LivewellBD

LivewellBD

ঘরে বসে ভিডিও চ্যাটের মাধ্যমে দেশের স?

26/01/2022

পেট ব্যথা গ্যাস্টিকের কারণে নাকি অন্য কোন কারণে ?
হঠাৎ করেই অনেক সময় পেট ব্যথা দেখা দেয়। এই ব্যথাকে আমরা অনেক সময়ই গুরুত্ব দিই না। অ্যাসিডিটির সমস্যা মনে করে অ্যান্টাসিড কিংবা অন্য ওষুধ খেয়ে সময়ক্ষেপণ করে থাকি। সব সময় যে কেবল গ্যাস হলেই পেটব্যথা হয়, তা নয়। এমন ব্যথার সঠিক স্থান, ব্যথার ধরন, আনুষঙ্গিক উপসর্গ ইত্যাদি মিলিয়ে কারণ বোঝা যেতে পারে।
তাই অযাচিত ভাবে ভুল ঔষধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
*যে কোন স্বাস্থ্য সমস্যায় চিকিৎসা নিতে-
"লিভওয়েলবিডি (LivewellBD)" অ্যাপ ডাউনলোড করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।*
এছাড়া আপনার যেকোন স্বাস্থ্য সমস্যা বা রোগের লক্ষণ দেখা দিলেই আতংকিত না হয়ে আমাদের কল করুন :
☎ +880 1833-775475
সময় : 🕖 সকাল ৭:০০ টা থেকে রাত ১২:০০ টা পর্যন্ত।
ডাক্তার সম্পর্কে জানতে ভিজিট করুন-
ওয়েবসাইট : www.livewellbd.com

26/01/2022

জ্বর, গলা ব্যাথা হলেই যে আপনি করনায় আক্রান্ত এমনটি মনে করার কোন কারণ নেই। শীতে ঠাণ্ডা লাগা ও ঠাণ্ডাজনিত রোগ হওয়া খুবই স্বাভাবিক। আর ঠান্ডাজনিত কারণে যতগুলো সমস্যা সৃষ্টি হয় টনসিল সংক্রমণ তার মধ্যে অন্যতম। এই সমস্যা যে কোন বয়সে, যে কোন সময়ে হতে পারে।
টনসিলাইটিসের কারণে যদি গলা ব্যথা দুই দিনের বেশি থাকে, কোনো কিছু খেতে কষ্ট হয়, জ্বর আসে বা বাড়ে-কমে, খুব দুর্বল বা ক্লান্তি অনুভূত হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
*যে কোন স্বাস্থ্য সমস্যায় চিকিৎসা নিতে-
"লিভওয়েলবিডি (LivewellBD)" অ্যাপ ডাউনলোড করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।*
এছাড়া আপনার যেকোন স্বাস্থ্য সমস্যা বা রোগের লক্ষণ দেখা দিলেই আতংকিত না হয়ে আমাদের কল করুন :
☎ +880 1833-775475
সময় : 🕖 সকাল ৭:০০ টা থেকে রাত ১২:০০ টা পর্যন্ত।
ডাক্তার সম্পর্কে জানতে ভিজিট করুন-
ওয়েবসাইট : www.livewellbd.com

23/01/2022

করোনার প্রকোপ আবার বেড়েই চলেছে। নতুন এই ভেরিয়েন্ট খুবই ছোঁয়াছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই অধিক জনসমাগম এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলুন।

যে কোন স্বাস্থ্য সমস্যায় চিকিৎসা নিতে-
"লিভওয়েলবিডি (LivewellBD)" অ্যাপ ডাউনলোড করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

এছাড়া আপনার যেকোন স্বাস্থ্য সমস্যা বা রোগের লক্ষণ দেখা দিলেই আতংকিত না হয়ে আমাদের কল করুন :
☎ +88 01833-775475

সময় : 🕖 সকাল ৭:০০ টা থেকে রাত ১২:০০ টা পর্যন্ত।
ডাক্তার সম্পর্কে জানতে ভিজিট করুন-
ওয়েবসাইট : www.livewellbd.com

LiveWellBD 21/11/2021

ঘরে বসে ভিডিও চ্যাটের মাধ্যমে দেশের সেরা ডাক্তারদের সাথে কথা বলুন এবং অনলাইনেই প্রেসক্রিপশন বুঝে নিন। আজই ডাউনলোড করুন LivewellBD অ্যাপ।

https://play.google.com/store/apps/details?id=com.technologies.livewellbd

LiveWellBD

Telephone