ATS Co-curricular Club - ATSCC

ATS Co-curricular Club - ATSCC

This is the official page of ATS co-curricular Club. Intellectual work begins from the root.To serve this grand purpose Ataturk Govt.

Model High School like to introduce their Co-curricular club.Upholding the motto "Expertise towards innovation" the club

18/06/2020

5th live session on debate.
Organized by: ATSCC

TOPIC:"REBUTTAL TECHNIQUES & FUNCTION OF POI,POO & POP IN DEBATE"

Guest: Aurgha Aurpan ( VP - AUSTDC )

Host: Ashraf Siddiquee - (Ex Ataturkian - Batch '16)

15/06/2020

Hello good people!
আশা করি এখনো পর্যন্ত সবাই নিজেদের সুস্থ এবং নিরাপদ রাখতে পেরেছি।আমরা আমাদের ওয়ার্কশপ প্রজেক্টে ডিবেট নিয়ে এ পর্যন্ত লাইভ সেশনের মাধ্যমে ৪টি ওয়ার্কশপ সম্পন্ন করেছি।

এ পর্যায়ে ৫ম ওয়ার্কশপ নিয়ে আগামী ১৮ই জুন,২০২০ইং(বৃহস্পতিবার) রাত ৯টায় হাজির হচ্ছি আপনাদের সামনে।
টপিক হিসেবে থাকছে, "Rebuttal Techniques & Function of POI,POO & POP in debate".লাইভ সেশনটি স্ট্রিমিং হবে আমাদের ATSCC'র এই পেইজটি থেকেই।

We have came to you with a master man to conduct it.
ওয়ার্কশপটি কন্ডাক্ট করবেন বাংলা বিতর্ক জগতের অন্যতম পরিচিত মুখ এবং বাংলা বিতর্কে 'কুল হেডেড ম্যান' ট্যাগপ্রাপ্ত অর্ঘ্য অর্পণ।স্কুল পর্যায়ে দেশসেরা ডিবেটিং ক্লাব অব ল্যাবরেটরিয়ানসের হয়ে বিতর্ক করার পর কলেজ পর্যায়ে ঢাকা বিএএফ শাহীন কলেজ ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করেছেন এবং ক্লাবটির বর্তমান চিফ এডভাইসর তিনি।বর্তমানে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করার পাশাপাশি সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
সেশনটিতে বিতর্কে রিবাটাল তথা যুক্তিখণ্ডন কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে।এছাড়া সংসদীয় বিতর্কে পয়েন্ট অব ইনফরমেশন,অর্ডার এবং প্রিভিলেজের কাজ সম্বন্ধে আলোচনা করা হবে।এছাড়া বিতর্ক সম্বন্ধীয় আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও কথা হবে।বুঝার সুবিধার্থে কিছু স্লাইডের মাধ্যমে সেশনটি নেয়া হবে।

বরাবরের মতো সেশনটি হোস্ট করবেন সাবেক আতাতুর্কিয়ান('১৬ ব্যাচ) আশরাফ সিদ্দিকী।

অর্ঘ্য অর্পণকে নিয়ে লিখেছেন তার ক্লাবের দুই জুনিয়র রাফা রুবাইয়াত এবং মোহাম্মদ সাইফ রহমান...

"আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিক এবং ভাইস প্রেসিডেন্ট, গায়ক, আর সারাক্ষণ হাসিমুখে থাকা সবার প্রিয় মানুষ, অর্ঘ্য অর্পণ।
গত চার বছর ধরে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন নানান টুর্নামেন্ট দক্ষভাবে করার মাধ্যমে। একজন ভালো ট্যাব ডিরেক্টর ছাড়াও নিঃসন্দেহে তিনি একজন দক্ষ বিতার্কিক এবং তার গান সহজেই সকলের মন জয় করে ফেলে। তাছাড়া তিনি একজন ভালো ফুটবলারও। এত ব্যস্ততার পরেও কখনো তাকে প্রয়োজনে পাওয়া যায়নি, এরকম হয়নি। যেকোন প্রয়োজনে তাকে সবসময় পাওয়া যায়। যে কারো কথা তিনি হাসিমুখে শোনেন। তার সব গুণাবলীকে ছাপিয়ে তাই তার ভালো মনুষ্যত্ব আর ব্যক্তিত্ব সবচেয়ে আকর্ষণীয়। অর্ঘ্য অর্পণ তার মতামত এবং যুক্তি উপস্থাপন করতেও বিনয়ী। বন্ধুসুলভ আচরণের এই মানুষটি সকলের আরো
প্রিয় হয়ে উঠেছে যেকোন দায়িত্ব সুনিপুণভাবে পালন করার মাধ্যমে।

