Md Shaeidur Rahaman

Md Shaeidur Rahaman

Lecturer in English, Online IELTS (CEO of Basic English and Creative English)

14/10/2023
22/08/2023

1. I cook আমি রান্না করি।
2. I cooked- আমি রান্না করলাম।
3. I have cooked- আমি রান্না করেছি।
4. I had cooked-আমি রান্না করেছিলাম।
5. I will cook- আমি রান্না করবো।
6. I can cook- আমি রান্না করতে পারি।
7. I should cook- আমার রান্না করা উচিৎ।
8. I could cook-আমি রান্না করতে পারতাম।
9. I must cook-আমি অবশ্যই রান্না করবো।
10. I would like to cook- আমি রান্না করতে চাই।
11. I am to cook -আমাকে রান্না করতে হয়।
12. I have to cook -আমাকে রান্না করতে হবে।
13. I must have to cook - আমাকে রান্না করতেই হবে৷
14. I had to cook-আমাকে রান্না করতে হয়েছিল
15. I must had to cook- আমাকে রান্না করতেই হয়েছিল।
16. I dare to cook -আমি রান্না করতে সাহস করি।
17. I need to cook -আমার রান্না করা প্রয়োজন
18.I should have cooked আমার রান্না করা উচিত ছিল।
19. I feel like cooking- আমার রান্না করতে ইচ্ছা করছে।
20. I am having problem cooking - আমার রান্না করতে সমস্যা হচ্ছে।

পড়া শেষে Done. লিখুন

19/08/2023

ধারূবাহিক ভাবে এই ফ্রী কোর্সের ক্লাসগুলো পাবেন পেইজে Creative English with Shaeidur

19/08/2023

আমি বই পরতে অভ্যস্ত............ Translate into english

15/07/2023

English Conversation beginner,,
ফ্রী কোর্সের গ্রুপে যুক্ত হতে আগ্রহী কারা?
Creative English with Shaeidur Follow

21/06/2023

ইংরেজিতে আপনি যতই দুর্বল হন না কেন আপনার সমস্যা অনুযায়ী Proper গাইডলাইন পাবেন, হাতে ধরে ধরে শেখাবো। এটুজেড কোর্সে ৫০% ছাড়ে ভর্তির শেষ দিন ২৮শে জুন। পাশাপাশি এ কোর্সের সাথে ২০০০/- টাকার আরো ২টি ফ্রী কোর্স সুবিধাতো থাকছেই। আগ্রহীরা 01764-628551

20/06/2023

আই,ই,এল,টিএস রিডিং এ ভালো স্কোর পাওয়া ও সবার ইংরেজিতে Base মজবুত করতে, আজকের Basic Tips to IELTS Reading এর এ ক্লাসটি Very much Important। ক্লাসটি Creative Course এর পেইড ব্যাচে নেয়া হয়েছে। আপনাদের আগ্রহ থাকলো ২য় অংশ আগামীকাল দেব অথবা হোয়াটসঅ্যাপ করুন।

4 to 5 Members IELTS Basic Private ব্যাচের ১টি গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনার প্রত্যাশা অনুযায়ী Reading, Writing, Listening এর Base মজবুত করে দেয়া হবে। Quivkly Knock on 01764-628551

Photos from Md Shaeidur Rahaman 's post 07/06/2023

500 Example সহ Tense এর পেইড সিট।

পারি না, পারবোনা ইংরেজিতে এসব অযুহাত ছাড়া কোন দূর্বলতা না, শিখলেই পারবেন প্রয়োজন শুধু লেগে থাকতে প্রতিজ্ঞা। আপনার স্বপ্ন পূরণে শুরু হতে যাচ্ছে নিউ ব্যাচ। অফারে ভর্তিতে আজকেই শেষ দিন। ইংরেজিতে ফাউন্ডেশন মজবুত করে একেবারে বেসিক থেকে এডভান্সড পর্যন্ত শেখানো হবে। 01764-628551

31/05/2023
31/03/2023

এ সকল Verb এর সাথে be এর ব্যবহার দিয়ে অসাধারণ কিছু Expression(সাঈদুর স্যারের Spoken Book থেকে Creative English with Shaeidur
1. I must be (আমি অবশ্যই হবো)।
2.You have to be (তোমাকে হতে হবে)
3. You can be-(তুমি হতে পারা
4. You could be-তুমি হতে পারতে
5. I may be (আমি হতেও পারি)
6. I had to be- (আমি হতে পারতাম)
7. You need to be (তোমার হওয়া দরকার)
8.I have the right to beআমার হওয়ার অধিকার আছে)

1. I must be careful (আমি অবশ্যই যত্নবান হবো)
2.You can be an ideal doctor (তুমি একজন আদর্শবান ডাক্তার হতে পারো)
3. You could be fluent in English(তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে
4. I may be an entrepreneur(আমি একজন উদ্যোক্তা হতেও পারি
5. You have to be optimistic (তোমাকে আশাবাদী হতে হবে)
6. You need to be conscious about career
(তোমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া দরকার
7. I have the right to be a social worker. (আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে)

For you: Translation করুনঃ (আমি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম)

#প্রতিদিন_ভোকাবুলারি_শিখুন_আমাদের_সাথে।

03/03/2023

নাম না লিখতে পারা বাবা মায়ের অনেক সন্তান আজ লক্ষ লক্ষ ছেলেমেয়েদেরকে নাম লিখা শিখাচ্ছে। এটা অনেক গর্বের একটা বিষয়।
Creative English with Shaeidur

