Md. Akram Hossan

Md. Akram Hossan

কবিতা ও আবৃত্তি আমার পেজে পোষ্ট করা হয়।

17/04/2024
14/04/2024

---------------- উম্মতের কাণ্ডারী প্রিয় নবী ------------------
মোঃ একরাম হোসেন

আমি যদি হইতাম পাখি
ডানা মেলে উড়ে যাইতাম
সোনার মদিনায় হিজরতে,
উম্মতের কাণ্ডারী নয়নমণি
আমার প্রাণের নবীর দর্শনে।

মায়ার নবী রাসুলুল্লাহ (সা)
ঘুমিয়ে আছেন ঐ মদিনায়,
আমার যেতে ইচ্ছা করে
আরব দেশে নবীর দিদারে
মদিনা ওয়ালার রওজায়।

আমার সোনার মদিনা
তোমার বুকে যদি থাকতাম,
আমি অঙ্গে জড়িয়ে নিতাম
মদিনার ধুলাবালি দুর্বা ঘাস
এই জীবন হইতো পরিপূর্ণ।

সোনার মদিনা সোনার রওজায়
বসে থাকতাম নবীজীর মায়ায়,
মদিনার আলো বাতাস জমিন
খোদার সৃষ্টি সেরা পূর্ণে ভরপুর
জীবন আমার হইতো পরিপাটি।

আল্লাহ তোমার সৃষ্টির সেরা
উম্মতের কাণ্ডারী প্রিয় নবী
হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ(সা),
ইচ্ছা জাগে মনের গহীনে
মদিনা ওয়ালার দিদারের।

আমি পাপি থাকি দূর দেশে
অন্তর জুড়ে সোনার মদিনা,
ওগো আমার দয়াময় আল্লাহ
আমার মনোবাসনা পূর্ণ করো
তোমার হাবিবের দিদারে।

---------- কর্ণফুলী নতুন ব্রিজ শিকলবাহ চট্টগ্রাম ----------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় বাবা ও ভাগিনা।

11/04/2024

---------- ঈদ আনন্দ হোক শান্তি ও মুক্তির পথ --------
মোঃ একরাম হোসেন কাপ্তাই।

রমজানের রোজার শেষে
এলো খুশির ঈদুল ফিতর
আনন্দ উল্লাস চতুর্দিক জুড়ে,
নতুন জামা কাপড় সুগন্ধির গন্ধে
খোকা খুকির চোখ নিদ্রাহীন রজনী।

ঈদ আনন্দে ভুলি আছে যত ব্যথা
ঈদ আনন্দে ভুলি উঁচু নীচু ভেদাভেদ,
ঈদ মোবারক ঈদ হোক মুক্তির আনন্দ
ঈদ হোক পরিবারের মজবুত বন্ধনে
বেঁচে থাকার ক্লান্তিহীন সুখের ঠিকানা।

ঈদ মোবারক আমরা সবাই ভাই ভাই
উচ্চ,মধ্য,নিম্নবিত্ত এক কাতারে দাঁড়িয়ে
আসুন বাঁচি একটাই পরিবারিক বাঁধনে,
বছর ঘুরে রমজান আসে গুনাহ মাফে
আখেরাতে জন্য করো মন দান খয়রাত।

জীবন জুড়ে করছি কতশত পাপের
অনুভব হয় নাই হৃদয়ে বিন্দুমাত্র কম্পন
নিজ ঈর্ষণীয় স্বার্থে সর্বার্থে করি লুটপাট,
ঈদ আনন্দে করি প্রতিজ্ঞা শুধরাতে পাপ
অসহায় কে সাহায্য করি বছর জুড়ে।

ঈদ আনন্দ শান্তি ও সাম্যের বারাতে
অহংকার হিংসা বিদ্বেষ দূরে সরিয়ে
আল্লাহর দরবারে প্রার্থনা করি সকলে,
মানবতার শত্রু নিপাত যাক খুশীর দিনে
সুগম হোক দো-জাহানের শান্তি ও মুক্তির পথ।

-------- কাপ্তাই উপজেলা সদর রাঙ্গামাটি চট্টগ্রাম -------
উৎসর্গঃ- ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশ বাসীদের জন্য।

29/03/2024

পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে আমার স্মৃতি চিহ্ন।

29/03/2024

কি অদ্ভুত রহস্যময় চরিত্র আদম সন্তানের রোজা রাখে ঘুষ খায়,নামাজ পড়ে সুদ খায়,এবাদত করে অন্যের হক মেরে খায়,সাধু সাজে উপদেশ দেয় আঁধারে খুঁজে পরনারী ও পরপুরুষের সঙ্গ।
মনে রাখবেন,
টাকা পয়সা ভিক্ষা করে উপার্জন করা যায় কিন্তু মানসম্মান অর্থ সম্পদ দিয়ে ক্রয় করা যায় না ইহা ধর্ম কর্ম ও ব্যবহারিক চরিত্রের মাধ্যমে সম্বলিত করতে হয়।
মোঃ একরাম হোসেন কাপ্তাই।

29/06/2023

------------- মনের হিংস্র পশু দাও কুরবান ------------
মোঃ একরাম হোসেন

চাঁদ উঠেছে ঐ আকাশে
খুশির বাতাস বহে জমিনে,
ধনী গরীবের এক কাতারে
ঈদের নামাজ আদায় করে
তৃপ্তির হাসিতে মেতে উঠব।

ঈদ মোবারক ঈদ মোবারক
বড়দের করবো সালাম দোয়া
ছোটদের দিবো আদর সালামি,
অসহায়ের মুখে খাবার দিবো
ঈদ আনন্দ করবো ভাগাভাগি।