অর্ঘ্য অর্পণ, তার স্বভাবসুলভ মিষ্টি ব্যবহার আর পরিশ্রমী হিসেবে তার বিকল্প তাই কেউ হতে পারেনা। তাই নিঃসন্দেহে বলা যায়, অর্ঘ্য অর্পণদার সেশন বিতার্কিকদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিতর্ক ছাড়াও তার কাছে অনেক কিছু শেখার আছে।"

Rafa Rubaiyat
Assistant Debate Secretary, AUSTDC.

"অর্ঘ্য ভাই মানুষটা নিয়ে বলতে বললে প্রথমেই বলা লাগে 'হার্ডওয়ার্কিং ভার্সেটাইল অলরাউন্ডার'।গান,ফুটবল,বিতর্ক কিংবা একাডেমিক এক্সিলেন্সি কোনোটাতেউ পিছিয়ে নেই তিনি।
কলেজ থেকেই তাঁর সম্বন্ধে জানাশোনা। বাংলা বিতর্কের ফেস্টগুলোতে স্পেশালিস্ট ট্যাব ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বহু আগেই।
বর্তমানে সার্কিটের অন্যতম ঠাণ্ডা মাথার বিচারক হিসেবেও সুখ্যাতি পেয়েছেন।বিতার্কিক অর্ঘ্য ভাইয়ের ক্রেডিবিলিটি নিয়ে বেশি কিছু বলার নেই।বাংলা বিতর্কে ঠাণ্ডা গলায় মনোমুগ্ধকর বিতর্ক করা মানুষজন খুবই কম।সংখ্যাটা নিতান্ত ১০ জন হলে তাদের মাঝে অর্ঘ্য ভাই একজন।

তাঁর সবচেয়ে বড় গুণ হলো কেউ জানতে বা শিখতে চাইলে ঠাণ্ডা মাথায় ধরে ধরে তাকে শিখানো।যত পরিশ্রমই করেন না কেনো দিনশেষে এই একটা কাজে তাঁর ক্লান্তি নেই।

নিজ ক্লাবের ভি.পি বলে বলছি না...অর্ঘ্য ভাইয়ের কাছ থেকে শেখার সুযোগটা কারোরই হাত ছাড়া করা উচিত না।বিশেষ করে নবীনদের জন্য তো অর্ঘ্য ভাই অনন্য!তাঁর মিষ্টি ব্যবহার এবং গুছানো উপস্থাপন আপনাকে শিখতে বাধ্য করবেই।"

Mohammad Saif Rahman
Debater,AUSTDC
Former GS,Kurmitola Shaheen Debating Club -KSDC

যারা পূর্বের তথা ৪র্থ লাইভ সেশনটি মিস করেছেন তাদের জন্য লিংক:-
https://www.facebook.com/ATSCC.EDU/videos/895929967551862/

আমাদের গ্রুপ লিংক:-
https://www.facebook.com/groups/868941610272586/?ref=share

জাস্টটাইমে জয়েন এবং এঙ্গেজ করে আমাদের সাথেই থাকুন।আড্ডা এবং কথাবার্তায় ডিবেট নিয়েও কিছু কথা হবে।

12/06/2020

4th Live Session on Debate.
Organized By ATSCC.