02/03/2023

💥 ইংরেজির নিয়া ভয়, এবার হবে জয়। কথায় কথায় ইংরেজি বলুন
♦️ জীবনে তো অনেক কোর্স বা অনেক টিচার এর কাছে ইংরেজি পড়েছেন , ইংরেজিতে কথা বলার ইচ্ছাটা ছেড়ে না দিয়ে কোর্সটি করে দেখতে পারেন। ঠকবেন না ইনশাআল্লাহ, এই নিশ্চয়তা দিচ্ছি। তবে শর্ত একটাই সামনের ২ টি মাস নিজের সর্বোচ্চ প্রচেষ্টায় লেগে থাকতে হবে।

✅ ❝A2Z CREATIVE কোর্স❞ ইংরেজিতে অনর্গল কথা বলা পড়া এবং লেখার দক্ষতা বৃদ্ধিতে সাড়া জাগানো অনলাইন কোর্স ভর্তি চলছে ২৩তম ব্যাচে।
সেই সাথে আরো একটি সুখবর!!
সীমিত সময়ের জন্য 75% ছাড়ে ৩০০০ টাকার এ কোর্সটিতে মাত্র ১০০০ টাকায় ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। (এককালীন) অর্থাৎ সম্পূর্ণ কোর্সেটি শেষ করতে আর কোন খরচ নেই। যারা মূলত আর্থিক সমস্যায় ইচ্ছে থাকার পরেও পেইড কোর্সে যুক্ত হতে পারেননা তাদের উদ্যেশ্যেই এ সুযোগটি দেয়া হয়েছে।

➡️ ডিসকাউন্টে ভর্তির শেষ তারিখঃ 4th March (এর পর ভর্তি ফী ৩০০০ রটাকা
☑️ SPOKEN & written কোর্স কেনো সাঈদুর স্যারের কাছেই করবেন❗
👉 প্রতিটি বাক্যকে ছোট ছোট করে বুঝিয়ে SPOKEN & WRITTEN কে সহজ করে দেই.
আপনি English এ যতই দুর্বলই হোন না কেন, আমার কাছে ক্লাস করলে ইংরেজিতে কথা বলতে ও লিখতে পরবেন। প্রথম কমেন্টে কিছু ডেমো দেয়া আছে।

বিস্তারিত জেনে নিন।
➡️ যা যা পড়ানো হবে:
1) Speaking (অনর্গল ইংরেজি)
2) Reading. (বড় বাক্য পড়ার কৌশল)
3) Writing (অনবরত লেখার দক্ষতা)
4) IELTS Basic Exclusive ক্লাসের সুবিধা
5) Grammar শেখাবো ভাষার সেন্সে
এছাড়াও লিসনিং, ভোকাবুলারী ....SO ON....

➡ যেভাবে ভর্তি সম্পন্ন করবেন।
BKash = 01999-368501
Nogod = 01999-368501
Rocket = 01999-368501
এ নাম্বারে ১০২০৳ সেন্ড মানি করে আমায় 01764628551 এই নাম্বারে অবগত করুন। নিশ্চিত হয়ে আওনাকে পেইড ব্যাচের হেয়াট্সএ্যাপ গ্রুপে যুক্ত করে দেয়া হবে।।
বিঃদ্রঃ নির্দিষ্ট সময়ের পরে ভর্তি হলে কোর্সের স্বাভাবিক ফ্রী ৩০০০ টাকা থাকবে।

➡️ ২৩ ব্যাচের অরিয়েন্টেশন: 4th March রাত ৯ টায়
➡️ সপ্তাহে ৩ দিন ক্লাসঃ রবি, মঙ্গল, বৃহস্পতিবার
➡️ ক্লাসের সময় রাত 9pm -10pm
➡️ এটি প্রায় ৩ মাসের কোর্স
➡️ Zoom থেকে Live Class

যে সকল বাড়তি সুবিধা পাবেন
➡️ সকল ক্লাসের রেকর্ড পাবেন
➡️ টপিক অনুযায়ী PDF পাবেন
➡️ Speaking Practice ক্লাব
➡️ Students ID দেয়া হবে
➡️ কোর্স শেষে সার্টিফিকেট পাবেন
➡️ 1 Year Membership
🔷 ইনসট্রাক্টরঃ সাঈদুর রহমান

What's App: 01764-628551
Email: [email protected]
YouTube: Creative English with Shaeidur

* শুভেচ্ছা ও শুভকামনা *
Shaeidur Rahaman

27/02/2023

💥 """"সফল হওয়ার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড দরকার হয়না,,👉দরকার হয় ১। একটা সাহসী মানসিকতা
২। অধ্যাবসায় ও ... ৩। সময়ের সঠিক ব্যবহার।❤️আপনি কি ইংরেজিতে দূর্বল? ........🔷তাহলে এ ৩টি পয়েন্টে ফৌকাস করে নিজেকে তৈরি করুন। যদি কিছুটা সামর্থ্য থাকে তাহলে আমাদের স্পোকেন,রিডিং,রাইটিং কোর্সে যুক্ত হোন। শুধু পড়া নয়, সঠিক গাইডলাইন,অনুশীলনের মাধ্যমে আপনার জড়তা কাটিয়ে আপনাকে দক্ষ করে তোলার দায়িত্ব আমাদের....

