Eyes of Bangladesh-EOB

Eyes of Bangladesh-EOB

বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ?

17/09/2023

Dear current and former students of Sirajganj District, especially students of B.L. Government High School,

To honor our beloved and legendary teacher, the late Md. Abdul Baset, we are announcing 'AB Sir Student of the Year Award 2023' from this year. This award will recognize a student's achievements in academics, co-curricular activities, and their positive impact on society. The focus will be on identifying truly talented individuals.

In the two years since his passing, we haven't been as active in celebrating his legacy as we should have been. It's important that we continue to spread awareness of his teachings, even among those who never had the chance to meet him.

Therefore, we kindly request you to share this event on your Facebook timeline and in your stories.

Event Link: [Facebook Event](https://facebook.com/events/s/ab-sir-student-of-the-year-awa/849610993460306/)

Additionally, even if you can't participate, clicking the 'Interested' option will help spread the word to others.

Thank you.

প্রিয় বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবার প্রিয়
কিংবদন্তী শিক্ষক মরহুম মোঃ আব্দুল বাছেত স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার চিন্তা-চেতনা, আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে 'এবি স্যার স্টুডেন্ট অফ দ্যা ইয়ার এওয়ার্ড ২০২৩'। একজন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক অর্জন, সহ-শিক্ষাকার্যক্রম, সমাজে রাখা ইতিবাচক প্রভাব, ইত্যাদি বিবেচনায় শিক্ষার্থীদের মাঝে থেকে শ্রেষ্ঠ 'মানুষ' দেরকে প্রদান করা হবে 'AB Sir Student of the Year Award 2023' এর পুরস্কার।অন্মেষণ করা হবে প্রকৃত মেধাবীদের।

⚠️⚠️বিগত দুই বছরে আমরা তার মৃত্যুর পর পর তেমন কিছুই করতে পারিনি। আমাদের উচিত তার কথা যারা তার দেখা পায়নি তাদেরকেও জানানো।
তাই দয়া করে ইভেন্টটি আপনার টাইমলাইন +ফেইসবুক স্টোরিতে শেয়ার দেয়ার অনুরোধ রইলো।
ইভেন্ট লিংক :https://facebook.com/events/s/ab-sir-student-of-the-year-awa/849610993460306/

🔴🔴🔴পাশাপাশি আপনি নিজে অংশগ্রহণ না করলেও আপনার 'interested ' অপশনে ক্লিক করার কারণে অনেকের কাছে ইভেন্টের তথ্য পৌছে যাবে। ধন্যবাদ।

12/06/2021

লাইক, কমেন্ট, শেয়ার

https://www.facebook.com/watch/?v=4113150515441875

26/07/2020
Ayman Sadiq কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়?10minute School Controversy News / Eyes of Bangladesh 07/07/2020

https://youtu.be/JacV8wDjvDg

Ayman Sadiq কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়?10minute School Controversy News / Eyes of Bangladesh This video is about the recent controversy on Ayman Sadiq and Robi Ten Minute School.True news and Informations are presented here. ...

17/06/2020

স্যালুট তোমাদের কোভিড যোদ্ধারা!
ভিডিও শেয়ার করুন।

Subscribe for Inspiring Us💙
https://youtu.be/TACbPL1J55I

24/05/2020
19/05/2020

২৭-৩১ তারিখের মধ্যে প্রকাশিত হবে SSC ও সমমান পরীক্ষার ফলাফল।
-Eob.network

14/05/2020

অধ্যাপক আনিসুজ্জামান করোনায় মারা গেছেন

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন বলে তার ছেলে আনন্দ জামান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, তার মরদেহ বাংলা একাডেমিতে নেয়াসহ অন্যান কর্মসূচি বাতিল করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আনিসুজ্জামান।

আনন্দ জামান জানান, সিএমইএইচের চিকিৎসকরা রাতে বাবার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন।