Topic: "PREPARATION TIME STRATEGY & TIME MANAGEMENT IN DEBATE"

Guest: Mohammad Obaidullah
Host: Ashraf Siddiquee

07/06/2020

Hello good people!
আশা করি এখনো পর্যন্ত সবাই নিজেদের সুস্থ এবং নিরাপদ রাখতে পেরেছি।আমরা আমাদের ওয়ার্কশপ প্রজেক্টে ডিবেট নিয়ে এ পর্যন্ত লাইভ সেশনের মাধ্যমে ৩টি ওয়ার্কশপ সম্পন্ন করেছি।

এ পর্যায়ে ৪র্থ ওয়ার্কশপে নিয়ে আগামী ১২.০৬.২০২০(শুক্রবার) রাত ৯টায় হাজির হচ্ছি আপনাদের সামনে।
টপিক হিসেবে থাকছে, "Preparation Time Strategy & Time Management in Debate".লাইভ সেশনটি স্ট্রিমিং হবে আমাদের ATSCC'র এই পেইজটি থেকেই।

ওয়ার্কশপটি কন্ডাক্ট করবেন বাংলা বিতর্ক জগতের অন্যতম পরিচিত মুখ মোহাম্মদ ওবায়দুল্লাহ।স্কুল পর্যায়ে নিব্রাস মাদ্রাসা ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্কের পাশাপাশি ছিলেন ক্লাবটির ভিপি।এরপর কলেজ পর্যায়ে ঢাকা সিটি কলেজ ডিবেট ক্লাবের হয়ে বিতর্ক করেছেন এবং ক্লাবটির জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-জেইউডিএস এর হয়ে বিতর্ক করছেন এবং ক্লাবটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন।
বিতর্কের প্রস্তুতিমূলক সময় কিভাবে কাজে লাগানো যায় এবং বক্তারা কিভাবে সময়কে কাজে লাগাতে পারেন তাদের স্পিচের সময় সেটি নিয়ে কথা বলবেন।এছাড়া বিতর্ক সম্বন্ধীয় আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও কথা হবে।বুঝার সুবিধার্থে কিছু স্লাইডের মাধ্যমে সেশনটি নেয়া হবে।

বরাবরের মতো সেশনটি হোস্ট করবেন সাবেক আতাতুর্কিয়ান('১৬ ব্যাচ) আশরাফ সিদ্দিকী।

ওবায়দুল্লাহকে নিয়ে লিখেছেন তার সাবেক দুই সতীর্থ বিতার্কিক রাহাত খান এবং আশরাফ সিদ্দিকী...

"Obaid vai's structural and analytical speech is enough to carry out a team from any condition. His rhetorical responses to opponent's arguements have always been reminiscent to me and he is undoubtedly one of the finest I've ever got as a teammate.Therefore, I believe that this man's appearance in this platform will be able to teach and provoke these kids a lot. Can't wait to see him there."

Excerpt authored by-
Rahat Khan
Debater, BRAC University Debate Club
Former President, Dhaka City College Debate Club
Former President, Motijheel Model Boys Debating Club

"ওবায়দুল্লাহ আমি,আমাদের বন্ধুদের কাছে ইনশর্ট ওবি নামে বেশি পরিচিত।বাংলা বিতর্ক জগতে ওবির রিসেন্ট এবং পাস্ট অবস্থান,ক্রেডিবিলিটি নিয়ে বলার আগে একটু ছোট্ট স্মৃতিচারণ করি....
স্কুল পর্যায়ে কখনো সংসদীয় বিতর্ক না করা আমি কলেজে উঠে ডিবেট ক্লাবে জয়েন করে ডিবেট শিখে ন্যাশনাল টুর্নামেন্ট করবো এটা ভাবাটা বরাবরই একটু কষ্টসাধ্য ছিলো।হয়তো হয়েই উঠতো না যদি ওবি এসে হাতেধরে সব না শিখাইতো।সার্কিট কি,কেমনে মানুষজন সব হ্যান্ডেল করে,কিভাবে অর্গানাইজ করা লাগে,ডিবেটের ছোটখাটো থেকে বড় সব বিষয়ের প্রথম শেখাটা এই ছেলেটার কাছেই।আমি এখনও বলি বিতার্কিক হিসেবে আমার ছোট্ট এই অবস্থানটা তৈরীতে অন্য যে কারো চেয়ে ওবায়দুল্লাহর অবদান সবচেয়ে বেশি।একই প্যানেলে আমাদের জিএস,এজিএস হয়ে কাজ করার স্মৃতিগুলোও অসাধারণ।