🆗 তারপরেও এমন অনেকেই আছেন,,,,,
ইংরেজি ভাষার প্রতি ১০০% আগ্রহ থাকার পরেও যারা টাকার জন্য পেইড কোর্সে ভর্তি হতে পারেননা-এমন কিছু স্টুডেন্টদের সর্বোচ্চ স্কলারশিপ প্রদান করে ১ বছর মেয়াদি পেইড কোর্সে যুক্ত করা হবে। শেখার জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এ শর্তে রাজি থাকলেই....
হোঃঅ্যা -01764628551 [More👇]

Creative English with Shaeidur Follow

23/02/2023

নিজেকে কখনো ব্যর্থ মনে করবেন না। কারণ আল্লাহ ব্যর্থ (অকাজে) কোনো কিছু সৃষ্টি করেননি। আপনার জন্য অবশ্যই কিছু রয়েছে। ঠিক এটিরকম ভাবে ইংরেজিতেও নিজের স্কিল ডেভেলপমেন্ট সম্ভব নয় ভেবে নিরাশ হবেননা। যদি এ ভাষায় দখল আনতে পরিশ্রম করেন তাহলে সৃষ্টি কর্তা অবশ্যই আপনাকে সফলতা দেবেন। আমাদের নতুন ব্যাচে ডিসকাউন্টে ভর্তির আজকেই শেষ দিন। আগ্রহীরা যোগাযোগ করুন - 01764628551

Follow Creative English with Shaeidur

Photos from Md Shaeidur Rahaman 's post 20/02/2023

উচ্চারণ সহ স্পোকেনের জন্য ভোকাবুলারি। A2Z Dic
🔰❝A2Z CREATIVE কোর্স❞ ভাষার মাস উপলক্ষে আমাদের "A2Z ক্রিয়েটিভ" কোর্সের ২৩তম ব্যাচে ৫০% ডিসকাউটে ২৩ই ফেব্রুয়ারী পর্যন্ত ভর্তি চলছে।
♦️ যা যা পড়ানো হবে:
📒1) Speaking (অনর্গল ইংরেজি)
📒2) Reading. (বড় বাক্য পড়ার কৌশল)
📒3) Writing (অনবরত লেখার দক্ষতা)
📒4) IELTS Basic Exclusive ক্লাসের সুবিধা
📚**Zoom & Meet-এ ৩ মাস ক্লাস,১ বছরের মেম্বারশিপ
📚**Class Record + Pdf
📚** Student ID & Certificate
🎥 More Information & Demo classes
☎️ What's app me: (Shaeidur Rahaman)
Creative English with Shaeidur

Photos from Md Shaeidur Rahaman 's post 19/02/2023

একটা ভাষা "ইংরেজি'?" তা কিনা আপনার স্বপ্নের পথে বাধা হবে আর এটাও আপনি মানবেন ? ধুমড়ে মুচড়ে সব জয় করা যায়না ?
✴️ বিশ্বাস রাখুন, লেগে থাকা ও দোয়া ইনশাআল্লাহ ১০০% সাফল্য দেয়। এ দুটো বিষয় এমনই ছোট-বড় দূর্বলতা/বিপদ কাটিয়ে দেয়। লেগে থাকা অর্থ বারবার ব্যর্থতা মেনে সূযোগ থাকা পর্যন্ত চেষ্টা করা।

🟥 আসুন সামনে তিনটা আমার আমার সাথে লেগে থেকে আপনার ইংরেজি জয়ের স্বপ্নটিকে সফল করে নিন।
❝❝এ টু জেড ক্রিয়েটিভ ইাংলিশ❞ কোর্স, ভাষার মাস উপলক্ষে আমাদের ২৩তম SPECIAL ব্যাচে একেবারে সীমিত এমাউন্টে 50% ডিসকাউন্টে সীমিত সময়ের অফারে ভর্তি চলছে!!

🔥 ডিসকাউন্টে ভর্তির শেষ দিন ২৩ই ফেব্রুয়ারী পর্যন্ত

কোর্সের বিস্তারিত দেখে নিন। আগৃরহী হলে নিচের নাম্বারে যফী সেনৃড করে ভর্তি সম্পন্ন করা যাবে।

☸️ইংলিশে দুর্বলদের জন্য অনলাইন ফাউন্ডেশন -
➖"A2Z ক্রিয়েটিভ ইংলিশ কোর্স"। Batch 23➖

ইংরেজিতে যারা একেবারে দুর্বল এবং শূন্য থেকে শুরু করতে চান, কথা বলায় জড়তা এবং বাক্য পড়ে বোঝা ও লেখায় সমস্যা আছে একটি কোর্সের মাধ্যমেই আপনি ইংরেজির সকল মৌলিক শাখায় দক্ষ হবেন এবং মজবুত হবে ইংরেজির ফাউন্ডেশন।

