি এতো বেশি আপুরা নিয়েছে এই বেল্টগুলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নেগেটিভ রিভিউ পাইনি আমরা। রিজনেবল প্রাইসে খুব সুন্দর এই বেল্টগুলো যা যেকোনো কুর্তির সাথে মানিয়ে যায় 💗
প্রাইস: ৯৫-২৮৫ টাকা

Photos from কাঠবেলী- Kathbeli's post 03/01/2021

বছরের শুরুতে একটু ভালো সারপ্রাইজ না দিলে কি চলে!!!

বোরকা পরেন এমন আপুরা বোরকার অল্টারনেটিভ হিসেবেও ইউজ করতেই পারেন 😊

কোমরে স্মোকি করা তাই সহজেই মানিয়ে যায় 😊
মূল্য:৭৫০😲😲😲

ডিটেইলস জানতে ইনবক্স করুন 😊

Review 💗💗💗💗💗💗 28/12/2020

আমাদের পাওয়া সেরা একজন আপু 😍
আপনার জন্য একটা ছোট উপহার থাকবে ইনশাআল্লাহ পরের অর্ডারে 😊

Photos from কাঠবেলী- Kathbeli's post 22/12/2020

পেজের মোস্ট ডিমান্ডেড একটি কুর্তি 😍😍😍
লিমিটেড স্টক 😥
ফেব্রিক:চায়না লিলেন
পূর্ব মূল্য:৬৫০
বর্তমান মূল্য:৪৫০ 🤩🤩🤩
এই দামে পেতে আপনাকে ১২টি কুর্তি কিনতে হবে না একটি কুর্তি পাচ্ছেন অবিশ্বাস্য মূল্যে 😁

Photos from কাঠবেলী- Kathbeli's post 19/12/2020

বছরের শেষে সারপ্রাইজ তো দেওয়ায় যায় ❤️
ইয়ার এন্ডিং সেল অবিশ্বাস্য মূল্যে 😍
পূর্ব মূল্য: ৬৫০
বর্তমান মূল্য: ৪৫০ 😍😍😍
কুর্তি স্টাইল লং শার্ট
ফ্রেব্রিক: সুইচ কটন 💙
দ্রুত বুকড দিয়ে দিতে পারেন 😊
পুরো মাস জুড়ে থাকবে আমাদের এমন সারপ্রাইজ 😍
আশাকরি আমাদের সাথেই থাকবেন

Review 💗💗💗💗💗💗 17/12/2020

Alhamdulillah ❤️

Introduction

Greetings from Kathbeli!
We are very much positive to build a business relationship with you and we would be grateful for any opportunity to enable us to earn your confidence in our products. We assure you that your choice is very meaningful to us and will receive the highest degree of attention and that your confidence in us will not be misplaced.
We believe that you will find our products as suitable to address your need considering quality and other concerns in a cost‐efficient manner. Please don’t hesitate to place any issue that requires further clarification.

Videos (show all)

Telephone

Website