Charfassion Orphanage

Charfassion Orphanage

Our mission is to provide a home for boys aged from 6 to18 who have been orphaned. We ensure that th

26/06/2024

আমাদের হাসি মুখ দেখে হয়তোবা আপনারা ভাবেন আমরা ভালো আছি। আসলে আছি ভালোই। আমরা এতিম, আমাদের বাবা-মা ছাড়াও এমন কেউ নেই যে আমাদের দায়িত্ব নিবে, দুমুঠো ভাত দিতে পারে। তাই আমরা ভাবি আরও খারাপ থাকতে পারতাম। এখন খেতে পারি, মাথার উপরে ছাদ আছে কিন্তু আমাদের এতিমখানায় সুযোগ সুবিধার অনেক অভাব। ব্যাক্তিগত ভাবেই বছর এর পর বছর আমাদের এতিমখানা চলছে।

আমাদের এ. এইচ. এম মাঈনুদ্দিন আহমেদ জাহাঙ্গীর স্যার যতদিন আমাদের মাঝে বেচেঁ ছিলেন, তিনি অনেক কষ্ট করেছেন আমাদের নিয়ে। তিনি আমাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে দেশে বিদেশে বিভিন্ন মানুষ আর সরকারি বেসরকারি সংস্থাদের আমাদের কথা জানাতেন। তিনি ছিলেন আমাদের ছায়া। কখনও বাবা, কখনও শিক্ষক, কখনও ভাই আর কখনও বন্ধু হয়ে আমাদের আগলে রাখতেন। তখন আমাদের মনে হতোনা আমরা এতিম। আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।

এখন স্যার এর সহধর্মিণী দিলরুবা হায়দার ম্যাডাম আমাদের সবার দায়িত্ব নিয়েছেন। তিনি আমাদের তার তিন সন্তানদের মতনই আগলে রাখছেন।

কিন্তু আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে আমাদের মতন এতিম, যারা নামে মাত্র সুবিধায় বেচেঁ আছি তারাও অন্য সব শিশুদের মতন সকল সুযোগ সুবিধা নিয়ে সুস্থ ভাবে বেড়ে ওঠে শুধু নিজেদের জন্যই না, দেশ ও মানুষের জন্যেও কিছু করতে পারবো, ইনশাআল্লাহ।

আমাদের পাশে থাকবেন আর যদি সময় হয়, চরফ্যাশন এতিমখানায় দুইদিন থেকে যাবেন আমাদের সাথে।
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

22/06/2024

(মা, মারে..তুমি কেমন আছো? কৈ আছো? আমার এখানে সবই আছে তবুও ভালো লাগেনা। এখানে আমার অনেক বন্ধু আছে। সবাই আমাকে অনেক আদর করে। আমি পেট ভরে ভাত খাই, স্কুলে যাই আর বন্ধুদের সঙ্গে অনেক খেলাধুলা করি কিন্তু তবুও আমার প্রায়ই ভালো লাগেনা মা। তোমাকে অনেক দেখতে ইচ্ছা করে। রাতে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করে মা। তুমি কি কখনোই আসতে পারবানা মা????)

ওদের এই শুন্যতা আমরা দূর করতে পারবোনা কিন্তু আমরা সবাই যদি এগিয়ে আসি ওদের জীবনটা একটু সুন্দর করতে পারি।

আশা রাখছি আপনারা সবাই ওদের পাশে থাকবেন।
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

17/06/2024

Abdur Rahman had feet surgery last month at Dhaka, and it was successful. He will be back to the orphanage end of this month. Please pray for his quick and full recovery.
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

16/06/2024

আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক।
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

Photos from Charfassion Orphanage's post 05/06/2024

প্রতি মাসে যার যার জন্মদিন তাদের এক সঙ্গে একদিন আমাদের "চরফ্যাশন এতিমখানাতে" জন্মদিন পালন করা হয়ে থাকে।
ওদের তো না আছে বাবা-মা আর না আছে আপনজন। তাই ওদের মুখে একটু হাসি ফুটাতে আমাদের এই আয়োজন হয় প্রতি মাসে।
আপনারা চাইলে ওদের খুশিতে অংশ নিতে পারেন।
আমাদের পাশে থাকবেন আর প্লিজ আমাদের পেইজ বা পোস্ট শেয়ার করে অন্যদের এই অসহায় বাচ্চাদের কথা জানাবেন আশা রাখছি। আল্লাহ তায়ালা আমাদের সবার ছোট বড় সকল ভালো কাজ কবুল করুক, আমিন।

