বুরহান উদ্দিন একাডেমি, সাকসেস লাইব্রেরী ২য় তলায়,জৈন্তাপুর 01712-169209
৫ম থেকে মাস্টার্স পর্যন্ত সকল বিভাগ একাডেমিক কোচিং সেন্টার।।
বাংলা আর ইংরেজির কিছু পার্থক্য।
১. বাংলায় আপনি একটা উপদেশ, একটা রুটি, একটা সাবান, একটা তথ্য বলতে পারেন কিন্তু ইংরেজি
এক্ষেত্রে বিশেষ্যটির আগে piece, slice, loaf, bar, item ইত্যাদি partitive/classifier/উপযুক্ত গণনাযোগ্য শব্দ + of ব্যবহার করতে হয়
১। আমি তোমাকে একটা উপদেশ দিই।
Let me give you a piece of advice. (a advice নয়)
আমাকে দুটো সাবান দিন।
Give me two bars of soap. (two soaps নয়)
২। সে পাঁচটা রুটি খেল।
He ate five pieces/slices/loaves of bread.
৩। আমার একটা তথ্য দরকার।
I need a piece/an item of information.
৪। এটা একটা ভালো/খারাপ খবর।
It is a piece of good/bad news.
অনুরূপ, countable noun নির্দেশ করতে ব্যায়াম অর্থে exercise এর আগে form of (classifier/partitive) ব্যবহৃত হয়।
১। সাঁতার আমার প্রিয় ব্যায়াম।
Incorrect : Swimming is my favourite exercise.
Correct: Swimming is my favourite form of exercise.
২। সাঁতার একটা ভালো ব্যায়াম।
Incorrect: Swimming is a good exercise.
Correct: Swimming is a good form of exercise.
অনুরূপ, সাঁতার একটা চমৎকার ব্যায়াম।
Swimming is an excellent form of exercise.
তবে, সাঁতার ভালো ব্যায়াম।
Swimming is good exercise.
কৃষকটির ২০টি গবাদিপশু আছে।
Incorrect: The farmer has ten cattle/ten heads of cattle.
Correct : The farmer has ten head of cattle.
(এখানে head হচ্ছে plural classifier)
২. বাংলায় বিশেষ্যের পুনরাবৃত্তি হতে পারে কিন্তু ইংরেজিতে সর্বনাম (pronoun) ব্যবহার করতে হয়।
১। রাজশাহীর রাস্তাগুলো ঢাকার রাস্তাগুলো চেয়ে প্রশস্ত।
The streets of Rajshahi are wider than those of Dhaka.
২। দিনাজপুরের চাল রাজশাহীর চালের চেয়ে ভালো।
The rice of Dinajpur is finer/better than that of Rajshahi.
৩. বাংলায় বহুবচন চিহ্নের/সংখ্যার বিশেষ্যর বহুবচন হয় না কিন্তু ইংরেজিতে বিশেষ্যর বহুবচন হয়।
I have a lot of friends. (আমার অনেক বন্ধু আছে)
I ate three mangoes. (আমি তিনটা আম খেলাম)
৪. কখনো কখনো ইংরেজিতে ছোট বাক্যের বাংলায় অনেক বড় অর্থ হতে পারে ।
After you.
অনুগ্রহপূর্বক আপনি আগে যান অথবা আপনি আগে নিন।
If you pass blood, you should go and see your doctor.
(তোমার যদি প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত যায় তবে তোমার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়া উচিত।)
pass blood = to pass blood in your urine or faeces ( = solid waste), মূত্র/প্রস্রাব অথবা শক্ত পায়খানার সাথে রক্ত বের হওয়া
৫. কখনো কখনো বাংলা বাক্যের সাথে ইংরেজি অনুবাদে word ব্যবহারে অমিল হয়।
যেমন: সাধারণত neither, either, both এর সাথে each other এর ব্যবহার হচ্ছে redundant (শব্দবহুল)।
১। আমার পিতামাতা কেউই অপরকে ভালোবাসে না।
Incorrect : Neither of my parents loves each other.
Correct: Neither of my parents loves the other.
Or: My parents do not love each other.
২। তাদের দুজনের কেউই অপরজনকে দেখেনি।
অথবা, দুজনের কেউই একে অপরকে দেখেনি।
Incorrect : Neither of them saw each other.
Correct: Neither of them saw the other.
৬. কখনো ইংরেজিতে হ্যাঁ বোধক বুঝালেও বাংলায় নাবোধক অর্থ দেয়।
Go easy on him. (তার প্রতি কঠোর হইওনা)
He missed the bus. (সে বাসটি ধরতে পারল না)
৭. বিপরীত অর্থও হতে পারে।
বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ উল্টো ইংরেজি অনুবাদ।
১. তারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
They took HSC examination this year.