বিতার্কিক ওবায়দুল্লাহ কতটা অসাধারণ হতে পারে সেটা ডিসিসিডিসি ধুমকেতুতে একসাথে ডিবেট করে,তার ডিবেট দেখে বুঝেছি।প্রচণ্ড পরিশ্রমী ছেলেটা থেমে থাকেনা কখনো।মোশন,ম্যাটার,মেথড সব নিয়েই কাজ করে।
সাংগঠনিক কাজে তার ঠাণ্ডা মাথা একটা ন্যাশনাল নামাতে আমাদের কতটা কাজে দিয়েছে সেটা বলাই বাহুল্য।
জেইউডিএসে যাওয়ার পর নিজেকে ডিবেট ছাড়া অন্যান্য এক্টিভিটিজে একের পর এক এক্সপ্লোরই করে গেছে।
রিসেন্টলি ট্যাব ডিরেক্টর এমনকি এ্যাজ কোর হিসেবেও ডেব্যু হয়ে গেছে তার বাংলা বিতর্কে।ঘরে বেশ স্বাচ্ছন্দ্যে ট্যাব ডিরেক্টিংয়ের মতো কাজগুলো করছে।
এতো অল্পতে ওবিকে নিয়ে আসলে লিখা শেষ হয়না।

হাতে ধরে শেখানো এবং বুঝানোর জন্য ওবি অনবদ্য।সবকিছু মিলিয়ে ডিবেট এবং ডিবেটের বাইরের ওবিকে নিয়ে সেশনটা সেরা হতে যাচ্ছে বলাই যায়।"

Excerpt written by:-
Ashraf Siddiquee
Debater, AUST Debating Club
Former Joint General Secretary, Dhaka City College Debate Club

যারা পূর্বের তথা ৩য় লাইভ সেশনটি মিস করেছেন তাদের জন্য লিংকঃ-
https://www.facebook.com/ATSCC.EDU/videos/614272732617665/

আমাদের গ্রুপ লিংক:-
https://www.facebook.com/groups/868941610272586/?ref=share

জাস্টটাইমে জয়েন এবং এঙ্গেজ করে আমাদের সাথেই থাকুন।আড্ডা এবং কথাবার্তায় ডিবেট নিয়েও কিছু কথা হবে।

06/06/2020

3rd live workshop session on debate.

Topic: "ARGUMENTATION IN DEBATE"

Organized by : ATSCC

Host: Ashraf Siddiquee
Guest:Ridwan Sahib

04/06/2020

সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা।আশা করি সকলেই এখনো পর্যন্ত সুস্থ আছেন।আমরা আমাদের ওয়ার্কশপ প্রজেক্টের প্রথম পর্যায়ে ডিবেট নিয়ে লাইভ সেশনের মাধ্যমে ২টি ওয়ার্কশপ সম্পন্ন করেছি।

এই পর্যায়ে ৩য় ওয়ার্কশপ নিয়ে আগামী ০৬.০৬.২০২০(শনিবার) রাত ৯টায় হাজির হচ্ছি আপনাদের সামনে।টপিক হিসেবে থাকছে "Argumentation in Debate".
লাইভ সেশনটি স্ট্রিমিং হবে atscc'র এই পেইজটি থেকেই।
এবারের ওয়ার্কশপটি কন্ডাক্ট করবেন বাংলা বিতর্কে কলেজ পর্যায়ের অন্যতম পরিচিত মুখ এবং অন্যতম সফল একজন বিতার্কিক রিদওয়ান সাহিব।স্কুল পর্যায়ে মিল্লাত ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করার পর এখন ঢাকা সিটি কলেজ ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করছেন।পাচ্ছেন নিয়মিত সফলতা।আর্গুমেন্টেশন বা যুক্তি বিশ্লেষণ নিয়ে আশা করি একটি সহায়ক সেশন হবে।

হোস্ট হিসেবে থাকবেন সাবেক আতাতুর্কিয়ান('১৬ ব্যাচ) আশরাফ সিদ্দিকী।

রিদওয়ানকে নিয়ে লিখেছেন তার সতীর্থ বিতার্কিক উম্মে সুহালা...