20/05/2024

সাদকায়ে জারিয়া হিসাবে এতিমখানায় দান করুন 👍

13/05/2024

তানজিনা আপু রোজার মাসেও একদিন বাচ্চাদের ইফতার করিয়েছেন আর ২ দিন আগে আমাকে ইনবক্সে জানিয়েছেন যে একবেলা বাচ্চাদের খাবার খাওয়াতে শরিক হতে চান।

তাই গতকাল দুপুরের ওদের ডাল ভাতের সঙ্গে আপুর দেয়া টাকা দিয়ে সবাইকে ডিম দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা আপুর দান কবুল করুক, আমিন।

এভাবে ভেঙে বলছি আপনাদের কে বুঝানোর জন্য যে আপনি আল্লাহ তায়ালার রহমত এর আশায় বাচ্চাদের জন্য যাই দেবেন সেটা কম হোক বা বেশি, আমরা সেটা দিয়েই বাচ্চাদের মধ্যে ভাগ করে দেই। আর যে দান করেন তার জন্য মিলাদ পড়ে তারপরেই বাচ্চারা খাবার খায় বা দান কবুল করে, আলহামদুলিল্লাহ।

14/04/2024

পবিত্র রমজানের মাসে যারা আপনারা এই অসহায় বাচ্চাদের ইফতার এর আয়োজনে ভূমিকা রেখেছেন তাদের মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই। আল্লাহ তায়ালা আপনাদের দান কবুল করে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন করে দিক, আপনাদের সুস্থটার নেয়ামত দান করুক, আমিন।

Photos from Charfassion Orphanage's post 01/04/2024

অন্যায় করলে এক সময় শাস্তি পেতেই হবে, এটাই বিধান কিন্তু এই বাচ্চারা তো কোন অন্যায় করেনি তবুও সারাজীবন তাদের এতিম হবার শাস্তি পেয়ে যেতে হবে, যদি আমরা এদের পাশে না থাকি।

আব্বু যাবার পর থেকে আমি এখন বুঝি এতিম হবার অনুভূতি কি। মনে হয় আমার আশ্রয় আমার মোটিভেশন হারিয়ে গেছে। কেউ নাই যে আমার জন্যে শক্ত খুঁটি হয়ে দাঁড়াবে।

অনেক বছর থেকেই আব্বু একটু অসুস্থ ছিলো কিন্তু তার সমাজ সেবা আর বাচ্চাদের জন্যে কাজ কিছুতেই থামেনি। সময় পেলেই ছুটে যেত ওদের কাছে আর সারাদিনই সিরাজ মামার সঙ্গে কথা চলতো এতিমখানা নিয়ে। আব্বু বলতো তার শেষ সময়ে, বাচ্চাদের কাছে চলে যাবে। সে ইচ্ছে আব্বুর পূরণ হয়নি কিন্তু এখনও যখনই এতিমখানায় যাই মনে হয় আব্বু ওখানেই আছে।

আব্বুর অনেক ত্যাগের গল্প রয়ে গেছে এই এতিমখানার সঙ্গে। তাই সন্তান হিসেবে আর একজন মানুষ হিসেবে যারা এই পোস্টটি পড়বেন, তাদের বলবো, একবার হলেও আমাদের এই এতিমখানার ব্যপারে জানবেন, সম্ভব হলে নিজের সাধ্য অনুযায়ী এই অসহায় বাচ্চাদের পাশে দাড়াবেন, এদের জীবনের বাস্তবতার শাস্তি থেকে তাদের রক্ষা করবেন, প্লিজ।

- রেহনুমা সুলতানা

ছবি: গতকালের ইফতারের ( যারা ওদের পাশে আছেন, তাদের জন্য প্রতিদিন বাচ্চাগুলো হাত তুলে আল্লাহ তায়ালার কাছে)
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

