Rana Programmer

Rana Programmer

Professional Web Designer And Developer
✅ WordPress
✅ Wix
✅Shopify
✅ WOO-commerce/ E-commerce

01/10/2023

Create Your Website with Elementor: Why You Need a WordPress Elementor Expert

Introduction: In today's digital landscape, a strong online presence is crucial for businesses and professionals alike. WordPress, coupled with the powerful Elementor page builder, has emerged as a dynamic duo for creating stunning websites that captivate audiences. However, to truly harness the potential of this dynamic duo, it's essential to bring in an expert who understands the intricacies of both platforms. In this article, we'll explore the key reasons why hiring a WordPress Elementor expert through LinkedIn can be a game-changer for your next web project.
Elementor is a popular page builder plugin for WordPress that allows users to create stunning websites with ease. It provides a user-friendly drag-and-drop interface, making it accessible to both beginners and experienced developers. Here are some reasons why you might want to consider hiring a WordPress Elementor expert to elevate your website.

Custom Design: An Elementor expert can create a unique and custom design for your website. They have in-depth knowledge of the plugin's capabilities, allowing them to craft a design that aligns with your brand and business goals.

Efficiency and Time-saving: A professional who is well-versed in Elementor can build pages and websites much faster than someone who is just starting out. This means you can have a polished, functional website in a shorter amount of time.

Responsive Design: Ensuring your website looks and functions well on various devices (desktops, tablets, and mobile phones) is crucial. An Elementor expert can optimize your design to be fully responsive, providing a seamless user experience across all platforms.

Optimized Performance: Performance is a critical factor for user experience and SEO. Elementor experts are skilled in optimizing the code and assets to ensure your website loads quickly and efficiently.

Integration and Compatibility: Elementor integrates with various third-party tools and plugins. An expert can help you choose and integrate the right tools for your specific needs, ensuring everything works seamlessly together.
SEO-Friendly Design: A well-structured website with clean code is essential for SEO. Elementor experts can optimize your site's structure, meta tags, and content layout to improve search engine rankings.

Troubleshooting and Support: If you encounter any technical issues or need updates, an Elementor expert will be well-equipped to troubleshoot and provide ongoing support.

Advanced Features Utilization: Elementor offers a wide range of features and functionalities. An expert will know how to leverage these advanced capabilities to enhance your website's functionality and user experience.

Security Measures: While Elementor itself is secure, it's important to ensure that the entire website, including any custom code or integrations, is protected against vulnerabilities. An expert can implement security best practices.

Future-Proofing Your Website: An Elementor expert will be aware of industry trends and best practices. They can help you build a website that is adaptable to future updates and changes in web design standards.

A/B Testing and Conversion Optimization: If you're focused on improving conversions, an Elementor expert can help you set up and conduct A/B tests to optimize your website for higher conversion rates.

Advanced Customization: Elementor experts are adept at creating custom templates, sections, and widgets tailored to your specific needs. This allows for a highly personalized and professional-looking website.

Widget and Plugin Integration: Elementor can be extended with various widgets and plugins. An expert can seamlessly integrate these elements to add functionality such as contact forms, galleries, social media feeds, and more.

Animation and Interaction Effects: Elementor provides a range of animation and interaction options to make your website visually engaging. An expert can implement these effects tastefully, enhancing user engagement and retention.
Multilingual and Multisite Support: If you're targeting a global audience or have multiple websites, an Elementor expert can set up multilingual features or a WordPress multisite network for efficient management.

E-commerce Integration: If you're running an online store, an Elementor expert can integrate and optimize e-commerce platforms like WooCommerce. This ensures a seamless shopping experience for your customers.

Performance Optimization Techniques: Experts are skilled in techniques such as lazy loading, optimizing images and scripts, and minimizing HTTP requests to ensure your website loads quickly and perform well.

Custom Post Types and Taxonomies: If your website requires specific content structures beyond standard pages and posts, an Elementor expert can create custom post types and taxonomies for better organization and presentation.

Membership and Subscription Features: For membership-based or subscription websites, an expert can set up and configure the necessary plugins and functionalities to manage user access and payments.

Forms and User Interaction: Elementor includes a form builder, but experts can enhance this functionality by customizing forms, setting up conditional logic, and integrating with third-party services for seamless data management.

Content Migration and SEO Preservation: If you're migrating an existing website to Elementor, an expert can ensure that your content, SEO settings, and URLs are properly transferred, preserving your search engine rankings.

Custom JavaScript and CSS: Experts can add custom code snippets to extend Elementor's capabilities or to integrate specific features that may not be available out of the box.

Training and Documentation: An Elementor expert can provide training sessions or documentation to help you and your team effectively manage and update the website after it's built.

Conclusion: Remember, when hiring an Elementor expert, it's important to review their portfolio, ask for references, and discuss your project requirements in detail to ensure they have the experience and skills necessary to meet your specific needs. This will help you get the most out of their expertise and elevate your website to the next level.