"রিদওয়ান উল্লাহ মুহসিন গাজি!!
বর্তমানে সার্কিটে বেশ পরিচিত মুখ বিতার্কিক এবং এডজুডিকেটর হিসেবে।রীতিমতোই তার চেষ্টা ও ডেডিকেশান দিয়ে জয় করে নিচ্ছেন সবার প্রশংসা! আছে বেশ কিছু রানারআপ ও চ্যাম্পিয়ন ট্রফি, কিছু স্পিকার ব্রেক এবং বর্তমানে নিয়মিত এজ ব্রেক করা টাকে হবি হিসেবে দেখছেন!
তার সাথে একই বেঞ্চে বসে প্রচুর বিতর্ক করার সুবাদে আমি দেখতে পেয়েছি এই ছেলেটা কতটা ট্যালেন্টেড এবং খুব শীঘ্রই নতুন কিছু নিজের মধ্যেও রপ্ত করে নিতে পারে।এবং বিশ্বাস করে এই শিক্ষা শুধু নিজের মধ্যে না রেখে ছড়িয়ে দেওয়া উচিত।তাই সে নিজে অন্যকে নতুন কিছু শিখিয়ে বেশ মানসিক প্রশান্তি লাভ করে।

একটা সময় ছিল যখন আমাদের মোশন বুঝতে অনেক ইফোর্টস দেওয়া লাগতো।এখন যেকোনো মোশন যেরকম ভাবেই দেওয়া হোক না কেন আমার মনে হয় রিদওয়ান খুব সহজেই কোথায় বিতর্ক হওয়া উচিত এবং কি কি কথা বিতর্কে খুব রিলেটেবল এবং একটা আর্গুমেন্ট তৈরি করে সেটার ইম্পলিমেনেটশনে অসাধারণ করছে!
এসকল কিছুর বাহিরেও রিদওয়ান ব্যক্তিগত জীবনে বেশ চমৎকার একজন মানুষ।যেকোনো আলাপনে সে নিজের পারস্পেক্টিভ প্রকাশ করে ফিলোসোফিকাল কথাবার্তা বলতে বেশ পছন্দ করে।তাই আশা করি তার সাথে কাটানো সময় বেশ প্রানোচ্ছোল যাবে এবং সকলেই বেশ নতুন কিছু শিখতে পারবে।
সকলকে শুভেচ্ছা!"

Excerpt authored by:-

Ummay Suhala
Former Debater,Xaverian Debating Club-XDC
Debater, Dhaka City College Debate Club-DCCDC

যারা ২য় লাইভ সেশনটি মিস করেছেন তাদের জন্য লিংকঃ-
https://www.facebook.com/ATSCC.EDU/videos/728897544603264/

আমাদের গ্রুপ লিংক:-
https://www.facebook.com/groups/868941610272586/?ref=share

সবাই আশা করি যথাসময়ে হাজির হয়ে যাবো।আপনাদের যেকোনো প্রশ্ন লাইভে অথবা এখানকার কমেন্টবক্সে করতে পারেন।আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।
আড্ডা হবে, ডিবেট নিয়ে কথা হবে।

02/06/2020

2nd Live Session

Topic: "Asian Parliamentary Debate: Speakers Role"

31/05/2020

সবাই আশা করি এখনো পর্যন্ত সুস্থ এবং ভালো আছি।
আমরা কথা দিয়েছিলাম ঈদের পর আমাদের কার্যক্রম নিয়ে আবারো ফিরবো।

গত ২৩ মে,২০২০ এর অসমাপ্ত ২য় লাইভ সেশন ক্লাসটি পুনরায় আগামী ২রা জুন,২০২০ সোমবার নতুন করে স্ট্রিমিং হবে।অর্থাৎ, সেদিনের লাইভ সেশনের টপিকটি নিয়েই আলোচনা করা হবে।লাইভটি স্ট্রিমিং হবে ATSCC এর এই পেইজ থেকেই।সুতরাং, আপনারা যে কেউই সহজে সংযুক্ত হতে পারবেন আমাদের সেশনে।

১ম লাইভ সেশনটি আশা করি ইন্ট্রো হিসেবে সবার জন্য মোটামুটি সহায়ক ছিলো।গত ক্লাসেরই কিছু বিষয় আরো বিশদ আকারে ব্যাখা করা হবে আমাদের ২য় লাইভ সেশন ক্লাসে।