🌐কোর্সটি কমপ্লিট হলে যা যা শিখতে পারবেনঃ
____________________________________
* এই কোর্সের মাধ্যমে আপনার লিসনিং ইম্প্রুভ হবে।
* স্পিকিং ইম্প্রুভ করে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ
* রিডিং স্কিল ইম্প্রুভের মাধ্যমে একটানা সুন্দরভাবে ইংলিশ পড়তে পারবেন।
* রাইটিং স্কিল ইম্প্রুভের মাধ্যমে ফ্রিহ্যান্ড রাইটিংয়ের ভিত্তি গড়ে উঠবে।
* ভোকাবুলারি ও বেইসিক ইংলিশ গ্রামার শিখতে পারবেন।
* ইংলিশে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে পারবেন।
____________________________________
1) Speaking (অনর্গল ইংরেজি)
2) Reading. (বড় বাক্য পড়ার কৌশল)
3) Writing (অনবরত লেখার দক্ষতা)
4) IELTS Exclusive ক্লাসের সুবিধা
5) Language Skill: ভাষা নির্ভর Modern Grammar
listening practicing club etc ........ So on!
``````````````````````````````````````
```````````````````````````````````````````````````
➡️ সিট লিমিটেড
➡️ক্লাস শুরু ২৫ ফেব্রুয়ারি
➡️ ক্লাসের সময়- রাত ৯টা থেকে
➡️ক্লাস - ১ ঘন্টা +
▶️এটি ২+ মাসের কোর্স
▶️ একবার এডমিশন নিলে আজীবন মেম্বারশিপ
▶️এক্সক্লুসিভ ক্লাস ২৪ টি + আনলিমিটেড প্রেকটিজ ক্লাস
▶️সপ্তাহে ৩ দিন ক্লাস (রবি,মঙ্গল,বৃহ:)
▶️কোর্স ফি ৩০০০ টাকা কিন্তু 50% ডিসকাউন্ট অফারে ২৩ তারিখ পর্যন্ত ১৫০০ টাকায় ভর্তি হতে পারবেন, এর পর ভর্তিতে কোন ডিসকাউন্ট নেই]
✅ ক্লাস হবে Primium Zoom & Meet দিয়ে।
➡️ কোর্স ইন্সট্রাক্টরঃ সাঈদুর রহমান
▶️নিয়মিত চর্চা করার জন্য Spoken Club থাকবে
▶️ক্লাস শেষে ক্লাস রেকর্ডেড ভিডিও এবং লেকচার শিট(PDF)আকারে পেয়ে যাবেন।।

🔥এছাড়াও এর সাথেআরো ২টি কোর্স ফ্রী পাবেন-
✅১ বছরের মেম্বারশিপ -ফ্রী
✅৪ মাসের ভোকাবুলারি কোর্স - ফ্রী
➡️ ইংরেজির ভয় দূর করতে চান তাহলে আপনাকে আমার এই প্যাকেজ কোর্স এ স্বাগতম।
যে ভাবে ভর্তি হবেন-
📳 01999368501 ( Personal number)
➡️ বিকাশ, নগদ অথবা রকেট (সেন্ড মানি করুন ১৫৩০৳)
▶️ টাকা পাঠানোর পর WhatsApp নাম্বারে মেসেজ দিবেন - 0176-4628551 (হোয়াটসঅ্যাপ নাম্বার)

**শুভকামনায়
**শুভকামনায়
Course Insttuctor: Shaeidur Rahaman
Founder & CEO of Creative English Academy
English Lecturer Cambridge CT C &
Ass teachdr in a high school
Member of "English Teacher Associates- CTAB"
Writer of - Easy to Crazy Spoken and Vocbulary জয়ের সহজ কৌশল।
ফলো Creative English with Shaeidur

👉যেকোনো ধরণের সমস্যা বা জিজ্ঞাসায় কমেন্ট করুন অথবা সরসরী যোগাযোগ করে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ যতটুক সম্ভব সেক্রিফাইস কতগুলো আপনাকে যুক্ত করার চেষ্টা করব। ডেমো এবং আরো বিস্তারিত👇

03/01/2023

A2Z Creative Course 22th Batch এর অরিয়েন্টেশন ক্লাস 9th January। ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। যারা Waiting এ ছিলেন যোগাযোগ করে দ্রুত ভর্তি সম্পন্ন করুন - 01764628551

Creative English with Shaeidur

02/01/2023

সারাজীবনে Preposition শিখতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন ইনশাআল্লাহ ৭ মিনিটের একটি ক্লাসে সমাধান পাবেন। বিভক্তি চিনে বাংলা বাক্যের সেন্স থেকে Preposition। ক্লাসটি ট্যাগ দেয়া এ পেইজের প্রথমেই আছে
👉 Creative English with Shaeidur

ফেইজবুক পলিসির কারনে লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না। কাইন্ডলি সার্চ করে অথবা ট্যাগে ক্লিক করে যাবেন, ধন্যবাদ❤️

31/12/2022

সমস সূযোগ যখনি আসে কাজে লাগাতে হয়। ১৫০০ টাকা ছাড়ে ভর্তি লর সুযোগ। আজকেই শেষ দিন।
Hotline 01764628551

Photos from Md Shaeidur Rahaman 's post 30/12/2022

সবাইকে ইংরেজিতে কথা বলে কিন্তু আপনি যেভাবে একটু ডিফরেন্টলি ইংরেজিতে কথা বলবেন ল..
📚Reading, Writing, Speaking এর উপর Zoom Primium ১ বছর অনুশীলন ভিত্তিক কোর্সে ডিসকাউন্টে ভর্তিতে আর মাত্র ১ দিন বাকি। পাশাপাশি ফ্রী ভোকাবুলারি কোর্স + মেটেরিয়াল + রেকর্ডতো থাকছেই। আগ্রহীরা - 01764628551

Creative English with Shaeidur

29/12/2022

যাদের ইংরেজিতে বেইসিক পুরোপুরি দুর্বল (মানে শূন্য লেভেল), তাদের জন্য আমার কোর্সটি স্বপ্ন জয়ের সিঁড়ি হবে, ইনশাআল্লাহ। এই কোর্সের পর আগামি ২ মাসে আর কোনো কোর্স আসবে না এবং পরবর্তী কোর্সের ফী হতে পারে Expensive। তাই, ১৫০০ টাকা ছাড়ে ভর্তির এই সুযোগটি হাতছাড়া করবেন না কেউ।

