SLSD Entrepreneurship Development CLUB

SLSD Entrepreneurship Development CLUB

In this world of fast technology an individual has to learn many skills to be a successful entrepreneur.

This SLSD Entrepreneurship Development Club aims at creating learning opportunities for potential and new entrepreneurs.

11/09/2022

Why is Emotional Intelligence so important?

15/09/2021

Celebrating Anniversary 2020-2021

22/05/2021

আজকের লাইভ রাত ১০.৩০মিনিটে

30/04/2021

আগামী ১ মে লাইভে থাকছি

24/04/2021

আজ আমাদের Entrepreneurship Development Club এর চেয়ার আব্দুল কাইয়ুম এর জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

18/04/2021

"ইমোশনাল ইণ্টেলিজেন্স" বইটি আত্মউন্নয়ন ও মোটিভেশন ক্যাটাগরীতে রকমারী.কম এ শীর্ষ ১০ টি বইয়ের অন্যতম। বইটির লেখক আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী। SLSD পরিবারের এর পক্ষ থেকে শুভেচ্ছা। সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা বিস্তারে স্যারের অর্জিত লাভের অংশ আল্লাহ্পাক কবুল করুন।

Chair
EDC

15/04/2021

আগামী কাল লাইভে থাকছি

26/03/2021

অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা।
সে স্বাধীনতার সূর্য সন্তানদের আজ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে স্মরণ করছি।

আর আমাদের পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা।

24/03/2021

আসসালামু আলাইকুম 😊
কেমন আছেন সবাই?
যদি কারো মন খারাপ থেকেও থাকে তাহলে মন ভালো করা খবর নিয়ে কিন্তু হাজির হয়েছি😁
আপনারা যারা আমাদের প্রিয় পরিবারের সদস্য তারা জানেন যে প্রতি শুক্রবার রাত ৯.০০ টায় আমাদের E-Commerce & Entrepreneur (ECE) গ্রুপে & Entrepreneurship Development CLUB পেইজ থেকে লাইভ অনুষ্ঠিত হয়। তো এবার আমাদের লাইভের দিনটা একটু বদল হয়েছে কারণ শুক্রবার অর্থাৎ ২৬ তারিখ মহান স্বাধীনতা দিবস। তাই শুক্রবার এর পরিবর্তে এ সাপ্তাহের লাইভটি ২৭শে মার্চ শনিবার অনুষ্ঠিত হবে🥰

আর এবারের লাইভে আমাদের সাথে উপস্থিত থাকবেন Nil Abir ভাই🤩🤩
যিনি আমাদের সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবেন।
সকল উদ্দ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে পরিস্কার ধারণা রাখা উচিৎ আর এ ধারণা দিতেই আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। জি আমরা মানে Rems Kazi এবং Nil Abir । দুজনে মিলে আড্ডা দিবে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আলাপ করবে 🙂
আশাকরবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন😇😇

20/03/2021
17/03/2021

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা Entrepreneurship Development CLUB & E-Commerce & Entrepreneur (ECE) সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।

সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

17/03/2021

ফেসবুকে ১২ হাজার নারী ব্যবসায়ী:::
By মো. মিন্টু হোসেন, ঢাকা
October 13, 2019 at 12:45 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী উদ্যোক্তাদের উপস্থিতি বাড়ছে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তথ্য বলছে, এখন দেশে প্রায় ২০ হাজার ফেসবুক পেজে কেনাকাটা চলছে। এর মধ্যে ১২ হাজার পেজ চালাচ্ছেন নারীরা।

ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করে স্বল্প পুঁজিতেই উদ্যোক্তা হয়ে উঠছেন নারীরা। ই-ক্যাবের তথ্যমতে, গত এক বছরে ই-কমার্স খাতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা। ঈদসহ যেকোনো উৎসবে এ লেনদেন বাড়ে।

নারী উদ্যোক্তাদের কেউ পোশাক, কেউ গয়না, কেউ হাতে তৈরি জিনিস, কেউ তৈরি খাবারসহ নানা পণ্য বিক্রি করছেন। অনেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার কাজ করছেন। কেউ শৌখিন পণ্য নিয়ে ব্যবসায় নেমেছেন। এই নারীরা শিক্ষিত। সংসারের চাপসহ নানা সমস্যায় অনেকের পক্ষে চাকরি করা সম্ভব হয়নি। অনেকে নিজে কিছু করবেন বলে বদ্ধপরিকর। ফলে সংসার সামলানোর পাশাপাশি স্বাধীন এ ব্যবসায় আগ্রহ বাড়ছে নারীদের।