যথারীতি আগের ক্লাসের মতো এই সেশন ক্লাসটিও কন্ডাক্ট করবেন আতাতুর্ক '১৬ ব্যাচের শিক্ষার্থী এবং ডিসিসিডিসির সাবেক বিতার্কিক ও অস্টডিসির বিতার্কিক আশরাফ সিদ্দিকী।

টপিক হিসেবে থাকছে, "Asian Parliamentary Debate: Speakers Role". অর্থাৎ এশিয়ান সংসদীয় বিতর্কে যে ৬জন বক্তা বিতর্ক করেন তাদের কাজগুলো কি এবং কিভাবে তারা তাদের স্পিচগুলো ভালোভাবে দিবেন তার উপর টোটাল ক্লাসটি।আনুষঙ্গিক আরো কিছু বিষয়ও আলোচনা করা হবে।

আপনারা আপনাদের প্রশ্নগুলো চাইলে এই পোস্টের কমেন্টবক্সে করে রাখতে পারেন অথবা লাইভে করতে পারেন।আপনাদের বেশি বেশি এঙ্গেজমেন্ট আমাদের টোটাল কার্যক্রমকে সার্থক করে তুলবে।

যারা ১ম লাইভ ক্লাসটি মিস করেছেন তাদের জন্য লিংকঃ-

https://m.facebook.com/groups/868941610272586?view=permalink&id=871587730007974

সবাই আশা করি যথাসময়ে রেডি হয়ে যাবো।ইনশাআল্লাহ, পূর্বের ক্লাসের তুলনায় আরো ইফেক্টিভ হবে এই ক্লাসটি।

গ্রুপ লিংকঃ-
https://www.facebook.com/groups/868941610272586/?ref=share

21/05/2020

সবাই আশা করি এখনো পর্যন্ত সুস্থ এবং ভালো আছি।

গত ক্লাসটি আশা করি ইন্ট্রো হিসেবে সবার জন্য মোটামুটি সহায়ক ছিলো।গত ক্লাসেরই কিছু বিষয় আরো বিশদ আকারে ব্যাখা করা হবে আমাদের ২য় লাইভ সেশন ক্লাসে।

আমরা আমাদের ২য় লাইভ ক্লাসটি নিয়ে হাজির হচ্ছি আগামী ২৩ তারিখ শনিবার রাত ৯টায়।

যথারীতি আগের ক্লাসের মতো এই সেশন ক্লাসটিও কন্ডাক্ট করবেন আতাতুর্ক '১৬ ব্যাচের শিক্ষার্থী এবং ডিসিসিডিসির সাবেক বিতার্কিক ও অস্টডিসির বিতার্কিক আশরাফ সিদ্দিকী।ঈদের আগে এটিই আমাদের আপাতত শেষ ক্লাস।ঈদের পর আরো সেশন ক্লাস নিয়ে হাজির হবো।

টপিক হিসেবে থাকছে, "Asian Parliamentary Debate: Speakers Role". অর্থাৎ এশিয়ান সংসদীয় বিতর্কে যে ৬জন বক্তা বিতর্ক করেন তাদের কাজগুলো কি এবং কিভাবে তারা তাদের স্পিচগুলো ভালোভাবে দিবেন তার উপর টোটাল ক্লাসটি।আনুষঙ্গিক আরো কিছু বিষয়ও আলোচনা করা হবে।

আপনারা আপনাদের প্রশ্নগুলো চাইলে এই পোস্টের কমেন্টবক্সে করে রাখতে পারেন অথবা লাইভে করতে পারেন।আপনাদের বেশি বেশি এঙ্গেজমেন্ট আমাদের টোটাল কার্যক্রমকে সার্থক করে তুলবে।

যারা আগের ক্লাসটি মিস করেছেন তাদের জন্য লিংকঃ-

https://m.facebook.com/groups/868941610272586?view=permalink&id=871587730007974

সবাই আশা করি যথাসময়ে রেডি হয়ে যাবো।ইনশাআল্লাহ, পূর্বের ক্লাসের তুলনায় আরো ইফেক্টিভ হবে এই ক্লাসটি।

