Free exam service for HSC & Addmission candidates

Free exam service for HSC & Addmission candidates

পেজটি তাদের জন্য যারা নিয়মত অনলাইনে ফ্রি এক্সাম দিতে ইচ্ছুক

24/07/2023

5সে.মি ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে 10C চার্জ আছে।এর ব্যাসার্ধ 10সে.মি করলে তড়িৎ ফ্লাক্সের শতকরা পরিবর্তন কত?
ক।৫০%
খ।১৫০%
গ।৭৫%
ঘ।১০০%
ঙ।কোনোটিই নয়

18/07/2023

মিথেন গ্যাসের ক্ষেত্রে, কার্নো চক্রের ২ য় ধাপের সমীকরণ x⁴+3x³+2x²+2y-7=0, (2,3) বিন্দুতে ৩ য় ধাপের ঢাল নির্ণয় করো।

It is a brainstorming question. Try it.

17/07/2023

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দি পরমাণুক গ্যাসের চাপ ০.৫% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কমবে -
ক). ৫%
খ).৭%
গ)১%
ঘ).৪%
ঙ) কোনোটিই নয়

17/07/2023

কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যদি উৎসের তাপমাত্রা 10K বাড়ানো হয় এবং গ্রাহকের তাপমাত্রা 10K কমানো হয় তবে দক্ষতা -
ক) বাড়বে
খ) কমবে
গ) একই থাকবে
ঘ) কোনোটিই নয়

উত্তরের ব্যাখ্যা আবশ্যক।

16/07/2023

(3;4) বিন্দু থেকে x²+y²+2x+2y-7=0 বৃত্তের সবচেয়ে নিকটতম, দূরবর্তী বিন্দুর দূরত্ব এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) 5,8,3
খ)3,8,5
গ)2,8,6
ঘ)6,12,6
ঙ) কোনোটিই নয়

16/07/2023

বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
ক)শেখ হাসিনা
খ)বঙ্গবন্ধু
গ)ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ)ইলিয়াস শাহ

16/07/2023

ব্যাকটেরিয়া কোষের জটিল কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে?
ক)ক্যাপসোমিয়ার
খ)স্লাইম স্তর
গ)ফ্লাজেলা
ঘ)কোষঝিল্লি

16/07/2023

ব্যাকটেরিয়ার জিনোম কোথায় থাকে?
ক)নিউক্লিয়াস
খ)সাইটোপ্লাজম
গ)সাইটোসোল
ঘ)নিউক্লিয়অয়েড

16/07/2023

হ্যাপ্লয়েড জিবের কোথায় মায়োসিস ঘটে?
ক)জনন মাতৃকোষে
খ)জনন কোষে
গ)জাইগোটে
ঘ)দেহকোষে

16/07/2023

সরিষা গাছের পুষ্প পত্রবিন্যাসের নাম কি?
ক)মোরানো
খ)এমব্রিকেন্ট
গ)ক্রসবত
ঘ)ধ্বজক

16/07/2023

ফল লাল হয় কোনটি বেশি হলে?
ক)ক্যারোটিন
খ)জেনফোন
গ)লাইকোপিন
ঘ)বিটা সায়ানিন

16/07/2023

ব্যাটারির সাথে সংযুক্ত অবস্থায় কোন ধারকের ধারকত্ব দ্বিগুন করা হলে ধারকের বিভব কত গুন হবে?

ক. 1
খ. 2
গ. √2
ঘ.1/√2
ঙ. 1/2

16/07/2023

প্রতি ঘনমিটারে 120 mho পরিবাহীতা বিশিষ্ট একটি দ্রবনের 1 লিটারের রোধ কত?

No option!

16/07/2023

সালফিউরিক এসিড দিয়ে প্রমাণ তড়িৎদ্বার তৈরি করতে হলে এসিডের ঘনমাত্রা কত হবে?