Photos from Charfassion Orphanage's post 28/03/2024

নিস্পাপ শিশুদের দোয়ার উছিলায় হয়তোবা আপনার আমার গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দিবেন অথবা কঠিন কোন বিপদ থেকে রক্ষা করবেন, আমিন।

আপনার আমার দোয়া কবুল না হতে পারে কিন্তু এই অসহায় এতিম বাচ্চাদের দোয়া আল্লাহ তায়ালা অবশ্যই কবুল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা মহান।

যারা আপনারা এই অসহায় বাচ্চাদের ইফতার এর জন্য এগিয়ে এসেছেন তাদের কে অনেক ধন্যবাদ। প্রতিদিন আপনাদের সবার জন্য দোয়া করা হয়। আল্লাহ তায়ালা আপনাদের দান কবুল করুক, আমিন।

আপনারাও যদি এই পবিত্র রমজান মাসে এতিম অসহায় বাচ্চাদের ইফতার করাতে চান আমাদের বিকাশ করতে পারেন। একদিনে ৮০ জন এতিম শিশুদের ইফতার বাবদ খরচ ১,১০০ টাকা।
বিকাশ নাম্বার: 01534500127

Photos from Charfassion Orphanage's post 26/03/2024

রুকসার আপু নিজের যাকাতের টাকা প্রতি বছর চরফ্যাশন এতিমখানাতে দেন, আলহামদুলিল্লাহ। ওনার যাকাত আল্লাহ তায়ালা অবশ্যই কবুল করবেন, আমিন।

যাকাতের টাকা এতিমদের ভরন-পোষনে ব্যয় করার ক্ষেত্রে দেয়া যাবে। কিন্তু মাদ্রাসা বা এতিমখানার যে কোনো ধরণের কাজে ব্যয় করা যায় না। যেমন ভবন নির্মাণে যাকাততের টাকা ব্যয় করা যায় না।

তাই যখন যাকাত প্রদান করবেন, তখন উল্লেখ করবেন যে আমি এটা যাকাতের টাকা দিতে চাই। তাহলে এতিমখানা কর্তৃপক্ষ সেই টাকা যাকাতের ফাণ্ডে যোগ করবেন।
বিকাশ নাম্বার: 01534500127

Photos from Charfassion Orphanage's post 24/03/2024

যারা আপনারা এই অসহায় বাচ্চাদের ইফতার এর জন্য এগিয়ে এসেছেন তাদের কে অনেক ধন্যবাদ। প্রতিদিন আপনাদের সবার জন্য দোয়া করা হয়। আল্লাহ তায়ালা আপনাদের দান কবুল করুক, আমিন।

আপনারাও যদি এই পবিত্র রমজান মাসে এতিম অসহায় বাচ্চাদের ইফতার করাতে চান আমাদের বিকাশ করতে পারেন। একদিনে ৮০ জন এতিম শিশুদের ইফতার বাবদ খরচ ১,১০০ টাকা।
বিকাশ নাম্বার: 01534500127

Photos from Charfassion Orphanage's post 22/03/2024

"জোসিম মনি" আপু তার শ্বশুর, শ্বাশুড়ি, আর মায়ের নামে দোয়া চেয়ে বাচ্চাদের ইফতার এর আয়োজন করেছিলেন এবং নিজের যাকাতের টাকাও এতিমখানাতে দান করেছেন, আলহামদুলিল্লাহ।

আপনারাও যদি এই পবিত্র রমজান মাসে এতিম অসহায় বাচ্চাদের ইফতার করাতে চান আমাদের বিকাশ করতে পারেন। একদিনে ৮০ জন এতিম শিশুদের ইফতার বাবদ খরচ ১,১০০ টাকা।
বিকাশ নাম্বার: 01534500127

15/03/2024

যাকাতের টাকা দিয়ে আপনারা ওদের পাশে থাকতে পারেন। অথবা যদি এই পবিত্র রমজান মাসে এতিম অসহায় বাচ্চাদের ইফতার করাতে চান তাহলে আমাদের বিকাশ করতে পারেন। একদিনে ৮০ জন শিশুদের ইফতার বাবদ খরচ ১,১০০ টাকা।
বিকাশ নাম্বার: 01534500127
( বিকাশ করে আমাদের ইনবক্সে জানাবেন প্লিজ। কারণ ইফতার করবার আগে এই ছোট বাচ্চারা আল্লাহ তায়ালার কাছে হাত তুলে যখন দোয়া করবে তখন সেই দোয়ায় আপনিও থাকবেন, আলহামদুলিল্লাহ)
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

