Govt. Promothnath Girls’ High School Online Class

Govt. Promothnath Girls’ High School Online Class

School online class

13/08/2023
10/08/2023

সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ গ শাখার শিক্ষার্থী মনিকা তাবাসসুম চৈতি,রোল নং ২৩। আজ সকাল ৬.৫০মিনিটে শাহীন ক্যাডেট একাডেমিতে কোচিং এর উদ্দেশ্যে রওনা হয়ে ট্রেনের ধাক্কাতে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল ভর্তি করানো হয়।তারপর কর্তব্যরত চিকিৎসক বলেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন এবং তার পরিবারকে এ কঠিন শোক সহ্য করার ক্ষমতা দেন।
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

07/08/2023

Notice

28/07/2023

Ssc 2023

27/07/2023

এতদ্বারা সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের উভয় শাখার সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী রবিবার,৩০/০৭/২৩ তারিখ স্কুল তৃতীয় পিরিয়ড পর্যন্ত হবে।
অর্থাৎ প্রভাতি শাখা ৭-১৫ মিঃ হতে ১০.০৫ মিনিট পর্যন্ত পাঠদান চলবে এবং দিবা শাখা ১২-১৫ মিঃ হতে ২-৪৫ মিঃ পর্যন্ত পাঠদান চলবে।
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

27/07/2023

এস এস সি ২০২৩ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০৭/২০২৩ খ্রি. তারিখ সকাল ১০:৩০ এর সময় এস এস সি ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই উপলক্ষে আগামী ২৮/০৭/২০২৩ খ্রি. তারিখ সকাল ১০ঃ১৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হতে সকল শিক্ষার্থীকে বিশেষ ভাবে নির্দেশ দেয়া হলো।
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

19/07/2023

জরুরী বিজ্ঞপ্তি
তারিখ ১৯-০৭-২০২৩ খ্রিঃ
এতদ্বারা সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের উভয় শাখার ছাত্রী, সম্মানিত শিক্ষক/ শিক্ষিকা, অফিস সহকারি ও অন্যান্য কর্মচারিদের বিশেষ ভাবে অবগত করান যাচ্ছে যে, আগামী২০-০৭-২০২৩ খ্রিঃহিজরী নববর্ষ উপলক্ষে বিদ্যালয় পাঠদান বন্ধ থাকবে। ২১-০৭-২০২৩ ও ২২-০৭-২০২৩ খ্রিঃ তারিখ সাপ্তাহিক ছুটি বিধায় আগামী ২৩-০৭-২০২৩ খ্রিঃ তারিখ বিদ্যালয় যথারীতি খুলবে এবং পাঠদান স্বাভাবিক চলবে।
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

14/07/2023

শোক সংবাদ
১৪-০৭-২০২৩ খ্রিঃ
সরকারি প্রমথনাথ(পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী এর প্রভাতী শাখা'র পঞ্চম/ ,রোল-৩৯,খ শাখার ছাত্রী রাইসা আনান গত ১৩-৭-২৩ খ্রিঃ বৃহস্পতিবার তারিখ পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে শাহাদত বরণ করেন।।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আমরা বিদ্যালয়ের ছাত্রী,শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী বৃন্দের পক্ষহতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহপাক তার পিতামাতা ও অন্যান্যদের ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।
আল্লাহ পাক মরহুমা রাইসা আনানকে জান্নাতবাসী করুন। (আমিন।)
এম এ মতিন
সহকারি প্রধান শিক্ষক
সরকারি প্রমথনাথ(পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়,
রাজশাহী।

18/06/2023

Revised notice

17/06/2023

এতদ্বারা সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী এর ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, গত ০৭/০৬/২০২৩ ও ০৮/০৬/২০২৩ তারিখের স্থগিত পরীক্ষা গত ০৬/০৬/২০২৩ তারিখের নোটিশ মোতাবেক যথা সময়ে যথা নিয়মে অনুষ্ঠিত হবে।

০৭/০৬/২০২৩ তারিখের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির স্থগিত পরীক্ষা আগামী ১৮/০৬/২০২৩ তারিখ রবিবার এবং ০৮/০৬/২০২৩ তারিখের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির স্থগিত পরীক্ষা আগামী ১৯/০৬/২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

নির্দেশক্রমে
দিল মাহমুদা খাতুন
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়,
রাজশাহী