Home | My Site 5 17/09/2023

Home | My Site 5

17/09/2023

অনার্স শেষ হলেই মানুষের মধ্যে 'পড়াশোনা শেষ' এর একটা ভাব চলে আসে। তবুও সেটা 'শেষ হইয়াও হইলোনা শেষ' এর একটা প্রতিচ্ছবি বটে।
মাস্টার্স এর বিভিন্ন পরীক্ষা এসে খোঁচা দিয়ে সেটা স্মরণ করাতো।
http://wix.to/AT0Pj3s

09/09/2023

কখনোই নিজের দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে অন্যের কাছে প্রকাশ করা উচিৎ নয়। সে সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলেই উপহাস করবে এবং সময় মতো আঁঘাত করবে।

07/08/2023

১৫টি শক্তিশালী AI Tools For Content Creators:

1 - Loom 🎥 : ভিডিও তৈরি।
2 - Notion 📓 : কর্মক্ষেত্র।
3 - Carrd 🏘️ : ল্যান্ডিং পেজ।
4 - ChatGPT 🔬 : রিসার্চ।
5 - Midjourney 🖼️ : ভিজুয়্যালস।
6 - Substack 🗞️ : নিউজলেটার।
7 - Upwork 🔨 : ক্লায়েন্ট খুঁজুন।
8 - Slack 🗳️ : কমিউনিকেশন।
9 - X 🗨️ : স্টোরি শেয়ার করুন।
10 - Gumroad 🛒 : দোকান।
11 - Canva 🎨 : গ্রাফিক্স।
12 - Hypefury 🐦 : টুইট শেডুলিং।

cariyon.com - Registered at Namecheap.com 16/07/2023

২০২৩ সালের সেরা ১০টি মার্কেটিং AI Tools : 🔥👇
1. Blog2Social : অটোমেট সোশ্যাল মিডিয়া পোস্টিং।
2. MidJourney : টেক্সট থেকে ছবি।
3. Umos : ওয়েবসাইট তৈরি।
4. Colossyan : লেখা থেকে ভিডিও।
5. QuillBot : রিফ্রেজ।
6. Frase.io : এসইও।
7. Cariyon.com : ছবি তৈরি করুন।
8. Synthesia : ভিডিও তৈরি করুন।
9. AnswerThePublic : কনটেন্ট ধারণা।
10. SurferSEO : কনটেন্ট ফিডব্যাক দেখুন।

cariyon.com - Registered at Namecheap.com

02/07/2023

Language And Purpose

Introducing ChatGPT 25/06/2023

▶️Best 12 AI Tools in 2023

1) Solves anything -Chat GPT

(https://lnkd.in/drxqDJmF)

2) Writes anything- Writesonic

(writesonic.com)

3) Generates Art - Midjourney

(www.midjourney.com)

4) Generates Code - Replit

(https://replit.com/ai)

5) Generates Video-Synthesia

(https://lnkd.in/dPmA6-ee)

6) Generates Music - Soundraw

(soundraw.io)

7) Generates TikToks - Fliki (fliki.ai)

8) Generates Avatars - Starrytars

(www.starrytars.com)

9) Generates PPTs - Slides AI

(www.sliedsai.io)

10) Edit Pictures - Remini (Remini.ai)

11) Edit Videos - Pictory

( www.pictory.ai)

12) Summarize Notes - Word tune

(www.wordtune.com)

Introducing ChatGPT We’ve trained a model called ChatGPT which interacts in a conversational way. The dialogue format makes it possible for ChatGPT to answer followup questions, admit its mistakes, challenge incorrect premises, and reject inappropriate requests.

25/06/2023

আপনি কি ডিজাইনার? তাহলে এই আইডিয়া গুলো আপনার জন্য । আশা করি আপনি এখন থেকে আয়ের একটি নতুন উত্স খুঁজে পাবেন ।
আপনি মাইক্রোস্টক সাইটে আপনার বিভিন্ন ডিজাইন বিক্রয় করতে পারেন। পণ্যের অনুমোদন এখানে অনেক সহজ।
1. Shutterstock
2. Adobestock
3. Istock
4. Envato Elements
5. Freepik
আপনার প্রোডাক্ট অনেক , চাচ্ছেন ব্যান্ডেল আকারে সেল করতে ?
1. Creative Market
2. Creative Fabrica
3. Designbundle
4. Mighty Deals
5. Etsy
আপনি কি প্রিমিয়াম কোয়ালিটি লোগো / ব্র্যান্ড মার্ক তৈরী করতে পারেন। তাহলে আপনি নিচের কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।
1. Brandcrowd
2. Logoground
3. Graphicriver
4. Scalebranding
5. Gumroad
আপনি কি ভালো আইকন বানাতে পারেন ? তাহলে এই সাইট গুলো আপনার জন্য।
1. Iconfinder
2. Flaticon
3. Thenounproject
4. Pixel Buddha
5. Canva
ফন্ট বানানো যদি আপনার নেশা হয় তবে নিচের সাইট গুলো থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।
1. Myfont
2. Dafont
3. Fontdaily
4. FontSpring
5. Fontshop
আপনি যদি প্রিন্ট ও ডিমান্ড নিয়ে কাজ করতে চান তবে নিচের সাইট গুলো আপনার জন্য হতে পারে আদর্শ।
1. Amazon KDP
2. Redbubble
3. Shineon
4. Gearlaunch
5. Teepublic
আপনি যদি ডিজাইন কন্টেস্ট করতে ভালোবাসেন তবে এই কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।
1. 99designs
2. Freelancer
3. Designcrowd
4. Designhill
5. DesignContest
আপনি চাইলে আরো কিছু ফ্রিল্যান্স প্লাটফর্মের সাথে কাজ শুরু করে দিতে পারেন।
1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. PPH
5. Envato Studio
আপনি যদি ফিক্সড ইনকামে বিশ্বাস করেন তাহলে আপনি চাইলে বাসায় বসেই রিমোটলি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন।
1. Linkedin
2. Flexjobs
3. We Work Remotely
4. JustRemote
5. Angel List
এই সময়টা আপনার পোর্ট ফোলিও বিল্ডআপ করার দারুন সুজোগ। আজকেই শুরু করে দিন পোর্টফোলিও সাজানো।
1. Own Site
2. Dribbble
3. Behance
4. Uplabs
5. Pinterest
আপনি যদি অভিজ্ঞ আর দক্ষ হয়ে থাকেন তবে মানুষকে শেখানোর মাধ্যমেও ভালো উপার্জন করতে পারেন।
1. Youtube
2. Udemy
3. Skillshare
4. Thinkific
5. Instructory
এছাড়াও বিভিন্ন লোকাল কোম্পানি, স্টার্ট আপ, টিমের সাথে কাজের অপর্চুনিটি তোহ আছেই।
এত অপশন থাকতেও যদি আপনি কাজ না করতে পারেন তবে এর ব্যর্থতা নিতান্তই আপনার।
সবাই ভালো থাকবেন।
Collected post