গ্রুপ লিংকঃ-
https://www.facebook.com/groups/868941610272586/?ref=share

14/05/2020

আমাদের প্রথম লাইভ সেশনটি স্ট্রিমিং হতে যাচ্ছে আগামীকাল রাত ৯টায়।আমাদের এই গ্রুপ হতে লাইভটি স্ট্রিমিং হবে।

প্রথম লাইভ সেশনের টপিক "𝗧𝘆𝗽𝗲𝘀 𝗼𝗳 𝗗𝗲𝗯𝗮𝘁𝗲 & 𝗜𝗻𝘁𝗿𝗼𝗱𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 𝘁𝗼 𝗔𝘀𝗶𝗮𝗻 𝗣𝗮𝗿𝗹𝗶𝗮𝗺𝗲𝗻𝘁𝗮𝗿𝘆 𝗗𝗲𝗯𝗮𝘁𝗲".

প্রথম সেশন ক্লাস কন্ডাক্ট করছেন সাবেক আতাতুর্কিয়ান আশরাফ সিদ্দিকী(ব্যাচ '১৬)।ইতোপূর্বে ঢাকা সিটি কলেজ ডিবেট ক্লাবের হয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক করার পাশাপাশি ছিলেন ক্লাবটির জয়েন্ট সেক্রেটারি। বর্তমানে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করছেন নিয়মিত।

তাকে নিয়ে লিখেছেন কলেজ এবং ভার্সিটি পর্যায়ে তার সতীর্থ বিতার্কিক সাইফ রহমান....

"বাংলা বিতর্ক সার্কিটের সাথে অনেকদিন ধরে যুক্ত থাকা আশরাফ সিদ্দিকী। কলেজ লেভেল থেকে করে এসেছেন অনেক অনেক জাতীয় পর্যায়ের বিতর্ক উৎসব। বর্তমানে তিনি বিতর্ক করছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হয়ে। এখন পর্যন্ত বাংলা বিতর্কে তার পারফরম্যান্স ছিলো বরাবরের মতোই অসাধারণ। আন্তর্জাতিক থেকে শুরু করে রাজনৈতিক বিষয়গুলো ব্যাপারে পটু এই মানুষটি। বিতর্ক জগৎ নিয়ে মানুষটার ভাবনাও অন্য লেভেলের। জানার আগ্রহ, পরিশ্রম, নতুনধারার চিন্তাভাবনা মানুষটিকে ৮-১০ জন থেকে আলাদা করেছে। একসাথে টিম আপ করে আমাদের বিতর্ক করার অভিজ্ঞতাগুলোও অসাধারণ।
সংসদীয় বিতর্ক শিখতে চাওয়া যে কারো জন্য আশরাফ ভাইয়ের ওয়ার্কশপটি বেশ কাজে দিবে বলাই যায়।"

Excerpted by-
মোহাম্মদ সাইফ রহমান
Former Debater & Former General Secretary - Kurmitola Shaheen Debating Club- KSDC
Debater, AUST Debating Club

এখনো কেউ যুক্ত হওয়ার বাকি থাকলে দ্রুত যুক্ত করে নিন এবং যথাসময়ে উপস্থিত হয়ে যাবো সবাই।

গ্রুপ লিংকঃ-

https://www.facebook.com/groups/868941610272586/

20/02/2020

"একুশ মোদের অস্তিত্ব,
একুশ মানেই তারুণ্য;
তারুণ্যের শক্তিতেই,
সুন্দর দেশ গড়বো।"

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আতাতুর্ক কো-কারিকুলার ক্লাব (এ.টি.এস-সি.সি.)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

"আসুন সবাই শপথ করি,
ভাষায় মোরা শুদ্ধাচার গড়ি।"

Photos from ATS Co-curricular Club - ATSCC's post 21/01/2020

আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ATS Co-curricular Club - ATSCC এর প্রথম আনুষ্ঠানিক পরিচিতি এবং প্রাথমিক মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষক ও ক্লাবের মডারেটর ইমাম হোসেন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে লক্ষ্য,উদ্দেশ্য এবং কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেন।
বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আগ্রহের ভিত্তিতে সদস্য সংগ্রহের জন্য ফরম প্রদান করা হয়।

"Expertise Towards Innovation" এই স্লোগানকে সামনে রেখে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা।