Bangladesh India Pakistan Tourism

Bangladesh India Pakistan Tourism

This page is for travellers to upload pictures from spots all over world. Upload pictures and share the world we have discovered and photographed ourselves.

Show off your photography or special places no one will have seen before. Show us your discoveries

Photos from Bangladesh India Pakistan Tourism's post 15/04/2020

Uncertain Kashmir (একা কাশ্মীর পরিকল্পনা ও ভ্রমণ)
গত বছরের অক্টোবর থেকেই কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করতে থাকি। ৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ভারতের কয়েকটা প্রদেশ ভ্রমনের মধ্যে কাশ্মীরটাই আমার প্রধান লক্ষ্য ছিলো। ঢাকা থেকে কিভাবে কলকাতা কম খরচে যাওয়া যায় তা সবাই জানেন। এবার আসি মূল গল্পে।
আমি ১২ দিন আগেই শেয়ালদাহ থেকে জম্মু পর্যন্ত ১০ জুন হামসাফার এক্সপ্রেসের টিকিট কেটে রাখি। ট্রেনটা সুপার ফাস্ট আর সপ্তাহে একদিন চলে শুধু এসি থ্রি টায়ার জম্মু যাওয়ার বেস্ট ট্রেন।
১০ জুন-
খরচঃ
ট্রেন টিকেট - ২৬২৫
চকলেটস, ফল, বিস্কুটস, পানি- ২০০
ডিনার- ১০০
মোট- ২৯২৫ রুপি
১১জুন-
ট্রেন আমাকে রাত ১২টায় জম্মু নামিয়ে দিলো। ওখানে ডিনার করলাম। পুলিশ জানালো রাত ৩ টা থেকেই পরিবহন হরতাল শুরু তাই আর দেরি না করে শ্রীনগরের শেয়ার ট্যাক্সিতে উঠে পরলাম। আমি যাবো অনন্তনাগ পর্যন্ত কারণ আমার প্রথম গন্তব্য পেহেলগাম।
খরচঃ
ট্রেনে লাঞ্চ- ১০০
ডিনার- ৬০
ট্যাক্সি- ৯০০
চা- ২০
মোট- ১০৮০
১২ জুন-
এত্ত জ্যাম যা বলার বাহিরে। আমাকে অনন্তনাগ নামিয়ে দিলো বিকাল ৫.৩০ এ। নামিয়ে দিয়ে গাড়িটাও চলে গেলো সাথে সাথে এনকাউন্টার শুরু। ২ মিনিটের মাঝেই রাস্তা সব ফাকাঁ আর আমি পরে গেলাম আরেক জ্বালায়। এরপর যাদের জিজ্ঞেস করলাম সবাইই বললো পেহেলগাম যাওয়া ইম্পসসিবল। রাত অনন্তনাগেই কাটাতে হবে। ফৌজিকে বললাম আমি স্টুডেন্ট বাংলাদেশ থেকে একা এসেছি উনারা সবাই লিফটের জন্য চেষ্টা করলেন। কিন্তু কোন গাড়িই ওদিকে যাচ্ছিলোনা। এরপর বললেন শ্রীনগরের দিকে অল্প এগিয়ে আসলে আরেকটা বিকল্প রোড আছে সেখানে গিয়ে লিফট নিতে। অটো দিয়ে সেখানে আসলাম কিন্তু লিফট পাচ্ছিলাম না। এরপর কাশ্মির ইউনিভার্সিটির এক ভাই আমাকে লিফট দেয় একটা গ্রাম পর্যন্ত এবং পরবর্তী গাড়ি ধরিয়ে দেয়ার জন্য অনেক চেষ্টা করে শেষমেশ গাড়ি না পেয়ে রাতটা তাদের বাসায় থাকার আমন্ত্রণ জানান। আরেব্বাহ কাশ্মীরের লোকাল ফ্যামিলির সাথে থাকবো ব্যাপারটাই অন্যরকম এরপর ওনাদের বাসায় গিয়ে ফ্যামিলির সবার সাথে বসে পাকিস্তান অস্ট্রেলিয়া খেলা দেখলাম। আপ্যায়নের শেষ ছিলোনা।
খরচঃ
লাঞ্চ- ৬০
অটো- ৩০
মোট- ৯০
১৩ জুন-
সকালে ওদের বাসা থেকে ব্রেকফাস্ট করে। ওদের গ্রাম পশকিরি আমাকে ঘুরিয়ে দেখালো। এরপর আমাকে ওখান থেকে পেহেলগামের লোকাল শেয়ার ট্যাক্সিতে উঠিয়ে দিলো। চলে এলাম পেহেল্গাম। আমি কোচসার্ফিংয়ে পোস্ট দিয়েছিলাম যেহেতু একা যাচ্ছি ওখান থেকে আসিফ নামে এক ছেলের সাথে পরিচয়। যার পেহেলগামে হোটেল আছে। সে ৪০০ টাকায় আমাকে একটা রুম দিতে রাজি হয় আর বয়সও আমার মতো দেখে রাজি হই। (Eden Garden Guest House, Asif +918491046209) পরবর্তীতে আরো দুইজন বাংলাদেশিকে সেই এ্যাপ্স থেকেই পাই যারা আমার ডেটেই কাশ্মীর ঘুরতে যায়। আর কলকাতা ঘুরতে ঘুরতে আরেকজনকে পাই যার প্লান ছিলো দিল্লি ঘুরার কিন্তু আমার গল্প শুনে ১০ তারিখের জম্মু তাওয়াইয়ে টিকেট কেটে বাকি দুজনের সাথে সেও কাশ্মীর চলে আসে। সো আমরা ৪জন ফ্রেস হয়ে গাড়ি নিয়ে বের হয়ে পরি আরু ভ্যালি, চান্দেনওয়ারি আর বেতাবভ্যালি দেখতে। বিকালে ব্যাক করে পেহেলগাম শহরটা ঘুরে দেখলাম নিজের মতো।
