Tea Story BD
"Tea" Straight out from Sreemangal (The Tea Capital)
Winter... Chills
A cup of tea will escalate your thrills.
Order at home in our inbox
The best straight from Srimangal
⚜️Premium Tea Gold⚜️.
Its smell and taste are incomparable ☕.
The price is also within reach.
⚜️500g-350/-
⚜️1kg-650/-
আপনার দিনের শুরু হোক আমাদের প্রিমিয়াম 'টি গোল্ড' এর এক কাপ দারুণ চায়ের সাথে☕।
ঘরে বসে অর্ডার করে ফেলুন আমাদের ইনবক্সে 🥰
সরাসরি শ্রীমঙ্গল থেকে সেরা
⚜️প্রিমিয়াম টি গোল্ড⚜️।
যার ঘ্রান আর স্বাদ অতুলনীয় ☕।
দামটাও একদম হাতের নাগালে-
⚜️৫০০গ্রাম-৩৫০/-
⚜️১কেজি-৬৫০/-
#চাপাতা #চা_পাতা #চা #গ্রিন_টি
Raindrops and tea cups, the soundtrack of a peaceful day☕☔️☕☔️
চায়ের বাগানে বসে এরকম এক কাপ চা দিয়ে যদি সকালের শুরু হয় তবে কেমন হয় বলুনতো? ☕☕☕☕
এরকম এক কাপ চা খেতে ঘরে বসে অর্ডার করে ফেলুন আমাদের ইনবক্সে 🥰
সরাসরি শ্রীমঙ্গল থেকে সেরা
⚜️প্রিমিয়াম টি গোল্ড⚜️।
যার ঘ্রান আর স্বাদ অতুলনীয় ☕।
দামটাও একদম হাতের নাগালে-
⚜️৫০০গ্রাম-৩৫০/-
⚜️১কেজি-৬৫০/-
#চাপাতা #চা_পাতা #চা #গ্রিন_টি
এরকম প্রিমিয়াম দানার এক কাপ চা দিয়ে শুরু হোক আপনার সকাল।
সরাসরি শ্রীমঙ্গল থেকে সেরা ⚜️প্রিমিয়াম টি গোল্ড⚜️।যার ঘ্রান আর স্বাদ অতুলনীয় ☕।
দামটাও একদম হাতের নাগালে-
⚜️৫০০গ্রাম-৩৫০/-
⚜️১কেজি-৬৫০/-
#চাপাতা #চা_পাতা #চা #গ্রিন_টি
সকালে এক কাপ ধোয়া উঠা কড়া লিকারের পারফেক্ট চা মিস করছেন?
আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সরাসরি শ্রীমঙ্গল থেকে সেরা ⚜️প্রিমিয়াম টি গোল্ড⚜️।যার ঘ্রান আর স্বাদ অতুলনীয় ☕।
দামটাও একদম হাতের নাগালে-
⚜️৫০০গ্রাম-৩৫০/-
⚜️১কেজি-৬৫০/-
#চাপাতা #চা_পাতা #চা #গ্রিন_টি
Hello .
Discount! Discount! Discount!
Eid & boishakhi dhamaka discount on 😍😍
Price only 850 taka
Joldi order kore felen...
Size- 36-46
sob size 1 piece korei ase. 🥰🥰
⭕"মাত্র ৫০০০ টাকা নিয়ে শুরু করেছিলাম। মাত্র একবছরে আমার ডেইলি সেল লাখ টাকা।" ⭕ এরকম অনেক পোস্ট অনেক জায়গায় পাওয়া যায়। আর যেগুলো দেখে মানুষ হুমড়ি খেয়ে মাত্র ৫০০০ টাকা নিয়েই নেমে যায় মাঠে 🙂 পেজ খুলে ফেলে..‼️ এখন কথা হচ্ছে এক বছরে সেই পোস্ট দাতার মত সবাই লাখ টাকার সেল করতে পারেনা। তাহলে?? সে কি মিথ্যা বলেছে?? না.. ❤️
‼️সত্যই সে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিলো। কিন্তু আপনি শুধু এটুকুই জেনেছেন।‼️
👉 তার ওয়ে অব মার্কেটিং, তার স্ট্রাটেজি, তার সোর্সিং আইডিয়া, তার রিস্ক নেয়ার সাহস, তার ডেডিকেশন কোনোটাই আপনি জানতে পারেন নি।
👉 সে প্রথম বার ৫০০০ টাকা নিয়ে শুরু করার পরের মাসেই ব্যাংক লোন ৫০০০০ টাকা নিয়ে ইনভেস্ট করেছে।এটা আর আপনি জানতে পারেন নি। কিন্তু সে জানে বিজনেস এ ইনভেস্ট লাগবেই।❤️ সে প্রথম মাসেই বুঝেছে তাকে দিয়ে হবে এবং এইজন্য তাকে আরো টাকা ইনভেস্ট করতেই হবে। সাহস নিয়ে সে ৫০ হাজার টাকা ইনভেস্ট করে ফেলেছে। তাহলে ততক্ষনে তার ইনভেস্ট ৫৫০০০ ‼️ এদিকে ৫০০০ টাকা দিয়ে আপনি শুরু করার পর প্রথম মাসে আপনার আত্নীয় স্বজন, বন্ধু বন্ধব, প্রতিবেশি আপনার পণ্য কিনলো। আপনি এতে খুশি হয়ে গেলেন ভাবলেন সেল তো ভালোই! প্রফিট যা হলো ইনকাম ভেবে ফেললেন। হোচট খেলেন আত্নীয়দের যখন কেনাকাটা শেষ হলো। এদিকে প্রফিট দিয়েও ডিনার পার্টি করে ফেলেছেন ‼️ কিন্তু না। ঐ ব্যাক্তি প্রথম ৬ মাস বিজনেস এর টাকায় জুস ও খায়নাই 😇😇
আর খেলেও সেটা পণ্যের দামের মধ্যে ইনক্লুড করে সেটার উপর প্রফিট তুলেছে। কারণ এটাই নিয়ম। 😅এদিকে আপনি কিন্তু প্রাইসিং সিস্টেম ও জানেন না 🤥 কেনা দামের সাথে ২০০ টাকা যোগ করে বেঁচলেই আপনি খুশি।
👉সেই লাখপতি দ্বিতীয় মাসে ব্যাংক লোন নিয়ে প্রথমে একটা ভালো ফোন কিনেছে পণ্যের ছবি তুলতে। এটাই তার ইনভেস্টমেন্ট পলিসি ❤️😇 আপনি ভাবছেন সাপ্লাইয়ারের ছবি, অন্য পেজ এর ছবি, আর নিজের কোনোরকম ফোন টা দিয়ে তোলা কোনোরকম ছবি দিয়েই চালায় দিবেন 🤥🤥।অথচ তার ছবি ঝকঝকে হওয়াতেই তার সেল রাতারাতি দ্বিগুন হয়ে গেছিলো। ❤️
তাই ব্যবসা করতে মূলধন লাগেনা এই বোকা কথায় কান দিয়েন না। কারণ প্রথম ৫০০০ এর পরের ৫০০০০ এর গল্প আপনাকে কেউ বলবেনা, এক। আর দুই, তাকে দেখে আপনি শুরু করলে আপনাকে দেখে কেউ কোনোদিন শুরু করতে পারবেনা। 😄 নিজে বুঝুন, বুঝে শুরু করুন। আপনি কি পারবেন, আপনার সোর্সিং কতটুকু অথেনটিক, কতটুকু রিস্ক নিতে পারবেন, কতটুকু ডেডিকেশন দিতে পারবেন বুঝে তারপর শুরু করুন। ৫০০০ টাকা জমানো থাকলেই শুরু করে এই টাকাটাও নষ্ট কইরেন না।😐😐
post Credit :Humayra kabir
এরকম হুজুকে মাতাল ব্যবসায়ীদের জন্য অনেকের ব্যবসা করার সাহসই হারিয়ে যায়। সবথেকে বড় সমস্যা করেন এরা প্রোডাক্ট প্রাইসিং নিয়ে 🙂
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পেজ থেকে ঈদের কেনা কাটা শুরু হয়ে গেছে।
Discount! Discount! Discount!
