Voice of Eusuf

Voice of Eusuf

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও। সহীহ বুখারিঃ ৩৪৬১🌿💚🌿

03/01/2024

দুনিয়া ক্ষণস্থায়ী

18/12/2023
11/12/2023

_যারা পশু-পাখিকে ভালোবাসে, তারা মানুষের প্রতি মমতাময়ী হয়।🧡💚🖤

11/12/2023

Taskin Ahmed

11/12/2023

‘তুমি কারো উপকার করেছো, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না, এমনটা খুব কম ঘটে’।

আজ একজন ভাইয়ের মুখে শোনা চমৎকার একটা কথা! কথাটা এতো জীবনঘনিষ্ঠ যে—দেয়ালে বাঁধাই করে রাখার মতো।

একজনের গল্প জানি যিনি নিজের একটা ব্যবসা শুরুর সময়ে কেবল ‘পরিচিত’, ‘দ্বীনি ভাই’, ‘ভালো মানুষ’ এসব ভেবে কয়েকজনকে সাথে রেখেছিলেন৷ কোনো যোগ্যতা বিবেচনায় যাননি। যাদেরকে ব্যবসায় নিচ্ছেন তাদের প্রায় সবাই তখন খুব স্ট্রাগল করে জীবন নির্বাহ করছে।

তারপর সেই ব্যবসা সাঁই সাঁই করে বড় হলো৷ প্রত্যেকের জীবনে আড়ম্বরতা আসলো। জীবনমান উন্নত হলো অনেকগুণ।

যিনি একদিন অন্য সকলকে একসাথে নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, তাদের কেউ কেউ এখন সেই লোকটার সাথে চোখ রাঙিয়ে, আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়িয়ে কথা বলে।

ওই যে, ‘কারো উপকার করেছেন, কিন্তু সে যে আপনার ক্ষতি করবে না, এমনটা কম ঘটে’।

'মানুষ বড়ই অকৃতজ্ঞ’।
আল কুরআন, সূরা আল-হাজ্জ, আয়াত-৬৬

15/01/2023
12/08/2022

অসত্যের পথে বেঁচে থাকার চাইতে মুসলমান হয়ে মৃত্যু বরণ করা শতগুণে ভালো।
হযরত খুবাইব (রা)

12/08/2022

꧁༺মৃত্যু যেখানে মধুর༻꧂
•───────────────────•
৬২৩ খ্রিষ্টাব্দের ২রা হিজরী সনের কথা। ইসলামী রাষ্ট্র তখন সবেমাত্র শিশু। একজন আরব শেখ নবীর (সা) কাছে এক দূত পাঠিয়ে বললেন, “আমার দলের লোক ইসলাম ধর্ম গ্রহন করতে উৎসুক, কিন্তু এখানে উপযুক্ত কোন ধর্ম প্রচারক নেই। আপনি যদি কয়েকজন জ্ঞানী ব্যক্তিকে এই উদ্দেশ্যে পাঠিয়ে দেন তবে আমরা বিশেষ বাধিত হবো।”আল্লাহর রাসূল (সা) কয়েকজন ধর্ম প্রচারক পাঠিয়ে দিলেন। তাঁরা আরব শেখের অঞ্চলসীমায় পৌছামাত্র সেখানের কয়েকজন গোত্রপতি দলবল নিয়ে তাঁদের ঘিরে ফেললো এবং হয় আত্মসমর্থণ নয় তো মৃত্যু এ দুটোর মধ্যে যে কোন একটা বেছে নিতে বললো। খন্ড যুদ্ধ হল। একে একে অনেকেই শহীদ হলেন। বন্দী হলেন খুবাইব (রা)। তাঁকে তুলে দেয়া হলো মক্কার কুরাইশের হাতে। নৃশংসতম উপায়ে তাঁকে হত্যা করা হবে ঠিক হলো। নির্দিষ্ট দিনে খুবাইবকে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হলো। আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য তিনি শেষ অনুরোধ জানালেন। অনুমতি পেয়ে তিনি একটু তাড়াতাড়ি নামায শেষ করলেন। তারপর উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, “জীবনের শেষ নামায একটু দীর্ঘতর করতেই মৃত্যু পথযাত্রীর ইচ্ছা হয়। কিন্তু আমি তা অল্প সময়ের মধ্যেই শেষ করলাম, পাছে তোমরা মনে কর আমি ভীত হয়ে কালহরণ করছি।” বধ্যমঞ্চে পাঠাবার পূর্বে তাঁকে শেষবারের জন্য বলা হলো, “এখনও সময় আছে ইসলাম ত্যাগ করে আবার এক নব জীবন লাভ কর।” ধীর শান্ত ও দৃঢ় স্বরে খুবাইব বললেন, “অসত্যের পথে বেঁচে থাকার চাইতে মুসলমান হয়ে মৃত্যু বরণ করা শতগুণে শ্রেয়। ইসলামে আত্মসমর্পিত জীবনই আমার কাছে সর্বাধিক মুল্যবান।” উঁচু বধ্যমঞ্চে পদক্ষেপে খুবাইব উঠে গেলেন। চার দিক থেকে নির্মম ভাবে বর্শা ও তীর বর্ষিত হতে লাগলো। নির্ভীক খুবাইব নির্বিকার চিত্তে হাসিমুখে রক্তদান করলেন, শহীদ হলেন। দেহ পড়ে রইলো-মৃত্যঞ্জয়ী অমর আত্মার যাত্রা শুরু হলো-লোক হতে আনন্দলোক।

সত্যাশ্রয়ী মানুষ যাঁরা জীবন মৃত্যু তাঁদের পায়ে ভৃত্য। তাই তাঁরাই বহন করেন সত্যের আলো, সত্যের পতাকা। প্রেরণার আগুন হয়ে ছরিয়ে পড়েন প্রাণে প্রাণে, সৃষ্টি করেন নব নব প্রাণলোক

(আমরা সেই সে জাতি ( ১ম খন্ড )

Videos (show all)

মারা গেলেই সব শেষ 😅😅#reels
আসতাগফিরুল্লাহ. .  ..#reelsfbシ #reelsfb #mizanur_rahman_azhari_waz
দিনশেষে আমরা সবাই একা😅🌿....#reelsfb #islamicpost #islamicreels #abutahamuhammadadnan
নামাজ ছেড়ে দিওনা বন্ধু 🌿🍂.....#reeld #islamicpost #namaj #golamsorowarsaydi
ইয়া আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে মাফ করে দাও।#reels #islamicreels #islamicpost #voiceofeusuf
Quran #reels #Quran #foryoupageシ #viralreels

Telephone

Website