মেসার্স জালাল ষ্টোর

মেসার্স জালাল ষ্টোর

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেসার্স জালাল ষ্টোর, Grocers, .

12/05/2023

মেসার্স জালাল ষ্টোর এন্ড টেলিকম এর প্রতিষ্ঠাতা,,,জনাব, জালাল আহমেদ,,, নিমুনিয়া রোগে আক্রান্ত হয়ে,চট্রগ্রাম ডায়াবেটিস হাসপাতালে,, এস, ডি,ইউ,,তে ভর্তি আছেন। ক্রমান্বয়ে ওনার শারিরীক অবস্থা অবনতি হচ্ছে। আপনারা সবাই,,আমার বাবার ভুল,ক্রুটি ক্ষমা করে,বাবার জন্য দোয়া করবেন। বাবাকে আল্লাহ তায়ালা যেন সুস্থতার নেয়ামত দান করে।আমি যেন বাবার খেদমতে থাকতে পারি।

30/09/2021

পণ্যের গুনগত মান নিশ্চিত করা আমাদের প্রথম কাজ।

22/06/2020

সুখবর , সুখবর , সুখবর
মেসার্স জালাল ষ্টোর, আপনাদের সেবার চিন্তা করে, সেবার মান আরো একধাপ এগিয়ে নিয়ে এলো, """নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট।''""""

15/05/2020

ঈদ অফার,,,ঈদ অফার,,,,
মি: নুডলুস ২ প্যাকের
সাথে ১ প্যাক সম্পুর্ন
ফ্রি।

08/05/2020

Daily Nayadiganta
জাতীয় দুর্যোগ
বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত ৭, আক্রান্ত ৭০৯
নয়া দিগন্ত অনলাইন ০৮ মে ২০২০, ১৪:৪৪

অধ্যাপক ডা: নাসিমা সুলতানা - ফাইল ছবি
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সাতজনের এবং আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে এবং আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৩৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭০৭টি, পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ পাঁচজন ও নারী দুইজন। তাদের একজনের বয়স ৯০ বছরের বেশি, ৭১-৮০ বছর বয়সী দুইজন, ৬১-৭০ দুইজন এবং ৫০-৬০ বছর বয়সী দুইজন।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ১০১ জন।

02/03/2020

১কে,জি সার্পএক্সেলের সাথে
একটি ১৫লিটার R F Lবালতি ফ্রি।স্টোক সিমিতো।

03/02/2020

মেসার্স জালাল ষ্টোর এর সেবা সমুহ:
১/মুদি মালামাল
২/বিকাশ
৩/মোবাইল ব্যালেন্স লোড
৪/গ্যাস সিলিন্ডার
৫/মিষ্টি, রসমালাই, দধি,ও ঠান্ডা জাতিয় দ্রব্যময়।
৬/কফি,চা, লাল চা,ও ফাস্টফুড জাতিয় খাবার।
৭/ডিজেল,কেরোসিন, পেট্রোল, অকটেন।
৮/কাঁচামাল :টমাটো, শিম,বেগুন,ধন্যাপাতা,মরিচ,কপি,খিরা,
৯/ফল:আপেল,মাল্ট্রা।
১০/ব্রয়লার মোরগ।
১১/অর্ডার অনুযায়ী হোম ডেলিভারি দেওয়া হয়।
মোবাইল নাম্বার ০১৭২১১৬৬১১৯

Telephone

Website