Salman Tour & Travels
স্বল্প খরচে আনন্দ ভ্রমন করাই আমাদের লক্ষ্য❤️
২০ তারিখ থাইল্যান্ড যাওয়ার ২৮ তারিখ আসা যার মত করে খরচ অথবা যে যেখানে যা লাগে সেই খরচ হয় কেউ যদি যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন-01941464146
২০ তারিখ যাওয়া ২৭ তারিখ আসা ঢাকা টু ব্যাংকক যে যে যেতে চান যোগাযোগ করতে পারেন
নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা যারা থাইল্যান্ড যেতে চান জন্য
তাদের খুব বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হবে যারা যারা জেতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারে
মাত্র ৬৯৯৯ রুপিতে ঘুরে আসুন মেঘালয়ের শিলং-চেরাপুঞ্জিতে ৩ দিন ২ রাতের ট্যুরে
সেপ্টেম্বর ৭ তারিখ ছুটি নিলে ৬-৭-৮ তারিখ টানা ছুটি পাচ্ছেন।
এছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত মেঘালয় ট্যুর হয়ে থাকে
সবথেকে ে এবার শিলং - চেরাপুঞ্জি যাত্রা হবে । ভারতের ভিসা নেয়ার সময় পোর্ট হিসেবে #ডাউকি সিলেক্ট করে দিবেন। আর যাদের ভিসা আছে তারা 'ডাউকি' পোর্ট যুক্ত করে নিবেন।
#বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফোন করুনঃ ০১৬১৬০০৫২০০
❑ ভ্রমণের খরচঃ
- জনপ্রতিঃ ৬৯৯৯ রুপি (১ রুমে ৪ জন)
- জনপ্রতিঃ ৮৪৯৯ রুপি (১ রুমে ২ জন)
🧑🤝🧑 আসন সংখ্যাঃ ৮/১৬/২৬ জন
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ৫০০০ টাকা। (বিকাশ/নগদ পেমেন্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য)
❑ বুকিং করার শেষ দিনঃ প্রতি সপ্তাহের সোমবার (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
❑ ভ্রমণ এর তারিখ এবং সময়ঃ এছাড়া প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আমাদের ট্যুর পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে যাওয়া আসা বাবদ ১৪০০ বাস ভাড়া বাবদ যুক্ত। ভ্রমণ শেষে আবার সোমবার ভোরে ঢাকায় ড্রপ করা হয়ে থাকে।
❑ পাঠাতে হবে।
❑ যেকোনো প্রয়োজনেঃ
01616-005200 (WhatsApp)
----
❑ ভ্রমণ পরিকল্পনাঃ
--------------------------
দিন - ০১
খুব ভোরে সিলেট পৌঁছে বাস কাউন্টারের পাশেই রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিবো। তারপর রিজার্ভ লেগুনায় চলে যাবো তামাবিল বর্ডারে। চেষ্টা করব সবার আগে বর্ডারে পৌঁছাতে, যাতে দ্রুত ওপারে যেতে পারি। বর্ডারে আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের রিজার্ভ গাড়ি করে চেরাপুঞ্জির পথে রওনা করব। আমরা পথে একে একে বোরহিল ফলস, মাউলিংনং গ্রাম, লিভিং রুট ব্রিজ ও উমক্রেম ফলস দেখে নিব। দুপুরের খাবার খাবো মাউলিংনং গ্রামে। রাতের মধ্যে চেরাপুঞ্জি পৌঁছে যাব। রাতে চেরাপুঞ্জি থাকব।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)
দিন - ০২
এই দিন খুব ভোরে উঠে নাস্তা শেষে একে একে দেখবো - কিনরেম ফলস, মাওসামি কেইভ, চেরাপুঞ্জি ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, নোকালিকাই ফলস, উইসোডং ফলস, মাওসাওয়া ফলস, ডেন্থলেন ফলস, প্রুট ফলস। তারপর সরাসরি আমাদের শিলং হোটেলের উদ্দেশ্যে যাত্রা। রাতে শিলং থাকবো।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)
দিন - ০৩
সকালে উঠে নাস্তা করে চলে যাব ক্রাংসুরি ঝর্ণায়। তারপর যাব সোনেংপেডেং এ। এটিই এই ট্যুরে আমাদের সর্বশেষ স্পট। এর পর বর্ডারে ঢুকে যাব। ইমেগ্রেশন শেষ করে রিজার্ভ লেগুনায় করে সিলেট বাস স্ট্যান্ডে চলে আসবো। রাতের খাবার সেরে উঠে পড়বো বাসে।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)
দিন - ০৪
খুব ভোরেই আমরা পৌঁছে যাবো ঢাকায়। সমাপ্তি ঘটবে আমাদের অসাধারণ স্বাপ্নিক যাত্রার।
বিঃদ্রঃ বর্ডার ক্রস করতে সময় বেশী লাগলে সেই ক্ষেত্রে প্ল্যানের পরিবর্তন হতে পারে।
❑ ভ্রমণের স্থান সমূহঃ
✅ বোরহিল ফলস
✅ মাউলিংনং ভিলেজ
✅ লিভিংরুট ব্রিজ
