Abida's Zone
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abida's Zone, Women's clothes shop, .
সন্দেহ এবং অস্বীকার করতে অভ্যস্ত এই আমরা ভাবতেই রাজি নই । আমরা যে জীবন যাপন করি তার বাইরেও জীবন আছে । সেই জীবন যাপন যারা করেন তাদের নিজস্ব মূল্যবোধ আছে যার সঙ্গে আমাদের নাও মিলতে পারে।
~সমরেশ মজুমদার।
শুভ সন্ধ্যা।
সাড়ির একেকটা কালার নারীর কাছে একেকে টা রঙিন স্বপ্ন।প্রতিটি নারী নিজের কাছে একটা শাড়ি রাখার পেছনের গল্প গুলো মনে করে আনন্দ পায়।
আমি নিজে ও তাই।
নারীর প্রতিটি শাড়ির গল্প গুলো জমা থাক আলমারিতে।
আমাদের Abida's Zone এ পাবেন নারীর প্রতিটি গল্পের সূত্রপাতের শাড়ি।
#শাড়ি
#নারী
#সৌন্দর্য
#সুন্দর
হৃদয় যখন দৃঢ়তার সাথে কিছু পাওয়ার কামনা করে, তখন যেন যুক্তি বুদ্ধি এক অসহায় পর্যবেক্ষকের মত হয়ে ওঠে।
শুভ সকাল।
"এই যে আধুনিক সমাজ,শতযুগ পরে তা আরো আধুনিক হবে তা সত্ত্বেও এর আনাচে কানাচে ফাঁকে ফোঁকরে কি লুকিয়ে থাকবে না অন্ধকার? স্বাধীন দেশের মেয়েরাও কি কাঁদবে না বন্দী হয়ে?
যতক্ষন পর্যন্ত মানুষ ভেতর থেকে ভেঙে না পড়ছে ততক্ষন পর্যন্ত তারা নিজের ইগোর কাছে পরাজিত হতে চায় না।"
শুভ অপরাহ্ন।
মানুষ খুব অসহায়। মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেও কি হবে, মানুষ খুব মূল্যহীন। এগুলো নিয়ে খুব আস্ফালন করার কিচ্ছু নেই।মানুষ পৃথিবী থেকে অনেক কিছু শিখে। কিন্তু মানুষ আরেকটা জিনিস শিখে না, বিনীত হওয়া শিখে না। ” -আহমদ ছফা
শুভ সকাল।
একটা ছোট্ট আলাপ ছিল
একটুকরো ছায়ার নিচে,
শীতল জলের ধারায় ভিজে
গাছ সেজেছে জারুল ফুলে
গল্প গুলো, বলব তবে
অন্য দিনে, অন্যখানে।
এই অপার সৌন্দর্যের কোন তুলনা হয়???
সুবহানআল্লাহ। ❤️❤️❤️❤️
টাংগাইলের কটন শাড়ি
সাত লেয়ারের পাড় দেওয়া শাড়ি গুলো বেশ সুন্দর। খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি।
পছন্দ হওয়ার মতোই,আর যে কোন বয়সীরা পরতে পারবে।শাড়িগুলো হাতেই ধোঁয়া যায়,এটা একটা সুবিধা আর আরামদায়ক হয়, এটা সবচেয়ে ভালো একটা দিক, যারা শাড়িই পরেন সব সময় তাদের জন্য। ❤️
সৌন্দর্য হলো আজীবন বিস্তৃত আনন্দ: এর প্রেমময়তা বৃদ্ধিপ্রাপ্ত হয়; এটি কখনো নিষ্ফলের দিকে এগিয়ে যাবে না।– জন কিটস
শুভ সকাল।
স্পেশাল দিন গুলো তে নারী নিজেকে সাজাতে শাড়িই পরে।কিন্তু নতুন মায়েদের জন্য বাচ্চা নিয়ে শাড়ি পরা কষ্ট হয়ে যায়।