অনলাইন কোর্স দেখে অনেকে ভর্তির ব্যাপারে Confused হয়ে থাকেন। Don't be confused আমি ক্লাস নেই Zoom থেকে FB লাইভ নয়। ক্লাসে ফেইস টু ফেইস আমার সাথে আপনার সমস্যা গুলো শেয়ার করার মাধ্যমে ক্লাস করতে পারবেন। পাশাপাচি ক্লাসের রেকর্ড Provide করি, ক্লাস মিস হলে পরে রেকর্ড দেখে নেবেন। আর বিশ্বাস রাখুন, আমার কোর্সের একটি নিয়মিত স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখুন, অফলাইন ক্লাস থেকেও হাজারগুন ভালো বুঝবেন এবং শিখতেও পারবেন, ইনশাআল্লাহ।

লাইভ ক্লাসের পাশাপাশি নিয়মিত প্রাইভেট গ্রুপে Speaking, Reading and Writing প্র্যাকটিস চলছে, আলহামদুলিল্লাহ। ১ বছর সময়ব্যাপি এই প্র্যাকটিসে আপনি একজন Expert IELTS candidate হয়ে উঠবেন এবং (কোনোরকম কোচিং না করে) সরাসরি পরীক্ষা দিয়ে একটা ভালো স্কোর নিতে পারবেন, ইনশাআল্লাহ।

কেউ ভর্তি হতে ইচ্ছুক থাকলে আগামিকালকের মধ্যে যোগাযোগ করুন। অন্যথায়, পরশুদিনের পর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হারিয়ে ফেলবেন।

যোগাযোগ নাম্বার : ০১৭৬৪৬২৮৫৫১
More Details 👇 Creative English with Shaeidur

26/12/2022

এক ভদ্রলোক বললেন, “আগে ডেমো ক্লাস দিন। সব ঠিকঠাক থাকলে ভর্তি হব”। বিষয়টা আমার কাছে দারুণ লেগেছে। প্রতিটা মানুষ যদি এমন সচেতন হতো, তবে অনলাইনে প্রতারণা অনেক কমে যেত। নিচে ক্লাস, ঘুরে এসে পাশে বাসার আমন্ত্রণ থাকলো😍

আপনার লেভেল যাই হোক ইনশাআল্লাহ পারবেন🥰
আসুন একদম জিরো থেকে ইংরেজিতে কথা বলা শিখি। পাশাপাশি Reading & Free hand writing এ দক্ষ হই।
❝A2Z CREATIVE কোর্স❞ আমাদের English Foundation এর SPECIAL ব্যাচে একেবারে সীমিত এমাউন্টে ভর্তি চলছে। এখানে কিভাবে কি করবেন এ দায়িত্ব আমার আপনি শুধু মন লাগিয়ে চেষ্টা করে যাবেন।

যা যা পড়ানো হবে:
1) Speaking (অনর্গল ইংরেজি)
2) Reading. (বড় বাক্য পড়ার কৌশল)
3) Writing (অনবরত লেখার দক্ষতা)
4) IELTS Basic Exclusive ক্লাসের সুবিধা
5) Language Skill: ভাষা নির্ভর Modern Grammar
listening practicing club etc ........ So on!

যা যা থাকছে এই কোর্সে
✅ Zoom & Meet-এ ৩ মাস ক্লাস
✅ 3 Classes Per week (9pm-10pm)
✅ 30+ topics (Speaking,Reading,Writing)
✅ 24 টি Premium Live ক্লাস
✅ 15 টি টপিকের Presentation+Listening
✅ 3 Exams +কোর্স শেষে Certificate
✅ Class recording + Pdf will be provided
✅ Student ID Card will provided

এছাড়াও এ ২টি কোর্স এই কোর্সের সাথে ফ্রী পাবেন
♦️ 1 Year Membership - Free for you
♦️ 4 Month Vocabulary Course- Free for you

Course details :
🔰কোর্স ফিঃ ৩০০০ টাকা কিন্তু বিজয় অফারে ৩১শে ডিসেম্বর এর মধ্যে ভর্তি হলে ১৫০০ টাকা
🔰ইন্সট্রাক্টরঃ সাঈদুর রহমান Shaeidur Rahaman
🔰ক্লাস শুরুঃ 3rd January
🔰ক্লাসের গ্রুপঃ ভর্তির পর যুক্ত করা হবে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেখানে সকল তথ্য শেয়ার করা হবে।

যেভাবে ভর্তি হবেনঃ
✅ধাপ ১- নিচে দেয়া বিকাশ/নগদ/রকেট নাম্বারে 1530 টাকা সেন্ড মানি করতে হবে (31th ডিসেম্বর পর্যন্ত অফার) এর পর ভর্তি ফী 3000 টাকা। সুযোগ সবসময় আসেনা আর আসলে তা কাজে লাগানো উচিত।
♦️বিকাশ নাম্বার ➖ 01999-368501
♦️নগদ নাম্বার ➖ 01999-368501
♦️রকেট নাম্বার ➖ 01999-368501

✅ধাপ ২- ভর্তি ফী সেন্ড শেষে অবগত করতে আপনার শেষ ডিজিট গুলো আমার এই wa.me/+8801764628551 হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট/কলের মাধ্যমে অথবা আমাদের পেইজ ইনবক্স করে অবগত করুন। নিশ্চিত হয়ে আপনাকেও অন্যদের মত Paid What's App গ্রুপে এড করে ID no & Card দিয়ে ভর্তি নিশ্চিত করা হবে।

🗓️ Student ID Card এর জন্য যে তথ্য সমূহ দেবেন-
Name - Father's Name - District - Study or Job - Your Profile picture to attach on the ID card.

