Prime News BD

Prime News BD

Mamun Islam Suruj>Owner at Prime News bd. Mobile: 01716672163 Email:[email protected]

18/05/2021

যেখানেই দূর্নীতি আর
ক্রাইম, সেখানেই প্রাইম।

জাতির সদ্য আবিষ্কৃত আরেক সূর্যসন্তান কাজী জেবুন্নেছা,স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব!
সম্পদের পরিমাণ এতো কম যে উনি নিজেও লজ্জিত
কাজী জেবুন্নেছার....
কানাডায় ৩ টি বাড়ি
পুর্ব লন্ডনে ১টি
ঢাকায় ৪টি বাড়ী
গাজীপুরে ২১ বিঘা জমি আছে।
এছাড়া নামে-বেনামে রয়েছে ৮০ কোটি টাকার এফডিআর।
কেমনে সম্ভব??
অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসাকে গাজীপুরের অনেকেই চেনেন। নবম শ্রেণীতে থাকা অবস্থায় তার বিয়ে হয়, তার স্বামী তাকে এসএসসি, এইচএসসি পাস করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে ভর্তি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করার পর বিসিএসে অংশ নেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করেন এবং প্রথম স্বামীকে ডিভোর্স দেন, কারণ প্রথম স্বামী এখন তার উপযুক্ত নয়। প্রথম স্বামীর ঘরে সাগর নামে তার একটি ছেলে রয়েছে।

জমে উঠেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জমজমাট প্রচার-প্রচারণা। Prime news bd (মনে-প্রাণে বাংলা) 04/03/2021

আসছে ১০ ও ১১-ই মার্চ সারাদিন, আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলকে ভোট দিন।

জমে উঠেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জমজমাট প্রচার-প্রচারণা। Prime news bd (মনে-প্রাণে বাংলা)

31/12/2020

প্রাইম নিউজের পক্ষ থেকে সবাইকে
ইংরেজি নববর্ষ-২০২১-এর শুভেচ্ছা,
অভিনন্দন ও ভালোবাসা। শুভ নববর্ষ!

25/12/2020
16/12/2020

ঢাকা_মাওয়া মহাসড়কে LIVE_এ আছেন এ্যাডভোকেট, জেসমিন সুলতানা। এত সুন্দর সড়ক! দেখলে মনে হবে এটা কোন বিদেশী সড়ক! আসলে এটা বিদেশ নয়, স্বদেশ। বিজয়ের মাসে এটা আমাদের আরো একটি বিজয়!

পদ্মাসেতু-সহ এত সুন্দর! একটি সড়ক উপহার দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। Prime news bd (মনে-প্রাণে বাংলা)

16/12/2020

প্রাইম নিউজের পক্ষ থেকে
সবাইকে মহান বিজয় দিবসের
শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।

09/12/2020

#এইমাত্র_পাওয়া!
২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। মাটি খোঁড়ার সময় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

বুধবার বিকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা। যার ওজন ২৫০ কেজি।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

07/12/2020

#শিক্ষকের সহযোগিতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে মাদরাসার দুই ছাত্র। ঐ ঘটনায় আটক মাদরাসার দুই ছাত্র ও দুই শিক্ষক।

রাত ২টা ১৬ মিনিটের দিকে পাঞ্জাবি-পায়জামা পরিহিত দুই মাদরাসা ছাত্র পায়ে হেঁটে বঙ্গবন্ধুর ভাস্কর্যস্থলে আসেন। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ওই ভাস্কর্যের গা ঘেঁষে থাকা মই বেয়ে উপরে ওঠেন। পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রথমে বঙ্গবন্ধুর হাতের উঁচু তর্জনীতে আঘাত করে। হাতুড়ি দিয়ে আঘাত করে প্রথমে হাত ও পরে মুখের অংশে ভাঙচুর করে। প্রায় নয় মিনিট পর একই মই দিয়ে নেমে পায়ে হেঁটে চলে যান তারা। পুলিশ ওই দুই মাদরাসা ছাত্রসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদউদ্দিন এর প্রেস বিফ্রিং থেকে এ তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে তিনি এই প্রেস বিফ্রিং করেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে দুই ভাই মাদরাসা ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা ভিডিও দেখে ভাস্কর্য ভাঙা দুইজনকে চিনতে পারেন। তার দেওয়া তথ্যেও ভিত্তিতে গেল রাতভর অভিযান চালিয়ে ভারত সীমান্তের দৌলতপুরের ফিলিপনগর গোলাবাড়ি গ্রাম থেকে সামছুল আলম এর ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) ও মিরপুর উপজেলার শিংপুর থেকে সমসের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুনকে (১৯) গ্রেপ্তার করে। এরা কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়ার ইবনে মাসউদ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, একই মাদরাসার দুই শিক্ষক তাদেরকে পালাতে ও সাহস জুগিয়ে সহযোগিতা করেছে। পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক আল আমিন (২৭) ও ইউসুফ আলীকে (২৬) গ্রেপ্তার করে। আল আমিন মিরপুরের ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে ও ইউসুফ আলী পাবনা জেলার আমিনপুর থানার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে।

ডিআইজি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় পুরো দেশ যেমন ব্যথিত হয়েছে আমরাও তাই। এর পেছনে কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে বের করা হবে। ইতোমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে।

07/12/2020

কুষ্টিয়ায় যেভাবে ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ভাষ্কর্য!

11/11/2020

#অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে যৌথ অভিযান এ মাসেই: ডিজি হেলথ; কালকের মধ্যে সব হাসপাতালের তালিকা দিতে সিভিল সার্জনদের নির্দেশ।

#রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক-ফাইভ ৯২ শতাংশ কার্যকর: রয়টার্স।

10/11/2020

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীর চাপাচাপি আর কিল-ঘুষিতে এ এসপি'র মৃত্যু!

09/11/2020

অসাধারণ শিল্পীর কারুকাজ। সত্যিই
প্রশংসনীয়। অসংখ্য ধন্যবাদ জানাই..

09/11/2020

অবশেষে সিলেটে রায়হান হত্যা মামলায় অভিযুক্ত আসামি, এসআই আকবর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার! গ্রেফতারের পর যা বললেন, আকবর।

ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে হাবিবুর রহমানের পক্ষে..মহিলা আওয়ামীলীগের প্রচারনা। Prime news bd (Pnb) 07/11/2020

মহিলা আওয়ামীলীগ নেত্রী খাদিজা আক্তারের নেতৃত্বে ঢাকা-১৮ আসনের উপ- নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাবিব হাসানের পক্ষে মহিলা আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনা।

ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে হাবিবুর রহমানের পক্ষে..মহিলা আওয়ামীলীগের প্রচারনা। Prime news bd (Pnb)

22/10/2020

💕এটি কোন বিদেশ নয়, এটি আমাদের স্বদেশ। অষ্টগ্রাম-মিঠামইন সড়ক! কিশোরগঞ্জ।

💕ভ্রমন পিপাসুদের জন্য খুবই চমৎকার একটি জায়গা। ভালো লাগার মত একটি জায়গা। সকল জরাজীর্ণতা, কষ্ট আর ক্লান্তি দূর হবে এমন একটি জায়গায় আসলে পরে। চলুন'না ঘুরে আসি অজানাতে, যে সড়কে নদী এসে মিশে গেছে।

মিষ্টি পাখি দোয়েল।গানটির গীতিকার সৈয়দা রাশিদা বারী।সুরও মডেল অনামিকা।Prime news bd (মনেপ্রাণে বাং 02/10/2020

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যার লেখা অসংখ্য গান রয়েছে। সেই বিখ্যাত গীতিকার সৈয়দা রাশিদা বারীর গান এখন ইউটিউব চ্যানেলেসহ অনলাইন মিডিয়ায়ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

মিষ্টি পাখি দোয়েল।গানটির গীতিকার সৈয়দা রাশিদা বারী।সুরও মডেল অনামিকা।Prime news bd (মনেপ্রাণে বাং

01/10/2020

কে এই মহিলা.? ভিডিওটি সাজেস্ট পোস্ট (নেট) থেকে নেয়া। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ-যুবলীগ এবং যুব মহিলালীগ নেত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য!

30/09/2020

যেখানেই দূর্নীতি আর
ক্রাইম, সেখানেই প্রাইম।
সিলেট এম সি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলায় রনি, রাজন, আইনুল গ্রেফতার! Prime news bd (মনে-প্রাণে বাংলা)

26/09/2020

যেখানেই দূর্নীতি আর
ক্রাইম, সেখানেই প্রাইম।

#ধর্ষনের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড। সরকারের কাছে এ দাবী বহুদিনের দেশের জনগনের। মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করেছেন। এখন শুধু এ আইনের বাস্তবায়ন ও প্রয়োগ দেখতে চায় ধর্ষণের শিকার ভুক্তভোগী ও জনগন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাতজনের ছবি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এ গণধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হলেন: এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, এমসি কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এম সাইফুর রহমান, অর্জুন, রাজন আহমদ এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল এবং তারেক আহমদ।

তাদের মধ্যে সাইফুর রহমানের গ্রামের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়, মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি সিলেটের জকিগঞ্জে, রনির বাড়ি হবিগঞ্জে এবং তারেক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় মধ্যরাতে ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্রসহ কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি পাইপগান, চারটি রামদা এবং দু’টি লোহার পাইপ রয়েছে।

তবে স্থানীয়রা জানান, ধর্ষণের ঘটনাটি প্রথম দিকে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তারা আপোষেরও চেষ্টা চালান। ধামাচাপা দেওয়ার চেষ্টায় দীর্ঘ সময় ক্ষেপণের কারণে অভিযুক্তরা গা ঢাকা দিতে সক্ষম হন। অবশ্য পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ধাপাচাপা দেওয়ার অপচেষ্টা থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, শুক্রবার (২৫- সেপ্টেম্বর) সন্ধ্যায়, স্বামীকে নিয়ে ঘুরতে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ৫-৬ জন নেতাকর্মী তাদেরকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধুকে গণধর্ষণ করে তারা। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

18/09/2020

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফি আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। Prime news bd (মনে-প্রাণে বাংলা।)

