Sujan's Notes

Sujan's Notes

Bangladeshi Software Engineer, Entrepreneur, Educator and Mentor.

01/05/2024

Soft skills are becoming increasingly essential for engineers as the profession evolves. Here are some soft skills that can greatly benefit engineers:

1. **Communication Skills**: Engineers often work in teams and need to effectively communicate complex technical concepts to non-technical stakeholders. Clear and concise communication ensures that ideas are understood and implemented correctly.

2. **Problem-Solving Skills**: Engineers are problem solvers by nature, but the ability to approach problems systematically, think critically, and develop innovative solutions is invaluable.

3. **Adaptability**: Engineering projects can be dynamic and unpredictable. Being adaptable allows engineers to adjust to changing circumstances, technologies, and project requirements.

4. **Creativity**: Creativity is crucial for engineers to devise innovative solutions to complex problems. Thinking outside the box and exploring unconventional approaches can lead to breakthroughs in engineering projects.

5. **Time Management**: Engineers often juggle multiple tasks and deadlines. Effective time management skills help engineers prioritize tasks, meet deadlines, and maintain productivity.

6. **Teamwork and Collaboration**: Engineering projects typically involve multidisciplinary teams. The ability to work collaboratively, share knowledge, and leverage diverse perspectives enhances project outcomes.

7. **Leadership Skills**: Even if not in formal leadership roles, engineers often need to take initiative, inspire others, and drive projects forward. Leadership skills enable engineers to motivate team members and coordinate efforts effectively.

8. **Attention to Detail**: In engineering, precision is paramount. Paying attention to detail helps ensure accuracy, quality, and reliability in design, analysis, and implementation.

9. **Conflict Resolution**: Conflicts may arise in engineering projects due to differences in opinions, priorities, or approaches. Engineers who can navigate conflicts diplomatically and find mutually acceptable solutions contribute to project success.

10. **Customer Focus**: Understanding and meeting the needs of end-users or clients is essential in engineering. Engineers with a customer-centric mindset can develop solutions that align with user requirements and preferences.

11. **Ethical Decision Making**: Engineers often face ethical dilemmas related to safety, sustainability, and societal impact. Ethical decision-making skills enable engineers to navigate these challenges responsibly and uphold professional standards.

12. **Continuous Learning**: Engineering is a rapidly evolving field, and engineers must stay updated on the latest technologies, methodologies, and industry trends. A commitment to lifelong learning ensures engineers remain competitive and adaptable throughout their careers.

Developing these soft skills alongside technical expertise can greatly enhance an engineer's effectiveness and contribute to their professional success.

Ashrafuzzaman Sujan

30/07/2023

রংপুরে ব্যবসা শুরু করার পর তিন দলের তিন পাত্তি নেতা এসে একসাথে চাঁদা দাবি করল ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য। আমি আকর্ষিক এই পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ়, একসাথে তিন দলের নেতা কিভাবে? বাংলাদেশের পাতি নেতা হওয়াও অনেক লাভজনক, তাই নেতা হোন চাঁদা তুলুন, বড়লোক হতে কতদিন?

কিন্তু এই চাঁদা তোলাতুলির কারণে যারা অনেক যুদ্ধ করে সাহস করে ব্যবসা শুরু করে, তারা একটা ভীতিকর নেতিবাচক পরিবেশের মধ্য দিয়ে যায়। যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ব্যবসা কে প্রভাবিত করে।

এই যে এত এত নেতা, পাড়া মহল্লায় নেতা, এরা দেশের জিডিপিতে কোন ভূমিকাই তো রাখতেছেনা, বরঞ্চ যারা উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, যারা দেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে জিডিপিতে একটি বড় ভূমিকা রাখতে পারে তাদেরকে পিছনের দিকে টেনে ধরতেছে। দেশে ব্যবসায়ীদের সুরক্ষার জন্য "ব্যবসায়ী সুরক্ষা আইন" করা এখন সময়ের দাবি।