Waiting is over!!
Matha noshto discount on kurtis!
price janar jonno picture e click korun!!
Hello ladies!!!
Huge discount on Kurtis will be announced very soon🥳🥳🥳
Sooo keep your eyes on our page ❤️❤️❤️❤️🎊🎊🎊🎊
টাকা উড়ানো সহজ,উপার্জন নয়! বাস্তব জীবনের শিক্ষনীয় গল্প:....................................................................................................
ঘটনাটি ১৯৯৭ সনের, আমি আমার শিল্পপতি বাবা লোহানী সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী। তখন আমি এ লেভেলের ছাত্র। একে তো শিল্পপতির ছেলে তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করি ভাবই আলাদা। ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি, ট্যুর, নতুন নতুন ড্রিংকস করা, সব কিছু মিলিয়ে অন্য রকম একটা মাস্তির লাইফ কাটছিল।
বন্ধুদের মধ্যে আমার লিডার লিডার একটা ভাবছিলো। তার কারন আমি সবচেয়ে বেশি খরচ করতাম। একদিন প্লান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ড যাব ট্যুরে। আর আমার এইবারের বার্থডে সেখানেই সেলিব্রেট করবো। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরীব তাদের খরচ আমাকে বহন করতে হবে।
আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। বাবার সামনে যেতেই আমি কিছু বলার আগে বাবা বললো এমাউন্ট কতো?? না মানে বাবা সামনে আমার জন্মদিনতো তাই মানে এই আর কি। বাবা উচ্চ স্বরে রেগে গিয়ে বললো আমি তোমাকে জিজ্ঞেস করেছি এমাউন্ট কত?? ২ লক্ষ বাবা। হুম!!!
জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি। জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছ, তোমার জন্মদিনে মাত্র ২ লক্ষ টাকা খরচ হবে কম হয়ে গেলনা??? এর মধ্যে মা চলে আসছে। কি হয়েছে?? আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সব কিছুইতো একদিন ওর হবে। দিয়ে দাও, ওর মনে কষ্ট দিওনা।আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দ্বায়িত্ব দিয়ে নেমে পরি। তখন কেমন হবে তুমিই বল?
শোন রবিনের মা এই সম্পদ একদিনে আসেনি। এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয়। ঠিক আছে আমি তোমার ছেলেকে ২ লক্ষ টাকা দিব যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে ২০০ টাকা উপার্জন করে এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি মাত্র ২০০ টাকা লুল, বাবা আগামী কালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেয়ার মতো যোগ্য হয়েছি।
পরের দিন সকাল ৭ টায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি যে বিরক্ত লাগছিল মাত্র ২০০ টাকার জন্য এতো সকালে ঘুম থেকে উঠতে হবে?? রেডি হয়ে একে বারে ফুল বাবু সেজে ২০০ টাকা উপার্জন করতে বের হয়েছি। পকেটে এক টাকাও নাই সাথে বাবা একজন স্পাইও দিয়েছে।
ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পরে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই। কার কাছে থেকে ধার করতে পারছি না, কারো সাহায্য নিতে পারছিনা। ভিক্ষাও করতে পারবো না। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম, মনে মনে ভয়ও পাচ্ছিলাম অনেক মানুষ আছে রিক্সাওলার গায়ে হাত তুলে যদি আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে??
