Free exam service for HSC & Addmission candidates
পেজটি তাদের জন্য যারা নিয়মত অনলাইনে ফ্রি এক্সাম দিতে ইচ্ছুক
5সে.মি ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে 10C চার্জ আছে।এর ব্যাসার্ধ 10সে.মি করলে তড়িৎ ফ্লাক্সের শতকরা পরিবর্তন কত?
ক।৫০%
খ।১৫০%
গ।৭৫%
ঘ।১০০%
ঙ।কোনোটিই নয়
মিথেন গ্যাসের ক্ষেত্রে, কার্নো চক্রের ২ য় ধাপের সমীকরণ x⁴+3x³+2x²+2y-7=0, (2,3) বিন্দুতে ৩ য় ধাপের ঢাল নির্ণয় করো।
It is a brainstorming question. Try it.
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দি পরমাণুক গ্যাসের চাপ ০.৫% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কমবে -
ক). ৫%
খ).৭%
গ)১%
ঘ).৪%
ঙ) কোনোটিই নয়
কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যদি উৎসের তাপমাত্রা 10K বাড়ানো হয় এবং গ্রাহকের তাপমাত্রা 10K কমানো হয় তবে দক্ষতা -
ক) বাড়বে
খ) কমবে
গ) একই থাকবে
ঘ) কোনোটিই নয়
উত্তরের ব্যাখ্যা আবশ্যক।
(3;4) বিন্দু থেকে x²+y²+2x+2y-7=0 বৃত্তের সবচেয়ে নিকটতম, দূরবর্তী বিন্দুর দূরত্ব এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) 5,8,3
খ)3,8,5
গ)2,8,6
ঘ)6,12,6
ঙ) কোনোটিই নয়
বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
ক)শেখ হাসিনা
খ)বঙ্গবন্ধু
গ)ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ)ইলিয়াস শাহ
ব্যাকটেরিয়া কোষের জটিল কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে?
ক)ক্যাপসোমিয়ার
খ)স্লাইম স্তর
গ)ফ্লাজেলা
ঘ)কোষঝিল্লি
ব্যাকটেরিয়ার জিনোম কোথায় থাকে?
ক)নিউক্লিয়াস
খ)সাইটোপ্লাজম
গ)সাইটোসোল
ঘ)নিউক্লিয়অয়েড
হ্যাপ্লয়েড জিবের কোথায় মায়োসিস ঘটে?
ক)জনন মাতৃকোষে
খ)জনন কোষে
গ)জাইগোটে
ঘ)দেহকোষে
সরিষা গাছের পুষ্প পত্রবিন্যাসের নাম কি?
ক)মোরানো
খ)এমব্রিকেন্ট
গ)ক্রসবত
ঘ)ধ্বজক
ফল লাল হয় কোনটি বেশি হলে?
ক)ক্যারোটিন
খ)জেনফোন
গ)লাইকোপিন
ঘ)বিটা সায়ানিন
ব্যাটারির সাথে সংযুক্ত অবস্থায় কোন ধারকের ধারকত্ব দ্বিগুন করা হলে ধারকের বিভব কত গুন হবে?
ক. 1
খ. 2
গ. √2
ঘ.1/√2
ঙ. 1/2
প্রতি ঘনমিটারে 120 mho পরিবাহীতা বিশিষ্ট একটি দ্রবনের 1 লিটারের রোধ কত?
No option!
সালফিউরিক এসিড দিয়ে প্রমাণ তড়িৎদ্বার তৈরি করতে হলে এসিডের ঘনমাত্রা কত হবে?
ক. 1M
খ. 2M
গ. 0.5M
ঘ. 0.25M
একটি কার্নো ইঞ্জিনের সিঙ্কের তাপমাত্রা ২৭ডিগ্রী সেন্টিগ্রেড এবং দক্ষতা ৫০% উৎসের তাপমাত্রা যত করলে দক্ষতা ৬০% হবে তা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা অপেক্ষা কত বেশি বা কত কম ? গাণিতিকভাবে দেখাও।
রুদ্ধতাপীয় পরিবর্তন এ কোন রাশিটি স্থির থাকে -
ক) এনট্রপি
খ) তাপমাত্রা
গ)চাপ
ঘ) আয়তন
ঙ)তাপ
সমোষ্ণ পরিবর্তন এর সময় কোনো গ্যাসের আপেক্ষিক তাপ -
ক) সর্বোচ্চ
খ) সর্বনিম্ন
গ) ধনাত্নক
ঘ) ঋণাত্মক
ঙ) ০
চ) অসীম
পানির ত্রৈধ বিন্দুতে চাপ -
ক) 4.58 cm Hg
খ) 64.58 mm Water
গ) 64.58 cm Water
ঘ) কোনোটাই না
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ১ মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা ১ কেলভিন বাড়াতে কৃতকাজ -
ক) R এর মান
খ) P*dell V
গ) nR*dell T
ঘ) 0
দুটি ইলেকট্রন এর মহাকর্ষ ও কুলম্ব বলের যোগফল, বিয়োগফল এবং গুণফলের সমষ্টি কত?
গানিতিকভাবে বিশ্লেষণ করো।
কোনো সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেল। এতে দেখা গেল আয়তন ৭৫% বেড়ে গেছে। পরবর্তীতে সেই অবস্থা থেকে একই প্রক্রিয়ায় আয়তন বাড়ল। কিন্তু এবার ধীরে ধীরে সংঘটিত হলো৷
১ ম এবং ২ য় ক্ষেত্রে চাপের যে শতকরা পরিবর্তন হবে তার পার্থক্য বের করো।
Cp এবং Cv র মধ্যে কোনটি বড়?
তাপগতিবিদ্যার ১ ম সূত্রের আলোকে বিস্তারিত বিশ্লেষণ করো।
রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় সিস্টেম -
ক) গরম হয়
খ) শীতল হয়
গ) একই থাকে
ঘ) কোনোটিই নয়
উত্তরের যুক্তি তাপগতিবিদ্যার ১ ম সূত্রের আলোকে বিশ্লেষণ করো।
10 Kg ভরের বস্তু ১০ মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে বিভবশক্তি কত? -
ক) 10*9.8*10
খ)0
গ) 5*9.8*10
ঘ)কোনোটিই নয়
নীচের কোনটির আকার সবচেয়ে ছোট -
ক) O
খ) N
গ) C
ঘ) Li
ঙ) সবগুলোর আকারই সমান
AlCl3 ডাইমারে কয়টি মুক্ত ইলেকট্রন বিদ্যমান -
ক) ১৬
খ)৮
গ) ৩২
ঘ) কোনোটিই নয়
Ca পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা কত?
ক) ২০
খ) ১৮
গ)২২
ঘ) কোনোটিই নয়
জুলুজি
অধ্যায়:প্রাণীর আচরণ
1. ইথোলজির জনক কে?
ক ) কার্ল ভ্রন ফ্রিস
খ) কনরেড লরেঞ্জ
গ) টিনবারজেন
ঘ) হ্যান্স পিটারস
মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় তিনটি জামরুল আছে একজন লোক সবগুলো জামরুল পাড়ার জন্য একটি ঢিল নিক্ষেপ করল দেখা গেল জামরুলের অবস্থানে ঢিলের বেগ 15 m/s । সে পরবর্তীতে একটা জামরুল পাড়তে চাইল এবং পূর্বে যে শক্তিতে সে ঢিল ছুঁড়েছিল ঠিক তার চার ভাগের এক ভাগ শক্তি দিল। মাটি থেকে জামরুল গুলোর উচ্চতা কত?
আমাদের পেইজে সবাইকে স্বাগতম!