✅ উমক্রেম ফলস
✅ মাওসামি কেইভ
✅ নোহকালিকায় ফলস
✅ সেভেন সিস্টার ফলস
✅ ডাইন্থেলেন ফলস
✅ উই সো ডং ফলস
✅ মাওসাওয়া ফলস
✅ চেরাপুঞ্জি ইকো পার্ক
✅ প্রুট ফলস
✅ ক্রাংসুরি ফলস
✅ সোনেংপেডেং
✅ কিনরেম ফলস
---------------------------------------------------------------------------------
❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
✔️ ১ রাত চেরাপুঞ্জি এবং ১ রাত শিলং এ থাকার খরচ (১ রুমে ৩/৪ জন – বাজেট ফ্রেন্ডলি তাই মাঝারি মানের হোমস্টে এবং হোটেল ধরে এই প্যাকেজটি ডিজাইন করা হয়েছে।)
✔️ ৩ দিনে সর্বমোট ৯ বেলা খাবারের খরচ।
✔️ মেঘালয়ে সার্বক্ষণিক গাড়ি থাকবে (জীপ/টুরিস্ট কোচ)
✔️ গাড়ি পার্কিং এর খরচ।
❑ যা থাকছেনাঃ
❎ঢাকা – সিলেট – ঢাকা নন-এসি বাসের টিকেট।
❎সিলেট – তামাবিল বর্ডার – সিলেট রিজার্ভ লেগুনার খরচ।
❎ ভিসা ফি
❎ ট্রাভেল ট্যাক্স
❎ স্পটের এন্ট্রি ফি (জনপ্রতি ৩০০-৪০০ টাকার মতো পড়বে)
❎ বর্ডার ক্রসের সময় স্পিড মানি (জনপ্রতি ২০০-৩০০ টাকার মতো পড়বে)
❎ অনেক স্পটে ক্যামেরা নেয়ার ক্ষেত্রে চার্জ দিতে হয় সেই চার্জ
❎ কোন ব্যক্তিগত খরচ
❎ কোন প্রকার ঔষধের খরচ
❎ ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ
❎ দুর্ঘটনাজনীত বীমা
---------------------------------------------------------------------------------
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে।
---------------------------------------------------------------------------------
❑ যা সাথে নিতে পারেনঃ
---------------------------------
১. হালকা ব্যাকপ্যাক।
২. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৩. ব্রাশ।
৪. প্রয়োজনীয় ঔষধ।
৫. ক্যমেরা এবং এক্সট্রা ব্যাটারি।
৬. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৭. হেডফোন ।
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সেক্ষেত্রে সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কর্তন করা হবে। বুকিং মানি অফেরতযোগ্য। যদি কোন কারনে বুকিং এর পর ট্যুর ক্যান্সেল করতে চান এবং আপনার স্থলে অন্য কাউকে পাওয়া যায় কেবলমাত্র তখনই বুকিং এর টাকা ফেরত পাবেন।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
--------------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরণের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরণের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. কটেজে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৬ জন)
৬. খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো লোক এই ট্যুর থেকে দূরে থাকবেন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশা করি সবাই এক্ষেত্রে সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যান এর মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। এক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।
❑ আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
---------------------------------------------------------------------------------
দেশ ও দেশের বাহিরে কর্পোরেট, ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাষ্টমাইজ ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করুনঃ01616005200
www.salmantourandtravels.com
ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে কোন হেল্প লাগলে জানাবেন৷ এছাড়া ইন্ডিয়ার সকল ধরনের ভিসা প্রসেসিং, ট্রেন টিকিট,এয়ার টিকেট এবং হোটেল বুকিং করতে যোগাযোগ করুন।
মোবাইল -01616005200 (what's up)
website: www.salmantourantravels.com
Email: [email protected]
একটি অদ্ভুত শহরে একা জাগ্রত থাকা অন্যরকম অনুভূতি।
আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?
একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!
জ্যাক বা রোজ কেউই না।
ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।
সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।
(কপি পোস্ট)
স্থান পরিবর্তন করেই মানুষ মনের মধ্যে নতুন শক্তি সঞ্চার করে। ভ্রমণ না করলে এই শক্তি আসবে কোথা থেকে?
আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাপিয়ে উঠি তখনই ভ্রমনে বেরিয়ে পড়া উচিত। হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজে দেশের কোন স্থান।🏵☘️
বসন্তকাল আর বর্ষাকাল দুই সময়ের শিমুল বাগান
লোকেশন: নিলাদ্রী লেক তাহিরপুর সুনামগঞ্জ
মন খারাপ? পাহাড় থেকে ঘুরে আসুন।😍
জীবনের কঠিন অংকগুলো খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে,একবার শুধু ভ্রমনে বের হয়ে দেখুন।🥰
ঈদে কে কোথায় ট্যুর দিলেন বা দিচ্ছেন?
পদ্মা সেতু দিয়ে কে কোন জেলা যাবেন ঈদের সময় নিচে কমেন্টে দেখতে চাই?
✅ঈদের ছুটিতে সবচাইতে কম খরচে
#ভূস্বর্গ_কাশ্মীর_গ্রুপ_ট্যুর
সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ ( বাই এসি স্লিপার ট্রেন)
১২ রাত ১১ দিন
💰জন প্রতি প্যাকেজ ২৫০০০ রূপী (শেয়ারিং রুমে )
💰জন প্রতি প্যাকেজ ৩২০০০ রূপী (কাপল রুম)
💰 #বাই_এয়ার_প্যাকেজ ২০,০০০ রূপী + এয়ার ফেয়ার ( ৬ রাত ৭ দিন )
✅ভ্রমণ তারিখঃ- ২৩ ই এপ্রিল রাত ১১টা
২৯ রোজা হলে ২৩ তারিখ এবং ৩০ রোজা হলে ২৪ তারিখ রওনা।
✅২৯ রোজা হলে ৩ তারিখ এবং ৩০ রোজা হলে ৪ তারিখ ফেরা।
পরবর্তী ভ্রমণ তারিখঃ- ২৯ শে এপ্রিল ঢাকা থেকে
📞হটলাইন 01616-005200
--------------------------------------------------------------------------
☎ যোগাযোগ
📞 01616-005200
SALMAN FASHION & TOUR AND TRAVELS – Our goal is to make pleasure travel at low cost Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Cras sollicitudin, tellus vitae condimentum egestas, libero dolor auctor tellus, eu consectetur neque elit quis nunc. Cras elementum pretium.
💥 ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
২। ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
৩। বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
৪। ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
৫। ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
৬। আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
৭। ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
৮। স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
৯। সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
১০। আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য)
• প্রসেসিং: ১ থেকে ২ দিন।
• ভিসা পেতে সময়ঃ ১০ থেকে ২৫ দিন।
• এম্বাসী ফি ও ভিসা প্রসেসিং ফি ১৫০০/- টাকা।
অফিসঃ ইস্টার্ন হাউজিং বাসের পোল ওয়ার্ড নাম্বার ৬৬ ডেমরা ঢাকা-১৩৬২
মোবাইলঃ 01616-005200 (what's up)
ট্যুরে যাচ্ছেন না কেন ?