তখনি বিবেক আমাকে বুঝিয়ে দিল রিক্সাওয়ালাও আমারি মতো মানুষ। তাদের গায়ে হাত তুলা অন্যায়। রিক্সার গ্যারেজে গেলাম কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দিবেনা। হঠাৎ মাথায় বুদ্ধি এলো রিক্সা না পেয়েছিতো কি হয়েছে রিক্সা ঠেলতেতো পারবো। আমি আমার বাবার ছেলে এতো সহজে হার মানবোনা। তখন উচুঁ উচুঁ ব্রিজগুলোকে পেছন থেকে একজনকে রিক্সাওলার সাথে ঠেলে উঠিয়ে দিতো হতো। বিনিময়ে যাত্রীরা ১ টাকা করে দিতো।
জীবনে কোন কাজ করিনি, এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি। আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলেছি, এই ভাবে ১ ঘন্টায় ১০ টা রিক্সা ঠেলে ১০ টাকা উপার্জন করেছি, ১১ নাম্বার রিক্সা ঠেলতে গিয়ে পরে হাঁটু ছিলে গেল। আবার উঠে দাড়ালাম। যখন যাত্রী আমার হাতে ১ টাকার একটা কয়েন দিচ্ছিল তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো। ঘন্টা খানেক পর হাঠুর ব্যথা আরো তিব্র হতে লাগলো।
সন্ধ্যা পর্যন্ত গুনে দেখি মাত্র ৪০ টাকা হয়েছে। আর পারছি না। প্রচন্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে, আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে। অবশেষে ৪০ টাকা নিয়ে বাড়ি ফিরে গেলাম। বাবার সামনে গিয়ে দাড়ালাম ৪০ টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি পারিনি বাবা। ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঠুর কাছে ছেঁড়া পেন্ট দেখে বাবাও হয়তো কেঁদে দিবে। হয়তো আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিবে।
না সে এগুলো কিছুই করেনি। বরং আমাকে বললো এখন আমার সাথে ধানমন্ডি থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে, কোন প্রশ্ন না।
আমি অবাক হলাম। এখন মনে হচ্ছে তিনি সত্যিই একজন ব্যবসায়ী। এরপরেও প্রশ্ন করলাম বাবা হেঁটে কেন। তিনি বললেন বাবা আমিতো আজকের এই পজিশনে এই ভাবে একটু একটু করেই এগিয়ে এসেছি। গাড়ি বা বিমানের গতিতে আসিনি। তুমিতো মাত্র একদিন কষ্ট করছো। একটু ধৈর্য ধর।
বাবাকে কি করে বুঝাই আমার ক্লান্তির কথা। এর চাইতে মৃত্যু যন্ত্রণা অধিক শ্রেয়। বাবা আমার হাত ধরে হাটতে হাটতে রাত তিনটায় আমরা ব্রিজ উঠলাম। শান্ত নদী ব্রিজে আমি আর বাবা। ব্রিজের রেলিং ধরে দাড়িয়ে বাবা আমাকে বললো দেখ রবিন নিচের কেমন অথৈই পানি টলমল করছে। তুমি আমার হাতে ৪০ টাকা দিয়েছে তাই না!!
