Hafsa Collection

assalamualaikum guys

14/05/2024

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,
আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;
তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'

বাস্তব বলে,এই দুজন মানুষ নাকি একজনই,
কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে
আমি আজও ভালোবাসি ;
আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না!'🖤

🌸হুমায়ুন ফরিদী
📸সংগৃহিত

05/02/2024

আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা সেটা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে আকাম-কুকাম করেছেন তার ফল ভোগ করতে হবে সেটা নিশ্চিত।

17/12/2023

পায়খানা দেখেও যে আনন্দ লাগে🤗
সেটা বাচ্চা-কাচ্চার মা না হলে বুঝতাম না 😁😁
একদিন হাগু না করলেই টেনশন লেগে যায়??

আগে খাওয়ার সময় কেউ পায়খানা শব্দটা উচ্চারণ করলেই বমি আসতো আর এখন অর্ধেক খাবার খেয়ে পায়খানা পরিষ্কার করে বাকি খাবারও খেতে পারি।
মাতৃত্ব মেয়েদের কতকিছু শিখায়❤️❤️

এটা তোমাদের মামুনির জন্মের ছবি❤️

14/11/2023

Just like a habit 🤣🤣🤣

16/10/2023

Alhamdulillah ♥️

03/10/2023

♥️♥️

23/08/2023

পৃথিবীর প্রায়,

৪৫ কোটি মানুষ শ্রবণশক্তিহীনতায় ভুগছে
২৫ কোটি মানুষ চোখে দেখতে পায় না
২০ কোটি মানুষ বুদ্ধি প্রতিবন্ধকতার শিকার
৭.৫ কোটি মানুষ হুইল চেয়ার ছাড়া অচল

সন্তুষ্ট থাকতে শিখুন যতটুকু সক্ষমতা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।❤️

14/08/2023

তোমাকে হারাইনি, বুকের মাঝেই করেছি দাফন
বলো, এর চেয়ে কোনোভাবে, করা যায় কি আপন?🖤🥀

13/08/2023

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।😊

©️মাজেমধ্যে ভুল থেকেও দারুন কিছু হয়।।

13/08/2023

নারী হলো ভালোবাসার প্রতীক,
নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দী করতে পারে।
সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
নারীকে যতো বেশী ভালোবাসা যায়,
নারী ততো বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়।
নারী হীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না,
নারী আছে বলেই পৃথিবী এতো সুন্দর। 😇😊😇

09/08/2023

🙂🙂

08/08/2023

জানো প্রি'য়,,,,,

এ'ত সহজে ভু"লতে পারো তু'মি,,
ভুলতে শু"ধুই কেন পা'রি না আমি ,,
তো"মার জীবনে অ'ন্য কাউকে ঝ'রাবে...
অ'বাক লাগে আজও দে'খে তোমায়...
এত টা অ'চেনা লাগছে আ'মায়..... 🥀

28/06/2023

 Eid mubarak 🌙🌙

22/06/2023

রিভেঞ্জ অব নেচার বলেও একটা কথা আছে।
আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে😊

15/06/2023

প্র'তিশোধ চাইলে তো আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার সাথে অ'ন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা ক'ষ্ট দিয়েছে, তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষ'ত-বিক্ষ'ত করেছে। তারা এই কাজগুলো করার জন্য অ'নুশোচনা করুক।

জীবনের কোন এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক "তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি"। আমি শুধু এটুকুই চাই আর কিচ্ছুনা!🙂

Photos from 𝗜𝐓'𝐬 𝙈𝙧 𝙰𝗽𝙤𝙣's post 05/06/2023

❤️❤️

05/06/2023

❤️

02/06/2023

যদি কখনো আমার নামে কেউ ব'দনাম করছে শোনো, তাহলে বুঝে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। 🙂

03/05/2023

পৃথিবীতে দুটি কারণে মানুষ মানুষকে মনে রাখে, একটা হলো মনের টানে, আরেকটি হলো প্রয়োজনে।এর বাইরে কেউ কাউকে মনে রাখে না।

মাঝে মাঝে দূরের মানুষের জন্য মানুষের যে মনের টান হয়, সেটা আবার কাছের মানুষেও প্রতি অনেকসময় কাজ করে না । তবে কাছের হোক কিংবা দূরের যার প্রতি মানুষের বিন্দু মাত্র টান থাকে, তাকেই মানুষ মনে রেখে দেয়। এবং যার সাথে আপনত্ব দেখানো শুধুই মাত্র প্রয়োজনে, সে মানুষকে মানুষ খুব সহজেই ভুলে যায় পেছনে ফেলে আসা পথের মত, যার দিকে আর চোখ ফেরে না।,🙂

20/04/2023

তোকে বুকে নিলে সব কষ্ট হাওয়ায় মিলিয়ে যাবে ইনশাল্লাহ। 🥰🤱🤱🥰

16/04/2023

🎂🎂🎂

15/04/2023

সত্যিই তাই 😇☺️

07/04/2023

তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না!"☺️😍

- হযরত মুহাম্মাদ সাঃ!"❤️

31/03/2023

সত্যিই

31/03/2023

একদম ❤

24/03/2023
24/03/2023

😇

23/03/2023

জীবন এক বৈচিত্র্যময় অধ্যায়,এই ছোট্ট জীবনে কত উত্থান পতন আসে সেইটা বলা মুসকিল,সবাই তো চাই জীবনে সুখী হতে, জীবনটাকে সুন্দর করতে,কিন্তু কজন পারে?? 🖤

Want your business to be the top-listed Clothing Store in Rajshahi Division?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address


Rajshahi Division

Other Clothing (Brands) in Rajshahi Division (show all)
Aung Hin Thar Men Clothing Store Aung Hin Thar Men Clothing Store
အမှတ်145(A)အောင်ဆန်းလမ်း၊ကျောင်းပိုင်းရပ်ကွက်၊သံဖြူဇရပ်မြို့။
Rajshahi Division, 12091

ယောင်္ကျားလေးဝတ်အထည်များကိုယုံကြည်စိတ်ချစွာအားပေးနိုင်ပါတယ်ဗျ။။

Tas lokal murah Tas lokal murah
Jln Lingkungan Barua Kel Parangbanoa Kec Pallangga Kabupaten Gowa
Rajshahi Division, 92161

tas lokal selain harga nya murah bahannya bagus dan jahitannya rapi

Riya Moni Jamdani House Riya Moni Jamdani House
Rajshahi Division

orginal handmade Dhakai Jamdani Sare

The•Hanger•Nepal The•Hanger•Nepal
Belbari Morang
Rajshahi Division

Designed By Monko Designed By Monko
Rajshahi Division

Enhance your Beauty

Xay Brand Xay Brand
Rajshahi Division

koomkevlomzem

Nihel Miral Fashion Nihel Miral Fashion
Lpp Sidi Abedallah Q35
Rajshahi Division

magasin de vêtements pour femme et enfant à petit prix

Arting Place Arting Place
Rajshahi Division

ručně malované oblečení, povlaky, bundy a boty.

Shop mẹ cún Shop mẹ cún
Rajshahi Division

Chuyên cung cấp mọi mặt hàng onl cần gì alo em qua sđt hoặc Zalo Facebook ❤

Eve store Eve store
Rajshahi Division

ملابس تركية بأسعار تنافسيه

Monsoori brand Monsoori brand
Rajshahi Division

Second-hand Shop V.2 Second-hand Shop V.2
Rajshahi Division