ইসলামপুরের সরু গলি থেকে শুরু করে এখন লন্ডনসহ বিশ্বের অধিকাংশ দেশেই সুনাম কুড়িয়েছে আঁখি’স কালেকশন। আঁখি’স কালেকশনের উদ্যোক্তা সালমা রহমান আঁখি বললেন, ‘কলেজে পড়া অবস্থায় বুটিক হাউস দিই। ইসলামপুর, মিরপুর, মোহাম্মদপুর থেকে পোশাক এনে বিক্রি করি। এখন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি বলেই মনে করি।’

মা-মেয়ে মিলে ফেসবুকে ‘সাবেরেং’ নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাবারের ব্যবসা শুরু করেছেন পারাহিতা চাকমা ও তাঁর মা দেবলক্ষী চাকমা (৫৫)। মা খাবার রান্নার বিষয়টি দেখভাল করেন। একটি কলেজের প্রশাসনিক বিভাগে কর্মরত পারাহিতা বললেন, ‘মায়ের ইচ্ছাতে তাঁকে সঙ্গে নিয়ে মিরপুরের নিজের বাসায় বসে ফেসবুকে নতুন এই উদ্যোগ চালু করে বেশ সাড়া পাচ্ছি।’

উদ্যোক্তারা ঘরে বসে ব্যবসা করছেন, একইভাবে ক্রেতারাও ঘরে বসে পণ্য পছন্দ করে কল করে অথবা খুদে বার্তা পাঠিয়ে পছন্দের পণ্যটি হাতে পাচ্ছেন। তবে অনলাইনে এ ধরনের ব্যবসায় ক্রেতারা ঠকছেন বলেও অভিযোগ আছে। ফেসবুকে এক পণ্য দেখিয়ে ক্রেতার কাছে অন্য পণ্য পাঠিয়ে দেওয়ার পর ক্রেতারা কোনো প্রতিকারও পাচ্ছেন না।

কিছু অভিযোগ থাকলেও ই-কমার্সে নারী উদ্যোক্তাদের আগ্রহ বাড়ার বিষয়টিকে ইতিবাচক বলে উল্লেখ করছেন ই–কমার্সের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা। বর্তমানে প্রযুক্তির সুবিধায় নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে এফ-কমার্স বা ফেসবুকভিত্তিক ব্যবসা। অনলাইনভিত্তিক ক্রেতা হিসেবেও নারীর সংখ্যাই বেশি।

>
দেশে প্রায় ২০ হাজার ফেসবুক পেজে কেনাকাটা চলছে
১২ হাজার পেজ চালাচ্ছেন নারীরা
এক বছরে ই-কমার্স খাতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা
ঈদসহ যেকোনো উৎসবে এই লেনদেন বাড়ে

অনলাইন উদ্যোগে আরেক সফল নারী তোহফাতুল জান্নাত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যা বিষয়ে পড়াশোনা করার সময়ই যুক্ত হন অনলাইন ব্যবসায়। তারপর চাকরি করলেও ব্যবসা বন্ধ করেননি। গৃহসজ্জার (এনটেরিয়র) ফার্ম দেওয়ার পাশাপাশি শোরুম দিয়েছেন রাজধানীর অভিজাত শপিং মলে। অনলাইনে তাঁর পেজের নাম ‘ক্যারিড অ্যাওয়ে বাংলাদেশ’। একজন সহকারী নিয়ে নিজের নকশা করা পোশাক বিক্রি করেন। তাঁর মতে, ক্রেতার চাহিদাকে গুরুত্ব দিতে হবে। ঢাকা বা ঢাকার বাইরের ক্রেতার সন্তুষ্টি ও বিশ্বাস অর্জন করতে না পারলে এ ব্যবসায় ভালো করা যায় না।

হুর নুসরাত নামের ব্যবসার উদ্যোক্তা নুসরাত আক্তার জানালেন, শুধু চার বোন হওয়ায় চলার পথে অনেক বাধাবিপত্তি এসেছে। ২০১৪ সালে ব্যবসা শুরুর আগে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ফেসবুকে পেজ তৈরি করেন। হাতে থাকা ১ হাজার ২০০ টাকা নিয়ে শুরু করা ব্যবসায় এখন ১৫০ জন তাঁতীর কাছ থেকে পোশাক নিয়ে দেশে–বিদেশে দিনে প্রায় ২০০ পোশাক বিক্রি করা হচ্ছে। গয়নাও বিক্রি করেন তিনি।

বিক্রয় ডটকমের বিপণন প্রধান ঈশিতা শারমিন বললেন, অনলাইন শপিং সাইটসহ ফেসবুক পেজের মাধ্যমে এখন অনেক নারী উদ্যোক্তা ব্যবসা করছেন। ইলেকট্রনিকস, লাইফ স্টাইল পণ্য আবার কেউ জমি ব্যবসার সঙ্গেও যুক্ত হচ্ছেন। অল্প পুঁজিতে ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াই ব্যবসা করা যাচ্ছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মাহমুদা সুলতানা নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন। তিনি বলেন, ‘অনলাইনে কেনাকাটা নিয়ে অনেকে প্রতারণার শিকার হলেও নিজে কখনো সমস্যায় পড়িনি।’