©: Sujan's Notes

28/07/2023

আমি এসএসসিতে জিপিএ ৫ পাইনি কিন্তু আমার বানানো সফটওয়্যার ইউরোপ এবং আমেরিকায় চলতেছে বা ব্যবহার করা হচ্ছে। জিপিএ ৫ একজন শিক্ষার্থীর মেধার মূল্যায়নের একমাত্র মাপকাঠি নয়, তবে জিপিএ ৫ যে কোন গুরুত্বই রাখে না সেরকমও নয়। একাডেমিক নতুন বই পাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে আমি সব বই শেষ করে ফেলতাম, এই শেষ করে ফেলা মানে এরকম নয় যে, আমি সব মুখস্ত করে ফেলতাম (মানে কোন পেজে কত নাম্বার লাইনে কি আছে), শেষ করে ফেলা মানে আমি বুঝাতে চেয়েছি, বইয়ে যে জ্ঞানগুলো আছে, সেগুলো আহরণ করার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো মনে হয়েছে আমার ভবিষ্যতে কাজে লাগবে। আমি শুধু নাম্বার বেশি পাবো এই ভেবে, যে পড়া আমার ভালো লাগেনা সেটা না বুঝে মুখস্ত করে ফেলবো, এরকম আমি কখনোই করতাম না। এজন্য কিছু নাম্বার কম পেতাম তবে, একবারে খারাপ ছাত্র ছিলাম, সেরকমও না। সব সময় গড়ে ৬০ থেকে ৮০% এর উপরে নাম্বার থাকতো আমার। আমি সব সময় বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম, পরীক্ষার খাতায় যা কিছু লিখতাম তা ছিল নিজের বানানো লেখা, বই বা নোটের একটি লাইনও হুবাহু আমার খাতায়, কখনো ছিল না।

জিপিএ ৫ না পাওয়ার কারণে অনেক বাবা-মা বাচ্চাদের উপরে অনেক রাগারাগি করেন। বলেন যে 'তোমার পিছনে এত টাকা খরচ করলাম, তুমি জিপিএ ৫ পেলে না কেন?'। দয়া করে এটি করবেন না, জিপিএ ৫ না পেলে, সে যে জীবনে আর কিছু করতে পারবে না, এরকম কোন মানদন্ড নেই। দেখতে হবে যে বাচ্চা কতটুকু চেষ্টা করতেছে, ফলাফল যদি তার (সর্বোচ্চ চেষ্টা করে) ফেল আসে, তাহলে তাকে অভিনন্দন জানান। আবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার সাহস যোগান, তাহলেই দেখবেন সে অবশ্যই ভালো করবে।

বাংলাদেশে বাচ্চাদের প্রচুর অবমূল্যায়ন করা হয়, যেটা এই কোমলমতি বাচ্চাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। আলভা এডিসনের একটি গল্প মনে পড়তেছে, তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল। তার মা, প্রধান শিক্ষকের একটি চিঠি পড়তে ছিলেন, যেখানে লেখা ছিল 'আপনার ছেলেকে আমাদের স্কুলে আর রাখা যাচ্ছে না, সে ঠিকমত লেখাপড়া করতে পারে না দয়া করে অন্য কোন স্কুলে প্রেরণ করুন', কিন্তু তার মা, প্রধান শিক্ষকের, ওই চিঠিটা একটু অন্যভাবে পড়ে শোনান শিশু এডিসনকে, তার মা বলেন, 'যে বাবা তোমার মস্তিষ্ক অনেক ভালো, তুমি অনেক মেধাবী ছাত্র, স্কুলের শিক্ষকরা তোমাকে ঠিকমতো পড়াতে পারতেছেন না, তাই ওনারা বলেছেন তোমাকে বাসায় পড়ানোর জন্য, যাতে তুমি আরো ভালোভাবে শিখতে পারো' এইভাবে তার মা একটি ইতিবাচক মনোভাব ঢুকিয়ে দিয়েছিলেন শিশু এডিসনের কোমল মনে, এটা ভবিষ্যতে শিশু এডিসনকে একজন সফল বিজ্ঞানী হতে মারাত্মকভাবে উৎসাহিত করেছিল।