অপেক্ষার প্রহর হবে শেষ
ঈদ মোবারক সুরের আগমনে,
আছে যতোই কষ্ট যাবো ভুলে
ছোট-বড় মিলেমিশে গাইবো
ঈদ মোবারক ঈদের খুশির গান।

ঈদ আনন্দের মহা শ্রাবণে
ভুলবো জাতপাতের ভেদাভেদ,
ঈদের মাঠে করবো কোলাকুলি
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সর্বজনীন
প্রেমের ধুলায় জড়াবো মানবদেহ।

আল্লাহকে খুশি করতে যদি চাও
মনের হিংস্র পশু দাও কুরবান,
আত্মীয় স্বজনের বিবাদ ভুলে
অসহায়ের অশ্রু জল দাও মুছে
ঈদ আনন্দে খুঁজি সুখের নীড়।

------ কর্ণফুলী নতুন ব্রীজ শিকলবাহা চট্টগ্রাম -----
উৎসর্গঃ-আমার সুপ্রিয় বাবা ও ভাগিনা।

29/05/2023

মাঝি বাইয়া যাও রে শিল্পী খালেদ হাসান মিলু।

29/05/2023

জুতা যতটা দামী হোক পায়ের নীচেই থাকে ছিঁড়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে।
বিশ্বাসঘাতক স্বার্থপর এঁরা কখনো আপন নয় প্রয়োজনে ব্যবহার করবে অপ্রয়োজনে ছেঁড়া জুতোর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে।অকৃতজ্ঞ তুই বন্ধু।
মোঃ একরাম হোসেন কাপ্তাই।

23/05/2023

আমার পছন্দের একটা গান ভালো লাগে থেকে আমার আমি কে দিয়ে এডিট করা।

22/01/2023

---------------------- শূন্যতার রক্তক্ষরণ ---------------------
মোঃ একরাম হোসেন

নীল সমুদ্র তরঙ্গের অঙ্গে
ভাসায় স্বপ্ন সুখের ভেলা,
মিছে মায়ার জালে জড়িয়ে
জগৎ জুড়ে বেদনার কাটগড়
আসা যাওয়া স্বপ্নের কক্ষপথ।

আঁখি জুড়ে অশ্রুর স্রোতধারা
তৃষ্ণার্ত জীবন মিথ্যার আশ্রয়
ব্যাথার পাহাড়ে আনলে জ্বলে,
বুকের মাঝে শূন্যতার রক্তক্ষরণ
অনাহারী জীবন বিষে ভরা ক্লান্ত।

দু'চোখে রঙ্গীন ফানুস উড়িয়ে
ছন্দহীন জীবন খুঁজে আপনজন,
আঘাতে ভাঙ্গে বেঁচে থাকার স্বপ্ন
ক্ষত বিক্ষত হৃদয় জুড়ে শূন্যতায়
একলা পথিক কষ্টের উপকথায়।

অপেক্ষারত নির্বিঘ্নে পালিয়ে যায়
ভাষাহীন মুখোমুখি চাওয়া পাওয়া
উত্তর দিতে গিয়ে থমকে দাঁড়ায়ি,
অমলিন আকাঙ্ক্ষা কত আহাজারি
আশা নিরাশার সম্মুখে মৃত্যু প্রাচীর।

জীবন জুড়ে চতুর্দিকে আনাগ প্রশ্ন
এখনো স্মৃতি আঁকড়ে স্বপ্নের ঘোরে,
তুমি আমি নাই বিশ্বাস ছিটেফোঁটা
আঁখি জুড়ে অশ্রুর স্রোতধারা তীব্র
আসা যাওয়ার হৃদয়ে তুমি অতীত।

---------- হেমনগর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ----------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় বাবা ও ভাগিনা।

17/10/2022

----------- বিদায় লগ্নে তুমি আমি শূন্য পথিক -------------
মোঃ একরাম হোসেন

দুনিয়ার পাঠশালা ক্ষণিক সময়ের
ভুলের মাঝে বন্দি রঙ্গ তামশা মত্ত,
শেষ দিবসে আখেরাতের সম্বল করে
বিদায় নিও এই দুনিয়ার পূর্ণ সঞ্চয়ে
দিন থাকতে মন চল আল্লাহ্ রাস্তায়।

আরজাইল আসিবে বন্দি খাঁচা ভেঙ্গে
মাটির দেহের ভিতর পুষা প্রাণ পাখি
উড়াল দিয়া যাবে পালানোর রাস্তা নাই,
কিসের নেশায় করো এতো অহংকার
দিন থাকতে মন ডাকো আল্লাহ কে।

কি হবে টাকা পয়সা গাড়ি বাড়ি
যদি না থাকি এই ভুবনে বেঁচে
আমার বলে কিছু থাকবে না মন,
নামাজ রোজা হজ্ব যাকাত কালিমা
আখেরাতে হবে তোমার সঙ্গের সাথী।

দেশ দেশান্তরে ঘুর সম্পদের লোভে
জায়গা জমি ধন সম্পদ গড়ে কি হবে
বিদায় লগ্নে কিছু নাই তুমি শূন্য পথিক,
মাটির সাড়ে তিন হাত জায়গা তোমার
দিন থাকতে আল্লাহ্ পথে দান খয়রাত।

অন্যের হাতে গোসল করে জীবন শুরু
অন্যের হাতে গোসল করে জীবনের শেষ
এক টুকরো সাদা কাপড় জড়িয়ে বিদায়
জীবনের শেষ ঘন্টা বাজে উঠার আগে
দিন থাকতে পূর্ণতা অর্জনের পথে চলি।

জগৎ জুড়ে আট্টলিকা আরাম আয়েশ
অন্ধকার মাটির কবরের ডাক কি শুনো
মাটির বাড়ি মাটির বিছানা নাই জমিদারি,
মাটির দেহ থাকবে পরে চিরস্থায়ী মাটিতে
নিত্য সঙ্গের সাথী কবরের পোকা মাকড়।