12/06/2023

এতদ্বারা সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ক,খ,গ,ঘ শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ১৩.০৬.২০২৩ তারিখের তোমাদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

12/06/2023

এতদ্বারা সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ক,খ,গ,ঘ শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের ১২.০৬.২০২৩ তারিখের তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

07/06/2023

এতদ্বারা সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী এর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, গত ০৭/০৬/২০২৩ খ্রিঃ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৭.০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩-১৭৩ মোতাবেক দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহ এর কারণে আগামী ০৮/০৬/২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার সকল শ্রেণির পরীক্ষা স্থগিত করা হলো।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন কার্যক্রমও স্থগিত করা হলো।
উল্লেখ্য যে,আগামী ১০/০৬/২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার রুটিন অনুযায়ী যথা সময়ে যথা নিয়মে পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
স্থগিত পরীক্ষার সময় পরে জানানো হবে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষিকা
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়
রাজশাহী

06/06/2023

Notice for students

Photos from Govt. Promothnath Girls’ High School Online Class's post 14/05/2023

Result

09/05/2023

রচনা প্রতিযোগিতা ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
রচনা জমা দেবার তারিখঃ ১৮/০৫/২০২৩ খ্রিঃ

জমার স্থানঃ অফিস কক্ষ, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

08/05/2023

এস.এস.সি-২০২৩ পরীক্ষার্থীদের অবগোতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১:০০টায় ১৪৭, ১৫৪ ও ১৫৬ বিষয় কোড এর ফর্ম A,B ও C তে স্বাক্ষর করার জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে

মো. আব্দুল মতিন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

08/05/2023

এস.এস.সি-২০২৩ পরীক্ষার্থীদের অবগোতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১:০০টায় ১৪৭, ১৫৪ ও ১৫৬ বিষয় কোড এর ফর্ম A,B ও C তে স্বাক্ষর করার জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে
মো. আব্দুল মতিন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

27/04/2023

For students

17/04/2023

Notice for ssc 2023 batch

13/04/2023

For those (students) who are eager for writing an essay.

02/04/2023

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি ফর্ম (001,002) অত্র বিদ্যালয়ের ওয়েবসাইটে (pn.edu.bd)দেয়া হয়েছে। আগামী ০৫/০৪/২০২৩ তারিখের মধ্যে সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিদ্যালয়ে জমা দিতে বলা হলো।

31/03/2023

ষষ্ঠ শ্রেণির নোটিশ
যে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছো তাদের (সংযুক্ত কাগজটি মনযোগ দিয়ে পড়ে) প্রয়োজনীয় কাগজ পত্র ও ব্যাংক একাউন্টের তথ্য সহ আগামী ৫ এপ্রিল সকাল ১১ টায় অফিসে জমা দেওয়ার জন্য বলা হলো। নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে
১। পূরণকৃত ফর্ম
২। জন্ম নিবন্ধন
৩। পিতা মাতার NID কপি
৪। রেজাল্টের কপি
৫। প্রবেশপত্রের কপি
৬। ব্যাংক একাউন্টের ( স্কুল ব্যাংকিং) ফটোকপি।

Videos (show all)

মাঠ প্রদক্ষিণরত শিক্ষার্থীরা
Class-7Bangla 1st paperNilufa Ara BegumSenior TeacherGovt.P.N Girls High School ,Rajshahi
আজকে আমার ছুটি চাই
মোহাঃ মোশাররফ হোসেনসিনিয়র শিক্ষক (ভূগোল)সরকারী পিএন বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহী।শ্রেণীঃ ৮মবিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়।অ...
Class: viii/ English 1st Paper/ Teacher:A.B. Hossain Ahmad
মোহাঃ মোশাররফ হোসেন সিনিয়র শিক্ষক (ভূগোল)সরকারি পি এন বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহী।শ্রেণীঃ ৯ম,১০ম ও ২০২২পরীক্ষার্থীবিষয়ঃ...
শ্রেণিঃ দশম বিষয়ঃ পদার্থ বিজ্ঞান অধ্যায়ঃ আলোর প্রতিফলন - ১ নাসরীন সুলতানা, সিনিয়র শিক্ষিকাতাংঃ ১৩/ ০২/ ২২
Class: SixSubject: ScienceJayashree Banerjee Senior Teacher ( Biology)13 February 2022
Class: Ten and SSC 2022English 2nd paperSabina Yeasmin

Telephone