Afroza's Calligraphy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afroza's Calligraphy, Art, .
Assalamualikum,Here I am Tuli from Chattogram,Bangladesh..I like to work about Calligraphy...If you like my work,you can support me and its such a great pleasure like huge inspiration...
Thank you.
নামাজের মধ্যে ফিজিক্যালি উইক এবং সবচেয়ে নড়বড়ে অবস্থাটা হচ্ছে "রুকু"। রুকুরত অবস্থায় কেউ যদি নামাজীকে হালকা করেও একটা ধাক্কা দেয়, সে ধপাস করে মাটিতে পড়ে যাবে। চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নামাজে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি, তখন বলি "আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী!" আবার, আমরা যখন নামাজের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকি, তখন আল্লাহকে বলি যে, "আল্লাহ আপনি সবচেয়ে উঁচু!" সুবহানাল্লাহ!
জাস্ট এই কনসেপ্টটা আমাদের নামাজকে অন্য আরেক ডাইমেনশানে নিয়ে যায়! নামাজ পড়তে পড়তে যেখানেই মন চলে যাক না কেন, রুকু আর সিজদাহ দেওয়ার সময় মনে পড়ে যায় যে, "আল্লাহ সবচেয়ে শক্তিধর এবং আল্লাহ সর্বোচ্চ!" ❤️
(সংগৃহীত)
Ramadan Mubarak🌿
🇧🇩
সুন্দর নাহ?😬♥️
Before 2024 starts,I just wanna say I am sincerely sorry to every single soul that I have accidentally hurted,offended & wronged intentionally & unintentionally.
May we forgive each other as we have asked Allah (swt) to forgive us & may we all live with a pure heart.
Allahumma Ameeen.♥️
Tuli's Calligraphy 🌿
Cake from Taste Bud
Alhamdulillah 🌻
❌🚫এলার্ট পোস্ট 🚫❌
বিগত কিছু'দিন যাবত ফ্রেন্ডলিস্টের অনেক সংখ্যক ফ্রেন্ডের আইডি থেকে অনাকাঙ্ক্ষিত (18+) স্টোরি, পোস্ট ও আইডি থেকে অন্যদের বিভিন্ন ১৮+ গ্রুপ ও পেইজের লিঙ্ক ম্যাসেজ হিসেবে দেয়া হচ্ছে। এমনটা হচ্ছে কারণ তাদের আইডি এখন স্ক্যামাদের দখলে। এর মেইন রিজন হলো তারা স্ক্যামারদের দেওয়া ফিশিং লিঙ্কে ক্লিক করেছে।
বর্তমানে বাংলাদেশে স্ক্যামারদের যে ফিশিং লিঙ্কটি একটিভ রয়েছে সেটা হচ্ছে 'congratulation you selected to the interview. We will give 2000 taka per day. Please contact us this link' তারপর একটা লিঙ্ক দেওয়া হয়।আপনার ফোনের সিমে আসা মেসেজটি অনেকটা এরকম থাকে।
অনেকে না বুঝে, ভুল করে অথবা লোভে লিঙ্কে ক্লিক করে থাকে। অনেক সময় এটি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায়, অনেক সময় কোনো ইনফরমেশন দেয়না অথবা কোনো সাইটে নিয়ে যায়। এগুলো হলো ফিশিং লিংক। আপনার কাছে এমন মেসেজ এসে থাকলে সাথে সাথ ডিলেট করে দিবেন। আর আপনার ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডের আইডি ইনফেক্টেড হয়ে থাকলে আনফলো দিয়ে সাময়িক সময়ের জন্য আনফ্রেন্ড করে দিবেন।
পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু তালিকায় থাকা সকলকে সচেতন ও সতর্ক হতে সহায়তা করুন-।- ধন্যবাদ।©
©Shakhawat Rahman Khan
প্রায় অনেকদিন পর!!!!🥹🥹
যারা ২০০/৩০০টাকায় ক্যালিগ্রাফি করাতে চান,আসলেই তারা শিল্পী+শিল্প এর মূল্য বোঝেন না!
(বি.দ্র.দাম দেখে আকাশ থেকে পড়ার কিছু নেই।ক্যালিগ্রাফি শিল্পের মূল্য আরো অনেক মোটা অংকের ও হয়)
শিল্প কে কদর করতে শিখুন।শিল্পীদের সম্মান করতে শিখুন।💙
AYAA Calligraphy
Happy International Artist Day.