এতে বাবার করোনা পজিটিভ ধরা পড়ে। রাতে লাশ মর্গে থাকবে, সকালে আমাদের বুঝিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে রাজধানীর আজিমপুরে অধ্যাপক আনিসুজ্জামানের বাবার কবরের পাশে তাকে দাফনের সিদ্ধান্ত হয়েছিল। তবে তা পরিবর্তীত হতে পারে বলে জানান আনন্দ জামান।

তিনি বলেন, শুক্রবার এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত হবে। আমাদের ইচ্ছা থাকবে দাদার কবরের পাশে তাকে দাফন করার। তবে সরকারের স্বাস্থ্যবিধি অনুয়ায়ী যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী দাফন হবে।

তিনি শুক্রবারের সব কর্মসূচী বাতিল করা হয়েছে বলেও দেশ রূপান্তরকে জানান।

এর আগে আনিসুজ্জামানের মরদেহ বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় পরিবার।


২৭ এপ্রিল ৮৩ বছর বয়সী এই অধ্যাপককে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আনিসুজ্জামনকে। ৯ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। বর্তমানে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

14/05/2020

করোনা মহামারীর কারণে ২০২১ সালে আশা করা যাচ্ছে বাংলাদেশের জিডিপি তে ইতিবাচক পরিবর্তন আসবে।

14/05/2020

এবার ভারতের দাবি করোনাভাইরাস ল্যাবে তৈরি

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো নভেল করোনাভাইরাস প্রাকৃতিক নয়, এটি তৈরি হয়েছে চীনের ল্যাবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলে আসছেন শুরু থেকেই। তার সঙ্গে সুর মিলিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়াও বলেছে একই কথা। এবার সেই তালিকায় যোগ হলো ভারতও।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের করোনার সঙ্গে বাঁচতে থাকা শিখতে হবে। কারণ এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়। এটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এখন বিশ্বের অনেক দেশই এর প্রতিষেধকের জন্য গবেষণা করছে। প্রতিষেধকটি এখনও আসেনি, আশা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এটি পাওয়া যাবে। তখন আর কোনও সমস্যা থাকবে না।’

ভারতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান বিষয়ক এ মন্ত্রী বলেন, দেশজুড়ে লকডাউনের কারণে আটকে পড়া অভিবাসী শ্রমিকরা ভয়ের কারণে শহর ছেড়ে যাচ্ছেন। তিনি আশা করেন, শিগগিরই সব ব্যাবসাপ্রতিষ্ঠান ফের খুলে দেয়া সম্ভব হবে।

গড়কড়ি বলেন, ‘আমাদের করোনাভাইরাসের সঙ্গে লড়তে হবে, তবে এর সঙ্গে অর্থনীতির লড়াইও লড়তে হচ্ছে। আমরা গরিব দেশ, মাসে মাসে লকডাউন বাড়াতে পারি না।’

ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৮ হাজারেরও বেশি। মারা গেছেন অন্তত ২ হাজার ৫৫১ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: এনডিটিভি

14/05/2020

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৪টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।

অধ্যাপক আনিসুজ্জামান হৃদরোগ ও কিডনি জটিলতার পাশাপাশি রক্তের ইনফেকশনে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এই জাতীয় অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬ থেকে ২৮ মের মধ্যে এসএসসির ফল 14/05/2020

২৬ থেকে ২৮ মের মধ্যে এসএসসির ফল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৪ মে ২০২০