HOME | Charfassion 15/03/2024

রমজানের পবিত্র মাসে আমরা অনেকেই দান করে থাকি আল্লাহ তাআলার রহমত বেশি পাবার আশায়। এতিম বাচ্চাদের জন্য যদি হয় আপনার সেই দান তবে তো আলহামদুলিল্লাহ।
একটি বাচ্চার খাবার, পড়াশোনা, চিকিৎসা সহ আর সকল আনুসাঙ্গিক খরচ বাবদ মাসিক ৪,৫০০ টাকা খরচ পরে।
এই রমজানে না হয় নিজের সাথে ওদের কথাও ভাবি। আল্লাহ তাআলা মালিক।
আসুন, তাদের পাশে এসে দাঁড়াই। এই রমজানের পবিত্র মাসে আপনি যদি একটি বাচ্চার দায়িত্ব নিতে চান, তবে আমাদের ইনবক্স করুন।
Please visit our website:
https://www.charfassionorphanage.com/

HOME | Charfassion Our mission is to provide a home for up to 70 boys aged from 6 to 18 who have been orphaned and who are unable to be brought up within their natural family. An orphan is categorised in Bangladesh as a child who has no father. Single mothers are invariably poor and find it difficult to look after a...

16/01/2024

ওদের দেখলে একটু থমকে যাই, ভাবি আমি কি আসলেই ভালো নেই? হয়তোবা চাওয়া আর পাওয়ার মাঝে অনেক দূরত্ব থেকে গেছে কিন্তু আমি কি ওদের মতন এতটাই অভাগা??
একদিন সন্ধার কথা, সেদিন আমি চরফ্যাশন এতিমখানায়। হঠাৎ খুব জোড়ে কান্নার আওয়াজে মনটা কেপেঁ উঠলো। রুম থেকে বের হয়ে দেখি মাঠের এক কোনায় বেশ অন্ধকারে ছাট একটা বাচ্চা দাড়িয়ে কাদঁছে। একটু পরপর ফুপিয়ে উঠে আর ডেকে উঠে আম্মা, আম্মারে..সেই কান্নার শব্দে চারপাশ কেমন জানি ভারি হয়ে উঠেছিলো। অনেকটা সময় তাকে কোলে নিয়ে চেষ্টা করলাম থামাটে কিন্তু তার বুকের কষ্ট যেন আমাকে আঁকড়ে ধরছিলো। আমার চোখ বেয়েও পানি পড়ে গেল। কিছু সময় এর জন্য সে না হয় শান্ত হয়েছিল কিন্তু সারাজীবন এর জন্য তার এই কষ্ট বয়ে নিতে হবে।
Charfassion Orphanage ❤️

24/11/2023

হাদিসে উল্ল্যেখ আছে – "এতিম প্রতিপালনে জান্নাতে উচ্চাসন লাভ হয়। যে ব্যাক্তি জান্নাতে রাসুল (সাঃ)এর সাথি হতে চায় সে যেন এই হাদিসের উপর আমল করেন।"

Photos from Charfassion Orphanage's post 19/11/2023

Birthday celebration of the orphanage boys. From now on twice a month the birthdays of the boys would be celebrated jointly.

18/11/2023

Please visit our website:
https://www.charfassionorphanage.com/

Since 1971, the Charfassion Orphanage of Bhola has worked incredibly hard to offer a home for orphaned boys aged 6 to 18 (who are unable to grow up with their biological families).
My grandfather's initial donation of the land after the Bhola cyclone in 1970 that killed 500,000 people, led to the initial establishment of this orphanage. But in 1992, at a time when the orphanage was experiencing a severe financial and managerial crisis, my father assumed control of it. My father worked hard to organize funds and operate the orphanage through many ups and downs.

Although the orphanage has been self-sufficient in farm products (vegetables, rice, and milk) in recent years, inflation and a decrease in donations have left the orphanage boys in need of resources to help ensure their education and other basic necessities, as well as to make more accommodations for the underprivileged boys in the community.