🌿🍁
Happy Teacher's Day to our amazing educators!!🌻
Thank you for your commitment and dedication in molding our youth to become our country's responsible citizens and capable leaders! ❤️
🎉
Tuli's Calligraphy
ইদানিং আমাদের দৈনন্দিন জীবনে হাতের কাজের অর্থাৎ হস্তশিল্পের এতই কদর বাড়ছে যে,এই কাজের পরিধি অনেক দূর অব্দি এগোচ্ছে।হস্তশিল্পের উর্ধে আছে আমাদের এই পণ্যটি।বিশ্বাস করেন,এই পণ্যটি ব্যবহার করে আপনি জিতবেন।😀
হ্যান্ড পেইন্ট সিংগেল পাঞ্জাবি
যেকোনো সাইজ এভেইলএবল।
🇧🇩
জুমা মোবারক।🌻
আস্সালামু-আলাইকুম।🌺🌺
ঘরকে বিভিন্ন আসবাবপত্র দিয়ে সৌন্দর্যমন্ডিত করার পাশাপাশি ক্যালিগ্রাফি ও পেইন্টিং দিয়ে আপনি ঘরটাকে চাইলে আরো একটু আকষর্ণীয় করে তুলতে পারেন।
যেকোনো সাইজের ক্যানভাসের ক্যালিগ্রাফি অর্ডার নেওয়া হয়।
তাছাড়া কাস্টমারদের পছন্দ অনুসারে প্রত্যেকটা কাজের অর্ডার নিয়ে থাকি।
ডিটেইলস জানতে ইনবক্স করুন।
Tuli's Calligraphy -র সাথে থাকুন।😊
ধন্যবাদ।🌿
My another tiny page..
Afroza's Mehendi
Need your support.
Show some love.
Thank you♥️🌿
🌼🌼🍂
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
অর্থঃ আল্লাহ আমাদের এবং তোমাদের সৎকর্মগুলো কবুল করুন।
Tuli's Calligraphy
এত দম্ভ,এত অহংকার,
টাকার ঝনঝনানি,ক্ষমতার হুংকার।
সব মিছে, সবকিছুই নিতান্তই ক্ষুদ্র,
শুধু একটিমাত্র বুক ভরা নিঃশ্বাসই চূড়ান্ত সত্য।
মহান রব যদি এই নিঃশ্বাসের হিসেব নিতেন,তবে..!!😥
Tuli's Calligraphy
❤️
এগুলোই আমার কাজের অনুপ্রেরণা।।☘️🥀
কতোদিন পূর্বের মতো কাজে বসা হয়না!!!!........🥺
ইনশাআল্লাহ আবার আগের মতো নিয়মিত হবো।
মোনাজাতে স্মরণে রাখবেন এই অধম বান্দাকে।।
ধন্যবাদ পাশে থাকার জন্য।💝
Tuli's Calligraphy
🇧🇩
একজন বিখ্যাত ক্যালিগ্রাফার আব্বাস আল বাগদাদী
মহান এই ক্যালিগ্রাফারের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Try Tahajjud,
it can change your situation.❤️✨
আস্সালামু-আলাইকুম।
পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা সবাইকে।♥️
When you regret your sins,feel sad for having committed them and feel pain when you remember them,these are signs of faith and sincere repentance.However,after repenting,Shaytan will cause you to doubt the Almighty’s Mercy.Don’t despair.Don’t fall for his trick!
Move on!♥️
— M***i Ismail Menk
Tuli's Calligraphy
কি সুন্দর!🥺❤️
এক মহিলা খুব নামাজ পড়ে।রোজা রাখে।দান-সদকাও করে।কিন্তু কথা বলার সময় প্রতিবেশীকে খোঁচা মেরে কথা বলে।কষ্ট দেয়।এমন মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ (সা.)..?
- সে জাহান্নামি!
আরেক মহিলা কোনো মতো ফরজ ইবাদতগুলো করে।অল্পই দান-সদকার সামর্থ্য রাখে।কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না।এ মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ (সা.)..?
- সে জান্নাতি!
~[আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারী : ১১৯; সহিহ ইবনে হিব্বান : ৫৭৬৪]
অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা 'যোগ্যতা' হিসেবে ধরা হয়।অন্যকে কষ্ট দিয়ে কথা বলা থেকে বিরত থাকি আমরা,আল্লাহ্ আমাদের সবাই কে মাফ করুন।
“রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়,তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন।”
— আল হাদিস
🌺🌺
Tuli's Calligraphy
আস্সালামু-আলাইকুম।🌺
Name Calligraphy painting.
বিয়েতে অথবা দম্পতির জন্য ইউনিক উপহার হতে পারে তাদের নামের ক্যালিগ্রাফি পেইন্টিং,যেখানে তাদের বন্ধন প্রকাশ পাবে এবং তাদের জন্য শুভকামনা থাকবে।
নিম্নের নেইম ক্যালিগ্রাফিটি এক আপু তার বেস্টফ্রেন্ডের জন্য করিয়েছেন।❤️
আমার প্রতিটি ক্যালিগ্রাফি পেইন্টিং সম্পূর্ণ হ্যান্ডমেইড। ডিজাইন এবং কম্পোজিশন সুষ্টুভাবে করার চেষ্টা করি এমন কোয়ালিটির ক্ষেত্রে আমি সর্বোচ্চটা দেয়া হয়।
কাজ এবং সাইজ অনুযায়ী প্রাইজ রাখা হয়।
আপনার বাজেট অনুযায়ী অর্ডার করতে ইনবক্স করুন Tuli's Calligraphy পেইজে।
ক্যানভাস সাইজ:১১"/১১
Videos (show all)
Contact the establishment
Telephone
Website
Opening Hours
Monday | 08:00 - 20:00 |