আমাদের Abida's Zone এ রয়েছে শাড়ির সমাহার।কিন্তু আমাদের নতুন মায়েদের কথা ভেবেই মা দিবসে সকল মায়েদের জন্য নিয়ে এলো টাঙ্গাইলের তাঁতের থ্রি পিস।
ড্রেস গুলো এই গরমে অফিস আদালতের নারীদের জন্য সময়োপযোগী পোশাক।
#নারী
#থ্রিপিস
#সুন্দর
#আরামদায়ক
যে ব্যক্তি শুক্রবার সুরা কাহফ পাঠ করবে, তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নুর (আলো) হয়ে যাবে, যা কেয়ামতের দিন আলো দিবে এবং বিগত জুমা থেকে এ জুমা পর্যন্ত তার সকল গুনাহ মাফ হয়ে যাবে।”(আত তারগীব ওয়া তারহীব: ১/২৯৮
শুভ সকাল।
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় " মোকা" এলাকাবাসী কেমনে মোকাবিলা করবে? আল্লাহপাক অসহায় বাংলাদেশের প্রতি সহায় হোন।আছড়ে পড়ার আগেই দূর্বল হয়ে যাক।
শাড়ি’ শব্দটি উচ্চারণ মাত্রই বাঙালি রমণীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। যে কোনো উৎসবে শাড়ি ছাড়া নারীর সাজগোজ যেন অপূর্ণই থেকে যায়।
বাঙালি নারীর জীবনে শাড়ি বিশেষ স্থান দখল করে আছে। পাশ্চাত্যের ছোঁয়া থাকলেও এদেশি নারীদের পছন্দের তালিকায় এখনো শীর্ষে রয়েছে শাড়িই।
Abida's Zone কাজ করছে সেই শাড়ি নামক শব্দটি নিতে যা প্রতিটি নারীর মুখ উজ্জ্বল করে।
#শাড়ি
#তাঁত
#জামদানী
#তন্তুজ
#হাফসিল্ক
#জর্জেট
শাড়ি পরতে পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া যাবে না।বিশেষ করে এখন মেয়েরা স্কুল,কলেজের প্রোগ্রাম গুলোতে ও শাড়ি পরে থাকে।
আবার বিয়ে, পিকনিক বা যে কোন অনুষ্ঠানে মেয়েরা সবাই একরকমের পরে থাকে।এর জন্য একটু রিজনেবল প্রাইসের শাড়ি খুঁজে যারা বেড়াচ্ছেন তারা আমাদের শাড়ির রাজ্য Abida's Zone ঘুরে শাড়ি পছন্দ করতে পারেন।
#তাঁত
#টাঙ্গাইল
#শাড়ি
#নারী
#আরামদায়ক
#সুতি
শুনেছি, বিখ্যাত, অতিবিখ্যাত মানুষেরা নাকি সমালোচনা মেনে নিতে সবসময় পারেন না ।ত্রুটির উল্লেখ করলে ভাবেন আক্রান্ত হচ্ছেন।
~সমরেশ মজুমদার (এক জীবনে অনেক জীবন)
শুভ সকাল।
একটি শাড়ি যে কোনও মহিলার জন্য বৃদ্ধি এবং গর্বকে চিত্রিত করে ।
একটি শাড়ি প্রতিটি মহিলাকে সর্বদা শিকড়ের সাথে সংযুক্ত থাকতে এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধকে মূল্য দেয়।
মাদুরাই শাড়ি গুলো এক কালারের মধ্যে হয়ে থাকে। কলকা পাড়ের গঙ্গা যমুনা এই শাড়ি গুলো দেখতে যেমন সুন্দর পরে ও আরাম।
