English Academic Page

English Academic Page

To spread knowledge among the learners

26/10/2023

The world is surrounded by jugglery of interest. The persons who act well can lead the life well.

21/07/2023

ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেলঃ
যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা। বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা , অনুরাগী সব, সবই ছিল। ছিল ৩৩ একর জমির উপরে করা যমুনা ফিউচার পার্ক। কত শত প্রতিষ্ঠান। আশুলিয়ার ঐ দিকটায় যে দিকে চোখ যায় ঐ দিকেই যমুনার একরের পর একর জমি।
আজ কেবলই একটা কবর। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কিচ্ছু নেই। কবরটা আর দশটা কবরের মতোই সাধারন,একাকী, অতি সাধারন।

মানুষ হয়ে কিসের তবে অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, স্বার্থপরতা, রাগ, হিংসা, অভিযোগ, ভালোবাসা!
সাথে যায় না কিছুই।
আল্লাহ সবাইকে মাফ করুন।

21/07/2023

প্রতিটা মানুষই কোনো না কোনো দিক
দিয়ে ভিষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো একটুখানি ভালোবাসার অভাব, কেউ সারারাত জেগে থাকে একটু খানি ঘুমের জন্য, যার চোখে ঘুম নাই তার ঘুমের অভাব। আমাদের এমন আরো অনেক অভাব জীবনে আছে এবং থাকবে...🌸🥀
তারপরও বেঁচে থাকতে হবে!!
হাসি মুখেই বাঁচতে হবে...😊🌸🥀
আমরা বেঁচে আছি। কিন্তু ভালো আছি
কিনা এই প্রশ্নটা করা অবান্তর!! কোথাও কেউ ভালো নেই! এই ভালো না থাকার গল্পটা আমাদের একার না; সবার। বাহিরে থেকে আমরা মানুষ'টাকে যেটা দেখছি সেটা শুধু একটা আবরণ মাত্র!!🌸🥀🥀

07/07/2023

Tamim is backing!

07/07/2023

শৈশব সব সময় সুন্দর, এখনো শৈশবে ফিরে যেতে মন চায় ❤️

06/05/2023

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন।

মধ্যবিত্ত পরিবারে এক কেজি আঙ্গুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা বেশি। জাপানিরা কারো সাথে দেখা করতে গেলে এক কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। ওদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়?

যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ঐ বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো হয়। সেগুলোই রান্না হবে। মেহমান এবং গৃহস্থী কারোই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় দুটো বাচ্চা থাকলে সাথে পাঁচ টাকা দামের দুটো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই।

যারা দশ পদ রান্না করেন এবং যারা দশ পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি—সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় দুই পদ। আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে।

এই কালচার প্রোমোট করার ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিয়েছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয়।

18/10/2021

Sometimes life will test you but remember this: When you walk up a mountain, your legs get stronger.

10/10/2021

Please come in. Here which parts of speech is ' in' ?
a)preposition
b)Noun
c)Adverb
d)Adjective

25/08/2021

He found teaching is a great profession.Here,teaching.....

a.participle
b.infinitive
c.gerund
d.present continuous

25/08/2021

He is no more. Here 'no' and ' more' are respectively.
A) adverb, adverb
B) adjective, adjective
C) adverb, adjective
D) adjective, adverb

19/08/2021

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও হয়ত নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর এর পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেবার সময় দাদার কাছেও.....
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই!!

আর এমন সময় প্রায় ২০০ বছর পর সৃষ্টিকর্তার ইশারায় উনি একদিন কবর থেকে জীবিত হয়ে নিজের বাড়িতে এসে দাবী করলেন যে এই বাড়ি এই জায়গা জমি সব আমার।
পরিচয় দিয়ে বললেন আমি অমুক, এই বাড়িতে আমার সন্তানদের রেখে গিয়েছিলাম।
তোমরা কারা?
আমার বাড়ি ঘর ছেড়ে দাও।

তখন হয়ত আমরা সোজা উত্তর দিব আপনাকে তো চিনিনা, নামও শুনিনি কোনদিন!

কিন্তু দেশে যদি আইন থাকে যে কোন কারনে মৃত ব্যক্তি যদি সৃষ্টিকর্তার হুকুমে জীবিত হয়ে এসে তার রেখে যাওয়া জায়গা জমি দাবী করে তাহলে তার জায়গা জমি ফেরত দিতে হবে।

তাহলে তো জায়গা জমি ছাড়বোই না বরং পুরো গুষ্টি শুদ্ধ একত্রিত হয়ে ঐ ব্যাক্তিকে পিটিয়ে বের করে দিব।
এর পর শুরু হবে মামলা মকদ্দমা।

কাকে পিটাব?
যিনি আমার পূর্ব পুরুষদের জন্ম দিয়ে লালনপালন করে নিজের তীল তীল করে গড়া জায়গা জমি দিয়ে গিয়েছিলেন তাকে!