মসজিদের খাটিয়া নিত্য অপেক্ষারত
তোমার বিদায় পথ যাত্রার বহনের জন্য
চার খুঁটি চার কাঁধে নিয়ে যায় ছিন্ন করে,
আপন স্বজনের হৃদয়ের বন্ধন ভেঙ্গে ছুড়ে
দিন থাকতে ঈমান আখলাক করো মজবুত।

দুনিয়ার আগমনে জেগেছি আযান শুনে
মরণে অলস নিথর দেহ অপেক্ষায় থাকবে
বিদায় নামাজের তাকবিরের ধ্বনি শুনতে,
চিরস্থায়ী মাটির কবরে একলা রেখে যাবে
ফেরেস্তা আসিবে ভালমন্দের সঞ্চয় হিসাবে।

------------------ সদরঘাট কর্ণফুলী চট্টগ্রাম ----------------
উৎসর্গঃ- বিশ্ববাসী,দেশ ও জাতির কল্যাণের জন্য।

07/06/2022

ভালো লাগা কিছু লেখা নিজের করে সংগ্রহ করে রাখা।

মৃত্যুর পরোয়ানা
~~~~~~~~~~~~~~~~~~~~
✍️শামীমা ইসলাম
~~~~~~~~~~~~~~~~~~~~
মৃত্যুর পরোয়ানা হয়ে গেলে জারি
যখন যেখানে রবে এসে যাবে গাড়ি।
আজরাইল ঘরের দরজায় উঁকি !!
থেমে যাবে পথটুকু দিওনা গো ফাঁকি।।

অকাল মৃত্যু হয় লোকে তাহা বলে
বুড়ো রেখে শিশু যায় মৃত্যুর কোলে।
স্বজন হারানো ব্যথা হয় তীব্রতর
ভেঙে যায় কাঁদে সব ব্যথা অন্তর।।

পরিবার নিয়ে হয় সংসার জীবন
শান্তি বিসর্জন দেয় গুরুজন।
সোনার সংসার গড়ে নিয়ে প্রিয়জন
খাঁচা ছেড়ে যায় চলে হয় বিয়োজন।