তবে মিরপুর ১০ নম্বরের ইলিয়াস কবির তাঁর স্ত্রীর জন্য ফেসবুকে থ্রিপিস কিনতে গিয়ে প্রতারণার শিকার হন। সঠিক পণ্য মেলেনি, পণ্যের দাম নিয়েও মনে সংশয় ছিল।

ই-ক্যাবের যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার বললেন, ই-ক্যাবের ফেসবুক গ্রুপে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ প্রতারিত হলে প্রথমে ই-ক্যাবের পক্ষ থেকে ক্রেতা ও প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়। এ ছাড়া কেনাকাটায় প্রতারণার শিকার হলে থানায় আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ আছে। নারী উদ্যোক্তাদের নিজেদের ব্যবসার স্বার্থেই এ বিষয়ে সচেতন থাকতে হবে, যাতে কোনো ক্রেতা প্রতারণার শিকার না হন।
স্বত্ব © ২০২১ প্রথম আলো

07/03/2021

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা EDC সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।
এবারের অতিথী সর্বজয়ীর ফাউন্ডার ও ওনার সুলতানা সিফাত আপু। আগামী শনিবার ঠিক রাত ৯:০০ টায় আমাদের মাঝে আপু থাকছেন এবং আমাদের জন্য তার অভিজ্ঞত��� শেয়ারের পাশাপাশি একজন উদ্যোক্তার বিভিন্ন উত্থান ও পতন নিয়ে আলোচনা হবে।
সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
সকলের উপস্থিতি একান্তই কাম্য।

27/02/2021

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা EDC সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।
এবারে থাকছেন দুইজন অতিথী একসাথে, founder and owner, Muna's Kitchen এর মুনা খান আপু এবং founder and owner of Fashion work by Shumi এর সুরাইয়া শারমিন সুলতানা আপু । আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ���:০০ টায় আমাদের মাঝে তারা থাকছেন এবং আমাদের জন্য তাদের অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি একজন উদ্যোক্তার বিভিন্ন উত্থান ও পতন নিয়ে আলোচনা হবে।
সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
সকলের উপস্থিতি একান্তই কাম্য।

27/02/2021

আজকে থাকছি

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা EDC সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।

এবারে থাকছেন দুইজন অতিথী একসাথে, founder and owner, Muna's Kitchen এর মুনা খান আপু এবং founder and owner of Fashion work by Shumi এর সুরাইয়া শারমিন সুলতানা আপু । আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৯:০০ টায় আমাদের মাঝে তারা থাকছেন এবং আমাদের জন্য তাদের অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি একজন উদ্যোক্তার বিভিন্ন উত্থান ও পতন নিয়ে আলোচনা হবে।

সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

সকলের উপস্থিতি একান্তই কাম্য।

25/02/2021

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা EDC সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।

এবারে থাকছেন দুইজন অতিথী একসাথে, founder and owner, Muna's Kitchen এর মুনা খান আপু এবং founder and owner of Fashion work by Shumi এর সুরাইয়া শারমিন সুলতানা আপু । আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৯:০০ টায় আমাদের মাঝে তারা থাকছেন এবং আমাদের জন্য তাদের অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি একজন উদ্যোক্তার বিভিন্ন উত্থান ও পতন নিয়ে আলোচনা হবে।

সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

সকলের উপস্থিতি একান্তই কাম্য।

22/02/2021

অসংখ্য ধন্যবাদ Nilufer Karim আপাকে "ইমোশনাল ইণ্টেলিজেন্স" বইটির উপর মূল্যবান পর্যবেক্ষণ (Review) দেয়ার জন্য। Society for Leadership Skills Development (SLSD), SLSD School of emotional intelligence এবং অদম্য প্রকাশ আপনার ভালবাসার কাছে কৃতজ্ঞ। শুভকামনা অবিরত।
Click this link to buy the book: https://www.rokomari.com/book/author/76862/prof--moinuddin-chowdhury

20/02/2021

ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা SLSD Entrepreneurship Development CLUB থেকে।