আলহামদুলিল্লাহ আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি
আলহামদুলিল্লাহ কর্পোরেট ট্যুর নিয়ে সীতাকুণ্ডর উদ্দেশ্যে
ট্রেকিং বা হাইকিং এর সময় ওয়াকিং পোল কিভাবে ব্যবহার করবেন?
প্রশ্নটা হাস্যকর মনে হচ্ছে!
অনেকে হাইকিং এর সময় সঠিকভাবে পোল ব্যবহার না করার কারণে পোল থেকে সুবিধা পান না এবং অনেকের কাছে বিরক্তির কারণ হয়। এছাড়াও পোলের সঠিক ব্যবহার না করার কারণে আপনার পিঠের মাংসপেশি দ্রুত ক্লান্ত হতে পারে।
উচ্চতার পরিমাপ:
ওয়াকিং পোলের উচ্চতা এমন লেভেলে এডজাস্ট করা উচিত যাতে আপনি পোলটি গ্রীপ করার পর ফোরামের সাথে বাহুর তৈরি কোণ ৯০° হয়। কনুই নাভী বরাবর থাকবে এবং ফোরাম সামনের দিকে। এই উচ্চতা কম বেশি হলে পিঠে বা ফোরামে অতিরিক্ত চাপ পরে।
হাঁটার নিয়ম:
ট্রেকিং পোল নিয়ে এলোমেলোভাবে হাঁটলে পোল থেকে সাহায্য পাওয়ার বদলে আরো অসুবিধায় পরবেন। হাঁটার সময় সাধারণত আমাদের বিপরীত হাত ও পা একসাথে সামনে অগ্রসর হয়। এখানেও এই রিদমটা অনুসরণ করতে হবে। যখন আপনি বা পা সামনে দিবেন তখন আপনি ডান হাতের পোল একই সাথে সামনে দিবেন। প্রথমে এই রিদমটা একটু কষ্ট হবে, কিন্তু এডজাস্ট হয়ে যাওয়ার পর দারুন ছন্দ পাবেন।
যখন সিঁড়ি দিয়ে বা একদম খাড়া জায়গা দিয়ে উপরে উঠবেন তখন দুটো পোল একসাথে সামনে দিবেন।
পোল ব্যবহারের সুবিধা:
১. আপনার হাঁটুর উপর লোড/চাপ কমাতে সাহায্য করে।
২. শরীরের পোস্চার ঠিক রাখতে সাহায্য করে।
৩. হঠাৎ করে ভারসাম্য হারালে পতন ঠেকাতে সাহায্য করে।
৪. হাঁটার গতি বাড়াতে সাহায্য করে।
তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে পোলের উপর শরীরের সম্পূর্ণ ভর দিবেন না, সে ক্ষেত্রে কনুইয়ের কাছে যে টেন্ডন থাকে সেগুলো আঘাত পাবে। যা আপনাকে যন্ত্রণাদায়ক পরিস্থিতির সম্মুখীন করবে।
ছবি: সংগৃহীত।
সিকিম ট্যুর এর খাবার কে কে যেতে চান আর কে কে খেতে চান ?