সময় হলে তোমার থেমে যাবে পথ
চিন দেশে হলে ও তা চলে যাবে রথ।
জন্মের সিরিয়াল আছে মৃত্যুর নেই
রহমত করো প্রভু প্রাণ ভরে ডাকি।।
~~~~~~~~~~~~~~~~~~~~~

✒️২০/০৩/২০২২ সময় সকাল ৮:০৫ মিনিট।
ময়মনসিংহ।

24/05/2022

----------------- দুষ্ট লোকের মিথ্যা বুলি ---------------------
মোঃ একরাম হোসেন

মিষ্টি বুলিতে দৃষ্টি কাড়ে
অতি চতুর দুষ্টুর দুষ্টামি,
সর্বদাই ভয়ে চলে অতৃপ্ত
মিথ্যার ঝুড়ি মাথা রাখে
ঘুরে বেড়ায় অনিষ্ট সাধনে।

মস্তিষ্ক জুড়ে মিথ্যা সয়লাব
কাজে অকাজে সু্যোগ নেয়,
ধোঁকা বাজির পাঁয়তারা আঁকে
উপদেশ যতো দাও তাঁতে কি
লাজ লজ্জার নাই ছিটেফোঁটা।

মিথ্যার আশ্রয়ে সর্বজনীন
আপন স্বজন নাই বাছবিচার,
নিত্য করে মিথ্যার সাথে সঙ্গম
লোক চক্ষুর অন্তরালে লুকায়িত
ওরা নির্লজ্জ নাই লজ্জা শরম।

দুষ্ট লোকের মিথ্যা বুলি
রূপ বদলায় পোশাক পরিধানে,
আপন সাজে গৃহে প্রবেশ করে
স্বার্থের লোভে করো পাপ কর্ম
অন্তর জুড়ে নষ্টামির চরিত্র।

যখন তখন ফাঁদ পাতো
তুমি বড্ড ছলনাময়ী শিকারী,
দুষ্ট লোকের মিষ্টি কথার বুলি
মিথ্যার আশ্রয় ডুবে দিবানিশি
সমাজ সংস্কৃতি ডুবে নোংরামি।

যুগের তালে মিথ্যার বুলি
আড়ালে নীতি কথার উপদেশ,
নিত্য সৃষ্টি দুষ্ট লোকের উৎপাত
জনগণ খোঁজে যায় একটু শান্তি
নেতা নেত্রী সুধায় মিথ্যা বাণী।

------- বেতবুনিয় ভূ উপগ্রহ কেন্দ্র কাউখালী উপজেলা রাঙ্গামাটি ------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় বাবা ও ভাগিনা।

14/11/2021

||| "তবু মনে রেখো" ....

প্রভাতের লাল রঙ গায়ে মেখে
শিশিরসিক্ত সবুজ ঘাসের ডগায়
চকচকে মুক্তোর হাসি ----
আহা ! বড়ো ভালোবাসি।

লেকের পাড়ে যে বেঞ্চিতে সুদীর্ঘকাল
কেটেছে সময় হেমন্তের সাথে,
আজ সেখানে বসন্তের আনাগোনা।
দূর থেকে দেখি কচিকাঁচা কত প্রজাপতি
ফুরফুরে, উড়ে যায় ...
কত শত কথা চালাচালি,
কত কানাকানি, কতখানি খুশি ---
মন তবু পড়ে রয় বিষন্ন সেই বিকেলে
যেখানে ছিলাম আমি, তুমি ছিলে,
বিদায়ের সে বেলায় তুমিই তো বলেছিলে
"আর যদি ফিরে নাই আসি ?"
সত্যিই ফেরোনি তো ! ভালোবেসে কাছেও ডাকোনি আর ........
তরতাজা স্মৃতি সব, প্রৌঢ়ত্বের এ অবেলায়
ভগ্ন স্বাস্থ্য নিয়ে ঝাপসা দৃষ্টিতেও
ছুটে গেছি, ছুটে গেছি বারবার।
কত কথা না বলাই রয়ে গেল !
সেই বেশ ভালো -----
সবই যদি প্রকাশিত হয় মুখে
জ্বলবে কি ভালোবাসা-আলো !

মানুষের জীবনটা বড়ো বেশি অনিশ্চিত ---
জানি না এ পৃথিবীতে থাকব ক'দিন !
মন তবু পড়ে রবে জীবনের অন্তিমে
তোমার অধীন
তোমার অধীন .......||

11/11/2021

-------------- একে অন্যে অবিশ্বাসের দেয়াল -------------
মোঃ একরাম হোসেন

ক্ষুদ্র বিন্দু জল রশ্মি থেকে সৃষ্টি
জগৎ সেরা জীব বৈচিত্র মানব,
অহমিকায় বন্দী জীবন সংসার
তুচ্ছ তাচ্ছিল্য অসহায়ের শয়নে,
অমূল্য দমের প্রদীপ নিভু নিভু
মাটির দেহ মাটির কবর ও শ্বশানে।

অদ্ভুত রহস্যময় প্রাণী
জীব জগতের সেরা দু'পা বিশিষ্ট
নিজের ঈর্ষণীয় নিজে জাহির করি,
মাহা জ্ঞানীগুণী সম্পন্নের দাবিদার
অবিচল কর্ম জুড়ে নষ্টতার ফন্দি
রঙ্গীন নেশার ঘোরে চলে অনিষ্ট।

ভদ্রতার মুখোশ গাঁ জুড়ে
অন্তরালে নিকষ কালো আঁধারে
অসাধুতার কারবার হরহামেশাই,
ধোঁকাবাজির হিংস্র থাবায় আটকা
নারী পুরুষ উভয়ের মাঝে দূরত্ব
একে অন্যে অবিশ্বাসের দেয়াল।

অসাধু কর্মে সর্বার্থে পরিবর্তন
অভিনয়ে গুণান্বিত সাধু সাজে
অন্তিম মুহূর্তে মিলে দুঃখীর ধিক্কার,
শূন্য পথিক তুমি শূন্যতায় ভরাডুবি
অপেক্ষার সময় চলে নিজস্ব গতিতে
পূর্ণ স্বল্পতায় ফুরাবে দমের প্রদীপ।

----------------- মংলা বন্দর বাগেরহাট ---------------
উৎসর্গঃ- আমার সুপ্রিয় বাবা ও ভাগিনা।

11/11/2021

জিজ্ঞাসা
শ্যামলী দাস( রচনাকাল.21.10.21)

প্রকৃতি.,তুমি কাঁদছো কেন.?তোমার শান্তি নেই কি ঘরে.?
তোমার রূপের গয়না বুঝি.. ইন্দ্র নিলো কেড়ে.?
তুমিও কি..বিভেদ খেলা খেলে ছিলে নাকি.?