২৬ থেকে ২৮ মের মধ্যে এসএসসির ফল ফাইল ছবি
চলতি মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে চেষ্টা চলছে। ফল প্রকাশে দেশের সবগুলো শিক্ষা বোর্ড ডাবল শিফটে দিনরাত কাজ করে যাচ্ছে। চলতি মাসের ২৬ থেকে ২৮ মের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মে মাসকে মাথায় রেখেই কার্যক্রম চালাচ্ছে বোর্ড। ডাক বিভাগের সহায়তায় ঢাকার বাইরের উত্তরপত্র দ্রুত নিয়ে আসে বোর্ড। ইতোমধ্যে বোর্ডে আসা ওএমআর শিটের স্ক্যানিং শুরু হয়েছে। কাজ দ্রুত এগিয়ে নিতে দুই শিফটে কাজ করা হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৯০-৯৫ শতাংশ উত্তরপত্র চলে এসেছে। আগামী দু-এক দিনের মধ্যেই বাকি উত্তরপত্রও চলে আসবে। আগামী ২১ বা ২২ তারিখের মধ্যেই স্ক্যানিংয়ের কাজ শেষ হবে। এরপর সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্তভাবে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে। তবে চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, কাজ দ্রুত শেষ করতে আমাদের দুই শিফটে কাজ চলছে। উত্তরপত্র দ্রুত নিয়ে আসতে ডাক বিভাগ আমাদের যথেষ্ট সহায়তা করছে। আশা করছি এ মাসের শেষ নাগাদ ফল প্রকাশ করা যাবে।

জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেয়া যায় সে চেষ্টা চলছে।

Source:https://www.jagonews24.com/m/education/news/582171

২৬ থেকে ২৮ মের মধ্যে এসএসসির ফল চলতি মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে চেষ্টা চলছে। ফল প্রকাশে দেশের সবগুলো শিক্ষা বোর্ড ডাবল শ.....

14/05/2020

Breaking News
আজকের গোল বৈঠক আলোচনায় SSC পরীক্ষার রেজাল্ট পাবলিশের কোন তারিখ উল্লেখ করা হয় নাই।।
রেজাল্ট পাবলিশের এর সকল কাজ সম্পন্ন হলে তারিখ ঘোষণা দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
EOB Network

কলেজ ভর্তির সম্ভাব্য তারিখ ৬ ই জুন।।College admission News. 12/05/2020

Subscribe and Click on the bell icon 🔔

https://youtu.be/iWT_NB5Km48

কলেজ ভর্তির সম্ভাব্য তারিখ ৬ ই জুন।।College admission News. #একাদশশ্রেণিতেভর্তি

12/05/2020

১৪ আন্তঃ বোর্ড অনলাইন মিটিংয়ের পর সকল বোর্ড এর প্রস্তুতি বুঝে SSC রেজাল্ট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। প্রাথমিকভাবে এই মাসেই ফলাফল প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

11/05/2020

৩১শে মে সম্ভাব্য এস.এস.সি. ফলাফল ২০২০ প্রকাশের তারিখ।

-সমর্থিত তথ্যসূত্র

ফোনালাপে শিক্ষামন্ত্রী জানালেন SSC পরীক্ষার ফলাফলের ডেট।SSC Result News//SSC Result kobe debe? 10/05/2020

এইমাত্র শিক্ষামন্ত্রী ফোনালাপে জানালেন SSC2020 পরীক্ষার সম্ভাব্য ডেট

https://youtu.be/QGFt6sLn0Gw

ফোনালাপে শিক্ষামন্ত্রী জানালেন SSC পরীক্ষার ফলাফলের ডেট।SSC Result News//SSC Result kobe debe? #এসএসসি_ফলাফল Voice :Atef Asad Pidim Editing :Tathyojit Saha

13/04/2020

(১)কত ডিগ্রি তাপমাত্রায় ধ্বংস হয় করোনা?
(২)কয়দিন গলায় বসে থাকে করোনা?
(৩)করোনা প্রতিরোধে কী খাবেন?
(৪)মদ্যপানে হবেনা করোনার সংক্রমন?
(৫)ইথানলের ভাপ নেবেন?

গুজব নয়, সচেতনতা ছড়ান।🇧🇩🇧🇩🇧🇩

EOB.Network
Episode-1

Videos (show all)

চারদিন গলায় থাকে করোনা??ইথানলের ভাপ নিতে হবে??ER-1, Eyes of Bangladesh. Network

Telephone

Website