অনেকেই বেশি টাকার সমস্যার জন্য ভর্তি হতে পারেননা। তাই এত অল্প টাকাতেই কোর্সেটি দিয়ে দিচ্ছি। তবুও আপনি আপনি সফল হয়ে আপনার বাবা মায়ের মুখ উজ্জ্বল করুন।
আমার প্রচেষ্টা আপনাদের শেখার প্রতি আগ্রহী করে তুলে সফল ভাবে কোর্সটি সম্পন্ন করানো। এর ফল স্বরূপ আপনি আপনার লাইফে নতুন এক অধ্যায় রচিত করতে পারবেন।

Happy Learning with "Creative English Academy" ❤️ Free Class Link bellow

25/12/2022

I am on the way…
Creative English with Shaeidur
(y) I am on the way to campus.
আমি ক্যাম্পাসের পথে।
(y) I am on the way to mosque.
আমি মসজিদে যাওয়ার পথে ।
(y) We can have breakfast on the way
আমরা যাওয়ার পথে সকালের নাস্তা করে নিতে পারি।
(y) I was on my way to Ripon’s house
আমি রিপনের বাড়ির পথেই ছিলাম
(y) I am on the way to London.
আমি লন্ডনের পথে।
(y) Bangladesh is on the way to becoming a developing country
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হয়ে উঠার পথেই আছে।

Zoom থেকে অনুশীলন ভিত্তিক স্পোকেন, রিডিং, রাইটিং কোর্স ৫০% discount offer | সাথে ১ বছরের মেম্বারশিপ এবং ভোকাবুলারি কোর্স ফ্রী🔥
👉 ২৪টি ক্লাস, ৩ মাস
👉ক্লাস রেকর্ডিং + PDF
👉Call - 01764628551

Creative English with Shaeidur

Photos from Md Shaeidur Rahaman 's post 12/11/2022

Prepositional Phrases...
Follow Creative English with Shaeidur

10/11/2022

ইংরেজিতে বহূল ব্যবহৃত ১০টি Sentence & তাদের ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরির কৌশল।

08/11/2022

সকল Modal এর সংক্ষিপ্ত সংসার 🎉🎉
Creative English with Shaeidur

Photos from Md Shaeidur Rahaman 's post 26/10/2022

👨‍🏫 আমি বিশ্বাস করি এই যাত্রায় আমি একা নই, যদিও আপনাদের কারো সাথেই আমার এখনো দেখা হয়নি।আগামিকাল (বৃহস্পতিবার) আমাদের নতুন ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস রাত ৯ টায় এ পেইজে সরসরী সম্প্রচার হবে ইনশাআল্লাহ।Page Link
Creative English with Shaeidur

👉 মাত্র কয়েকটা ভিডিও পেইজ এবং চ্যানেলে
দেখেই এত অল্প সময়ে এত স্টুডেন্ট ২০ & ২১ ব্যাচে
যুক্ত হয়েছেন ভাবতেই ভালো লাগছে। হয়তো ভালো কিছু দিতে পেরছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে এর চাইতে Best Performance দেয়ার প্রতিশ্রুতি থাকলো।

✅ A2Z Creative English reading, speaking & writing course (Grammar সহ) এর বর্তমান ২১তম পেইড কোর্সে এখন আর নতুন কারো ভর্তি হওয়ার সুযোগ নেই। আমি আন্তরিক ভাবে দুঃখিত। স্টুডেন্ট সংখ্যা পূর্ণ হয়ে গেছে।

👉 তবে, অল্প কিছু স্টুডেন্ট ২০তম ব্যাচে ভর্তি হতে পারবেন। কিন্তু কথা দিতে হবে ইংরেজি শেখার ব্যাপারে আপনি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

একনিষ্ঠ প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ এবার আমাদের সাথে এ জার্নি তে আপনি নিশ্চয়ই সফল হবেন।

এছাড়া, যারা রেকর্ডেড ভিডিয়ো (পেইড) সবগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। কমেন্টেও ভালো কিছু ক্লাসের লিঙ্ক দেয়া হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ❤️

Instructor: Shaeidur Rahaman
হোয়াটসঅ্যাপ নাম্বার 👉 01764628551
মেইল অ্যাড্রেস 👉 [email protected]

17/10/2022

🤔 প্রচলিত ধারায় একাডেমিক পড়াশুনায় ১২ বছর ইংরেজি শেখার পরও আপনাকে যখন বলা হয় নিজের সম্পর্কে কয়েকটা লাইন ইংরেজিতে বলুন, ছোট একটি Presentation তৈরি করুন! তখনি আর কিছু বলতে পারিনা আমরা। এত বছর যা শিখলেন কিছুই কাজে আসেনা তখন আর ‼️

1️⃣ এর কারন কি? কারন হচ্ছে আমরা শুধু শিখেছি একগাদা গ্রামার আর জটিল জটিল সব সূত্র। কখনো বলিনি-সেটা হয়তো ভয়, লজ্জা বা দূর্বলতার কারনে!!!

2️⃣ তাহলে সমাধান কি, আর কি করলে আমরা ইংরেজিতে নিজেদের দূর্বলতা, জড়তা কাটাতে পারবো, ফ্লুয়েন্সি আসবে??