জ্বি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি রবিন এই টাকা গুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে। এখন তোমাকে যা বলি শোন। আমি জানি আমার ছেলে ছোট বেলা থেকেই ম্যাথমেটিক্সে খুবই ভাল। তাহলে ভাল গুনতেও পারো আশা করি। এখন আমি তোমার উপার্জনের ৪০ টাকা দূরে পানিতে ছুড়ে ফেলবো আর তুমি বলতে থাকবে বাকি কয়টা রইলো।
বাবার কথা শুনে আমার চোঁখে আবার পানি চলে আসলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুড়ে ফেলে বললো রবিন এখন কয়টা রইলো। আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা ৩৯ টা। এই ভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনের প্রথম উপার্জিত এতো কষ্টের সব গুলো টাকা পানিতে ফেলতে লাগলো আমি এক এক করে গুনছি।
এমন একটি পরিস্থিতির বর্ননা দেয়ার ভাষা আমার জানা নেই। শুধু জানি আমার চোঁখ থেকে ঝরে পরা প্রতিটি অস্রু যেন কেরোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাবা আমার গায়ে কোন দিন হাত তুলেননি, কোন দিন একটা বকাও দেয়নি, আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছে। শেষের টাকাটা বাবা ফেললোনা।
তারপর বললো রবিন তোমার উপার্জনের ৪০ টাকা আজকে আমি নষ্ট করাতে তুমি কাঁদলে, আর আমার কতো টাকা তুমি এইভাবে নষ্ট করেছো কোথায় আমিতো একবারও কাঁদিনি। তোমার অনুভুতিতে যেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনি অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য। তোমার শেষের টাকা আমি রেখে দিলাম এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা এক জন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি।এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখবো।
তুমি কাল তোমার মায়ের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে নিও। বাবার এই কথা গুলো শুনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল। আবেগ আর ধরে রাখতে পারছিলাম না। আমি বাবাকে জরিয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বললাম বাবা আমার টাকা লাগবে না।আমি এতো দিন স্কুলে কলেজে কিছুই শিখিনি, যেটা তুমি আজকে শিখালে।তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারেনা। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।
(সংগৃহীত)
51taka! 51taka! delivery charge 🥳🥳🥳
Please join & share
Live e aschi 5 minutes er moddhe 💜💜💜
আজকে রাত ৯ টায় গহনার একটা ছোট্ট লাইভ করবো। সাথেই থাকবেন আশা করি💜💜💜💜।
দোয়া করেন যেনো সময়মত আসি😛
Happy women's day to all beautiful butterflies 💜💜💜
Hello apajan raaaa!!!
Onek sahos kore kichu jewellery niye aschi. Pic upload korar sathe sathe sobai niye stock out kore diyen. Thik aseee😁😁😁😁🥰😍.
Hello apuraaaa❤️❤️❤️
Page e ki ornaments anbo naki?
Bolento?
Cute review alhamdulillah🥰🥰
ফাল্গুনের স্টক কিন্তু প্রায় শেষ আপা ভাইয়ারা🤧🤧
পরে সাইজ না পেলে আমাকে বকা দিয়েন না। যার যেটা লাগবে জলদি জলদি ইনবক্স করেন।
ফাল্গুন অফার 🎉🎉🎉
৫৫০/- থেকে শুরু
ফাল্গুন উপলক্ষে থাকছে বিশেষ Discount 😍
লাইভে আসবো ইনশাল্লাহ রাত ৯ টায়। ফাল্গুন আর ভালবাসা দিবসে ধামাকা অফার প্রাইস তো থাকছেই সাথে আরও ডিসকাউন্ট ও আছে 🎉🎉🎉🎉🥳🥳🥳
Kemon hoy jodi ei falgun r valantine e 600-800 r moddhe posonder ready kurti paoa jay!!!!!!!!!
ki bolen??😍😍😍😍
🇧🇩বিজয়ের মাসের বিশেষ অফার🇧🇩
আনারকলি প্যাটার্ন কুর্তি
বাজেট ফ্রেন্ডলি!!!
একসাথে ২টা অর্ডার করলেই মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ভেতর ডেলিভারী চার্জ ১৬/- টাকা মাত্র!!!
❤ দাম জানতে ছবিতে ক্লিক করুন ❤
বিঃ দ্রঃ ফোনের লাইটের কারণে রঙের কিছুটা তারতম্য হতে পারে।
#বিজয়_অফার
িসেম্বর
#১৬টাকা_ডেলিভারি_চার্জ
#বিজয়দিবস
🇧🇩বিজয় দিবসের বিশেষ অফার🇧🇩
আনারকলি প্যাটার্ন কুর্তি
বাজেট ফ্রেন্ডলি!!!
একসাথে ২টা অর্ডার করলেই মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ভেতর ডেলিভারী চার্জ ১৬/- টাকা মাত্র!!!