আমাদের সিকিম ট্যুর ২,৯,১৬,২৩-০২-২০২৩ ইং ট্যুর
১৪,৫০০/- টাকায় *সিক্কিম * *গ্যাংটক *লাচুং *ইয়ুমথাং ভেলি *জিরো পয়েন্ট,*সাংগু লেক (৬ রাত ৫ দিন) ।
👨 জনপ্রতি খরচ : ১৪,৫০০/- টাকা ( লো-বাজেট ট্রিপ )।
📕 ট্যুর সংক্রান্ত বিস্তারিত জানতে এবং বুকিং কনফার্ম করতে ফোন করুনঃ
📞01616005200
📦 প্যাকেজে যা যা থাকছে
🚕 ঢাকা- বুড়িমারী - ঢাকা ( NON AC BUS ) ।
🚕 বুড়িমারী -গ্যাংটক-বুড়িমারী (রিজার্ভ জীপ/বাস) ।
🚕 সকল সাইটসিং ( রিজার্ভ জীপ) ।
🍛 প্রতিদিন ৩বেলা মুল খাবার (ব্রেকফাষ্ট, লাঞ্চ, ডিনার)।
🏘️ ৩ রাত গ্যাংটক ( শেয়ার বেসিস স্টান্ডার্ড রুম )।
🏘️ ১ রাত লাচুং ( শেয়ার বেসিস স্টান্ডার্ড রুম ) ।
👨 নর্থ সিকিম ও সাংগু লেক লোকাল গাইড সার্ভিস।
🔥 সকল পারমিশন খরচ(RAP) ।
🔥 সিক্কিম এর জন্য পারমিশন(ILP) ।
❌❌ প্যাকেজে যা যা থাকছে না ❌❌❌❌
❌ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স এবং বর্ডার টিপস।
❌ রাইড, প্রবেশ ফি।
❌ জিরো পয়েন্ট ভ্রমন ফি।
🔥বিশেষ দ্রষ্টব্য : টুরিষ্ট জীপে সবাই মিলেমিশে সামনে ও পেছনে বসতে হবে ।
😍 ভ্রমন বিস্তারিত
❤️ দিন ০০:- ঢাকা – বুড়িমারী ( NON AC BUS )
অপরূপ সুন্দর সিকিমের উদ্দ্যেশে সন্ধা ৭:০০ টায় ঢাকার কল্যানপুর থেকে শিলিগুড়ির পথে যাত্রা শুরু। ট্যুর মানেই নতুন নতুন মানুষের সাথে পরিচয় একই সাথে আনন্দ ও জ্ঞান আহরনের অপূর্ব সুযোগ।
{Food: No}
❤️ দিন ০১ :- চেংরাবান্ধা/বুড়িমারী - শিলিগুড়ি-গ্যাংটক
খুব সকালে আমরা চেংরাবান্ধা/বুড়িমারী পৌছাব, তারপর ফ্রেস হয়ে ইমিগ্রেশন এর জন্য রেডি হব,ইমিগ্রেশন এর কাজ শেষ করে শিলিগুড়ি পৌছাব, শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে আমরা রিজার্ভ প্রাইভেট ট্র্যান্সপোর্টে সন্ধ্যা নাগাত গ্যাংটক পৌছাবো। গ্যাংটকে প্রবেশের অনুমতি(ILP) আমরা করে দিব।রাস্তায় আমরা উপভোগ করবো নান্দনিক সৌন্দর্য। সন্ধায় নিজেদের মত ঘুরাঘুরি। রাতের খাবার শেষে হোটেলে রাত্রি যাপন।
{Food: Lunch & Dinner }
❤️ দিন ০২ :- গ্যাংটক - ছাঙ্গু লেক/সিটি ট্যুর ( Tsomgo lake)
সকালে ব্রেকফাস্ট করে ৮ টার মধ্যে বেরিয়ে পরব অপরূপ সুন্দর ছাঙ্গু লেক এর উদ্দেশ্যে, পথে আমরা দেখবো ভিউপয়েন্ট ও ঝরনা। পথিমধ্যে নেপালি ধাবাতে যাএা বিরতি ২০ মিনিট। ছাঙ্গু লেকে নিজ খরচে রোপওয়ে(ক্যাবলকার) ও ইয়াক রাইড করতে পারবেন, কারণ ক্যাবল কার থেকে Tsomgo lake এবং কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমরা দুপুরে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । গ্যাংটক হোটেলে পৌছে আমরা লেট লাঞ্চ করব।পুরো বিকেল ফ্রি টাইম। নিজেদের মত করে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg থেকে শপিং টা সেরে নিব।রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast , Lunch & Dinner }
