Freelancer Mim Nurjahan

Freelancer Mim Nurjahan

I am a freelancer by digital marketer

16/09/2021

ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটি পেশা। আমি যদি বলি আমি একজন ডিজিটাল মার্কেটার তাহলে ভুল হবে, কারন আমি নিজেও এখনো ডিজিটাল মার্কেটার হতে পারি নাই। কারন ডিজিটাল মার্কেটিং সেক্টরের যতগুলো বিষয় আছে সবগুলোতে যদি আপনার বাস্তব জ্ঞান থাকে,এবং আপনি সবগুলো বিষয়ে যদি স্কিল থাকেন তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে দাবী করতে পারবেন।

এখন চলুন দেখি কি কি বিষয় আছে ডিজিটাল মার্কেটিংয়েঃ

০১. সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন (SEO)
০২. ভিডিও মার্কেটিং
০৩. সোশিয়াল মিডিয়া মার্কেটিং
০৪. ইউটিউব মার্কেটিং
০৫. ইমেইল মার্কেটিং
০৬. এফিলিয়েট মার্কেটিং
০৭. সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
০৮. ইনফ্লুয়েন্সার মার্কেটিং
০৯. কন্টেন্ট মার্কেটিং
১১. কন্টেন্ট অটোমেশন
১০. ক্যাম্পেইন মার্কেটিং
১১. সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন
১২. ই-কমার্স মার্কেটিং

উপরোক্ত বিষয় গুলোর সমন্বয়ে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ততক্ষণে বলতে পারবেন না যতক্ষন না, আপনি এই সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে না পারবেন। সহজ করে বলতে গেলে এইসব বিষয় গুলোর যেকোন একটি বিষয়ে যদি আপনি নিজেকে পতিষ্ঠিত করতে পারেন, নিজের পরিশ্রম দিয়ে এক্সপার্ট লেভেল এ নিয়ে যেতে পারেন। তাহলে আপনি অবশ্যই একটা সময় ভাল উপার্জন করতে পারবেন। সহজ অনেক রাস্তাই আছে ডিজিটাল মার্কেটিং থেকে উপার্জন করার, কিন্তু আপনি যদি একটি বিষয়ে এক্সপার্ট হতে পারেন, তাহলে সেটা দিয়ে ভবিষ্যতে নিজেকে ভাল একটি জায়গায় নিয়ে যেতে পারবেন।

15/09/2021

Telephone

Website