❤ দাম জানতে ছবিতে ক্লিক করুন ❤
বিঃ দ্রঃ ফোনের লাইটের কারণে রঙের কিছুটা তারতম্য হতে পারে।
#বিজয়_অফার
িসেম্বর
#১৬টাকা_ডেলিভারি_চার্জ
#বিজয়দিবস
🇧🇩বিজয় দিবসের বিশেষ অফার🇧🇩
আনারকলি প্যাটার্ন কুর্তি
বাজেট ফ্রেন্ডলি!!!
একসাথে ২টা অর্ডার করলেই মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ভেতর ডেলিভারী চার্জ ১৬/- টাকা মাত্র!!!
🇧🇩বিজয় দিবসের বিশেষ অফার🇧🇩
আনারকলি প্যাটার্ন কুর্তি
বাজেট ফ্রেন্ডলি!!!
একসাথে ২টা অর্ডার করলেই মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ভেতর ডেলিভারী চার্জ ১৬/- টাকা মাত্র!!!
#বিজয়_অফার
িসেম্বর
#১৬টাকা_ডেলিভারি_চার্জ
#বিজয়দিবস
আরামদায়ক ও বাজেট ফ্রেন্ডলি সিঙ্গেল কামিজ "আংরাখা"
দাম মাত্র ৫৫০/-
সাইজ- ৩৮,৪৪,৪৬
অর্ডার করতে পেজে ইনবক্স করুন।
৩ টা একসাথে অর্ডার করলেই ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ফ্রি!!
বিঃ দ্রঃ ফোনের ডিসপ্লে অথবা লাইটের কারণে রঙের কিছুটা তারতম্য হতে পারে।
আরামদায়ক ও বাজেট ফ্রেন্ডলি সিঙ্গেল কামিজ "আংরাখা"
দাম মাত্র ৫৫০/-
সাইজ- ৩৬-৪৬
অর্ডার করতে পেজে ইনবক্স করুন।
৩ টা একসাথে অর্ডার করলেই ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ফ্রি!!
বিঃ দ্রঃ ফোনের ডিসপ্লে অথবা লাইটের কারণে রঙের কিছুটা তারতম্য হতে পারে।
Hello assalamualaikum!
মাত্র ৫৫০ থেকে শুরু❤️❤️
ধামাকা অফারে আংরাখা আর সেমি ফ্রক!
একসাথে ৩ টা অর্ডার করলেই ঢাকার ভেতর ডেলিভারী চার্জ ফ্রি!
লাইভে আসবো আজ রাত ৯:০০ টায় ইনশাল্লাহ
😍🥰
মাথা নষ্ট করা দাম!!!
সিঙ্গেল কামিজ আংরাখা কাট এবং সেমি ফ্রক মাত্র 550/- 650/- টাকা !!!
সাইজ- ৩৬-৪৬
অর্ডার করতে পেজে ইনবক্স করুন।
৩ টা একসাথে অর্ডার করলেই ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ফ্রি!!
বিঃ দ্রঃ ফোনের লাইটের কারণে রঙের কিছুটা তারতম্য হতে পারে।
Kotobar r dr. change kora jay?😁
মাথা নষ্ট করা দাম!!!
সিঙ্গেল কামিজ আংরাখা কাট মাত্র 550/- 650/- টাকা !!!
সাইজ- ৩৬-৪৬
অর্ডার করতে পেজে ইনবক্স করুন।
৩ টা একসাথে অর্ডার করলেই ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ফ্রি!!
বিঃ দ্রঃ ফোনের লাইটের কারণে রঙের কিছুটা তারতম্য হতে পারে।
Videos (show all)
Telephone
Website
Opening Hours
Monday | 09:00 - 22:00 |
Tuesday | 09:00 - 22:00 |
Wednesday | 09:00 - 22:00 |
Thursday | 09:00 - 22:00 |
Friday | 09:00 - 22:00 |
Saturday | 09:00 - 22:00 |
Sunday | 09:00 - 22:00 |