খরচঃ
পশকিরি থেকে পেহেলগাম- ৭০
গাড়ি রিজার্ভ- ১৮০০/৪= ৪৫০
লাঞ্চ+অন্যান্য- ১৫০
ডিনার- ৮০
হোটেল- ৬০০/৪= ১৫০
মোট- ৯০০
১৪ জুন-
এইদিন আমার প্লান ছিলো তুলিয়ান লেক ট্রেকিংয়ে যাওয়া কিন্তু বাকিরা পারবেনা দেখে আর যাওয়া হয়নি। এদিক দিয়ে সেই দিল্লির পাবলিক চলে গেলো নিজের মতো ঘুরবে বলে। তাই আমরা তিনজন ঘোড়া একটা নিলাম আর হোটেলের আসিফকে সাথে নিয়ে বাইসারান দেখতে গেলাম। আসিফের সাথে ডিল ছিলো তুলিয়ান লেক যাবো বাট গেলামনা দেখে বাইসারানে ওকে গাইড হিসেবে নিলাম যাতে লস না হয় ছেলের। এরপর ফিরে এসে লোকাল গাড়িতে করে অনন্তনাগ এবং সেখান থেকে শ্রীনগর। শ্রীনগরে এসে হাউজবোট নিলাম দেখেশুনে। এরপর বিকেলে বের হয়েই দেখি সাইটসিং এর বাস। উঠে পড়লাম পুরা শ্রীনগর চক্কর দিলো সেই মজা। এরপর ওজওয়ান আর কাবাব খেয়ে হাউজবোটে চলে আসলাম।
খরচঃ
বাইসারান- ১৫০০/৩= ৫০০
টিকেট- ৩০
ব্রেকফাস্ট- ৫০
পেহেল্গাম থেকে অনন্তনাগ- ৮০
লাঞ্চ- ৭০
অনন্তনাগ থেকে শ্রীনগর- ১০০
সাইট সিইং বাস- ১০০
ওজওয়ান- ৬০০/৩= ২০০
কাবাব- ৫০
হাউজবোট- ৫০০/৩= ১৭০
মোট- ১৩৫০
১৫ জুন-
সোন্মার্গের জন্য যাত্রা শুরু খুব সকালে। রাতেই গাড়ি ঠিক করে রেখেছিলাম কারণ গতকাল বাসে উঠে দেখি ২ ছেলে কলকাতার। যাদের সাথে আমার জম্মু থেকে অনন্তনাগ পর্যন্ত আসা হয়েছিলো শেয়ার জীপে। সো আমরা ৫ জন মিলে গাড়ি ঠিক করি। ব্রেকফাস্ট করলাম সিন্ধু নদীর তীরে কোন এক রেস্টুরেন্টে এরপর গেলাম সোন্মার্গ। ওখানে নেমেই ঘোড়াওয়ালাদের যন্ত্রণা শেষমেশ ঘোড়া নিয়ে গ্লেশিয়ারের দিকে যাত্রা শুরু। অসম্ভব সুন্দর যাত্রা। ওখানে বরফে এক্টিভিটি করে দ্রুত চলে এলাম। আসার পথেই স্নো ফল আর এরপর সারা রাস্তা ঝোড়োবৃষ্টি। গাড়ি নিয়ে দ্রুত রওনা শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় গাড়ি থামিয়েই লাঞ্চ সেরে নিলাম। এরপর শ্রীনগর এসে ফ্রেস হয়ে শিকারা রাইড করলাম বিকালে। এরপর শপিং আর হাবিযাবি খাওয়াদাওয়া করে হাউজবোটে চলে আসলাম।
খরচঃ
গাড়ি- ১৮০০/৫= ৩৬০
ব্রেকফাস্ট- ৫০
ঘোড়া- ৮৫০
বরফ এক্টিভিটি- ১৫০
নাস্তা- ৪০
লাঞ্চ- ৬০
শিকারা- ৪০০/৪= ১০০
কাবাব+ফল+লাঞ্চ= ২০০
হাউজবোট- ১৭০
মোট- ১৯৮০
১৬ জুন-
এইদিন আমরা সেই গাড়ি নিয়েই শ্রীনগর সাইট সিইং করলাম।
এরপর বিকেলে বানিহালের ট্রেনে বানিহাল এসে জম্মুর গাড়ি ধরে জম্মু আসলাম। আমার গন্তব্য ছিলো পাঞ্জাব।
খরচ- ১৭০০/৫= ৩৪০
ব্রেকফাস্ট- ৩০
লাঞ্চ- ৫০
গার্ডেনের টিকেট- ৩০*২= ৬০
বানিহালের ট্রেন- ২০
বানিহাল থেকে জাম্মু- ৩০০
মোট- ৮০০
জম্মু থেকে কলকাতা আসলে আরো ১৯০০ এ্যাড হবে এসি থ্রি টায়ার। আর ঢাকা থেকে কলকাতা আসা যাওয়া ৩০০০ এ্যাড হবে।
সো সর্বমোট খরচঃ
৯১২৫+ ১৯০০+ ৩০০০= ১৪০২৫ রুপি/ ১৬৮৩০ টাকা।
সো স্টুডেন্ট হিসাবে আপনি সহজেই কাশ্মীর ঘুরে আসতে পারেন আয়েস করে। আর শীতে গেলে খরচ আরো ২-৩ হাজার রুপি কম হবে। নন এসি স্লিপারই যথেষ্ট হবে।