এখন হয়ত ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে? অথবা মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়ে লিখছি?
তা না হলে ২০০ বছর আগের মৃত মানুষ কি করে জীবিত হয়ে সম্পত্তির দাবী করবে?

না, জীবিত হয়ে আপনার সম্পত্তি দাবী করার কোন সম্ভবনা নেই।
নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন বা গড়তেছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, মানুষ ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি । কোন লাভ নেই দাদা ।।

সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।।

আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সঞ্চয় করি।।

ঐটাই আপনার/আমার জন্য প্রকৃত সম্পদ।।

Copied

29/05/2021

কই মাছের প্রাণ বড়ই শক্ত।
এর ইংরেজি কি?

29/05/2021

He killed the mosquito with a wrapping paper.Here wrapping is a --- Gerund / participle

29/05/2021

A rolling stone gathers no moss.
Here 'Rolling ' is......
Gerund / participle ?

21/12/2020

Let's discuss ______ the issue.
a)about
b)on
C)with
d)no preposition

21/12/2020

___Pahela Baishakh,there is a festive mood all ___the country.

a)In,across
b)At,over
c)Since,over
d)On,over

20/12/2020

He is one of the lads who ___not used to doing so.
a) is
b) are

20/12/2020

He is only one of the boys who ___ attended here.
a)has
b)have

20/12/2020

He looked at her aghast.
here the word "aghast" is.....

1,adverb
2,preposition
3,adjective
4,noun
5,none

20/12/2020

1) Honey tastes sweet ..
Here sweet is ..adj/ adv

20/12/2020

I went there..........my bike.
a)on
b)upon
c)in
d)by

20/12/2020

I have no taste.... music
1) for
2)in
3)to
4)with

20/12/2020

He didn’t get the job because he wasn’t -----
a) enough experienced
b) experienced enough
c) experience enough
d) experience although

15/12/2020

She sings well enough.
Here "enough" is an
1.adjective
2.adverb

14/12/2020

Though he broke all the rules,he was given a slap on the wrist.
Here" slap on the wrist" means

A)Capital punishment
B)Mild punishment
C)Mass punishment
D)None of these

14/12/2020

* My favourite activity is reading. Here 'reading' is a---

a) Object
b) Complement
c) Gerund
d) Verbal Noun

14/12/2020

What৷ is the adverb form of the word: Fatherly & Motherly.

14/12/2020

Fatema was married ___ Ratul.

a)with
b)by
c)to
d)of

14/12/2020

He is reading a book. Here reading is a
1. Participle
2. Gerund

13/12/2020

What is the positive degree of worse?

A.ill
B.hind
C.well
D.force

13/12/2020

My work is writing. Here,writing is

a) noun
b)gerund
c) adjective

02/12/2020

For class nine and ten.
Completing Sentence.

17/11/2020

Students dont need a perfect teacher.They need a teacher who always gets them thrilled about learning and makes them enjoy coming to school each and everyday.

10/11/2020

The more time is passing, the more we are being old.Last night I saw a car opening during the time of entrance gaz, it has many parts in its body like us.Its body is prepared by human beings,so it is driven by driver and it becomes worn out and old,On the other hand our body is prepared by Allah,so it is driven by Allah and it dies.We ought to vow our heads to Allah by saying prayer. May Allah grant our every just expectation whenever we raise our hands to you.

08/11/2020

হে মুসলিম উম্মাহ,
Girlfriend,Boyfriend নামের এ কোন স্রোতে ভেসে বেড়াচ্ছ!
আল্লাহ তোমাদের উদ্দেশ্য করেই বলেছেনঃ
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ০
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ সে সম্পর্কে অবহিত আছেন।(২৪ঃ৩০)

Su***de is not a solution
আত্মহত্যা কখনো কোনো সমধান নয়।
হতাশ ভেঙে পড়া ব্যাক্তিদের উদ্দেশ্য তিনি বলেছেনঃ
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ০
শিগ্রই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে(৯৩:০৫)

তিনি আরো বলেছেনঃ
কাফের ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না(১২ : ৮৭)
সুতরাং,
হতাশ হয়ো না, উঠো! সিজদাহ করো এবং কাঁদো(১২ : ৮৬)
.মুমিনরা সফল হবেই।


***de

English 2nd Paper 05/11/2020

A class on Completing sentence

English 2nd Paper Topic: Completing Sentences

Telephone

Website