13/06/2023

আকাশ জু‌ড়ে থাকুক অনেক ঋণ,
অপূর্নতায় কাটুক দিন..!

12/06/2023

ChatGPT+ সাবস্ক্রিপশন সহ GPT-4-এর মূল্য $20। ☹️
এই ৫ টি বিকল্প আপনাকে সম্পূর্ণ ফ্রিতে GPT-4 ব্যবহার করতে দেয়: 😁
1. Perplexity.ai
2. New Bing
3. Poe com
4. Forefront AI
5. Merlin AI

Blog Tool, Publishing Platform, and CMS - WordPress.org 01/06/2023

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্রাবলশুটিং
--------------------------
আসসালামু আলাইকুম।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বিভিন্ন ধরণের সমস্যা প্রায়ই ফেস করতে হয়। সেই সমস্যা চিহ্নিত করে সেটির সমাধান করতে হয়।
নতুনরা প্রায়ই এরকম সমস্যায় পড়ে থাকেন এবং সমাধানের জন্য প্রায়ই পোস্ট দিয়ে থাকেন। কিন্ত এই প্রক্রিয়াটি জানা থাকলে নিজেই কিভাবে সমাধান বের করা যায় তা বুঝে যাবেন।
সমস্যা চিহ্নিতকরণ এবং সেটির সমাধাকরণের যে প্রক্রিয়া সেটিকে বলে টেকনিক্যাল ভাষায় ট্রাবলশুটিং।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ট্রাবলশুটিং এর অনেক পর্যায় রয়েছে। কখনো কখনো ওয়ার্ডপ্রেসের কোর নলেজ, কোডিং দক্ষতাও প্রয়োজন হয় কিন্ত সেটি ডেভেলপারের পর্যায়ের; সেদিকে যাচ্ছি না।

আজকে আমি একটি পর্যায়ের ট্রাবলশুট কিভাবে সহজে করা যায় এবং যে কেউ এই এপ্রোচে করতে পারবে সেটিই বলব।

* ট্রাবলশুটিং
ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় বা আপডেট করার পর হঠাৎ করে দেখা গেল ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে না। কিন্ত, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঠিকি লগিন করা যায়।

এমতাবস্থায় ওয়ার্ডপ্রেসের কোথা থেকে সেই সমস্যাটি হচ্ছে সেঠি কিভাবে খোঁজে বের করব তাই দেখব।

* ট্রাবলশুট করার উপায়
দুটি পদ্ধতি করা যায়। একটি ম্যানুয়াল আর একটি প্লাগিনের সাহায্যে:

প্লাগিন নাম: Health Check & Troubleshooting ( By- The WordPress.org community)
ইনস্টল -> এক্টিভেট।

তারপর Wordpress Dashboard এর বাম পাশের ’Tools’ মেনুতে মাউস ধরলে Health Check নামে একটি নতুন অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলে প্রথমত ওভারঅল Site Health এর Status দেখতে পাবেন।

এখানে প্লাগিন কিছু রিকমেন্ডেশন দিবে। এই রিকমেন্ডেশনগুলো ফুলফিল করা সাইটের জন্য ভালো।

তারপর
Status, Info , Troubleshooting, Tools এইরকম ট্যাব উপরে দেখতে পাবেন।

সেখান থেকে Troubleshooting ট্যাবে ক্লিক করে Enable Troubleshooting Mode ক্লিক করলে ট্রাবলশুটিং মোড একটিভ হয়ে যাবে।

ওয়ার্ডপ্রেস প্রথম ইনস্টল করলে যেরকম থাকে ঠিক ঐরকম ডিফল্ট হয়ে যাবে। আপনাকে ডিফল্ট একটা থিম ইনস্টল করতে বলবে সেটি করে নিবেন।
এই অবস্থায় হোমপেজ ভিজিট করুন। যদি ব্রাউজ করা যায় তাহলে হয়তো আপনার থিমে সমস্যা, না হয় প্লাগিনে।

** ধাপে ধাপে সমস্যা চিহ্নিতকরণ:
এখন, আমরা ধাপে ধাপে সমস্যাটি চিহ্নিত করব। সেইজন্য ওয়ার্ডপ্রেস এডমিন বার বা টুলবারে উপরের দিকে Troubleshooting Mode অপশনটি দেখতে পাব।

সেখানে আবার মাউস ধরলে Themes, Plugins, Disable Troubleshooting Mode ৩ টি অপশন দেখতে পাব।