এই কথাগুলোর মূল কথা হচ্ছে, আমাদের মূল্যায়ন করতে হবে বাচ্চারা কি পরিমান সময় লেখাপড়ার পিছনে ব্যয় করতেছে। লেখাপড়ার পিছনে তার কতটুকু ঘাম ঝরতেছে। সে তার লক্ষ্য স্থির করতে পারতেছে কিনা। যদি লক্ষ্য স্থির করে ফেলে, তাহলে সে লক্ষ্যের দিকে সঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা। এইসব যদি ঠিক থাকে ফলাফল যাই আসুক আলহামদুলিল্লাহ বলুন।

সকল শিক্ষার্থীদের প্রতি শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। যারা জিপিএ ৫ পেয়েছেন অথবা পাননি সকলের জন্য। ❤️👏

কপিরাইট: Sujan's Notes

ছবি: প্রথম আলো

27/07/2023

Software Engineer VS Chat GPT Or Software Engineer loves Chat GPT.

11/06/2023

"অন্যের নগদ সফলতা দেখে মন খারাপ না করে, নিজের কাজে লেগে থাকতে হবে, নিজেকে ভবিষ্যৎ সফলতার জন্য সদা সর্বদা প্রস্তুত করতে হবে। হতে পারে আপনার এক বছরের সফলতা অন্যের ১০ বছরের সফলতার সমান বা তারও বেশি।"

এটি একটি বিশেষ ধরনের চাইনিজ বাঁশ। রোপণের ১ বছর পরে মাটির উপরে তার কোন অংশ দেখতে পাবেন না। শুধু এক বছর না পরবর্তী পাঁচ বছর মাটির উপরে কোন কিছুই দেখা যাবে না। কিন্তু পরবর্তী ৬ সপ্তাহে এই বাঁশটি প্রায় ৯০ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। ২৪ ঘন্টায় এটি প্রায় ৩৯ ইঞ্চি করে বর্জিত হয়। আপনি কাছাকাছি দাঁড়িয়ে গাছের বৃদ্ধি দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে গত ৫ বছর তাহলে এই বাঁশটি কি করতেছিল? উত্তর হচ্ছে, বাঁশটি গত পাঁচ বছরে নিজেকে তৈরি করতে ছিল, তার যে শিকড়ের গঠন সেদিকে সে শক্ত ভিত্তির উপর দাঁড় করাচ্ছিল। যাতে করে পরবর্তী সময় সে অনেক উপরে উঠতে পারে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে অন্যের নগদ সফলতা দেখে মন খারাপ না করে, নিজের কাজে লেগে থাকতে হবে, নিজেকে ভবিষ্যৎ সফলতার জন্য সদা সর্বদা প্রস্তুত করতে হবে। হতে পারে আপনার এক বছরের সফলতা অন্যের ১০ বছরের সফলতার সমান বা তারও বেশি।
Sujan's Notes