ওড়না মেয়েদের একটি পোশাক হিসেবে পরিচিত।, এটি দোপাট্টা নামে ও পরিচিত । এটি একপ্রস্থ একটি কাপড় যা সাধারণত বুকের ওপর পরিধান করা হয়, তবে অনেকে ওড়না মাথা আবৃত করতেও ব্যবহার করেন।
ওড়না এক রঙা বা বিভিন্ন রঙের ও বর্নিল নকশা সম্বলিতও হয়ে থাকে। ওড়না সাধারণত সালোয়ার কামিজ, লেহেঙ্গা, শাড়ি ইত্যাদির সাথে একত্রে পরা হয়।
Abida's Zone এ শাড়ির সাথে ওড়না ও পাবেন এখন।
"যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না।"
–অগ মান্ডিনো
শুভ সকাল।
আমরা বর্তমানে মেয়েরা,ওয়ানপিস বা কুর্তি গুলো পরতে পছন্দ করি।আর এগুলোর সাথে ওড়না মিলাতে অনেক কষ্ট হয় বিধায় থ্রি পিসের দিকেই ঝুকতে হয়।
আপনাদের কষ্ট লাগব করতে আমাদের তাঁতি ভাইয়েরা নিয়ে এসেছে অসম্ভব সুন্দর কিছু এক কালারের তাঁতের ওড়না।
ওড়না গুলো অনেক বড়।নামাজ পড়ার জন্য ও পারফেক্ট।
" কল্পনা সমস্ত কার্যাদি সম্পাদন করে; এটি সৃষ্টি করে সৌন্দর্য, ন্যায়বিচার, এবং সুখ, যা পৃথিবীতে সমস্ত কিছু।–" ব্লেইস পাস্কাল
শুভ সকাল।
ভয় পেয়ো না, জগতের সব বাতি যদি কাঁপে, নিভে যায়— আমাদের আছে ফুলকি, যা থেকে নতুন আগুন জন্মায়।
শুভ সকাল।
শাড়ি যারা পরতে পছন্দ করেন তারা সবাই ভিন্ন ডিজাইনের শাড়ি পরতে চান।কেউ সুতি শাড়ি পরতে ভালোবাসে আবার কেউ জর্জেট।
জর্জেটের মধ্যে সুন্দর কিছু শাড়ি পাবেন এখন আমাদের Abida's Zone.
জর্জেট শাড়ি গুলো কিন্তু পরতে পারবেন আপনি অনায়াসে। কারো হেল্প ছাড়াই জর্জেট শাড়ি গুলো পরে নেয়া যায়।
“আপনি যখন একটি লক্ষ্যে প্রচুর পরিশ্রম করেন এবং আপনি এটি অর্জন করেন, তখন এটি সত্যিই খুব ভাল অনুভূতি।”- ডেরেক জেটার
শুভ সকাল।
পাঁচ ফুট শরীরে বার হাত শাড়ি
অঙ্গ ঢাকিতে তবে পারে না মোর নারী
এক প্যাচ দুই প্যাচ কোমরেতে মারে প্যাচ
তিন প্যাচ চার প্যাচ কুচি দিয়ে আরো প্যাচ
প্যাচাতে প্যাচাতে হল দশ হাত পুরো শেষ
বাকী থাকে দুই হাত, দুই হাত বাকি থাকে
দুই হাতে বল, কী করে অঙ্গ ঢাকে
পাঁচ ফুট শরীরে বার হাত শাড়ি
“কেবলমাত্র শ্রম ও বেদনাদায়ক প্রচেষ্টার মাধ্যমেই , গুরুতর শক্তি ও দৃঢ় সাহসের মধ্য দিয়ে আমরা উন্নত জিনিসের দিকে এগিয়ে যেতে পারি।”- থিওডোর রুজভেল্ট
শুভ সকাল।
"হঠাৎ যদি পুরো বিশ্বের সব শ্রমিক অদৃশ্য হয়ে যায় তবে বিশ্ব থমকে যাবে! আসুন আমরা সকলেই এটি অনুধাবন করি এবং আসুন শ্রমিকদের সম্মান করি – এই দুর্দান্ত মানুষরাই আমাদের বিশ্বকে এগিয়ে নিয়ে যায় "
– মেহমত মুরাত ইলিদান
শুভ সকাল
১মে,২০২৩.