তোমার দেশেও রক্ত ঝরে.? রইল কি আর বাকি.?
তুমি প্রকৃতি কোন ধর্মের হিন্দু না মুসলমান.?
তোমার রবির কোন দিকটা বৌদ্ধ আর খ্রিস্টান.?
প্রকৃতি.,তুমি রক্তমাখো.? শিশির ভেজা ঘাসে.?
শিউলি ফুলের কোন পাপড়ি মুসলমানের দেশে.?
বলোনাগো.?
তোমার আকাশের কোন পাশটায় বসে ভগবান.?
কোন পাশটাই মুসলমানের.দেওয়া হয় আজান.?
তোমার দেশেও. কি মারামারি.?জল বাতাসে হয়.?
জাত বিচারের নিশ্বাসে কি ধর্মে খুনের ভয়.?
তোমার দেশের রক্তের রং একি রকম লাল.?
আমার দেশের রক্তে আছে ধর্মে বহু জাল.|
তোমার দেশে জল.. পানিতে.বিভেদ বুঝি আছে.?
আমার দেশে জল.. পানিতে কেউ যায় না কারো কাছে.|
তুমি প্রকৃতি মন্দিরেতে.,না. মসজিদে তে থাকো.?
গির্জার ওই ঘন্টাতে কি.?বেশি জোৎস্না মাখ.?
চাঁদ কি তোমার ছোট বড়.? ধর্মের ডাকে ডাকে.?
সূর্যকিরণ হালকা ভারি আজান..?. না. গীতা পাঠে.?
জিজ্ঞাসি মা তরুলতা...তুমি কি..কাজল পরা হিন্দু.?
না.. শ্যামলা চোখে সুরমা টানো?..বলছে ধর্ম গুরু নিন্দু.|
আসলে প্রকৃতি তোমার কান্না মানুষ যদি বুঝতো..|
ধর্ম নিয়ে মরতোনা কেউ বাঁচার মতো বাঁচত.||

29/06/2021

* টোকাই * ২৯/৬/২১
নিলয়__

নাম_রহিম বাবা_ দেখিনি কখনো
মা _ মমতাজ বেগম বয়স_ হবে ৬/৭
বাসস্থান_ ফুটপাত ডাকনাম_ টোকাই

কবে কখন কোথায় আমার জন্ম হলো জানিনা
জন্মের পর বাবা ডাকার সুযোগ আসেনি কভু
মা বলতো বাবা ঢাকায় থাকে, রিক্সা চালায়
আমার নাকি আরো একটা মা আছে,ঢাকা ই থাকে।

ভাতের অভাব,পেটে ক্ষুধা, কত আর পানি খাওয়া যায়!
মা একদিন আমায় নিয়ে এলো ঐ শহরে_ মহানগর
আমি তো অবাক,এ কি! এতো মানুষ, গাড়ি, বাড়ি
রাতটা বেশ সুন্দর ,এতো আলো _আমি কখনো দেখিনি।

প্রথম দিন ভাত ই খেলাম, আমার ঘুম আসছে
মা কে বলতেই , একটা গাছের নিচে ছালার বস্তা
পেতে বল্লো,'নে ঘুমা_আমি ঘুমাবো তোর পাশে।'
না না মাটিতে নয় ঘুমিয়ে ছিলাম পাকা রাস্তায়
ওটা ফুটপাত।

পর দিন থেকেই হাতে বস্তা,কাজ?
_পুরাতন শিশি বোতল কুড়ানো।সংগী_মা।
দিন মাস বছর পার,মা বিয়ে করলো আবার
নতুন বাবা বললো আমায় নিয়ে যাবে না,
মায়ের চোখে জল_আমার ঠিকানা ফুটপাত।

এখন আমি অনেক বড় , চালাকি ও জানি
এখন শুধু বোতল নয় মাঝে মাঝে চুরি ও করি
ভালো জুতা পেলে ,নো চিন্তা _পেট পুরে ভাত
মাঝে মাঝেই মিছিলে ডাক পাই_খাওয়া ফ্রি।

রফিক মাঝে সাজে পলিথিন এর উপর গাম ফেলে
জোরে শ্বাস টানে,
ওর চোখ জবা ফুলের মত লাল হয়
একদিন আমাকে বললো,দে টাননন।
বন্ধু বলে কথা, দিলাম টান_মাথা ঘুরছে, শরীর ঝিমঝিম।
প্রথম প্রথম ভালো না লাগলেও এখন বেশ
সবচেয়ে বড় কথা ক্ষুধা লাগে না _কষ্ট নাই মনে।
এই বেশ ভালো আছি________
আচ্ছা, আমি কেন টোকাই হলাম ?????

27/06/2021

আমার আকাশ
আকলিমা সিকদার
২৭-৬-২০২১খ্রিঃ

আমার আকাশ আঁধারে ঘেরা
শূন্য বুকে একটি চাঁদ,
সেই আকাশের প্রান্তে তুমি যেন
দিয়ে যাও প্রেমের সাধ।

হবে তুমি কালো মেঘের ছায়া
আমি হবো তার বৃষ্টি,
সেই মেঘের চাদরে ঢেকে আমায়
দিয়ো প্রেমের শুভ দৃষ্টি।

আকাশের বুকে চাঁদ রয় যেমন
চিরকাল আপন হয়ে,
তেমনি তোমার প্রেমের স্মৃতি
যাবো আমি বুকে বয়ে।

আমার আকাশে তোমার প্রেম
কানায় কানায় সাজানো,
চাঁদের পাশে তারার বসে মেলা
আলোয় হলো রাঙানো।

আঁধার রাতে আমার আকাশে
দিয়ে যাই চাঁদের আলো,
তোমার প্রেমে আমার ভুবন
রাঙাতে লাগে যে ভালো।

মাথাভাঙা সেই নদীর চরে বসে
দেখি আমার শূন্য আকাশ,
অশান্ত মন শান্ত করতে আসে
যেন ওই দক্ষিণা বাতাস।

27/06/2021

কখনো আসবো না 🍂
রিতা রহমান

কেন আজ এমন বিষাদময় লাগছে
পৃথিবী'টা থমকে কেন দাঁড়ালো
লোনাজলে ভেসে গেলো হৃদয় অবগাহন
আঁখিজল কেনোই বা গড়ালো?

কেন আজ শিকল পরা পাখিটির মতো
মুক্তির জন্য ছটফট করছি ,
উড়ে যাওয়ার জন্য ডানা মেলেছি ।
ধুলোর সাথে পাল্লা দিয়ে আজ
তোমার শহরে মিলিয়ে যাবো বলে।

কেন আজ সব কিছুতেই
তোকে পাওয়ার অজুহাতে রাখি,
পাওয়ার তীব্র ইচ্ছে অহর্নিশ করে আহাজারি
ওগো, ক্ষমা করো অপরাধ।

আয়নায় নিজেকে ধরি