🔥 বিশেষ দ্রষ্টব্য:- যদি কোন কারনে ছাঙ্গু লেক( Tsomgo Lake) পারমিশন না পাওয়াা যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ প্লান হিসেবে থাকবে গ্যাংটক সাইটসিং।
❤️ দিন ০৩ :-গ্যাংটক – লাচুং সাইটসিং(North Sikkim)
ব্রেকফাস্ট করে সকাল ১০ টার মধ্যে আমরা লাচুং (North Sikkim) এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। যাত্রাপথে আমরা যা যা দেখবোঃ Butterfly waterfalls, Bhewa Waterfalls, Naga Waterfalls, Chungthang dam view point , Bhim Nala Waterfalls বিকেলের মধ্যে লাচুং পৌছে যাবো। লাচুং হোটেলএ চেকইন করে ফ্রেশ হয়ে নিবো। বিকেল ফ্রি টাইম,নিজেদের মত করে লাচুং এর আশেপাশে ঘুরে দেখবো।রাতের খাবার শেষে হোটেলে রাত্রি যাপন।
{Food: Breakfast, lunch and Dinner}
❤️ দিন ০৪ :- (North Sikkim) লাচুং - ইয়ামথাং ভ্যালী - জিরো পয়েন্ট সাইটসিং – গ্যাংটক
সকাল ৬ টায় ব্রেকফাস্ট করে আমরা অপরুপ সুন্দর ইয়ামথাং ভ্যালী ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো (০ পয়েন্ট প্যাকেজে ইনকুলুড থাকবে না, পার্মিশন পেলে এক্সট্রা চার্জ সাপেক্ষে যেতে হবে ) । কথা দিচ্ছি ইয়ামথাং ভ্যালী আপনার জন্য এক স্বর্গীয় অনুভূতি দিবে। ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট দর্শন শেষে হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে আমরা গ্যাংটক এর উদ্দেশে রওনা হব।গ্যাংটক হোটেলে ফিরে আমরা রাতের খাবার খাব। রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast, lunch and Dinner}।
❤️ দিন ০৫:- গ্যাংটক-শিলিগুড়ি- চেংরাবান্ধা /বুড়িমারী
সকালে ব্রেকফাস্ট সেরে ৭ টার মধ্যে ব্যাগ এন্ড ব্যাগেজসহ শিলিগুড়ির উদ্দেশ্য রওনা দিব।শিলিগুড়িতে দুপুরের খাবারের পর চেংরাবান্ধা বুড়িমারী হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
{Food: Breakfast & Lunch }
❤️ দিন ০৬:-
সকালে পৌছে যাব ঢাকা। এবার সময় এলো সবাইকে বিদায় বলার।
👨👨👧 শিশু পলিসি
👨👨👧 ০০-০৫ বছরের বচ্চার জন্য কোন খরচ লাগবেনা ।বাবা মার সাথে থাকবে, বাসে বাবা-মার সাথে বসবে।
👨👨👧 ০৫-০৯ বছরের বচ্চার জন্য ৭০% টাকা দিতে হবে ( বাসের সিট ব্যতিত ) ।
👨👨👧 ০৯ বছরের বেশি বয়সের বচ্চার জন্য ফুল পেমেন্ট করতে হবে।
📦 বুকিং পলিসি
💰 বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫,০০০/-টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।
🔥 আমাদের সাথে কেন ভ্রমন করবেন ????