"পরিশেষে বলবো কাশ্মীর সত্যিই স্বর্গের মতো সুন্দর। স্বর্গকে অন্তত অপ্রয়োজনীয় আবর্জনা ফেলে নোংরা করবেন না। আর একা ভ্রমণ জীবনে একবার হলেও করে দেখবেন এত্ত এত্ত মানুষের সাথে পরিচিত হতে পারবেন, যা আপনাকে এক ঝুলি অভিজ্ঞতা দিবে।"

15/04/2020

Khamosh WaterFall Kharmang Gilgit Baltistan Karakarom Pakistan

15/04/2020

Muztagh Tower, also: Mustagh Tower; Muztagh: ice tower, is a mountain in the Baltoro Muztagh, part of the Karakoram range in Baltistan on the border of the Gilgit–Baltistan region of Pakistan and the Xinjiang Uyghur Autonomous Region of China. It stands between the basins of the Baltoro and Sarpo Laggo glaciers.

07/04/2020

07/04/2020

𝙏𝙖𝙠𝙚 𝙢𝙚 𝙗𝙖𝙘𝙠 𝙩𝙤 𝙩𝙝𝙤𝙨𝙚 𝙜𝙤𝙤𝙙 𝙤𝙡𝙙 𝙙𝙖𝙮𝙨 𝙖𝙜𝙖𝙞𝙣 😞

Copyright © Rono Ahmed

Photos from Bangladesh India Pakistan Tourism's post 28/02/2020

😍🚝 কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর। 😍🚝

আমাদের যাত্রা শুরু কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে গত ২৬-১১-২০১৯ রাত ১২ঃ৫০ মহানগর এক্সপ্রেস এর শোভন চেয়ারের টিকিট কাটা ছিল অগ্রিম।আমরা ছিলাম ৪ জন। আমাদের প্রথম গন্তব্যে কুমিল্লা টু চট্টগ্রাম
# ভাড়া ৪ × ১৭০= ৬৮০ টাকা

২৬-১১-২০১৯ সকাল ৪ঃ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছে
ঐখান থেকে কক্সবাজারের উদ্দেশ্য প্রথম ট্রিপ ৫ঃ৩০ মিনিটে যাত্রা।
# চট্টগ্রাম - কক্সবাজার হানিফ পরিবহন বাস ভাড়া
# ৪×২৫০= ১০০০ টাকা
আমরা কক্সবাজার পৌঁছাতে সকাল ৯ টা ৩০ বেজেঁ গেল। কক্সবাজার পৌঁছে কলাতলিতে আমরা বিচের পাশে একটা ডাবল বেডের ৪ জনের জন্য রুম নিলাম।

28/02/2020

Videos (show all)

Website