ট্রাবলশুটিং থেকে বের হয়ে যাওয়ার জন্য Disable Troubleshooting Mode।
1. THEMES
থেকে আপনার যে থিমটা ছিল সেই থিমে সুইচ করুন।

তারপর আবার সাইট ব্রাউজ করুন। কোন সমস্যা হচ্ছে কি না।

অনেক সময় ব্রাউজার ক্যাশ ধরে রাখে তাই পূর্বের অবস্থায় দেখাতে পারে।

এইজন্য ব্রাউজারের গেস্ট ইউজার বা ইনকগনিটো মোডে ব্রাউজ করে দেখুন। সবচেয়ে ভালো হয় ব্রাউজারের হিস্ট্রি ক্যাশ ডিলিট করে নিলে।

এছাড়াও বেশ কয়েকবার Ctrl + f5 চাপলেও সঠিকটা দেখতে পাবেন।

বিঃদ্রঃ [ প্রথমে আপনার ইনস্টল থিম দিয়ে পুরো প্রসেস করার পর যদি প্রবলেম আইডেন্টিফাই না করা যায় তখন ডিফল্ট থিমে সুইচ করবেন।

প্রসেস চলাকালীন ২-৩ টা ব্রাউজারে ভিজিট করে দেখার ট্রাই করবেন। ]

যদি দেখেন আপনার থিমে সমস্যা তাহলে থিম এর ল্যাটেস্ট কি ভার্সন আছে আপনার থিম প্লাগিন আপডেট কিনা সেটা দেখতে হবে।

থিমফরেস্ট থেকে কিনা হলে সেখানে কমেন্ট চেক করে দেখবেন অন্য কেউ এই ইস্যুটা ফেইস করেছে কিনা।

থিম অথরের রিপ্লাই দেখলে হয়তো এটার সলিউশন পাওয়া যাবে।

2. PLUGINS
থেকে একটি একটি করে প্লাগিন এনাবল করুন এবং হোমপেজ ব্রাউজ করুন।
যখনি দেখবেন ঐ প্লাগিনটা এক্টিভ করার পর সমস্যা হচ্ছে তখন আবার সেই প্লাগিনটি ডিসেবল করে দিন।

এভাবে একের পর এক প্লাগিন চেক করে দেখতে হবে।
যেহেতু কাজটি প্লাগিনের সাহায্যে করছি প্লাগিন আমাদেরকে এই প্রকিয়াটি সহজে করতে দিচ্ছে।

যা ম্যানুয়ালি করা সময়সাপেক্ষ এবং বিরক্তিকরও বটে।
একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে।

এখন শুধুমাত্র সমস্যা করছে যে প্লাগিনটি এই প্লাগিনটা বাদে বাকি সবগুলো প্লাগিন এক্টিভ করুন। আবার ভিজিট করুন।

সবকিছু ঠিক থাকলে ঐ প্লাগিনটিই কালপ্রিট।
তাহলে সমস্যা চিহ্নিত হয়ে গেল। এখন এই স্পেসিফিক প্লাগিন নিয়ে গুগলে সার্স করুন যে রিসেন্টলি এটার কোন সমস্যা অন্যরা পোস্ট করেছে কি না এবং সেটি কিভাবে সমাধান হয়েছে।
সলিউশন পেয়ে গেলে ট্রাবলশুটিং থেকে বের হয়ে যাওয়ার জন্য Disable Troubleshooting Mode ক্লিক করুন।

সম্ভাব্য কারণ
হয়তো, প্লাগিনটি ওল্ড ভার্সনের এবং থিমটি আপডেট ভার্সনের তাই সমস্যা হচ্ছে। নাহলে উল্টোটা হতে পারে। অথবা, প্লাগিনের সাথে প্লাগিন কনফ্লিক্ট হচ্ছে।

যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকা যায় তাহলেই কেবল এই পদ্ধতিতে কাজ করবে নাহলে ম্যানুয়ালভাবে সি-প্যানেল থেকে অথবা ফাইল এক্সপ্লোরার দিয়ে ঢুকে করতে হবে সেইটা আরেকটি টপিকের বিষয়।

আশা করি অনেকেই এই পোস্ট থেকে সমাধান পাবেন

Blog Tool, Publishing Platform, and CMS - WordPress.org Open source software which you can use to easily create a beautiful website, blog, or app.

Free Bangla Fonts - Okkhor 52 01/06/2023

বাংলা বেস্ট ১০ টি মাল্টিওয়েট ফন্ট।
সেভ করে রেখে দিন প্রয়োজন হতে পারে।

১। হিন্দ শিলিগুড়ি ( ইউনিকোড)
https://okkhor52.com/download.html?id=_041
২। অখন্ড বাংলা (ইউনিকোড)
https://gfxmountain.com/fonts/64288-akhand-bengali-font-family.html
৩। আদর নৈঋত ( ইউনিকোড & এন্সি)
https://lipighor.com/AdorNoirrit.html
৪। লিনোটাইপ (ইউনিকোড)
https://www.google.com/amp/s/en.bestfonts.pro/font/amp/linotype-bengali
৫। কোহিনুর বাংলা (ইউনিকোড)
https://fontspace.io/kohinoor-bangla-font/
৬। ফেড্রা স্যান্স (ইউনিকোড)
https://gfxmountain.com/fonts/83480-fedra-sans-bengali-font-family.html
৭। UN বাংলা (ইউনিকোড & এন্সি)
https://www.undp.org/bangladesh/publications/un-bangla-font
৮। শিশির স্টাইলো (ইউনিকোড & এন্সি)
https://fontbd.com/free-font/shishir-stylo/
৯। মামুন তুরিও (ইউনিকোড ও এন্সি)
https://fontbd.com/free-font/mamun-turio/
১০। কাজি টাইপো (ইউনিকোড & এন্সি(
https://fontbd.com/free-font/kazi-typo-font-family/
১১। আল আমিন ইরফা (ইউনিকোড & এন্সি)
https://www.fontplat.com/font/al-amin-irfa/

