কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন

কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন

গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানো ও মানু?

13/05/2021

কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকেই জানাই অগ্রিম
ঈদ মোবারক

Photos from কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন's post 13/05/2021

প্রতি বছরের মতই এবার ঈদেও কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় ও গরীব দুঃখী মানুষকে ঈদ সামগ্রী বিতরণ,,

Photos from কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন's post 25/08/2020

আলহামদুলিল্লাহ,, কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অসহায় ও গরীব অসুস্থ মহিলার বাড়ী ইটনা উপজেলা,চৌগাংগা ইউনিয়ন এর কমলভোগ, সে বর্তমানে ইসলামিয়া ইস্পাহানি আই হাসপাতালে তেজগাঁও, ঢাকা ভর্তি আছেন তার অপারেশনের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের চৌগাংগার সকলের পরিচিত ও সুনামধন্য ব্যক্তি মরহুম আব্বাস আলীর মেয়ে রাবিয়া আক্তার হেনা ও তার ছেলে গোলাম রব্বানী সিকান্দার এর একমাএ যোগ্য উওরাধিকারী আমেরিকান রিপাবলিক্যান ব্যাংক নিউইয়র্কে কর্মরত হাসান রব্বানী(জয়)ভাই,, তারা এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্য,, কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই অভিনন্দন,, জয় হউক মানবতার

31/05/2020

কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর পক্ষ থেকে
এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কে জানাই অভিনন্দন

08/05/2020

কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ কে সামনে রেখে অতি শীগ্রই কিছু কার্যক্রম আমরা হাতে নিতে যাচ্ছি সেটা হল গ্রামের অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানো,,

Photos from কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন's post 08/05/2020

কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর পক্ষ থেকে জনসচেতনতা মূলক কার্যক্রম,, মসজিদে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরন,,

29/11/2019

আমাদের সবার প্রিয় মানুষ, যুব সমাজের আইকন, গরিব দুঃখি মানুষের আশ্রয়স্হল কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোস্তফা গোলাম রব্বানী সিকান্দার ভাই আগামীকাল চৌগাংগা হাই স্কুল মাঠে থেকে নিজ হাতে শীতবস্ত্র বিতারন করবেন, আল্লাহ তায়ালা উনাকে আমাদের সামনে রাখুন

29/11/2019

খুব অল্প সময়ে আমাদের সংঘঠনের এই অর্জনাদী। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সিকান্দার মামার উপদেশে এবং আমাদের ইউনিয়নের সকল মুরুব্বিয়ান ও সহকর্কিদের সহযোগিতায় আমাদের সংঘঠন দরিদ্রতা দুর করে আমাদের ইউনিয়ন কে দারিদ্র মুক্ত একটা ইউনিয়নে পরিচিতি দিবে ইনশাআল্লাহ।

29/11/2019

ইটনা উপজেলার যুবসমাজের আইকন, সহৎ সাহসের অধিকারী, অন্যায়ে বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ, গরিব দুঃখী মানুষের আশার আলো, কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হলি আইকন ট্রাভেল এর চেয়ারম্যান আরিফুল ইসলাম জাকারিয়া আজ শুক্রবার চৌগাংগা হাই স্কুল মাঠে শীতবস্ত্র অনুষ্ঠানের সভাপতিত্বে করবেন ও শীতবস্ত্র বিতারন করবেন।

Photos from কিশোরগঞ্জ দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন's post 29/11/2019

তাদের পাশে দাড়ান,তারা অসহায়, তারা শীতার্ত, ক্ষুদার্ত। আপনার একটু সহযোগিতা ও ভালোবাসায় তাদের জীবনের মান বদলে দিবে।

29/11/2019

মানুষ মানুষের জন্য, আর মানবতার সেবাই পরম ধর্ম। এমন স্লোগান নিয়ে আজ কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিছু সমাজসেবী তরুণ এগিয়ে এসেছে । তাদের দেখে অনেকে আজ এই সেচ্ছাসেবী কাজে আগ্রহী হচ্ছে। এমন একটি সংগঠন “মানবতার দেওয়াল”।

খুব সামান্য কিছু তরুণ যুবক- মিলে দেশ-বিদেশে ফেসবুকে আলোচনা শুরু করে। আস্তে আস্তে তাদের আগ্রহ বাড়তে থাকে এবং ২১ সদস্য বিশিষ্ট ও কয়েক জন উপদেশটা নিয়েএকটি সংগঠন দাড় করায় তারা। তাদের মুল লক্ষ্য হচ্ছে সকল মানুষের মাঝে সমান ভাবে ভালবাসা বণ্টন করা এবং অসহায়, দুঃস্থ ও পথশিশুদের মুখে আনন্দের প্রকৃত হাসি এনে দেওয়া। সেই সুবাদে তারা তাদের সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা এবং কিছু সেচ্ছাসেবী মনা মানুষের সহযোগিতা ও সাহায্যে, অসহায়, দুঃস্থ, এতিম ও পথশিশুদের মাঝে চিকিৎসা,ভর্তি ফ্রি সহ অনুদান প্রদান করেছে। এখন তারা ২৯ ডিসেম্বর ২০১৯ কিছু শীত বস্র প্রদান করার ব্যবস্তা করেছে। সমাজের বিত্তবান ও বিত্তশালী ভাই, বোন ও চাচা-চাচীরা অনুদান প্রদান করে সহযোগিতা করুন। আপনাদের এই সহযোগিতায় কিছু শীতবস্ত্র হীন মানুষ শীত নিবারন করতে পারবে। আসুন আমরা সকলে অল্প কিছু অনুদান প্রদান করে তাদেকে উৎসাহিত করি।

21/11/2019

আমাদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার সকল মুরুব্বিয়ানরা আমন্ত্রীত।

16/11/2019

Telephone

Website