তুমি যেদিন শাড়ি পরে নারী হলে
আমি সেদিন প্রেমিক হলাম
ভালোবাসার অথৈ জলে
প্রমোদতরী ভাসিয়ে দিয়ে
অতঃপর নাবিক হলাম//
প্রতিটি পুরুষ নারীকে শাড়িতে দেখতেই পছন্দ করে।পুরুষের কাছে ও নারী শাড়ি পরিহিত অবস্থায় মহিয়সী নারী।
পুরুষের মনে জায়গা করে নিতে ও শাড়ি পরিহিতা নারীই যথেষ্ট।
আমাদের Abida's Zone এ পুরুষের ও নারীর পছন্দের শাড়ি পাবেন।
আসসালামু আলাইকুম
❤️❤️ শুভ সকাল।💛💛
আলহামদুলিল্লাহ,
আরও একটি সকাল পেলাম জীবনে।
আল্লাহপাক সকলের মঙ্গল করুন।
নেক হায়াত দান করুন।
সকল কবর বাসীর আত্মার মাগফিরাত কামনা করছি।
"রব্বী হাম হুমা কামা রব্বাইয়ানি সাগিরা।"
🇧🇩আজ ১৭ বৈশাখ ১৪৩০বঙ্গাব্দ
🇧🇩আজ ০৯ সাওয়াল ১৪৪৪ হিজরি,
🇧🇩আজ ৩০ এপ্রিল ২০২৩ইং খৃষ্টাব্দ
🇧🇩আজ রোজ রবিবার।
🇧🇩গ্রীষ্মকাল।
আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই, কেননা পরীক্ষার কয়েকটা খাতার পৃষ্ঠা আমার ভবিষ্যত নির্ধারণ করতে পারে না।
— টমাস আলভা এডিসন
আজকের দিনে জন্মদিন যাদের, তাদের জানাই
শুভ জন্মদিন।😍❤️🥰
মাদুরাই শাড়ি গুলো দেখতে যেমন সুন্দর তেমনি পরে ও আরাম।মাদুরাই শাড়ি গুলো সাদার মধ্যে খুব সুন্দর শাড়ি।
প্রতিটি নারীর কাছেই শাড়ি খুব পছন্দের।নারী তার কাছে পছন্দের শাড়ি গুলো রাখতেই ভালোবাসে।
মাদুরাই শাড়ি গুলোর পাড়ে কলকা ডিজাইন আর এই শাড়ি গুলো গঙ্গা যমুনা পাড়ের ও হয়ে থাকে।
“সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে”
– থমাস কার্লাইল
শুভ সকাল।
২৯-৪-২০২৩
“আমার মনেহয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। “
– জয়েস মেয়ার, লেখিকা ও ধর্মীয় বক্তা
শুভ সকাল।
শাড়ি পৃথিবীর সবচেয়ে প্রাচীন পোশাকগুলোর একটি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার নারীরা শাড়ি পরে থাকেন।
তবে আমাদের দেশীয় শাড়ির রয়েছে আলাদা একটা ইতিহাস। এসব শাড়ি আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
টাঙ্গাইলের তাঁতের শাড়ি গুলো এখন দেশের মাটি ছাড়িয়ে দেশের বাহিরে ও রাজ্যত্ব করছে নারীর মনে।
টাঙ্গাইলের শাড়ি ছাড়া ও অন্য সব রকমের শাড়ির সমাহার নিয়ে এসেছে Abida's Zone
এই বিশ্বব্রহ্মাণ্ডের সবটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে, তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শুভ সকাল।
২৭-৪-২০২৩
ঈদের আমেজ কাটিয়ে উঠতে পারছি না।এখনো মনে হয় ঈদের জন্য কিছু কিনতে পারলেই ভালো হতো😜😜
নতুন নতুন শাড়ি দেখে আমার তো নয়ন জুড়িয়ে যায়। আপনাদের কি অবস্থা তাই বলুন!!
হবে নাকি নতুন শাড়িতে নিজেকে দেখা!!!
" যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না"
— ফিলিপ ম্যাসিঞ্জার
শুভ সকাল
২৯ রোজার পর
আলহামদুলিল্লাহ
আগামীকাল ঈদ
২০২৩