(gave নয়। কারণ, give মানে পরীক্ষা নেয়া আর take মানে পরীক্ষা দেয়া)
২. তুমি কার ছেলে?
Who is your father? [প্রথমটাই বেশি ভালো।]
অথবা, Whose son are you?
৩. How much do I owe you (for the groceries)?
(মুদিখানার জিনিসপত্রের জন্য) তুমি আমার কাছে কত টাকা পাও?
৪. You owe me Tk 100/100 takas.
আমি তোমার কাছে ১০০ টাকা পাই।
(ভুল: তুমি আমার কাছে ১০০ টাকা পাও।)
কারণ, owe মানে কারো কাছে ঋণী থাকা।
৫. The fire is out.
আগুন নিভে গেছে। (ভুল: আগুন ছড়িয়ে পড়েছে)
কারণ, out নিভে যাওয়া বুঝায় তাই put out মানে নিভানো
৬. After you.
আপনি আগে যান/প্রবেশ করুন/আপনি আগে নিন।
জনস্বার্থে: বুরহান স্যার
Buhan uddin model high School and College
01712 169209
ফরজ নামাজ - Obligatory prayer
নফল নামাজ - Optional prayer
ফজর নামাজ - Dawn prayer
জোহর নামাজ - Midday prayer
আসর নামাজ - Afternoon prayer
মাগরিব নামাজ - Evening prayer
এশার নামাজ - Night prayer
জুমুআর নামাজ - Friday noon prayer
তাহাজ্জুদের নামাজ - Supererogatory prayer
জানাজার নামাজ - Absentee funeral prayer
HSC তে A+ এর নিয়ম। সবাই দেখে নাও।
১। ৭টায় A+ পেলে গোল্ডেন GPA-5.00
২। ৪টায় A+ ৩টায় A পেলেও GPA-5.00 আসবে
৩। ৫টায় A+ ২টায় A- আসলেও GPA-5.00 আসবে
৪। ৫টায় A+ ১টা A ১টা B পেলেও GPA-5.00 আসবে।
৫। ৬ টায় A+ একটায় C আসলেও GPA-5.00 আসবে
৬। ৬টায় A+ অপশনালে ফেইল আসলেও GPA-.500 আসবে।
৭। মোট ৭ টায় (৭×৫) ৩৫ পয়েন্ট হয়। এর মধ্যে থেকে অপশনালে ২ পয়েন্ট বাদ দেয়া হবে। বাকি ৩৩ পয়েন্ট এর মধ্যে ৩০ পয়েন্ট পেলেও A+ আসবে।
ভালো করে পড়েন ইনশাল্লাহ সবাই A+ পাইবেন 🤗🤗
©️
আগামীকাল ২৬ নভেম্বর এইচএসসি ২০২৩ এর রেজাল্ট দেওয়ার পর কারো জীবন থেমে যাবে। আবার কারো জীবন সামনে আগানোর অনুপ্রেরণা পাবে। আল্লাহ্ আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি সবার মুখে হাসি ফুটায়েন...!!🥰
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ২৬ ই নভেম্বর দিনটি আল্লাহ্ তায়ালা সবার
জন্য যেনো খুশির দিন হিসাবে কবুল করেন।
( আমিন )🤲🤲
✅রেজাল্ট চেক করার লিংকঃ
http://www.educationboardresults.gov.bd/
✅রেজাল্ট সহ মার্কসিট ডাউনলোড লিংকঃ
https://eboardresults.com/v2/home — fরেজাল্ট কিভাবে বের করে যারা জানেন না তাদের জন্য এগুলো দিলাম
HSC'র রেজাল্ট প্রকাশের বাকি মাত্র ৭ দিন!
কার রেজাল্ট কী হবে, ধারণা করো তো! যাদেরটা মিলে যাবে তাদের জন্য BURHAN UDDIN ACADEMY এর পক্ষ থেকে গিফট থাকবে।
১ ডিসেম্বর থেকে বন্ধ হবে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট, সচল রাখবেন যেভাবে।
অ্যাকাউন্ট চালু রাখতে যা করতে হবে -
অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হল-প্রতি দুই বছরে অন্তত একবার সাইন ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এ ছাড়া সাইন ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়–
১. কোনো ইমেইল পড়া বা সেন্ড করা।
২. গুগল ড্রাইভ ব্যবহার করা।
৩. ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা।
৪. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা।
৫. গুগল সার্চ ব্যবহার করা।
৬. গুগলের সাইনইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা।
টেক বার্তা GST update Daily
সব বিশ্ববিদ্যালয়ের ২৪ ঘন্টার আপডেট GST update Daily এর পাতায়।
এ ছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে, সেগুলো সক্রিয় হিসেবে বিবেচনা করবে এই প্ল্যাটফর্ম। আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কোনো প্রোডাক্ট বা পরিষেবা কিনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে, সেগুলোও নিরাপদ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাচ্চার অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে থাকেন, তবে তা কোনোভাবে মুছে ফেলবে না গুগল
বিমিল্লাহির রহমানির রাহিম।
সু -প্রিয় এলাকাবাসী,
আস-সালামু আলাইকুম।
বুরহান উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম।
ভর্তি চলছে ! ভর্তি চলছে !! ভর্তি চলছে!!!
একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তির আবেদন চলিতেছে!
আবেদন শুরুঃ- ১৫/১১/২০২৩ইং
জ্ঞানের উৎকর্ষতার এ যুগে আমরা আপনার সন্তানকে মান সম্পন্ন ও যুগোপযোগী শিক্ষাদানে বদ্ধপরিকর। আপনার সন্তানের পরিকল্পিত ভবিষ্যৎ গঠনে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বুরহান উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ।
ঐতিহ্যবাহী বুরহান উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ ভর্তি চলছে। শুধুমাত্র শিক্ষা নয়, নৈতিক শিক্ষাযুক্ত সু- শিক্ষাই হচ্ছে জাতি গঠনের হাতিয়ার। তাইতো বুরহান উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ প্রত্যেক স্ব স্ব ধর্মীয় শিক্ষার্থীকে আলাদাভাবে নৈতিকতাবোধে উজ্জীবিত করে মানুষের মতো মানুষ গড়ার লক্ষ্যে কাজ করা হয়।
আমাদের বৈশিষ্ট্য:
👉নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাস।
👉লেখাপড়ার মনোরম পরিবেশ।
👉লেখাপড়ার পাশাপাশি মেধাবিকাশের অন্যতম বিনোদনী বিশাল খেলার মাঠ।
👉খোলামেলা উন্মুক্ত পরিবেশ।
👉যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংলগ্ন এবং উপজেলা সদরে বিদ্যালয়ের অবস্থান।
👉সর্বাবস্থায় তথ্যাবধানে এবং সঠিক পরিচর্যায় রয়েছেন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী।
👉ছাত্র/ছাত্রীদের সফলতাই আমাদের একমাত্র কাম্য ।
👉সুদক্ষ ও স্মার্ট শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধায়নে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়।
👉বার্ষিক বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা সফর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তাই আপনার সন্তানের আধুনিক ও যুগোপযোগী সু-শিক্ষা সুদক্ষ ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মান এবং সর্বোচ্চ নিরাপত্তার জন্য বুরহান উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ আজই ভর্তি করুন।
আমাদের ঠিকানাঃ উজানীনগর, জৈন্তাপুর, সিলেট।
বিস্তারিত তথ্যের জন্যঃ 01712169209
📍 কিছু ⇨A few.
📍 কিছু কম ⇨A little.
📍 কিছু মনে করনা ⇨ Never mind.
📍 কেন নয়? ⇨ Why not?
📍 চিন্তা করনা ⇨ Don't worry.
📍 চেষ্টা করে দেখ ⇨ Take a chance.
📍 ঠিক আছে ⇨Okay.
📍 তাই নাকি ⇨Really?
📍 তাড়াতাড়ি⇨Hurry!
📍 থাম! ⇨Stop!
📍 বলদ, বোকা ⇨Nonsense.
📍 অবশ্যই/নিশ্চয়ই ⇨Of course.
📍 পরে দেখা হবে ⇨ See you later.
📍 ফোন কর ⇨Call me.
📍 বল আমাকে ⇨Tell me.
📍 এখন বিদায় হও। ⇨ Be off now.
📍 এখানে কি হচ্ছে?> What's going on here?
📍 অল্প একটু ⇨ Just a little.
📍 আপনাকেও ধন্যবাদ ⇨ You're welcome.
📍 আমি পরোয়া করিনা ⇨ I don't care.
📍 আর কিছুই নয় ⇨Nothing else.
📍 আর কিছু? ⇨ Anything else?
📍 কোনরকম ⇨ So far, so good
📍 আমার অনুমান. ⇨ I guess..