🔥 আমাদের কোন ধরনের হিডেন চার্জ নেই।
🔥 নিরাপত্তার ক্ষেত্রে শতভাগ নজর দেওয়া হয়।
🔥 আমাদের সিক্কিম ট্যুরে একজন অভিজ্ঞ ট্যুর কো-অর্ডিনেটর পুরো ট্যুর এ থাকবেন যাতে আমাদের ট্যুর প্ল্যান সঠিকভাবে পরিচালিত হয়।
🔥 ট্যুর মেম্বারদের স্বাধীন ভাবে ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
🔥 একটি সুন্দর ও আনন্দময় ট্যুর উপহার দিতে আপ্রান চেষ্টা করা হয়।
🔥 ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভার করা হয়।
🔥 আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মাপিক হয়ে থাকে।
🔥 মূলত সিক্কিমে যিনি আমাদের সম্পূর্ণ ট্যুরটি পরিচালনা করবেন, তিনি সততার সাথে দীর্ঘ ২৫ বছর যাবত সিক্কিমে হোটেল ও ট্যুরিষ্ট জীপ এর ব্যাবসা করছেন।তাই আমাদের ট্যুর গুলি খুব স্মুথ ও আনন্দপুর্ণ হয়।
🔥 ভ্রমন নির্দেশিকা
❌ ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। কোন প্রকার অবৈধ কিছু সাথে বহন করলে কতৃপক্ষ এর দ্বায় নিবে না।
❌ আমাদের ট্যুরে অনেক মা,বোন ও বাচ্চারা থাকবেন তাই কোন ধরনের অসালিন আচরন বরদাস্ত করা হবে না।
❌ সবক্ষেএে সহযোগিতার মনভাব রাখতে হবে। কারন শুধুমাএ আপনার সহযোগিতাই পারে সুন্দর একটি ট্যুর উপহার দিতে।
❌ স্থানিয়দের সাথে কোনভাবেই খারাপ আচরন করা যাবে না।
❌ যত্রতত্র ময়লা ফেলা যাবে না।
❌ পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।
🔥 প্রাকৃতিক দূর্যোগ বা কোন যান্ত্রিক ত্রটির কারনে যদি প্যাকেজের থেকে ১দিন বেশি থাকতে হয় তাহলে,ঐ দিনের হোটেল ও খাবার খরচ বাবত জন প্রতি ১৫০০ রুপি করে দিতে হবে।
🔥 বাসের সিট প্লান হবে বুকিং অনুযায়ী।
🍛 খাবার মেনু
🍛 সকালের খাবার--(লুচি+ডিম+ডাল+সবজি+চা/ব্রেড+অমলেট+চা)।
🍛 দুপুরের খাবার--ভাত+পাকোড়া+ডাল/সবজি+ মাছ /চিকেন /মাটন /ডিমের কারি+ সালাদ)।
🍛 রাতের খাবার--ভাত/রুটি+পাকোড়া+ডাল/সবজি+ মাছ /চিকেন /মাটন /ডিমের কারি+ সালাদ )।
আমাদের ওয়েবসাইটঃ www.salmantourandtravels.com
বিশ্বের সবচেয়ে বড় গুহা ভিয়েতনামের হ্যাং সান ডোং এর ভিতর অবস্থিত একটি লেকের ছবি এটি। গুহাটি কত বড় তা নৌকাগুলো আকার দেখে সহজেই অনুমান করা যায়৷ ভিতনামে অবস্থিত এই গুহাটির ভিতরের লেকটির ছবি তুলেছেন ড্যানিয়েল কোরডান নামে এক ব্যক্তি। তিনি এবং তার দল টানা ৩ দিন হাইকিং করে এই গুহার মধ্যে এই লেকে এসে পৌঁছান। এরপর তাদের সাথে নিয়ে আসা আন্ডারওয়াটার টর্চ এবং এম্বিয়েন্ট লাইট ব্যবহার করে গুহাটি আলোকিত করা হয়। মূলত আন্ডারওয়াটার টর্চগুলো প্রত্যেক নৌকার চালকেরা নৌকার নিচে স্থাপন করেন এবং পিছন থেকে এম্বিয়েন্ট লাইটটি জ্বালানো হয়৷ এরপর তোলা হয় এই ছবিটি।