ক. 1M
খ. 2M
গ. 0.5M
ঘ. 0.25M

16/07/2023

একটি কার্নো ইঞ্জিনের সিঙ্কের তাপমাত্রা ২৭ডিগ্রী সেন্টিগ্রেড এবং দক্ষতা ৫০% উৎসের তাপমাত্রা যত করলে দক্ষতা ৬০% হবে তা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা অপেক্ষা কত বেশি বা কত কম ? গাণিতিকভাবে দেখাও।

16/07/2023

রুদ্ধতাপীয় পরিবর্তন এ কোন রাশিটি স্থির থাকে -
ক) এনট্রপি
খ) তাপমাত্রা
গ)চাপ
ঘ) আয়তন
ঙ)তাপ

16/07/2023

সমোষ্ণ পরিবর্তন এর সময় কোনো গ্যাসের আপেক্ষিক তাপ -
ক) সর্বোচ্চ
খ) সর্বনিম্ন
গ) ধনাত্নক
ঘ) ঋণাত্মক
ঙ) ০
চ) অসীম

16/07/2023

পানির ত্রৈধ বিন্দুতে চাপ -
ক) 4.58 cm Hg
খ) 64.58 mm Water
গ) 64.58 cm Water
ঘ) কোনোটাই না

16/07/2023

স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ১ মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা ১ কেলভিন বাড়াতে কৃতকাজ -
ক) R এর মান
খ) P*dell V
গ) nR*dell T
ঘ) 0

16/07/2023

দুটি ইলেকট্রন এর মহাকর্ষ ও কুলম্ব বলের যোগফল, বিয়োগফল এবং গুণফলের সমষ্টি কত?
গানিতিকভাবে বিশ্লেষণ করো।

16/07/2023

কোনো সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেল। এতে দেখা গেল আয়তন ৭৫% বেড়ে গেছে। পরবর্তীতে সেই অবস্থা থেকে একই প্রক্রিয়ায় আয়তন বাড়ল। কিন্তু এবার ধীরে ধীরে সংঘটিত হলো৷
১ ম এবং ২ য় ক্ষেত্রে চাপের যে শতকরা পরিবর্তন হবে তার পার্থক্য বের করো।

16/07/2023

Cp এবং Cv র মধ্যে কোনটি বড়?
তাপগতিবিদ্যার ১ ম সূত্রের আলোকে বিস্তারিত বিশ্লেষণ করো।

15/07/2023

রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় সিস্টেম -
ক) গরম হয়
খ) শীতল হয়
গ) একই থাকে
ঘ) কোনোটিই নয়
উত্তরের যুক্তি তাপগতিবিদ্যার ১ ম সূত্রের আলোকে বিশ্লেষণ করো।

15/07/2023

10 Kg ভরের বস্তু ১০ মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে বিভবশক্তি কত? -
ক) 10*9.8*10
খ)0
গ) 5*9.8*10
ঘ)কোনোটিই নয়

15/07/2023

নীচের কোনটির আকার সবচেয়ে ছোট -
ক) O
খ) N
গ) C
ঘ) Li
ঙ) সবগুলোর আকারই সমান

15/07/2023

AlCl3 ডাইমারে কয়টি মুক্ত ইলেকট্রন বিদ্যমান -
ক) ১৬
খ)৮
গ) ৩২
ঘ) কোনোটিই নয়

15/07/2023

Ca পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা কত?
ক) ২০
খ) ১৮
গ)২২
ঘ) কোনোটিই নয়

15/07/2023

জুলুজি
অধ্যায়:প্রাণীর আচরণ
1. ইথোলজির জনক কে?
ক ) কার্ল ভ্রন ফ্রিস
খ) কনরেড লরেঞ্জ
গ) টিনবারজেন
ঘ) হ্যান্স পিটারস

15/07/2023

মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় তিনটি জামরুল আছে একজন লোক সবগুলো জামরুল পাড়ার জন্য একটি ঢিল নিক্ষেপ করল দেখা গেল জামরুলের অবস্থানে ঢিলের বেগ 15 m/s । সে পরবর্তীতে একটা জামরুল পাড়তে চাইল এবং পূর্বে যে শক্তিতে সে ঢিল ছুঁড়েছিল ঠিক তার চার ভাগের এক ভাগ শক্তি দিল। মাটি থেকে জামরুল গুলোর উচ্চতা কত?

15/07/2023

আমাদের পেইজে সবাইকে স্বাগতম!

Telephone

Website