কই ,আমি তো আগের মতোই আছি
শুধু ,আমার মনটা আমার আছে নেই।
তোমার কাছে রেখে এসেছি
তাই তো আজ আঁখিজল ফেলে
নিজেকে হালকা করি।
নতুন কান্না এসে ভরে দিয়ে যায় দু'টি আঁখি
ফিরিয়ে দিয়ে যাওনা
আমার ফেলে আসা মনটাকে।

এই মন কখনো চাইবে না তোমার পথ পানে
এই মন কখনো আসবে না
তোমার বন্ধ মনের দরজায় কড়া নাড়াতে।

27/05/2021

------------------ বিদ্রোহী চেতনার অগ্নি শিখা ---------------
মোঃ একরাম হোসেন

তুমি নজরুল বিদ্রোহের অগ্নি
তোমার কণ্ঠে সাম্যের গান,
তুমি নজরুল ধর্ম বর্ণের ভাষা
তোমার রচিত উপকথায় ধন্য
বাঙ্গালী জাতি গৌরবোজ্জ্বল।

ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নির্যাতনে
কলমের খোঁচায় গর্জে উঠেছে
বিদ্রোহী চেতনার অগ্নি শিখা,
বাংলা সাহিত্যে পেয়েছে প্রাণ
বাঙ্গালী পেয়েছে গর্বের মুকুট।

তুমি নজরুল অটল সংকল্পে
তোমার সৃষ্টিতে নব উদ্যমে
বিদ্রোহী অগ্নি লেলিহান শিখা,
মাতৃভক্তিতে ইংরেজ শাসকদের
বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার রসাদ।

তোমার মাঝে সর্বদাই বিরাজমান
বিদ্রোহী চেতনায় উজ্জীবিত রক্ত,
স্বদেশ ভূমির পরাধীনতার শৃঙ্খলে
আবদ্ধ কষ্টের অগ্নিগর্ভ ভেঙ্গে দাও
স্বদেশ ভূমি কে ভালোবাসার পুস্প।

কলম সৈনিক নজরুল কে রুখতে
ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নিদ্রাহীনতা,
তোমার সৃষ্টি কবিতা,গান,গজল
আগামী প্রজন্মের পথপ্রদর্শক স্বরূপ
বাংলা সাহিত্য আকাশে বেঁচে থাকবে

আমি গর্বিত বিদ্রোহী কবি
আমার প্রেমে বাঁধি হৃদয়ে তোমাকে,
আমি গর্বিত জাতীয় কবি
আমার লেখার প্রেরণা যোগায়
প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।

সৃষ্টির মালিক আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম কে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।

--------- মংলা বন্দর চালনা বাগেরহাট খুলনা -----------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম।

24/05/2021

--------------- আমার ভূস্বর্গ আমার জন্মভূমি -------------
মোঃ একরাম হোসেন

সবুজের গালিচা বিছানো
অপরূপ সুন্দর ফসলের মাঠ,
পাহাড় চূড়ায় মেঘের মিতালী
সমুদ্র তরঙ্গে খেলা জলরাশি
আমার প্রিয় ভূস্বর্গ জন্মভূমি

সবুজের অরণ্য মৌসুমী বায়ু
ফসলের মাঠে কৃষকের হাসি,
রূপালী ধানের শীষের সুগন্ধি
কৃষাণির মুখে মৃদু হাসির আঁচ
আনন্দ মুখর আকাশ জমিন।

নীল আকাশে সাদাকালো মেঘ
পাখির কলতানে মুখরিত সুরে,
আঁখি জুড়ে সৌন্দর্য পূর্ণ ভূস্বর্গ
মানের রং তুলিতে আঁকি ছবি
আমার প্রিয় ভূস্বর্গ জন্মভূমির।

বিস্তৃত সবুজের প্রান্তর জুড়ে
অচেনা হরেক পুস্পের সুগন্ধে
মৌমাছি ব্যস্ত মধু সঞ্চয়ের কর্মে,
ফসলের মাঠে সুফলা শস্য ধান
মাটির গানে কৃষকের মুখে হাসি।

রূপ বৈচিত্র্যের ছোঁয়া লীলাভূমি
ষড় ঋতুর রাণী আমার জন্মভূমি,
কর্ণফুলী পদ্মা মেঘনা যমুনার
বুকচিরে উজান ভাটি পাল তুলে
মাঝি মাল্লা গায় ভাটিয়ালি গান।

পৌষের ঘন কুয়াশা মাখা সকল
শীতের রৌদ্র ছায়া রবির স্নিগ্ধতায়,
মৌসুমী ফুল ও ফলের পাকা গন্ধে
বৃক্ষের শিতল ছায়ায় বসে ক্লান্ত দেহ
প্রশান্তির নীড়ে ভূস্বর্গ জন্মভূমিতে।

আমার প্রিয় ভূস্বর্গ জন্মভূমি
আমি ধন্য তোমার বুকে জন্মিছি
রাত পোহালে কৃষক উঠে যায় মাঠে,
কৃষাণি মগ্ন পিঠা পুলির আয়োজনে
মৃত্যুতে চাই এই মাটিতে চিরনিদ্রায়।

--------------- পাঁচ নং ঘাট রূপসা নদী খুলনা --------------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় বাবা ও ভাগিনা।

21/05/2021

------------------ মানবতার ফেরিওয়ালা ------------------
মোঃ একরাম হোসেন

তৃষ্ণার্ত হৃদয় জুড়ে ব্যর্থতা
বিদ্রোহী অগ্নি লেলিহান শিখা,
তছনছ করে দেয় আর্তচিৎকার
গর্জে উঠা ধ্বংসাত্মক হায়নার
তাজা রক্তে ক্ষুধা নিবারণে।

ওকে আমি এইটা সেইটা সাদী
তৃষ্ণার্ত হৃদয় মুখ ফিরিয়ে নেয়,
নিরপরাধ মানুষের রক্তের স্রোত
ভয়ে দেওয়া ইসরাইলি হায়নার
