Update News
TECHNICAL TRAINING ,NTVQF LEVEL -1,2 HELPING ABC LICENSE
কিছু মানুষের ভাব খানা দেখে মনে হয় সচিব পদে পদোন্নতি পেয়েছে।
আল্লাহ যা করে ভালোর জন্য করে।
reverse forward motor controlling Part -2 reverse forward motor controlling Part -2
reverse forward motor controlling Part -1 reverse forward motor controlling Part- 1
Motor Controlling Motor Controlling D O L Stater(Test) Video.
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) একটি আইসিটি পেশাজীবীদের সংগঠন যা আইসিটি পেশাজীবীদের পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, বিভিন্ন সামাজিক,অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে গবেষণা করা এবং বিভিন্ন সেমিনার, সম্মেলনের আয়োজন এবং সরকারের সাথে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহন করবে।
আইসিটিইএসবি সোসাইটি রেজিষ্ট্রেশন আইন ১৮৬০ সালের আওতায় আরজেএসসি’তে নিবন্ধিত । এটির সরকারী রেজিষ্ট্রেশন নাম্বারঃ S-13189/2019 ।
কেন মেম্বার হবেন ?
আইসিটিইএসবির সকল মেম্বারদের জন্য ফ্রী ওয়ার্কশপ , ট্রেনিং , দক্ষতা বিকাশ ,সেমিনার , ক্যারিয়ার কাউন্সিলিং , রিসার্চ , job fair এর আয়োজন করা হবে । আইসিটিইএসবি আইসিটি পেশাজীবীদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে কাজ করবে। এ ছাড়াও বিভিন্ন লক্ষ্যে ও উদেশ্য নিয়ে কাজ করছে তা বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে ।
আপনার মেম্বারশীপের জন্য অনলাইনে এখনই আবেদন করুন । https://ictesb.org/member/
#শেয়ার_করে_নিজের_কাছেই_রাখুন//
আজকে সাব-স্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা SLD এবং 500 KVA ট্রান্সফরমারকে রেফারেন্স ধরে সাব-স্টেশনের বিভিন্ন উপাদানগুলোর মান নির্ণয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
>>
ট্রান্সফরমারকে সাব-স্টেশনের হার্ট বলা হয়!! ট্রান্সফরমার ব্যতীত একটি সাব-স্টেশন কল্পনাই করা যায়না,,,!
সাব-স্টেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত কানেকশন টা এরকম : HT Line এর ড্রপ আউট ফিউজ হতে সার্ভিস মেইন ক্যাবলের মাধ্যমে সরাসরি HT Meter এ সংযোগ দেয়া হয় এবং HT Meter হতে VCB/LBS এ সংযোগ করা হয়!!
এরপর VCB/LBS হতে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে কানেকশন করা হয়। যাতে মেইন্ট্যানেন্স কিংবা কোনো দরকারে ট্রান্সফরমারের সংযোগ লাইন হতে বিচ্ছিন্ন করা যায়।
এর কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন। -01618-105155
ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড হতে LT প্যানেলের মেইন সার্কিট ব্রেকারে সংযোগ করতে হয়। এরপর ব্রেকার হতে LT বাসবারে এবং বাসবার হতে বিভিন্ন মানের লোড অনুযায়ী সার্কিট ব্রেকারের মাধ্যমে লাইনকে লোডে পৌছানো হয়!!!
>>HT Circuit Breaker Selection : we know that,
P= root 3 VI (non inductive load).
> HT Current I= 500,000÷ 1.732 x 11000= 26.24 Amps.
কিন্তু, HT তে কারেন্ট যতই কম হোক না কেনো সর্বনিম্ন 630 Amps এর VCB ব্যবহার করতে হয়( যদিও এর নিচে বাজারেও পাওয়া যায়না)
,
>> LT Current : 500,000÷ 1.732 x 415= 695.63 Amps।
,
>> Busbar Selection : 695.63 x 1.25= 869.53 Amps.
সূতরাং, জানা আছে, 2 Amp= 1 mm
সূতরাং, 869.53 Amps= 434.76 = width 50mm x thickness 10 mm.
,
>> Load Calculation : ট্রান্সফরমারের আউটপুটকে ৯০% কর্মদক্ষতা ধরলে,
Total Current: LT সাইডের কারেন্ট 695.63 এর 90%= 626.067 Amps.
মোট লোড চালানো যাবে, P= 1.732 x 415 x 626.067 x 0.8= 360003.55= 360 KW
,
>> PFI : 500 KVA এর ৬০%= 300 KVAR
এবার আপনি আপনার লোড অনুযায়ী সার্কিট ব্রেকার এবং ক্যাবল নির্বাচন করে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এর কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন। -01618-105155
collected From EEE Career
নিয়মিত ৭ম ব্যাচ
Citizen Charter Of Netrakona TTC
সেই ভালো