24/10/2023

আল্লাহ তা’আলা বলেন, 'যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়।' (সুরা-২ বাকারা, আয়াত: ২৭১)।

26/09/2023

যাকাতের টাকা দিয়ে আপনারা ওদের পাশে থাকতে পারেন।

05/08/2023

এতিম বাচ্চাদের দেখে যার মন কাঁদেনা, সে যেন বেঁচেও বেঁচে নেই। আপনি কি বেঁচে আছেন? এগিয়ে আসুন এই বাচ্চাদের জন্য যাদের আমরা আর আপনারা ছাড়া আপন কেউ নেই। আল্লাহ তাআলা আপনার সকল ভালো কাজ কবুল করুক, আমিন।

07/07/2023

আরিফ বড় হয়ে সিআইডি -তে যোগ দিতে চায়। আপনারা ওর পাশে থাকলে এই সপ্ন একদিন সত্যি হবে ইনশাআল্লাহ। আপনারা ওদের জন্য এগিয়ে আসবেন এই আশায় ওরা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে।

02/07/2023

আব্দুর রহমান প্রতিবন্ধি শিশু। তার হাটতে অসুবিধা হয়। তবে চিকিৎসার মাধ্যমে তার এই অসুবিধা দূর করা সম্ভব। আপনারা এগিয়ে আসলে তার পা দুটি ঠিক হতে পারে আর তার সপ্ন পুলিশ হওয়াও একদিন বাস্তব রূপ নিবে, ইনশাআল্লাহ।

01/07/2023

আবু হানিফ বড় হয়ে সেনাবাহিনীতে যেতে চায়। আপনারা ওর পাশে থাকলে একদিন এই ছোট মানুষটার সপ্ন পূরন হবে ইনশাআল্লাহ।

22/06/2023

Photos from Charfassion Orphanage's post 05/06/2023

Photos from Charfassion Orphanage's post 28/05/2023

Happiness is not so much in having as sharing. We make a living by what we get, but we make a life by what we give.

Norman MacEwen

07/05/2023

Videos (show all)

তানজিনা আপু রোজার মাসেও একদিন বাচ্চাদের ইফতার করিয়েছেন আর ২ দিন আগে আমাকে ইনবক্সে জানিয়েছেন যে একবেলা বাচ্চাদের খাবার খা...
পবিত্র রমজানের মাসে যারা আপনারা এই অসহায় বাচ্চাদের ইফতার এর আয়োজনে ভূমিকা রেখেছেন তাদের মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই। আল...
Charfassion Orphanageযারা এই রমজানের পবিত্র মাসে এই অসহায় বাচ্চাদের ইফতার করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তায়ালা...
Please visit our website:https://www.charfassionorphanage.com/Since 1971, the Charfassion Orphanage of Bhola has worked ...
Charfassion Orphanage
আল্লাহ তা’আলা বলেন, 'যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্...
এতিম বাচ্চাদের দেখে যার মন কাঁদেনা,  সে যেন বেঁচেও বেঁচে নেই। আপনি কি বেঁচে আছেন? এগিয়ে আসুন এই বাচ্চাদের জন্য যাদের আমর...
#orphans #charfassion #orphanage আরিফ বড়  হয়ে সিআইডি -তে যোগ দিতে চায়। আপনারা ওর পাশে থাকলে এই সপ্ন একদিন সত্যি হবে ইনশা...
#orphanage আব্দুর রহমান প্রতিবন্ধি শিশু। তার হাটতে অসুবিধা হয়। তবে চিকিৎসার মাধ্যমে তার এই অসুবিধা দূর করা সম্ভব। আপনারা...
#orphanage আবু হানিফ বড় হয়ে সেনাবাহিনীতে যেতে চায়। আপনারা ওর পাশে থাকলে একদিন এই ছোট মানুষটার সপ্ন পূরন হবে ইনশাআল্লাহ।
হুসেইন এর স্বপ্ন সে বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে। তার স্বপ্ন পূরনের পথে আপনিও হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার ছোট সাহায্যই...
আপনিও আপনার বা আপনার আপন প্রিয়জনের জন্মদিন এর আনন্দ ওদের সাথে ভাগাভাগি করে নিতে  পারেন।

Telephone