Free Bangla Fonts - Okkhor 52 Welcome to the largest collection of Bangla Fonts

08/05/2023

টপ নচ হট নিউজঃ
আইসিসি টিভিতে বিনামূল্যে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ!
অ্যাপের লিংক কমেন্ট বক্সে

29/04/2023

আজ আমি কিছু ওয়েবসাইট শেয়ার করব আমি মনে করি সকল ডেভলোপের দের এগুলা জানা উচিৎ

1. snappify
snappify হল একটি অনলাইন কোড এডিটর যা আপনাকে সুন্দর কোড স্নিপেট তৈরি এবং শেয়ার করার ক্ষমতা দেয়। এই ওয়েবসাইটের একটি বৈশিষ্ট্যও রয়েছে যা আপনাকে আপনার কোড ব্লকগুলিকে একটি সুন্দর উপায়ে টুইট করতে দেয়।

2. Dev Docs
ডকুমেন্টেশনের জন্য একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া। এটি দ্রুত এবং সংগঠিত পদ্ধতিতে একাধিক API ডকুমেন্টেশনকে একত্রিত করে। ওয়েবসাইটে হাজারেরও বেশি ডকুমেন্টেশন পাওয়া যায় যা আপডেট হতে থাকে। HTML থেকে CSS, Python to Go প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য বিস্তারিত ডকুমেন্টেশন রয়েছে।

3. Coding Games
এটি সেই ওয়েবসাইটগুলির মধ্যে একটি যা শেখার কোডিংকে মজাদার করে তোলে। এটি মজা করার সময় এবং লক্ষ্য করার সময় আপনার প্রোগ্রামিং দক্ষতা উন্নত করার একটি নতুন উপায় অফার করে।

4. Readme.so
এটা ডকুমেন্টেশন একটি ফর্ম. এটি বেশিরভাগ গিটহাবে ব্যবহৃত হয়।

5. Daily.Dev
একটি ক্রোম এক্সটেনশন অফার করে যার মাধ্যমে আপনি হটেস্ট ডেভেলপার খবর, নিবন্ধ এবং ইভেন্টের তথ্য পেতে পারেন। Daily.Dev সারা বিশ্বে 100k+ ডেভেলপাররা ব্যবহার করে।

6. LeetCode
এটি একটি শীর্ষস্থানীয় অনলাইন কোডিং প্ল্যাটফর্ম। আপনি যদি আপনার কোডিং দক্ষতা শিখতে, পরীক্ষা করতে বা ব্রাশ করতে চান তাহলে লিট কোড হল সেরা প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। প্রোগ্রামারদের বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন সেট প্রশ্ন রয়েছে।

7. OverAPI
OverAPI বিভিন্ন চিটশিট, একাধিক প্রোগ্রামিং ভাষার ডকুমেন্টেশন অফার করে। OverAPI-তে 100+ প্রোগ্রামিং ভাষার চিটশিট উপলব্ধ।

8. The Algorithms
অ্যালগরিদম হল একটি পাইথন প্যাকেজ যাতে রয়েছে প্রায় প্রতিটি অ্যালগরিদম যা আপনার জীবনে প্রয়োজন হবে৷ একাধিক প্রোগ্রামিং ভাষায় প্রতিটি অ্যালগরিদমের বিস্তারিত কোড রয়েছে।

9. Poet.so
এই সাইটটি ডেভেলপারদের জন্য উপযোগী যারা তাদের টুইটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান। ওয়েবসাইট আপনার টুইটকে একটি সুন্দর এবং সম্পাদনাযোগ্য ডিজাইনে রূপান্তরিত করে।

10. roadmap.sh
এই ওয়েবসাইটটি পথম্যাপ, নির্দেশিকা এবং অন্যান্য শিক্ষামূলক বিষয়বস্তু সরবরাহ করে যা ডেভলোপদের একটি পথ বেছে নিতে এবং তাদের শেখার নির্দেশ দিতে সহায়তা করে।

11. LambdaTest
LambdaTest হল একটি ক্লাউড-ভিত্তিক ক্রস-ব্রাউজার টেস্টিং প্ল্যাটফর্ম যা আপনাকে 2000 টিরও বেশি বিভিন্ন ব্রাউজার, অপারেটিং সিস্টেম এবং ডিভাইসে ওয়েব অ্যাপ্লিকেশন পরীক্ষা করতে দেয়। LambdaTest আপনাকে ম্যানুয়ালি এবং স্বয়ংক্রিয়ভাবে ক্রস-ব্রাউজার সামঞ্জস্য পরীক্ষা করতে দেয়।

12. Showwcase
Showwcase হল একটি নতুন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বিশেষ করে যারা কোড কানেক্ট করে, কমিউনিটি তৈরি করে এবং নতুন সুযোগ খুঁজে পায় তাদের জন্য। এটি একটি লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম তবে শুধুমাত্র বিকাশকারীদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আপনি সেখানে যোগ দিতে এবং আমাকে অনুসরণ করতে পারেন.

