Dhaka College HSC 95 Society

Dhaka College HSC 95 Society

A friends association and Society for former students of Dhaka College who passed their HSC examinat

13/04/2022
13/02/2022

এবছরও এইচ.এস.সি. পরীক্ষার রেজাল্টে ঢাকা কলেজ শীর্ষে....

#ঢাকা বোর্ডের টপ ৮ কলেজ হলোঃ-
১. ঢাকা কলেজ যার % Of GPA 5 - 98.71% 💟
২. সরকারি বিজ্ঞান কলেজ। 98.62% GPA-5
৩. রাজউক উত্তরা মডেল কলেজ। 95.71% GPA 5
৪. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। 93.35% GPA-5
৫. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। 92.79% GPA-5
৬. ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। 92.73% GPA-5
৭. নটরডেম কলেজ। 87.42% GPA-5
৮. হলিক্রস কলেজ। 86.42% GPA-5

Congratulations to all.

01/01/2022

H a p p y N e w Y e a r 2 0 2 2 🎉 🌻

16/12/2021

#মহান_বিজয়_দিবস | সবাইকে শুভেচ্ছা| 🇧🇩
যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ||

Photos from Dhaka College HSC 95 Society's post 19/07/2021

ঢাকা কলেজ এইচএসসি'৯৫ সোসাইটি।
#ইজিএম #মিনিটস_অফ_মিটিং
ইজিএম তারিখ: ১১.০৭.২০২১ /শনিবার
সময়: সন্ধ্যা ৭:০০ টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত
ভেন্যু: ভার্চুয়াল- জুম অনলাইন মিটিং।

#এজেন্ডাঃ
১। বর্তমান এক্সিকিউটিভ কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৯ জুলাই'২০২১। করোনা মহামারীর কারনে শারীরিক উপস্থিতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বিধায় নতুন কমিটি নির্বাচন নিয়ে করনীয় নির্ধারণ।

২। বিবিধ।

#আলোচনাঃ
ডিসি৯৫ সোসাইটির 'মেমোরেন্ডাম অফ আর্টিকেল' এবং 'রুলস রেগুলেশন' এর ধারা ২১ অনুযায়ী উক্ত ইজিএম অনুষ্ঠিত হয়। করোনা মহামারি বিবেচনায় ভার্চুয়াল প্লাটফর্ম জুম অনলাইনে অনুষ্ঠিত উক্ত সভা কোরাম সম্পন্ন (২০%; ৫০ জন সদস্য) হলে ইসি কমিটির সভাপতি বদরুল লিটনের অনুমতি ক্রমে শুরু হয়। সভায় সোসাইটির অন্তত ৩৫জন সদস্য আলোচনায় অংশ নেন এবং তাদের নিন্মোক্ত মতামত প্রদান করেন।

১। বেশীরভাগ সদস্য ইজিএম এজেন্ডার উপর আলোচনায় গোপন ব্যালটের মাধ্যমে একটি ভোট উৎসবের মাধ্যমে নতুন কমিটি নির্বাচনের উপর জোর দেন। যেহেতু বর্তমানে করোনা মহামারীর কারনে একটি ভোট উৎসব আয়োজন করা সম্ভব নয়, সেহেতু পরিস্থিতির উত্তরনের অপেক্ষা করার কোন বিকল্প নেই। এবং যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতির উত্তরন এবং ভোটের মাধ্যমে একটি নতুন কমিটি নির্বাচন সম্ভব হচ্ছেনা ততদিন পর্যন্ত বর্তমান কমিটিকে দায়ীত্ব পালন করে যাওয়ার ব্যাপারে মতামত দেওয়া হয় যা সোসাইটির রুলস রেগুলেশন অনুযায়ী বিধিসম্মত। এব্যাপারে বর্তমান কমিটির মেয়াদ শেষে আরও ৩ মাস, ৬ মাস বা একবছর বর্ধিত করা যেতে পারে বলে বিজ্ঞ সদস্যগন মতামত দেন।

২। বিবিধ বিষয়ের উপর আলোচনায় সদস্যগন নিজেদের মধ্যে পারস্পরিক সন্মানবোধ রেখে কথা বলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির উপর গুরুত্ব দেন। এছাড়া, পরবর্তী নির্বাচনে ঢাকা এবং দেশের বাইরে অবস্থানকারী সোসাইটির সদস্যগন চাইলে যাতে অনলাইনে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে সে ব্যাপারে অনেক আলোচক মতামত দেন।

#সিদ্ধান্তঃ
ইজিএম-এ বিজ্ঞ আলোচকদের মতামতের ভিত্তিতে ১নং এজেন্ডার উপর এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, পরবর্তী ইসি কমিটি সোসাইটির সদস্যদের ভোট/ নির্বাচনের মাধ্যমেই গঠিত হবে তবে তা করোনা মহামারী পরিস্থিতির উন্নতি/উত্তরন হলে। এজন্য বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ হইতে আরও ৬ মাস বর্ধিত করা হলো। এই সময়ের মধ্যে পরিস্থিতির উত্তরন হলে ইসি কমিটি বিধিসম্মতবভাবে একটি ইলেকশন আয়োজন করবে। অন্যথায়, ৬ মাস পর এরকম আরেকটি ইজিএম অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি ইজিএম সমাপ্তি ঘোষনা করেন।

- ইসি কমিটির পক্ষে
সাধারন সম্পাদক।

26/03/2021

🇧🇩 Happy Birthday Bangladesh. We all love you|| 💚❤

26/02/2021

সুপ্রিয় বন্ধুগন, তোমাদের সবার উদ্দেশ্যে একটি আনন্দ #ঘোষনা ℹ️📣
#ডিসি৯৫ #ফ্যামিলি_পিকনিক_২০২১ 🏃‍♂️🏊‍♂️👨‍👩‍👧‍👦

|| তারিখঃ ২রা এপ্রিল'২০২১; শুক্রবার ||
|| ভেন্যুঃ অরন্যবাস রিসোর্ট, পুবাইল, গাজীপুর ||

|| রেজিস্ট্রেশন সময়ঃ ১লা মার্চ'২০২১ হইতে - ২৬শে মার্চ'২০২১ পর্যন্ত || অংশগ্রহনের জন্য প্রাক-রেজিস্ট্রেশন অপরিহার্য্য।

|| রেজিস্ট্রেশন ফিঃ ||
★সোসাইটির রেজিস্টার্ড মেম্বারদের জন্য -
* প্রতি ফ্যামিলি - টাকা ৩৫০০/-
* সিংগেল প্রতিজন - টাকা ২০০০/-
★নন-রেজিস্টার্ড বন্ধুদের জন্য -
* প্রতি ফ্যামিলি - টাকা ৪৫০০/-
* সিংগেল প্রতিজন - টাকা ২৫০০/-
★ ড্রাইভার ও মেইডদের জন্য
* প্রতিজন - ৫০০/- টাকা
★ ডিসি৯৫ বন্ধু/পরিবার ব্যাতিত গেস্ট নট-এলাউড

★★ রেজিস্ট্রেশন-ফি নিন্মোক্ত মোবাইল নাম্বারে বিকাশ/নগদ/রকেট করে পাঠাতে হবে -
আতিক মামুন (ইসি সাঃ সম্পাদক) - 01766681466 (বিকাশ)
মোস্তাফিজ (ইসি সিএফও) - 01558472333 (বিকাশ/নগদ/রকেট)
হিটু (ইসি সদস্য) - 01842683922 (নগদ)
শেখ মনি (ইসি সদস্য) - 01718811288 (বিকাশ)
অথবা সোসাইটি ইসি কমিটির কোন সদস্যকে প্রদান করা যাবে।
**[ফি দেওয়ার সময় পিকনিকে অংশগ্রহনকারীদের তথ্য/সংখ্যা সঠিকভাবে রেজিস্ট্রেশন করে খাবার/পরিবহন কুপন নিশ্চিত করতে হবে।]

|| পিকনিকে যা যা থাকছেঃ ||
★ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বৈকালিক স্ন্যাকস
★ ঢাকার বিভিন্ন লোকেশন থেকে রিসোর্ট পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস।
★ রিসোর্টের সুইমিং পুল ব্যবহার
★ সকল বন্ধুদের জন্য স্যুভেনীর টি-শার্ট
★ বাচ্চাদের জন্য প্রতিযোগিতা ও পুরস্কার
★ ভাবীদের জন্য প্রতিযোগিতা ও পুরস্কার
★ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
★ র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার ও ইত্যাদি।

পিকনিককে সুন্দর ও সফল করার জন্য বন্ধুদের পক্ষ থেকে সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করি। সবার অংশগ্রহন ও সহযোগীতার মাধ্যমেই শুধু একটি উপভোগ্য আয়োজন সম্ভব।

নিবেদক-
|| ইসি কমিটি, ডিসি'৯৫ সোসাইটি ||

26/02/2021
21/02/2021

শ্রদ্ধাঞ্জলি মাতৃভাষা বাংলার জন্য আত্মদানকারী শহীদ দের প্রতি| #বাংলা বেঁচে থাকুক আমাদের মুখের কথা, লেখনীর বর্ণমালা আর সংস্কৃতিতে প্রজন্ম থেকে প্রজন্মান্তর|
#ডিসি৯৫_সোসাইটি

Photos from Dhaka College HSC 95 Society's post 29/01/2021

গত ১৮.১২.২০২০ ইং তারিখে ডিসি৯৫ বন্ধু #মইনুল_রনি #করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 😢

আজ #ডিসি৯৫_সোসাইটি' র পক্ষ থেকে #এক্সিকিউটিভ_কমিটির সভাপতি বদরুল লিটন, সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আতিক মামুন, সিএফও মোস্তাফিজ এবং সদস্য মইনুল হিটু করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী ডিসি৯৫ বন্ধু মইনুল রনির বাসায় গিয়ে তার পরিবারের সাথে দেখা করে ও সমবেদনা জানায়। এসময় মইনুল রনির ছেলে আরহামের চিকিৎসা সহায়তায় কিছু আর্থিক অনুদান প্রদান, ওর ছেলেমেয়েদের জন্য কিছু উপহার এবং বন্ধু রনির স্মৃতি বিজরিত কিছু ছবি/ফ্রেম হস্তান্তর করা হয়।

ডিসি৯৫ এর পক্ষ থেকে বন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া এবং তার পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।🤲

31/12/2020

 💚💚

19/07/2020

১৮৪১ সালের ১৮ই জুলাই রবিবার এক শুভদিনে সে সময়ের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড এবং জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সুপারিশের ভিত্তিতে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই সময়ে ঢাকা কলেজ হয়ে উঠে পূর্ববাংলার ইংরেজি শিক্ষার কেন্দ্রবিন্দু। বিশেষ করে ঢাকা কলেজের প্রথম প্রিন্সিপাল জে. আয়ারল্যান্ড তিনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হিন্দু কলেজের শিক্ষক। তিনি কলেজের শিক্ষাদান পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। যার ফলে খুব কম সময়ের মধ্যে ঢাকা কলেজ উপমহাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করে।

#ঢাকা_কলেজ উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বাঙালি জাতির অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা কলেজ। যুগের পর যুগ তৈরি করছে দেশের সেরা সন্তানদের। সময়ের সাথে সাথে সুনামের সুউচ্চ চূড়ায় অবস্থান নেয় ঢাকা কলেজ। জাতির অনেক মেধাবী সন্তান ধন্য হয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হয়ে।

ঢাকা কলেজের যে ঐতিহ্য ও গৌরবগাঁথা ইতিহাস, তা এসেছে এই কলেজের এইচ.এস.সি স্টুডেন্টদের মাধ্যমেই। এস.এস.সি পাশের পর সারাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এই কলেজে এইচ.এস.সি পড়ার সুযোগ পায়। স্বাভাবিকভাবেই এই মেধাবী স্টুডেন্টসরাই পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোতে অধ্যায়ন শেষে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ পেশায় নেতৃত্ব দিচ্ছে! দেশের রাজনীতি, অর্থনীতি, প্রকৌশল, চিকিৎসা, প্রশাসন, পুলিশ, ডিফেন্স, ব্যবসা, শিল্প-বাণিজ্য, সাহিত্য- সংস্কৃতি, সাংবাদিকতা, গবেষণা সকল সেক্টরে ছড়িয়ে রয়েছে আমাদের ঢাকা কলেজের অগ্রজ ও অনুজ ভাইয়েরা। আমরা তাদের সবাইকে জানতে চাই, চিনতে চাই, সবাইকে একত্রিত করতে চাই একই প্লাটফরমে। 💙💚❤🧡

13/04/2020

যদিও এ অবেলায়..
নাই মুখে হাসি, প্রানে হর্ষ ||
তবু এই সীমানায়..
বলি বুকে "শুভ নববর্ষ"||🌻
ডিসি৯৫ পরিবারের সকল বন্ধুকে শুভেছা ও শুভকামনা 💟

26/03/2020

২৬শে মার্চ| মহান স্বাধীনতা দিবস| 🇧🇩
৭১'র এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন রাস্ট্র জন্ম নেয়| স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধে আত্মদানকারী বীর শহীদ ও সকল মুক্তিযুদ্ধাদের প্রতি সালাম ও দোয়া। বাংলাদেশ চিরজীবী হোক।💟
#ঢাকা_কলেজ_এইচএসসি৯৫_সোসাইটি

22/02/2020

একুশ একটু সংখ্যা বা তারিখ নয়, একুশ আমাদের চেতনা ও অধিকার আদায়ের দৃঢ়কণ্ঠ প্রতিজ্ঞা! একুশ আমাদের অহংকার। ৫২/২১ হচ্ছে বাঙালীর স্বাধীন রাষ্ট্রচিন্তার সূত্রপাত আর আমাদের স্বাধীনতা সংগ্রামের উত্তাল শুরু। ২১ কখনো ফুরিয়ে যায়না, প্রতিদিন ২১ আমাদের উদ্বুদ্ধ করে।
সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আমরা তোমাদের ভূলবোনা।।
#ঢাকা_কলেজ_এইচএসসি৯৫_সোসাইটি

Photos from Dhaka College HSC 95 Society's post 19/02/2020

Prize Givings/Raffle Draws...

Photos from Dhaka College HSC 95 Society's post 19/02/2020

Some group photos in .
🤝🤝

13/02/2020

PiCnIc-2020
ওলে ওলে ওলে ...ফুটবল খেলা চলে...⚽️🏃‍♂️

12/02/2020

বন্ধুদের মিলন মেলার মাঝেই #ডিসি৯৫ এর মেসি, নেইমার, রোনালদোদের মধ্যে হয়ে গেলো ফুটবল ম্যাচ ...⚽️💚⚽️💙⚽️
Family Get-together'2020

Photos from Dhaka College HSC 95 Society's post 12/02/2020

Family Get-together 2020
বাচ্চাদের বিনোদনঃ দৌড় প্রতিযোগিতা, শ্যুটিং, বানর নাচ, সাপের খেলা, দোলনা, সুইমিং পুল, পিঠা-জিলাপি ইত্যাদি ।।🏃‍♀️🏃‍♂️🏊‍♂️🧗‍♂️🎯

Photos from Dhaka College HSC 95 Society's post 12/02/2020

ফ্যামিলি গেট-টুগেদার'২০২০
পিকনিকে আগত সকল বাচ্চাকাচ্চা ও সোনামনিদের সাথে নিয়ে কেক কাটা হয় সূচনা পর্বে ...।🎂🚶‍♂️🏃‍♀️🏃‍♂️🚶‍♀️💃💚💜💙💛🧡

Photos from Dhaka College HSC 95 Society's post 11/02/2020

#ডিসি৯৫_সোসাইটি'র বার্ষিক ফ্যামিলি গেট-টুগেদার-২০২০ এর শুরুতেই ঢাকা কলেজ এইচএসসি'৯৫ ব্যাচের সকল প্রয়াত বন্ধুদের স্মরণে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। দোয়া করা হয় সকল বন্ধু ও তাদের পরিবারের জন্য। 🤲🤲👨‍👩‍👧‍👧

11/02/2020

Annual Family Get-Together'2020 of . Here are some group photo sessions.

Photos from Dhaka College HSC 95 Society's post 04/02/2020

ডিসি৯৫ সোসাইটির গেট-টুগেদার'২০২০ খবর জাতীয় পত্রিকায় 🗞📰

02/02/2020

Family Get-together'2020 news on TV media.

30/01/2020

অনুষ্ঠান সূচীঃ
।। ডিসি৯৫ সোসাইটি ফ্যামিলি গেট-টুগেদার, ৩১.০১.২০২০ ।।

30/01/2020

ℹবন্ধুগন, পিকনিকের ৫টি এসি বাস (গুলশান চাকা) নিন্মোক্ত রুট/স্টেশন অনুযায়ী ঢাকার ৫ টি লোকেশন থেকে সকাল শার্প ০৭ঃ০০ টায় ছাড়বে। সবাই সময়ের আগেই যার যার সুবিধাজনক স্টার্টিং পয়েন্টে জড়ো হয়ে থাকি। প্রয়োজনে বাসের দায়ীত্বে থাকা নিন্মোল্লেখ্য বন্ধুদের সাথে যোগাযোগ করি। আমরা সব বন্ধুই আয়োজক, সবাই সহযোগিতা করি।

Annual Family Get together-2020
🚌Bus Route Plan: Dhaka ~ Resort🚌

[All Buses All location Leaving Time = 07:00 AM SHARP!]🚸⚠️

Bus No #1 🚃
》Start > Maligbagh/ Khilgaon > Kuril > Uttara > Bypal > Chandra > Shofipur Pollibiddut > Neel Kamol Resort🛑
🙋‍♂️Contact Person:
Khaled Ashim= 01711442506;
Masumul Robi= 01937250682;
Mofazzol Babu=01629787836.

Bus No # 2 🚃
》Start @ Press Club > Shahabagh Jadughor > Farmgate > ManikMia Avenue > AsadGate Arong> Shamoli > Gabtoli > Savar > Chandra > Shofipur Pollibiddut > Neel Kamol Resort🛑
🙋‍♂️Contact Person:
Hasinur Babu =01730335361; Rumman=01913515255

Bus No #3 🚃
》Start @ Azimpur > Katabon > Elephant Road Bata Signal > Mohammadpur > Mazar Road > Ashulia Beribadh > Bypal > Chandra > Shofipur Pollibiddut > Neel Kamol Resort🛑
🙋‍♂️Contact Person:
Hitu = 019112444461
Danish= 01922490555

Bus No #4 🚃
》Start @ Badda > Gulshan > Banani > Kakoli > Airport Rd > Uttara > Bypal >Chandra> Shofipur Pollibiddut > Neel Kamol Resort🛑
🙋‍♂️Contact Person:
Rafiqul Bari=01750067909
Tuhin=01819470349

Bus No #5 🚃
》Start Ansar Camp > Mirpur Cricket Stadium > Mirpur-10 > Mazar Rd > Ashulia Beribadh > Bypal > Chandra > Shofipur Pollibiddut > Neel Kamol Resort🛑
🙋‍♂️Contact Person:
Sk. Moni=01718811288
Atikur Jaju=01722013177

ধন্যবাদান্তে,
বদরুল লিটন, প্রেসিডেন্ট ও
ইঞ্জিঃ আতিক মামুন, সেক্রেটারি।।

15/01/2020

🎈প্রিয়বন্ধুগন,
আগামী ৩১শে জানুয়ারি, ২০২০; শুক্রবার "ঢাকা কলেজ এইচএসসি৯৫" ব্যাচের বার্ষিক পিকনিক/ফ্যামিলি গেটটুগেদার/মিলনমেলা।👨‍👩‍👦‍👦🤝👫🤙👨‍👧‍👧
দেশের নানান প্রান্তে বসবাসরত ও কর্মরত বন্ধুরা সপরিবারে অংশ নিতে যাচ্ছে দিনভর চলা এই বন্ধুমেলায়। ঢাকার বিভিন্ন লোকেশন থেকে আরামদায়ক এসি বাসে একত্রে আনন্দ-যাত্রায় চলে যাবো আমরা রিসোর্ট ভেন্যুতে। এরপর নয়নাভিরাম "নীল কমল" রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে সারাদিন বন্ধু ও পরিবার সাথে নিয়ে চলবে গল্প, আড্ডা, হইচই, গানবাজনা, খেলাধুলা, সুইমিং, খাওয়া-দাওয়া, র‍্যাফেল ড্র, পুরষ্কার এবং আরও কত কি.....!! 🎉🤼‍♂️🤽‍♂️⛹️‍♀️🎁

এই আনন্দযাত্রা ও প্রাণেরমিলন কি মিস করা যায় বন্ধুরা?? সময় বেশী বাকী নেই; তাই দ্রুত "রেজিস্ট্রেশন ফি" জমা দিয়ে পিকনিকে অংশগ্রহন সম্পন্ন করে ফেলি। রেজিস্ট্রেশন ফি নিন্মরুপ-

👨‍👩‍👦‍👦 # ফ্যামিলি সন্তান সহ অংশগ্রহনঃ টাকা ৩০০০/- প্রতি ফ্যামিলি
👨 # সিংঙ্গেল/ব্যাচেলর হিসেবেঃ টাকা ২০০০/- প্রতিজন।
👷‍♂️👷‍♀️ # মেইড/ড্রাইভার দের জন্য অতিরিক্তঃ টাকা ৫০০/- প্রতি জন।

টাকা প্রদান করুন নিন্মোক্ত বন্ধুদের কাছে; বিকাশ বা সরাসরি (বিকাশ করলে খরচ সহ)ঃ

💰 # আতিক মামুন (সাধারন সম্পাদক):০১৭৬৬৬৮১৪৬৬
💰 # মোস্তাফিজ (সি.এফ.ও) : ০১৫৫৮৪৭২৩৩৩

তোমাদের অপেক্ষায় -🤝🤝
ঢাকা কলেজ এইচএসসি৯৫ সোসাইটির পক্ষে,

বদরুল আলম লিটন - প্রেসিডেন্ট এবং
ইঞ্জিঃ আতিক মামুন - জেনারেল সেক্রেটারি।

11/01/2020

⚠ℹঅবিবার্য কারন বশত আমাদের আজকের পিকনিক প্রস্তুতি সভার ভেন্যু "ঢাকা কলেজ ক্যান্টিন" এর পরিবর্তে "স্টার কাবাব, এলিফ্যান্ট রোড (ইস্টার্ন মল্লিকার পাশে)" নির্ধারিত হলো। সময় অপরিবর্তিত থাকবে ( বিকাল ৪ টায়)।।
এই আকস্মিক স্থান পরিবর্তনের জন্য আমরা দুঃখিত।

পিকনিক প্রস্তুতি সভা
================
তারিখ ও সময়ঃ ১১.০১.২০২০ ;
শনিবার, বিকাল ৪ ঘটিকা।।
ভেন্যু ঃ স্টার কাবাব, এলিফ্যান্ট রোড(ইস্টার্ন মল্লিকার পাশে)।।

প্রিয় বন্ধুগন, আসন্ন ৩১ শে জানুয়ারি ২০২০-এ আমাদের বার্ষিক ফ্যামিলি পিকনিক বিষয়ক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে উপরোল্লিখিত তারিখ/সময় ও ভেন্যুতে একটি সাধারন সভা আহবান করা হয়েছে। ইসি কমিটি এবং সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ সকল বন্ধুদের উপস্থিতি ও পরামর্শ একান্ত কাম্য।

অনুরুধক্রমে,
বদরুল লিটন, প্রেসিডেন্ট।
ইঞ্জিঃ আতিক মামুন, সাধারন সম্পাদক।
ডিসি৯৫ সোসাইটি।

31/12/2019

Learn from yesterday, live for today, hope for tomorrow.” – Albert Einstein,
"HAPPY NEW YEAR 2020" to everybody.

Photos from Dhaka College HSC 95 Society's post 27/12/2019

👕শীতার্তদের জন্য শীতবস্ত্র নিয়ে #ডিসি৯৫_সোসাইটি দিনাজপুরে👚🤝
আজ ২৭.১২.২০১৯ ইং, ঢাকা কলেজ এইচএসসি'৯৫ সোসাইটির পক্ষ থেকে দিনাজপুরের আলআমিন ইন্সটিটিউট সঃ প্রাঃ বিদ্যালয় এবং শংকরপুর সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গণে নিন্মোক্ত শীতবস্ত্র বিতরন কার্যক্রম নেওয়া হয়-
★ তিনটি স্কুলের ২৫০ জন শিক্ষার্থীদেরকে শীতের জ্যাকেট প্রদান করা হয়।
★ ৩০০ জন দুস্থ ও বৃদ্ধ নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।
★ ১০০ জন দুস্থ ও বৃদ্ধ নারী-পুরুষদের মাঝে সুয়েটার বিতরন করা হয়।

Photos from Dhaka College HSC 95 Society's post 16/12/2019

মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের সশ্রদ্ধ্য স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত প্রার্থনা করি। আমরা তোমাদের ভুলবোনা।🇧🇩

16/12/2019

মহান বিজয় দিবসে ঢাকা কলেজ এইচএসসি'৯৫ সোসাইটির পক্ষ থেকে সবার প্রতি রক্তিম শুভেচ্ছা।💐
মহান স্বাধীনতার জন্য এদেশের যেসকল সূর্যসন্তানরা আত্মত্যাগ করেছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ চিরজীবী হোক।।🇧🇩💟

Videos (show all)

Telephone