যারা নীল জলরাশির স্বপ্নের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ঘুরতে আসার পরিকল্পনা করেছেন তাদের জন্য বহুল প্রতীক্ষিত টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের শীপ টিকেটের ভাড়ার তালিকাঃ-
১. কেয়ারি সিন্দবাদ
মেইন ডেকঃ ১১০০/- (আপ-ডাউন)
ওপেন ডেকঃ ১২৫০/- "
ব্রিজ ডেকঃ ১৩৫০/- "
২. ি_পারিজাত
মেইন ডেকঃ ১২০০/-(আপ-ডাউন)
ওপেন ডেকঃ ১৫০০/- "
কেবিন------ঃ ৩০০০/- "
৩. ি_রাজহংস
বিজনেস ক্লাসঃ ১৫০০/-(আপ-ডাউন)
ভিআইপি ক্লাসঃ ১৭০০/- "
কেবিন ----------ঃ ৩০০০/- "
৪. কেয়ারি ক্রুজ এন্ড ডাইন
এক্সক্লুসিভ লাউঞ্জঃ ১৪০০/-(আপ-ডাউন)
কোরাল লাউঞ্জঃ ১৬০০/- "
পার্ল লাউঞ্জঃ ২০০০/- "
৫. সুকান্ত বাবুঃ-
মেইন ডেকঃ ১০০০/- (আপ-ডাউন)
ওপেন ডেকঃ ১১০০/- "
৬.দি আটলান্টিক ক্রুজঃ
মেইন ডেকঃ ১৩০০/- (আপ-ডাউন)
ওপেন ডেকঃ ১৪০০/- "
রয়েল লাউঞ্জঃ ১৬০০/- "
লাক্সারি লাউঞ্জঃ ১৮০০/- "
সুপার লাক্সারি লাউঞ্জঃ২০০০/- "
বিঃদ্রঃ টিকেট প্রাইস আপ-ডাউন করতে পারে।
#টিকিটের_জন্য_কল_করুন
☎️ +880 1616005200
জর্ডনের আল-বাকাওয়ির পেস্তা গাছটি নয়....
সাহারা মরুভূমির বুকে Tree of Ténéré বা টেনেরে বৃক্ষ পৃথিবীর সবথেকে নিঃসঙ্গ গাছ!
যার আশেপাশে ৪০০ কি.মি. এর মধ্যে কোন গাছ ছিল না!
Arbre du Ténéré বা Tree of Ténéré
আরওয়া দু টেনেরে বা টেনেরে বৃক্ষ।
গাছটি বাবলা বা একাশিয়া জাতীয় এক ধরনের বৃক্ষ।
নাইজারের সাহারা মরুভূমির বুকে জন্ম নেওয়া ওটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছ, এর আশেপাশে ৪০০ কি.মি. এর মধ্যে কোন গাছ ছিল না।
এই গাছের শিকড় মাটির গভীরে প্রায় ৩৬ মিটার বা ১১৮ ফুট পর্যন্ত নেমে মাটির নিচের জলস্তরে পৌঁছে গিয়েছিল। গাছের বাঁচতে শুধুমাত্র মাটি-জল-আলো-বাতাস লাগে, আর কিছুই লাগেনা।
গাছটি সাহারা মরুভূমিতে পথপ্রদর্শক হিসাবে কয়েকশ বছর ধরে দাঁড়িয়ে ছিল।
কিন্তু দুঃখের বিষয় ১৯৭৩ সালের ৮ নভেম্বর লিবিয়ার এক মাতাল ড্রাইভার ট্রাক দিয়ে ধাক্কা দিলে গাছটি ভেঙ্গে যায়।
এরপর ভাঙ্গা গাছটিকে নাইজেরিয়ার জাতীয় জাদুঘরে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে গাছটির জায়গায় গাছের স্মৃতি রক্ষার্থে একটি ধাতব গাছ তৈরি করা হয়েছে।
একাশিয়া গোত্রের এই গাছটিই ছিল সম্ভবত ওই প্রজাতির শেষ বংশধর।
তথ্যসূত্র: স্মিথসোনিয়ান মিউজিয়াম ওয়েবসাইট।
https://www.smithsonianmag.com/smart-news/the-most-isolated-tree-in-the-world-was-killed-by-a-probably-drunk-driver-5369329/
কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য কক্সবাজারের কিছু হোটেল মালিক কর্তৃপক্ষদের সাথে ব্যবসায়ীক আলাপচারিতা শেষে ঢাকা পৌঁছালো আলহামদুলিল্লাহ