তাজা রক্তের নেশায় মত্ত হৃদয়।

আমি বড্ড সাদাসিধে মানুষ
অনেক দূরে আমার দ্বীনি ভাই,
ফিলিস্তিনি ভূখণ্ডে রক্তের বন্যা
নির্বিচারে মরছে মানুষ বেদুইন
ইসরাইলির বুলেটের আঘাতে।

অসহায় নাগরিকের আহাজারিতে
নির্লজ্জ ব্যর্থতার পর্যবসিত হয়,
মানবতার ফেরিওয়ালা ইন্দন দাতা
বর্বর হত্যার বিচার চাইবো কোথায়
কাদঁছ ফিলিস্তিনিরা মুক্তির দাবিতে।

নোংরা মস্তিষ্কের পরগাছা ইহুদী গুষ্টি
ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দাও,
অভিশপ্ত ইসরাইল সেনা ঘৃণা জানাই
রক্তমাখা অবুঝ শিশু লুটোপুটি খাচ্ছে
তোমাদের চক্ষু কর্ণ ইন্দ্রিয়ে খুলে দেখো।

বিশ্ব জুড়ে একশত আশি কোটি
ওমর ফারুক,আলী,হামজার উত্তরসূরী,
জংধরা তোলয়ারিতে দাও,তাকবীর ধ্বনি
ঈমানী তেজে নিপাত যাক বর্বর হায়নার
ফিরিয়ে দাও শত্রু মুক্ত ফিলিস্তিনি ভূখণ্ড।

-------------- পাঁচ নং ঘাট রূপসা নদী খুলনা সিটি ----------
উৎসর্গঃ-আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য।

12/04/2021

বাবা তুমি বিহীন দিবারাত্রি কাটে বুকভরা কষ্টে,তোমার শূন্য গৃহে খুঁজে বেড়ায় তোমার দেহের একটু সুগন্ধি।
আল্লাহ্ কাছে প্রার্থনা করি সুখে থাকো বাবা জান্নাতের বাগিচায়।

25/03/2021

চিরতরের জন্য হারিয়ে ফেলেছি আমাদের মূল্যবান সম্পদ আমাদের মাথার উপর থাকা বট বৃক্ষের ছায়া আমাদের প্রিয় বাবাকে,যার প্রতিটা রক্তকণিকার শ্রম দিয়ে গড়ে তুলেছে আমাদের পাঁচ ভাই এক বোনকে দিয়েছে মানুষের রূপ। বিদায় বেলায় দোয়া ছাড়া কিছুই দিতে পারিনি প্রিয় বাবা। আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি আমাদের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমীন। সকল বন্ধু ও সহকর্মীদের কাছে আমাদের বাবার জন্য দোয়া প্রার্থনা করছি।

Photos from Md. Akram Hossan's post 19/03/2021

আমি আসছি আপনি ও আসুন শুভকামনা রইলো সকলের জন্য।

05/02/2021

------------- অভুক্ত পেটে ছুটছে দিকবিদিক -------------
মোঃ একরাম হোসেন

কেউ করে অট্টলিকায় বসবাস
কেউবা আবার করে ফুটপাতে
কেউ কি রাখি কারো ও খবর,
অন্ন বস্ত্র বিহীন কত নর নারী
শীতের কাঁপুনিতে মরছে ধুঁকে।

রাস্তা ঘাটে অলিগলিতে শুয়ে
শীতের রাতে বস্ত্র বিহীন প্রাণ
তাহার উপর ক্ষুধার জ্বালা,
অসহায় নাগরিক জীবন যাত্রা
কুপোকাত শীতের হিম ঠাণ্ডায়।

বিত্তবান ওদের নাই ভয়
আছে লেপ তোশক কম্বল,
যাদের নুন আনতে পান্তা ফুরায়
অভুক্ত পেটে ছুটছে দিকবিদিক
শীত নিবারণের উষ্ণ বস্ত্রের খুঁজে।

আডাল সম্পদের মালিক তারা
দেশ-বিদেশে বাড়ি গাড়ির বহর
কি হবে মরণের চিরনিদ্রায়,
একদিন ছেড়ে যেতে হবে দুনিয়া
কবর শশ্বান হবে চিরস্থায়ী ঠিকানা।

মনুষ্য প্রাণীর দাবী করছি রোজ
মনুষ্যত্ব বোধ শক্তির বড় অভাব,
অসহায়ত্বের সুযোগে নিজের প্রচারে
লাইভ টিভি টকশোতে সাজি দানবীর
সাহায্য হোক আড়ালে স্রষ্টার সান্নিধ্যে।

------------- বড়ইছড়ি কাপ্তাই সদর রাঙ্গামাটি -------------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় ভাগিনা মোঃ তারেক মাসুদ।

28/01/2021

অসাম্প্রদায়িক
__________________________
ইভা আলমাস

আমি দেখেছি অনেক শাখা-সিঁদুরে
হিন্দুকে পথ চলতে
আমি শুনেছি অনেক মুসলমানকে
হিন্দুর কথা বলতে।
আমি দেখেছি অনেক খৃষ্টানকে
কাঁদতে আমার জন্য
আছে আমার যত বৌদ্ধ স্বজন
করেছে আমায় ধন্য !
আমি পার্লারে গিয়ে উপজাতিদের
নিয়েছি কত সেবা
কি যে মমতায় জড়িয়েছে ওরা
এমন রয়েছে কে বা?
মা-বাবা আর আত্মীয় স্বজন
কতোনা যোজন দূরে
পাড়া-প্রতিবেশি আত্মীয় হয়ে
রয়েছে আত্মা জুড়ে।
এমনই যখন জড়াজড়ি করে
সুখে-দুঃখে রই সব
তবে কেন মিছে সাম্প্রদায়িক
চেতনার উদ্ভব!
জন্মেছি যখন তখনতো সবাই
ছিলাম শুধুই মানুষ
কে পড়ালো মনে বিভেদ নামের
বেজন্মা এই হুশ?
ভুল করে আজ ভুল করে যাই
সাম্প্রদায়িকের ছলে
কার লাভ হবে বিভেদের ভারে
ফাঁসি যদি নেই গলে !
সব কিছু ভুলে আবার চলো
মানুষের গান গাই