🟩 আপনাদের সমস্যাগুলো এনালাইসিস করে আমরা সাজিয়েছি English Foundation কোর্স। যেখানে আমরা আপনাকে প্রচলিত পড়ার Old কৌশল ফলো না করে ভিন্ন মেথডে গাইডলাইন দেবো। Reading, writing, speaking, listening সবকিছুর প্রতি দৃষ্টি রাখা হবে। সম্পূর্ণ ভাবে আপনাকে প্রস্তুত করার আগ পর্যন্ত হাতে ধরে ধরে শেখাবো। থাকবে [1 Year Membership] অর্থাৎ দীর্ঘ ১ বছর আমাদের সাথে থেকে Speaking Practice এর সূবর্ণ সুযোগ, আরো নানান আয়োজন। যদি প্রচেষ্টা থাকে স্বপ্ন পূরনের ইনশাআল্লাহ এবার আপনি সফল হবেন 🥰

👩‍🏫 বিগত 19 টি ব্যাচে প্রায় অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছিলো। এবার শুরু হতে যাচ্ছে ২০ তম ব্যাচ। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কোর্সটিতে যুক্ত হয়ে গেছে অসংখ্য স্টুডেন্ট। যে কোনো বয়সের স্টুডেন্ট কোর্সটিতে যুক্ত হতে পারবেন।

🏛️ A2Z Creative C͟o͟u͟rs͟e͟ (𝖡𝖺𝗍𝖼𝗁--20)

***** কোর্সে কি কি পাচ্ছেন?******
1. 𝘡𝘰𝘰𝘮|𝘔𝘦𝘦𝘵 থেকে 𝘓𝘪𝘷𝘦 𝘊𝘭𝘢𝘴𝘴
2. 𝘌𝘷𝘦𝘳𝘺 𝘤𝘭𝘢𝘴𝘴 𝘙𝘌𝘊𝘖𝘙𝘋 + 𝘗𝘋𝘍
3. 𝘜𝘯𝘭𝘪𝘮𝘪𝘵𝘦𝘥 𝘗𝘳𝘢𝘤𝘵𝘪𝘤𝘦 𝘊𝘭𝘢𝘴𝘴
4. দূর্বলদের জন্য 𝘗𝘦𝘳𝘴𝘰𝘯𝘢𝘭 𝘊𝘢𝘳𝘦
4. কোর্স শেষে সার্টিফিকেট।
5. 𝘚𝘵𝘶𝘥𝘦𝘯𝘵 𝘐𝘋 𝘊𝘢𝘳𝘥

🏘️ কোর্সে কি পড়ানো হবে-
1. 𝗔2𝗭 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗚𝗿𝗮𝗺𝗺𝗲𝗿
2. 𝗥𝗲𝗮𝗱𝗶𝗻𝗴 𝗦𝗸𝗶𝗹𝘀
3. 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝗦𝗸𝗶𝗹𝘀
4. 𝗦𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗦𝗸𝗶𝗹𝘀
5 𝗟𝗶𝘀𝘁𝗲𝗻𝗶𝗻𝗴 𝗦𝗸𝗶𝗹𝘀

✅ ক্লাস শুরুঃ ২৫ অক্টোবর
সপ্তাহে ৩টি ক্লাস - সময় রাতঃ ৯ঃ১৫

✅ কোর্স ফি কত?
70% ডিসকাউন্টে সীমিত সময়ের জন্য কোর্স ফী 1500৳ অফারটি থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত।

শুধুমাত্র এবারের ব্যাচের জন্য এ কোর্সের সাথে আরো বাড়তি যে সুবিধা গুলো পাচ্ছেন 👇
1) 𝗙𝗼𝘂𝗿 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗩𝗼𝗰𝗮𝗯𝘂𝗹𝗮𝗿𝘆 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲
2) 1 𝗬𝗲𝗮𝗿 𝗠𝗲𝗺𝗯𝗲𝗿𝘀𝗵𝗶𝗽

👆 উপরের 2 টি কোর্স বিনামূল্যে পাবেন।

এত অল্প টাকায় সত্যিকার অর্থেই এত সূযোগ সুবিধা অভাবনীয়। আবুও আপনার স্বপ্ন পূরন হোক। মনে রাখবেন শেখার পেছনে ইনভেস্ট হচ্ছে সবচাইতে বড় সঞ্চয়। সিদ্ধান্ত আপনার, আসলেই কি আপনি English Dreamer, ইংরেজিকে জয় করার✌️স্বপ্ন দেখেন!! যদি তাই হয় তাহলে দেরি না করে আজি আমাদের সাথে যুক্ত হোউন। যারা Highly Interested যোগাযোগ করুন।। Thanks 💗💗

💁‍♂️ যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি কল অথবা হোয়াট্সএ্যাপ করুন 📞0176-4628551

🔴 More details এবং ডেমো ক্লাস : ১ম কমেন্টে
আপনি আমার ২ - ১ ক্লাস ইনশাআল্লাহ ভর্তির সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ

11/10/2022

Active 👉 I tell = আমি বলি
Passive 👉 I am told = আমাকে বলা হয়
Active 👉 I told = আমি বলেছিলাম
Passive 👉 I was told = আমাকে বলা হয়েছিলো
Active 👉 I will tell = আমি বলবো
Passive 👉 I will be told = আমাকে বলা হবে
Active 👉 I have told = আমি বলেছি
Passive 👉 I have been told = আমাকে বলা হয়েছে
Active 👉 I am telling = আমি বলছি
Passive 👉 I am being told = আমাকে বলা হচ্ছে
Active 👉 I was telling = আমি বলছিলাম
Passive 👉 I was being told = আমাকে বলা হচ্ছিলো
Active 👉 I will be telling = আমি বলতে থাকবো
Passive 👉 I will be being told = আমাকে বলা হতে থাকবে

এবার আপনারা নিচের তিনটি বাক্যের ইংলিশ কী হবে, তা কমেন্ট করে জানাবেন 👇
1. তাকে অনুসরণ করা হয়।
(Follow = অনুসরণ করা)
2. আমাকে পাঠানো হয়েছিলো।
(Send = পাঠানো)
3. তোমাকে দেয়া হবে।
(Give = দেয়া)