আইন সম্পর্কীয় শব্দাবলি
Witness = ( উইটনেস ) সাক্ষী
Case = ( কেস ) মামলা
Evidence = ( এভিডেন্স ) প্রমান
Oath = ( ওথ ) শপথ
Plaint = ( প্লেইন্ট ) আরজি
Hearing = ( হেয়ারিং ) শুনানি
Deposition = ( ডিপোজিশন ) জবানবন্দি
Document = ( ডকুমেন্ট ) দলিল
Bail = ( বেইল ) জামিন
Accused = ( একিউজড ) আসামি
Offence = ( অফেন্স ) অপরাধ
Murder = ( মার্ডার ) খুন
Appeal = ( আপিল ) আপিল
Law = ( ল ) আইন
Plaintif = ( প্লেনটিফ ) বাদী
Defendant = (ডিফেনডেন্ট ) বিবাদী
Assault =(এসাল্ট) আক্রমণ
Bribe =(ব্রাইব) ঘুষ খাওয়া
Thift = (থিফট) চুরি
R**e = (রেপ) ধর্ষণ
Hanging = ( হ্যাংগিং) ফাঁসি
Robber = ( রোবার) ডাকাত
Imprisonment = (ইমপ্রিজনমেন্ট) কারাদণ্ড
Acquittal = ( একুইটাল) খালাস
Dock = (ডক) কাঠগড়া
Judgement = (জাজমেন্ট) রায়
Punishment = ( পানিশমেন্ট) শাস্তি
Contract = ( কন্ট্রাক্ট) চুক্তি
Lockup = (লক আপ) হাজত
Court =(কোর্ট) আদালত
High court = (হাইকোর্ট) উচ্চ আদালত
Advocate = (এ্যাডভোকেট) উকিল
Client = (ক্লাইয়েন্ট) মক্কেল
Justice = (জাস্টিস) বিচার পতি
Homicide = (হোমিসাইড) নরহত্যা
Su***de = (সুইসাইড) আত্মহত্যা
Claim = ( ক্লেইম) দাবি
Warrant = (ওয়ারেন্ট) গ্ৰেফতারী
Civil court = (সিভিল কোর্ট) দেওয়ানী আদালত
Chief justice = (চীফ জাস্টিস) প্রধান বিচারপতি
Release = ( রিলীজ) মুক্তি
Handcuff = ( হ্যাণ্ড কাফ) হাতকড়া
Fine = (ফাইন) জরিমানা
কালেক্টেড.....^
ভর্তি চলিতেছে
"বুরহান উদ্দিন একাডেমি "
উজানী নগর শাখা এবং বাস স্টেশন শাখায়
ইনশাআল্লাহ সফলতা ১০০% আশাবাদী।।
গত HSC পরিক্ষায় যেমন ছিল।।
01712 169209
01671 989900
Alert – সতর্ক।
Aware – সতর্ক।
Careful – সতর্ক।
Cautious – সতর্ক।
ফলের নাম ইংরেজিতে বাংলা অর্থসহ part 01
01 Almond (আঃমনড) -- বাদাম
02 Amla (আমলা)-- আমলকী
03 Apple (অ্যাপল) -- আপেল
04 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
05 Banana (ব্যানানা) -- কলা
06 Berry (বেরি) -- জাম
07 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
08 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
09 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
10 Coconut (কোকোনাট) -- নারিকেল
11 Cucumber (কিউকাম্বার) -- শসা
12 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
13 Date (ডেট) -- খেজুর
14 Fig (ফিগ) -- ডুমুর.
15 Grape (গ্রেপ) -- আঙ্গুর
16 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
17 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
18 Guava (গোয়াবা) -- পেয়ারা
19 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
20 Lemon ( লেমন) -- লেবু
21 Lime (লাইম) -- বাতাবী লেবু
22 Lychee (লিচি) -- লিচু
23 Mango (ম্যাংগো) – আম
©️©️©️©️
পড়া শেষে Done লিখতে ভুলবেন না।
"BU ACADEMY "
(Success Library ২য় তলায়)
01712- 169209/01671989900
👉এর প্রধান বৈশিষ্ট্য হলো প্রতি সপ্তাহে এক অধ্যায় শেষে পরিক্ষা নেওয়া।।এতে স্টুডেন্টদের কনফিডেন্স লেভেল গ্রো হয়।।
কলেজ লেভেলে জৈন্তাপুরে যাচাই ক্লাস করে আপনি সিদ্ধান্ত নিন কোথায় ভর্তি হলে আপনার পর্যাপ্ত ক্লাস এবং টেকনিক ফলো করে গানিতিক সমাধান সহজে অনুধাবন করতে পারবেন।।
সিদ্ধান্ত আপনার, ক্লাস করানো নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের ।
সাথে থাকার জন্য ধন্যবাদ ❤️❤️❤️💯💯💯
আজকের ০৩/০৪/২০২৩ ইং সপ্তাহিক পরিক্ষা।।।✌️✌️✌️
যাক নির্বাচনি পরীক্ষা পেছানোর কথা শুনে হাজারো শিক্ষার্থীর মধ্যে ঈদের আনন্দ ফিরে এসেছে! 🤧