13. overAPI
সমস্ত ডেভেলপারদের জন্য, OverAPI সবচেয়ে সুন্দর এবং দরকারী ওয়েবসাইটগুলির মধ্যে একটি। এই ওয়েবসাইটটিতে বেশিরভাগ প্রোগ্রামিং ভাষার জন্য চিটশিট রয়েছে।

14. Responsively
এটি একটি ওপেন সোর্স ওয়েবসাইট যা ওয়েব অ্যাপের speed 5 গুণ বাড়িয়ে দেয়। সমস্ত টার্গেট স্ক্রীন একক উইন্ডোতে পাশাপাশি প্রদর্শিত হয়।

15. Colorhunt
Colorhunt হল এমন একটি ওয়েবসাইট যা আপনাকে চমত্কার রঙের প্যালেট নির্বাচন করতে দেয়।

16. Carbon
এই ওয়েবসাইটটি আপনাকে আপনার সোর্স কোডের সুন্দর ছবি তৈরি এবং শেয়ার করতে সাহায্য করবে।

17 . Meta Tags
এটি একটি ওয়েবসাইট ট্যাগ জেনারেটর যা আপনাকে Google, Facebook, LinkedIn এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে কীভাবে প্রদর্শিত হবে তা দেখার আগে আপনার সামগ্রী আপডেট এবং পরীক্ষা করার অনুমতি দেয়৷

18. Profile Pic Maker
এই ওয়েবসাইটটি আপনার ওয়েব ডেভেলপার পোর্টফোলিওতে প্রতিটি ছবির জন্য একটি পেশাদার এবং সুন্দর প্রোফাইল তৈরি করে।

19. Small Dev Tools
এই ওয়েবসাইটটি এনকোডার/ডিকোডার, এইচটিএমএল/সিএসএস/জাভাস্ক্রিপ্ট ফরম্যাটার, মিনিফাই, জাল বা টেস্ট ডেটা জেনারেটর এবং আরও অনেক কিছু সহ বিনামূল্যের বিকাশকারী সরঞ্জামের বিভিন্ন অফার করে। এটি আপনাকে কোড শেয়ার করার অনুমতি দেয়।

20. resume.io
এই ওয়েবসাইটটি আপনাকে একটি মানসম্পন্ন Resume/CV তৈরি করতে দেয়।

21. Storytale
Storytale হল এমন একটি ওয়েবসাইট যেখানে collections of illustrations রয়েছে যা আপনার Project দুর্দান্ত চরিত্রগুলির সাথে নজরকাড়া করে তোলে৷

22. synthesia
সিন্থেসিয়া আপনাকে 50+ এর বেশি ভাষায় AI-ভিত্তিক ভিডিও তৈরি করতে সাহায্য করে। ভিডিও সামগ্রী তৈরি করতে আপনার ক্যামেরা, মাইক্রোফোন বা আসল মুখের প্রয়োজন নেই। আপনাকে শুধু আপনার স্ক্রিপ্ট আপলোড করতে হবে এবং আপনি একটি AI ভিডিও পাবেন।

✍️Naem Azam Chowdhury

Photos from Rana Programmer's post 23/04/2023

Necessary VS Code Extensions 💚

Photos from Rana Programmer's post 23/04/2023

Top 40+ Web Development Projects using HTML CSS & JavaScript for beginner and intermediate
A complete beginner's guide to programming!!!
All source code is available for free. 😍 😍

Build a High Tech Animation website using HTML, CSS & JavaScript
https://youtu.be/yA-yzavk8G8
Build a UI Music Player using HTML, CSS & JavaScript
https://youtu.be/xWorozST63c
Build a Display Current Date & Time using HTML, CSS & JavaScript
https://youtu.be/3vQSnIjC1Wo
Build a Personal Portfolio Website with HTML & CSS
https://youtu.be/JoKiTETS8oE
Build a Interest Calculator with HTML, CSS & JavaScript
https://youtu.be/a1r7ZUyLoJ0
Build a Music Player with HTML, CSS & JavaScript
https://youtu.be/oscPp3KghS8
Build a Calendar with HTML, CSS & JavaScript
https://youtu.be/eT-yDDnFbyU
Build a Weather App with HTML, CSS & JavaScript
https://youtu.be/J1Kh9PE0uU4
Build a Calculator with HTML, CSS & JavaScript
https://youtu.be/VbZs0nPUqhY
Build a Memory Game with HTML, CSS & JavaScript
https://youtu.be/mohIQB_70Xk
Build a Drawing App with HTML, CSS & JavaScript
https://youtu.be/h9Cpvss1An4
Build a Responsive Login & Registration Form with HTML, CSS & JavaScript
https://youtu.be/lA9yBNRQnxE
Build a Currency Converter with HTML, CSS & JavaScript
https://youtu.be/iIKq5mjxX6Q
Build a Password Validation with HTML, CSS & JavaScript
https://youtu.be/cAUb9Iarg8I
Build a Speed Typing Game with HTML, CSS & JavaScript
https://youtu.be/xww779jG7Hk
Build a Tic Tac Toe with HTML, CSS & JavaScript
https://youtu.be/YcKOqthpN2M
Build a Stopwatch with HTML, CSS & JavaScript
https://youtu.be/bOyNOENYIw0
Build a POPCAT Game with HTML, CSS & JavaScript
https://youtu.be/SwvwzvB9xPY
Build a Light/Dark theme toggle with HTML, CSS & JavaScript
https://youtu.be/CUEJkJ9HDbY
Build a Hacking Matrix Rain Effect with HTML, CSS & JavaScript
https://youtu.be/uIq9gmlenlA
Build a Digital Clock with HTML, CSS & JavaScript
https://youtu.be/lsoCv8Agg6E
Build a Countdown Timer with HTML, CSS & JavaScript
https://youtu.be/Ze5z1E3bIMc
Build a Random Color Generator with HTML, CSS & JavaScript
https://youtu.be/FsSqD18CyZM
Build a Hex Background Color Generator with HTML, CSS & JavaScript
https://youtu.be/_c_z-UkisWk
Build a BMI Calculator with HTML, CSS & JavaScript
https://youtu.be/CGftYT6KcrM
Build a Grams Converter with HTML, CSS & JavaScript
https://youtu.be/dggIMoMARY0
Build a Basic Operations Calculator with HTML, CSS & JavaScript
https://youtu.be/BI3SAWC2DVA
Build a Counter Project with HTML, CSS & JavaScript
https://youtu.be/-RGnwreJdhw
Build a Random Quotes Generator with HTML, CSS & JavaScript
https://youtu.be/x1XbVX8TlQ4
Build a Scroll Indicator with HTML, CSS & JavaScript
https://youtu.be/Y2DJ9IxdQjQ
Build a Scroll To Top Button with HTML, CSS & JavaScript
https://youtu.be/cEosf12mAls
Build a Type Writter Effect with HTML, CSS & JavaScript
https://youtu.be/kaqGeMxC9fM
Build a Analog Clock with HTML, CSS & JavaScript
https://youtu.be/s9VyMr92mKE
Build a Blurry Loading Effect with HTML, CSS & JavaScript
https://youtu.be/bRnfkfzxIHI
Build a To Do List with HTML, CSS & JavaScript
https://youtu.be/kzHmtmCMUwk
Build a Discount Calculator with HTML, CSS & JavaScript
https://youtu.be/uygVCwiZJNQ
Build a Flappy Bird Game with HTML, CSS & JavaScript
https://youtu.be/Ltg1fl4Obgg
Build a Tags Generator with HTML, CSS & JavaScript
https://youtu.be/5a2ZVxMk2Rc
Build a Tetris Rain with HTML, CSS & JavaScript
https://youtu.be/ZTHjT3bm-64
Build a Canvas Ball Animation with HTML, CSS & JavaScript
https://youtu.be/gu9DXTzFvio
Build a Border Animation with HTML & CSS
https://youtu.be/5KMjnv1uuAI
Build a Ghost Animation with HTML & CSS
https://youtu.be/L_h_NstlepE
Build a Koi Fish Animation with HTML, CSS & JavaScript
https://youtu.be/JIJiz1IADrs
Build a Universe of Love with HTML, CSS & JavaScript
https://youtu.be/k-BMmu2Wbz8

All Source code
https://github.com/kaizhelam?tab=repositories

22/04/2023

Eid Mubarak Programmers ❤️❤️

900+ Startups hiring Remotely in 2022 - by Remotive.com 07/04/2023

900+ Startups Hiring Remote Job

900+ Startups hiring Remotely in 2022 - by Remotive.com UPDATED - The List of Awesome! From Remotive.com with ♥,Browse 2,000 remote jobs on Remotive! ➡️➡️➡️,https://remotive.com,💼 🏠🤗💻, ,Missing your company? Hiring remotely? Email me at [email protected] Prov,Company name,Company Twitter,Nb. of...

31/03/2023

নেদারল্যান্ডসে বরফের মাঝেও এত সুন্দর টিউলিপ জন্মায় 💜💜💜
ছবিঃ সংগৃহীত

24/03/2023

Git Cheatsheet ⚡⚡⚡

24/03/2023

Built-in Functions in JavaScript 👇

24/03/2023

HTML tag হল ওয়েব পেজের বিল্ডিং ব্লক।
এগুলি একটি ওয়েব পৃষ্ঠার গঠন এবং বিষয়বস্তু বর্ণনা করতে ব্যবহৃত হয় এবং এংগেল ব্রেকেটস এর মধ্যে আবদ্ধ থাকে। এইচটিএমএল ট্যাগ বিভিন্ন প্রকারে আসে, প্রতিটির নিজস্ব উদ্দেশ্য থাকে। উদাহরণস্বরূপ,
ট্যাগটি একটি শীর্ষ-স্তরের শিরোনাম তৈরি করতে ব্যবহৃত হয়, যখন।
ট্যাগটি পাঠ্যের অনুচ্ছেদ তৈরি করতে ব্যবহৃত হয়।
ট্যাগটি লিঙ্ক তৈরি করতে ব্যবহৃত হয়, এবং ট্যাগটি ছবি প্রদর্শন করতে ব্যবহৃত হয়।

যখন একটি ওয়েব ব্রাউজার একটি HTML ফাইল লোড করে, তখন এটি ট্যাগগুলি পড়ে এবং পৃষ্ঠাটি প্রদর্শন করতে ব্যবহার করে। ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল ট্যাগ অপরিহার্য, এবং যে কেউ ওয়েবসাইট তৈরি করতে চান তাদের এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

Photos from Rana Programmer's post 24/03/2023

Important topics to study in programming for interview
👇👇.............
Hashtags:

13/02/2023

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেষ্টুরেন্টে ট্রিট দিচ্ছে।

লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে।

হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন বলেন জীবন এত তিতা কেন?

দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না?

আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে ফ্রিল্যান্সিং করছে।

আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।

আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল।

কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা!

যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয়, তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।

আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।

দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্ট ও তাই।

সুতরাং, সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।
(সংগৃহীত)

World’s #1 Noise Cancelling App | Krisp 01/02/2023

সবাই নিয়ে কথা বলছে। কিন্তু, AI-এর রেভ্যুলুশন মিস করছে বেশিরভাগ মানুষ। তাই, কিছু টপ AI-টুলস সম্পর্কে সবার জানা দরকার।

1. Krisp: Krisp এর AI ফোনে কথা বলার সময় আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েস, নয়েস ও ইকো রিমুভ করে দিবে।
🔗লিঙ্ক: https://krisp.ai/

2. Beatoven: রয়্যালটি-ফ্রি মিউজিক তৈরি করতে beatoven ব্যবহার করুন।
🔗লিঙ্ক: https://www.beatoven.ai/

3. Cleanvoice: আপনার পডকাস্ট পর্বগুলি অটোম্যাটিকভাবে এডিট করুন৷
🔗লিঙ্ক: https://cleanvoice.ai/

4. Podcastle: স্টুডিও মানের রেকর্ডিং করুন সরাসরি আপনার কম্পিউটার থেকে।
🔗লিঙ্ক: https://podcastle.ai/

5. Flair: খুব সহজে ব্র্যান্ডেড সামগ্রী ডিজাইন করুন
🔗লিঙ্কঃ https://flair.ai/

6. Illustroke: টেক্সট প্রম্পট থেকে ভেক্টর ইমেজ তৈরি করুন
🔗লিঙ্ক: https://illustroke.com/

7. Patterned: আপনার ডিজাইনের জন্য সঠিক প্যাটার্ন তৈরি করুন
🔗লিঙ্ক: https://www.patterned.ai/

8. Stockimg: আপনার প্রয়োজনীয় স্টক ফটো তৈরি করুন
🔗লিঙ্ক: https://stockimg.ai/

9. Copy: কনভার্সন বাড়াতে AI জেনারেটেড কপি পাবেন।
🔗লিঙ্কঃ https://www.copy.ai/

10. CopyMonkey: সহজে অ্যামাজন লিস্টিং তৈরি করুন
🔗লিঙ্ক: http://copymonkey.ai/

11. Ocoya: সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে তা শিডিউল করুন
🔗লিঙ্ক: https://www.ocoya.com/

12. Unbounce: হাই-পারফর্মিং কোল্ড ইমেল লিখুন
🔗লিঙ্ক: https://unbounce.com/

13. Vidyo: মাত্র কয়েক ক্লিকে লং-ফর্ম থেকে শর্ট-ফর্ম ভিডিও তৈরি করুন
🔗লিঙ্কঃ https://vidyo.ai/

14. Maverick: ব্যক্তিগত ভিডিও তৈরি করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/dmrkz_ah

15. Quickchat.: অটোম্যাটিক কাস্টমার সার্ভিস চার্ট তৈরি করার চ্যাটবট
🔗লিঙ্কঃ https://www.quickchat.ai/

16. Puzzlelabs: আপনার টিম এবং ইউজারদের জন্য AI-চালিত নোলেজ বেজ তৈরি করুন
🔗লিঙ্কঃ https://www.puzzlelabs.ai/

17. Soundraw: আপনার মনের মত গান তৈরি করুন।
🔗লিঙ্ক: https://soundraw.io/

18. Cleanup: আপনার ছবি থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত অবজেক্ট, ডিফেক্ট বা টেক্সট মুছে ফেলুন
🔗লিঙ্ক: https://cleanup.pictures/

19. Resumeworded: আপনার রেজ্যুম এবং LinkedIn প্রোফাইল ডেভেলপ করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/d9EurcnX

20. Looka: আপনার নিজের জন্য ব্র্যান্ড ডিজাইন করুন
🔗লিঙ্কঃ https://looka.com/

21. Theresanaiforthat: প্রতিটি কাজের জন্য AI এর ডাটাবেস তৈরি করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/dKhqaaF3

22. Synthesia: টেক্সট টাইপ করে এআই ভিডিও তৈরি করুন।
🔗লিঙ্ক: https://www.synthesia.io/

23. Descript: ভিডিও এবং পডকাস্ট করার নতুন উপায়
🔗লিঙ্ক: https://lnkd.in/d_Kdj35E

24. Otter: আপনার মিটিং-এর ইনসাইট ক্যাপচার করুন এবং শেয়ার করুন
🔗লিঙ্ক: https://otter.ai/

25. Inkforall: AI কন্টেন্ট (জেনারেশন, অপ্টিমাইজেশান, পারফরম্যান্স)
🔗লিঙ্ক: https://inkforall.com/

ক্রেডিট: MK Bertulfo

World’s #1 Noise Cancelling App | Krisp Krisp cancels background noise and reduces echo during your calls. Get started with Krisp today and enjoy effective online meetings.

Videos (show all)

আমি তো প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে তারপর ভালো করে দেখে বুঝলাম যে এ তো ফুলের বৃষ্টি হচ্ছে।।💖🌼✨কি অপূর্ব দৃশ্য।।😍💕

Telephone

Website