06/06/2023

বর্তমানে আমরা জ্ঞান-বিজ্ঞানের চরম শিখরে আরোহন করেছি এবং আমরা যে কোন কঠিন সমস্যা সমাধান করতে প্রস্তুত। তাহলে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এত এত সমস্যা কেন? যেমন বৈশ্বিক উষ্ণতা, জনসংখ্যার বিস্ফোরণ, পরিবেশ দূষণ, গাছপালা কমে যাওয়া এবং জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ইত্যাদি ইত্যাদি।
আমি মোটাদাগে তিনটি সমস্যার কথা বলব -
👉 প্রথমটি হচ্ছে বিজ্ঞানীরা ভালো মানুষ, মানবিক, মানুষের ভালো হয় এরকম বিষয় নিয়ে চিন্তা করে, গবেষণা করে। আর যত খারাপ মানুষ, অশিক্ষিত মানুষ, 'মানুষকে মানুষ মনে করে না' এরকম মানুষ তারাই বেশি নেতা হচ্ছে, যদিও এর ব্যতিক্রম আছে। এটাকে আপনারা বলতে পারেন 'ডেমোক্রেসির সাইড ইফেক্ট'।
👉 বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞানীরা নেতাদেরকে বোঝাইতে ব্যর্থ হচ্ছেন বা নেতারা বুঝতে পারতেছেন না। কারণ, তাদের সেই পরিমাণ জ্ঞান নাই, জ্ঞান না থাকাই স্বাভাবিক। তবে মূল সমস্যা হচ্ছে বিজ্ঞানীরা যখন বলেন যে ২০ বছর পরে তাপমাত্রা এত ডিগ্রি বাড়তে পারে, ২০ বছর পরে এই হতে পারে সেই হতে পারে। তখন সেই নেতা চিন্তা করে যে ২০ বছর পরে তো আর আমি ক্ষমতায় থাকবো না। আমার ক্ষমতা হয়তো আর পাঁচ বছর এই সময় তো আর হচ্ছে না, তাহলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোন দরকার নাই।
👉 ইবলিশ শয়তান আমাদের পারিবারিক শত্রু। আমরা বসে থাকলেও সে তো আর বসে নাই। সে আমাদেরকে দিয়েই আমাদের ক্ষতি করতেছে। আমরা যাতে কষ্টের সম্মুখীন হই, আমাদের জীবন যাতে দুর্বিষহ হয়, এসব বিষয় নিয়ে তার গবেষণা, কর্মপরিকল্পনার শেষ নেই। যার ফলে আমরা দেখি এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হচ্ছে, একজন মানুষ আরেকজনকে মেরে ফেলতেছে, একজন অতিরিক্ত লাভের আশায় আরেকজনকে বিষ খাওয়াচ্ছে, খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতেছে ইত্যাদি ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টটি পৃথিবীর সকল মানুষের জন্য কোন একটি বিশেষ এলাকা বা দেশের ওপর কথা বলা হয়নি। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি বা ব্যক্তি বর্গের সম্মানহানি করার জন্য এই পোস্টটি করা হয়নি। শুধুমাত্র বিজ্ঞান কেন এই মুহূর্তে মানুষের উপকারে আসতে পারতেছে না এই বিষয়টি তুলে ধরা হয়েছে। কারো খারাপ লাগলে এড়িয়ে যেতে পারেন অযথা মন্তব্য করতে আসবেন না। ধন্যবাদ।

07/05/2023

আমার পিচ্ছি তিন বছরের মেয়ে, আর বাংলাদেশের মধ্যসত্ত্বা ভোগীদের মধ্যে একটা গভীর মিল আছে। মিলটি হচ্ছে আমার মেয়ে যেমন শরবতে চিনি মেশাতে গিয়ে হাতে যেটুকু লেগে থাকে খেয়ে ফেলে, ওই রকম মধ্যসত্ত্বা ভোগীরাও বিভিন্ন কাজকর্মে নিজেকে নিষ্ক্রিয়ভাবে জড়িত রেখে লাভবান হয়। 😉

21/04/2023
08/12/2022

When a PHP Developer want to switch the development platform to React, then the scenario will as much as like this movie story. 😂
Note: Only web developers can understand this issue.
© Sujan's Notes

18/09/2022
06/07/2022

আমরাতো ক্রিকেটপাগল জাতি গণিত, গণিত অলিম্পিয়াড, এগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামাই না। যাই হোক, আমাদের এই ছয়জন গণিত যোদ্ধার জন্য শুভকামনা এবং ভালোবাসা।❤️

Videos (show all)

"অন্যের নগদ সফলতা দেখে মন খারাপ না করে, নিজের কাজে লেগে থাকতে হবে, নিজেকে ভবিষ্যৎ সফলতার জন্য সদা সর্বদা প্রস্তুত করতে হ...
জীবনে প্রথমবার ফোল্ডস্কোপ তৈরি এবং ব্যবহার। অতি ক্ষুদ্র জগতকে দেখার জন্য খুবই একটি যন্ত্র। #foldscope #scienceexperiment