13/09/2020

রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ যখন করোনার রিপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হন, তখন তার নিজ জেলা সাতক্ষীরার ভাষায় যা বললেন। দেখুন বাটপার শাহেদের একটি Funny ভিডিও। Prime news bd (মনে-প্রাণে বাংলা)

01/09/2020

Happy birthday to Sinha. (২৪/০৮/২০২০-ই) তারিখ সিনহার ১ম শুভ জন্ম বার্ষিকী। Prime news bd (মনে-প্রাণে বাংলা)

19/08/2020

মালদ্বীপ প্রবাসী স্বামীকে নিয়ে বিমানবন্দরে দুই বউয়ের মারামারি। Prime news bd (মনে-প্রাণে বাংলা)

18/08/2020

একজন রেমিট্যান্স যোদ্ধা,
ওমান প্রবাসী জাফর খুন!

গত ১২-মার্চ তিনি দেশে ছুটিতে আসেন। করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় আর বিদেশে যেতে পারেননি। গত ২৯-জুলাই ওমানপ্রবাসী জাফরের গ্রামের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নের ভাইয়ার দিঘির পাড় এলাকায় আসেন চকোরিয়া থানার ওসি হাবিবুর রহমান এবং এসআই আমিনুল ইসলাম। তারা জাফরের সঙ্গে কথা বলে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যান।

পরে চকোরিয়ার ওসি জাফরের স্ত্রীর মুঠোফোনে ফোন করে বলেন, জাফর একজন ইয়াবা ব্যবসায়ী। তাকে ছাড়াতে হলে ৫০ লাখ টাকা লাগবে। এত টাকা কোথা থেকে দেবে চিন্তায় পড়ে যায় জাফরের পরিবার। এ দিকে চকোরিয়া থানা থেকে ফোন করে বারবার বলা হয় টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়া হবে। জাফরের পরিবার প্রাণভিক্ষা চাইলেও চকোরিয়া থানা-পুলিশ তাদের কথায় কর্ণপাত করেনি।

দুই দিন পর ৩১-জুলাই পটিয়া থানা থেকে স্থানীয় এক ইউপি মেম্বারকে ফোন করে জানানো হয় জাফর চকোরিয়ায় ক্রসফায়ারে নিহত হয়েছেন। পরে জাফরের পরিবার কক্সবাজার মেডিকেল কলেজ মর্গে গিয়ে দেখেন জাফরের লাশ পড়ে আছে। পটিয়া থেকে ধরে নিয়ে যাওয়া ওমানপ্রবাসী জাফর ও দিনমজুর মোহাম্মদ হাসানের সঙ্গে চকোরিয়ার এক যুবককেও একইসঙ্গে সেদিন ৫০ লক্ষ টাকার জন্য ‘হত্যা’ করা হয়।

এই নির্মম ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার বাদী ও নিহত জাফরের মামা আহমদ নবী বলেন, ‘একজন জলজ্যান্ত মানুষকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে ক্রসফায়ারে দেবে তা হয় না। জড়িত পুলিশ সদস্যেদের বিচার চাই। যেহেতু এই হতভাগারা সেনাবাহিনীর মেজর কিংবা গুরুত্বপূর্ণ কেউ নয়, তাই এটা নিয়ে হয়তো এত বেশি হৈচৈ হবেনা।

৭১ এর প্রেতাত্মারা, হায়নারা নতুন রুপে আবারও নতুন আরেকটি ৭১ এর পুনরাবৃত্তি ঘটাতে চায়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দূর্নাম রটাতে ও সুনাম ক্ষুন্ন করতে এইসব হায়েনারা আইনের দোয়াই দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অতীতের মতোই যেন পার না পেয়ে যায়, এটাই মানবতার মা' আমাদের প্রাণের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন। Prime news bd (মনে-প্রাণে বাংলা)

17/08/2020

পুলিশের গুলিতে নিহত মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যার বিচার চেয়ে যা বললেন সহকর্মী শিপ্রা। Prime news bd (মনে-প্রানে বাংলা)

14/08/2020

শোকাবহ আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।

Videos (show all)

প্রাইম নিউজের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।
অবশেষে সিলেটে রায়হান হত্যা মামলায় অভিযুক্ত আসামি, এসআই আকবর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার! গ্রেফতারের পর যা বললেন, আকবর...
যেখানেই দূর্নীতি আর               ক্রাইম, সেখানেই প্রাইম।সিলেট এম সি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলায় ...
Happy birthday to Sinha. (২৪/০৮/২০২০-ই) তারিখ সিনহার ১ম শুভ জন্ম বার্ষিকী। Prime news bd (মনে-প্রাণে বাংলা)
যুব মহিলালীগ সভাপতি, নাজমা বেগমের কন্ঠে মন মাতানো একটি গান..আকাশের হাতে আছে একরাশ নীল। Prime news bd (মনে-প্রাণে বাংলা)
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে ও আই টি বিষয়ক উপদেষ্টা জনাব, সজীব ওয়াজেদ জয় এর আজ ৪৯-তম শুভ জন্মদিন। Prim...

Telephone

Website