Collected

10/10/2022

**** ==🕰️ সময় নিয়ে যত কথা এবং গুরুত্বপূর্ণ বাক্য যা না জানলে ইংরেজিতে কথা বলাটা কষ্টকর হবে ‼️
⏱️ ১টা বাজে....... by: Md Shaeidur Rahaman
- It is one o'clock
⏱️ রাত সাড়ে ১০টা বাজে
- It's half past ten at night
⏱️ এখন সাড়ে ৩টা বাজে
- It's half past three
⏱️ ৩টা বেজে ৩ মিনিট
- It is three minutes past three
⏱️মাত্র সাড়ে ১১টা বাজলো
- It's just turned half past eleven
⏱️প্রায় ৩টা বাজে
- It's nearly three o'clock
⏱️৩টা বেজে ১ মিনিট
- It's one minute past three
⏱️আজ এপ্রিলের ১ তারিখ
- It's the 1st of April
⏱️১২টা বাজতে ২৮ মিনিট বাকি
- It's twenty-eight minutes to twelve
⏱️এখন ১২টা বেজে ৪৫ মিনিট
- It’s 12:45 PM
এখন সময় কতো?
- What time is it?

🌐 আজকে তারিখ কতো দয়া করে বলবেন?
- What's the date today, please?
🌐 আজ মার্চের ৩ তারিখ
- It’s March third
🌐 আজকে তারিখ কতো?
- What date is it, please?
🌐আজকে কি বার?
- What day is it, please?
🌐যাওয়ার সময়টা কখন?
- What time is check out?
🌐এটা তুমি কখন পারবে?
- What time would you make it?
🌐সে আড়াইটার গাড়িতে গিয়েছিল
- He went by the 2:30 train
🌐আর কোন সময় নাই।
- A few nano seconds are left.
🌐আপনাদের কি শুক্রবার সকালে সময় হবে?
- Do you have time available on Friday morning?

☀️মঙ্গলবারে হবে আপনার?
- Would Tuesday suit you?
☀️আপনি কি মঙ্গলবার থাকবেন?
- Would you be available on Tuesday?
☀️বারটার মধ্যে কাজ শেষ করবে
- You must finish your work by 12 o’clock
☀️তুমি কি ঠিক সময়টা জেনেছো?
- Have you got the right time?
☀️আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? - Can you tell me the time, please?
☀️দয়া করে আমাকে বলবেন কয়টা বাজে এখন?
- Could you tell me what time it is, please?
☀️১২টা বাজে যাওয়ার সময়
- Check out is at 12:00 PM
☀️আপনি কি সময়টা জানেন?
- Do you have the time?
Creative English with Shaeidur

✅ এখন থেকে Grammar, Reading, Writing এর বেসিক ক্লিয়ার না রাখলে পরে ইংরেজি পড়তে এবং লিথতে গিয়ে বিপদে পরবেন। যুক্ত হোন আমাদের A2Z Creative Course এর 20.& 21 তম ব্যাচে। ইংরেজিতে বস বানানোর দায়িত্ব নিচ্ছি আমরা পাশাপাশি Spoken এর মাষ্টার করতে Language Club এবং ক্লাসে Presentation তো থাকছেই😍 Helpline - 01764-628551

08/10/2022

আপনার ইংরেজিতে Reading, Writing, Speaking এর দূর্বলতা চিরতরে দূর করতে A2Z Creative Course আপনাদের Zoom লাইভের পাশাপাশি ১ বছর অনুশীলন করার সুযোগ দিচ্ছে। ধরে ধরে বুঝিয়ে দিব, যতদিন সময় লাগে পাবেন। এবার নিশ্চিই আপনার স্বপ্ন পূরন হবে। শুরু হচ্ছে ২০ ও ২১ তম নতুন ব্যাচ। ডিসকাউন্ট অফার থাকবে ১০ তারিখ পর্যন্ত। যারা Enroll করতে Highly Interested যোগাযোগ করুন 📞01764628551

Photos from Md Shaeidur Rahaman 's post 05/10/2022

Common Mistakes in English - T J Fitikides।
সংগীত,,,,, 🖌️🏜 WRITE DONE.

🛑 ইংরেজির প্রয়োজনীয় ভিডিও, পিডিএফ এবং কন্টেন্টে সাজানো আমাদের প্রধান পেইজ / টিউবে ভিজিট করুন -,,,,,
Page Creative English with Shaeidur
Channel Link
https://youtube.com/c/CreativeEnglishwithShaeidur?sub_confirmation=1

07/09/2022

✅ বাক্য বুঝে বুঝে Passive শেখার কৌশল।

04/09/2022

Videos (show all)

Passive Voice শেখার কৌশল
🆎🔠 ইংরেজি ভাষায় দক্ষ হওয়া মানে রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং সকল কিছুতে দক্ষ হওয়া। এখানে রাইটিং স্কিল এর উপরে শর্ট একট...
ইংরেজিতে আমাদের দূর্বলতা না কাটার প্রধান কারন হচ্ছে আমাদের English Foundation এর ভিত্তিটা নড়বড়ে,  যার ফলাফলে আমরা কোন বড়...
Cambridge প্যাসেজ থেকে Tricky একটি বাক্যের ব্যাখ্যা।  এভাবে বুঝে পড়তে পারলে ইংরেজি Reading & Writing নিয়ে সারাজীবনের দুশ...
A2Z Creative Course 01764-628551

Telephone

Website