আমরা মানুষ আমাদের মাঝে
কোন ভেদাভেদ নাই ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
এসো ভাই সব মিলে,
সাম্যের গান গাই সকলে
জাত পাত ঘৃণা ভুলে....

২৪/০১/'১৮
দুপুর ১:৩০ মিনিট।
উত্তরা ।

06/01/2021

আমার জন্মদিন উপলক্ষে আমার বোনের উপহার।
সোনা ভাই
চিন্ময়ী মিত্র
সোনা ভাই...
আমার...
আমার হৃদয়ের উপবনে..
যে নামটা স্নেহের, ভালোবাসার,আদরের..
সেটা আমার সোনা ভাই।
প্র‍তিদিন যে আমার সাথে ঝগড়া করে,
আমার গলা টেপে,
আমাকে কবর দেয়
সে আমার সোনা ভাই।
যে আমাকে হত্যা করে..
আমাকে চিমটি কাটতে ভালোবাসে।
সে আমার সোনা ভাই।
আবার দু-দিন অনলাইনে না থাকলে...
যে পাগলের মতো রাত্রে বেলা আমাকে ফোন করে..
সে আমার সোনা ভাই।
বলে " তোকে না দেখলে আমি পাগল হয়ে যাবো"
আমি বলি কেনো তুই তো প্রতিদিন আমার কবর দিস।
ওহ চুপ করে যায়।
সোনা ভাই তোর জন্মদিনে একরাশ স্নেহমাখা ভালোবাসা।
পরজন্মে কাঁটাতারের বেড়া টপকে তোর ঘরেই জন্মনেবো,
তোর গলাটেপা বোন হয়ে।
ভালো থাকিস আমার সোনা ভাই।
আমার সোনা মানিক।( মহম্মদ আকরামের জন্মদিন এ) (শুভ জন্মদিন সোনা ভাই আমার)

19/12/2020

---------------- হারিয়ে খুঁজি সোনালী অতীত ---------------
মোঃ একরাম হোসেন

কি দেখার ছিল
আজ কি দেখছি,
হিংসার চুল্লিতে জ্বলছে
আমার স্বদেশ ভূমির মাটি
নিশ্চুপ প্রতিবাদী কন্ঠস্বর।

কি শুনার ছিল
আজ কি শুনছি,
বাতাসে কান পাতলে
আর্তনাদে শুনতে পাই ধর্ষণ
মানবতা লুণ্ঠন মানবের পদপিষ্টে।

কি পাওয়ার ছিল
আজ কি পেয়েছি,
অর্জনের খাতায় শূন্যতা
অতি মিষ্টি নীতি কথা শব্দ চয়ন
আড়ালে আবডালে বিনষ্টের সৃষ্টি।

কি কর্ম লক্ষ্য ছিল
আজ কি কর্ম করছি,
রূপ লেবাসে ভদ্রতার মুখোশ
আঁতাতে নিকৃষ্ট জানোয়ার অর্থ লুট
ফন্দি ফিকির দূর্নীতি ফায়দা হাসিল।

আজ হারিয়ে খুঁজি
সেই সোনালী অতীত,
মহীয়ান বীর সেনানী সন্তান
তোমাদের দেখানো পথ থেকে বিচ্যুত
আগামী প্রজন্মের হস্তে শূন্যতার সৃষ্টি।

------------ কাপ্তাই উপজেলা সদর রাঙ্গামাটি ------------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় ভাগিনা মোঃ তারেক মাসুদ

12/11/2020

------------ সত্যের জয় অনিবার্য মিথ্যা ক্ষণিকের ----------
মোঃ একরাম হোসেন

নিত্য নতুন খবর
স্বদেশ ভূমি ধ্বংসের রণক্ষেত্র
অকালে ঝড়ে কতশত নিস্পৃহ প্রাণ,
একেকটা মৃত্যুর সাথে রোজ মুছে যায়
একেকটা জীবনের উপকথার সমাপ্তি।

উত্তাল রাজপথ জুড়ে
আন্দোলন নামে মিথ্যা শান্তনা মানববন্ধন,
ফেসবুকে ধুম পড়েছে নিত্যনতুন পোষ্ট
আর কত কাল চলবে লোক দেখানো
এই মায়া কান্নার আয়োজন জগৎ জুড়ে।

একের পর এক লুটতরাজ
উঠছে মাথা ছাড়া দিয়ে শহর গ্রামে
দিব্বি চলছে হিংসাত্মক খুন গুমের মহড়া,
ধর্ষণের শিকার নারী দেহ মুণ্ডু দ্বিখণ্ডিত
আশার বাণী চিরন্তন প্রতিকার নাই ছিটেফোঁটা।

রক্তের হোলি উৎসব
গ্রাম শহর জুড়ে শোকের ছায়া
পরিচয় বিহীন লাশ অলিগলি জুড়ে,
আপন স্বজন দিকবিদিক খুঁজে ক্লান্ত
অনাচার ব্যভিচার চলে প্রকাশ্যে নাই প্রতিকার।

প্রভাত রবি উঠে ঈশান কোণে
আমজনতা ন্যায্য বিচারের দাবিতে
এই কক্ষ ও কক্ষের প্রবেশ দ্বারে ঘুরে বেড়ায়,
আসুন ভয় লোভ লালসা ঠেলে জনতার মঞ্চে
সত্যের জয় অনিবার্য মিথ্যা ক্ষণিকের অতিথি।

--------------------- বাংলাবাজার চট্টগ্রাম ---------------------
উৎসর্গঃ-আমার সুপ্রিয় ভাগিনা মোঃ তারেক মাসুদ

Videos (show all)

পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে আমার স্মৃতি চিহ্ন।
মাঝি বাইয়া যাও রে শিল্পী খালেদ হাসান মিলু।
আমার পছন্দের একটা গান ভালো লাগে থেকে আমার আমি কে দিয়ে এডিট করা।
মায়ের মত আপন পৃথিবীতে কেউ নাই। ভিডিও টি ভাল লাগল তাই দিলাম। সংগ্রহ।
অসাধারণ একটি ইসলামিক গজল শুনার অনুরোধ রইলো। কণ্ঠ দিয়েছেন আমার প্রিয় বোন কবি Jahan Nasrin Jahan । আমার কাছে অনেক বেশি ভ...
হৃদয়ে গহীন অরণ্যের ভালোবাসা তুমি আমার জন্মভূমি।

Telephone

Website