19/02/2021

উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে আমাদের ক্লাব নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রতিটি লাইভ মানেই এক একটি নতুন অভিজ্ঞতা ও নতুন শিক্ষা। আমরা আমাদের লাইভে এবার থেকে এমন সব উদ্যোক্তাদের নিয়ে আসব যারা আমাদের কে অনেক অভিজ্ঞতার পাশাপাশি অনেক কিছু শিখাবেন। যারা খাবার নিয়ে কাজ করছেন তাদের পাশাপাশি যারা শখে রান্না করেন অথবা প্রয়োজনে অথবা পেশা, সকলের জন্য এবার নিয়ে এলাম BTEB থেকে Cooking 1.ও cooking 2 শেষ করা এমন একজন উদ্যোক্তাকে যিনি খুব শীঘ্রই সরকারী এসেসর হিসেবে যোগদান করতে যাচ্ছেন। এই লাইভের মাধ্যমে আমরা জানতে পারব ফুড সেফটি, হাইজিন মেইনটেইন করে কিভাবে আমরা স্বাস্থ সম্মত খাবার তৈরি করতে পারি, খাবার সংরক্ষণের পদ্ধতি, খাবার তৈরি করা সঠিক তাপমাত্রা, কত ডিগ্রি সেলসিয়াস এ খাবারের পুষ্টি ও গুনগত মান সঠিক থাকে, খাবারের ফ্রিজিং পদ্ধতি, প্রী হিট, রি হিট, বয়েলিং, সিমারিং ইত্যাদি, একজন সেফের Proper way তে কিভাবে নিজেকে প্রটেকশন দিয়ে কাজ করতে পারবে এছাড়াও আরো অনেক বিষয়ে ছোট খাট টিপস।

আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ৯.০০ টায় আমরা আসছি। আপনারা পাশেই থাকুন।

সাবরিনা খান
কো-চেয়ার, এন্ত্রেপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট ক্লাব

18/02/2021

১ম ব্যাচের সফলতা এবং ২য় ব্যাচের অভাবনীয় সাড়ার পর "সার্টিফিকেট ইন ইমোশনাল ইণ্টেলিজেন্স" কোর্সটির ৩য় ব্যাচটি শুরু করছি আগামী ১৯শে মার্চ ২০২১ তারিখে সরাসরি জুমে ইনশাআল্লাহ্। মোট ৩০ ঘণ্টায় ১০ টি সেশনে (৬টি মডিউল, ৪টি কোচিং সেশন)। প্রতি শুক্রবার রাত ৭টা থেকে ১০টা।
কি থাকছে এই সার্টিফিকেট কোর্সে?
(১) শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইআই এর মূল্যায়ন
(২) সাবলীল বাংলায় অংশগ্রহনমূলক ১০ টি সেশন
(৩) এসএলএসডি স্কুল অভ্ ইমোশনাল ইণ্টেলিজেন্সের সদস্যপদ
(৪) অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী লিখিত বাংলা বই ‘ইমোশনাল ইণ্টেলিজেন্স’
(৫) সার্টিফাইড ই আই গ্র্যাজুয়্যাট আলুমনাই এর সদস্যপদ।
কাদের জন্যঃ
যে কোন পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ী , উদ্যোক্তা, গৃহিণী, ইআই চর্চায় আগ্রহী যে কোন ব্যক্তি।
কোর্স ফিঃ ৩৫০০/= (তিন হাজার পাঁচশত টাকা) । আসনঃ ২৫ টি
বিকাশ/নগদ/রকেটে কোর্স ফি দিয়ে রেজিস্ট্রেশন করুন ১৪ই মার্চের মধ্যেঃ
https://forms.gle/bSoa2DLP7AwGY3UJ8

16/02/2021

বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়া চীনা অন লাইন ব্যবসা প্রতিষ্ঠান, আলীবাবা গ্রুপ এর প্রেসিডেন্ট মা ইউন তরুন উদ্যোক্তাদের প্রতি যা বলেন:

• তরুন বয়সে ভুল হচ্ছে বড় বিনিয়োগ, প্রতিটি ভুল থেকেই তুমি লাভবান হতে পার ।
• ২৪ বছরে পড়াশোনা শেষ কর । পঁচিশের পর থেকে ভুল করতে থাক, ব্যর্থ হও আবার ওঠে দাঁড়াও ।
• জীবনের শুরুতে কাজ শুরু কর ছোট কোম্পানীতে, কাজ শিখতে পারবে । ছোট কোম্পানীতে শিখবে অল্প সময়ে একই সঙ্গে কিভাবে অনেক কাজ করা যায় । বড় কোম্পানীতে কাজ করা মানে বড় মেশিনেরে খুচরা পার্টস হওয়া ।
• কোন্ কোম্পানীতে কাজ করছ তা’ বিষয় নয়, কেমন বসের অধীনে কাজ করছ সেটিই মূখ্য। একজন ভালো বস একেক কর্মীর জীবন পাল্টে দিতে পারে।
• ত্রিশের পর নিজের দিকে তাকাও । নিজের ভিত্ শক্ত করো ।
• চল্লিশের পর ছুটাছুটি বন্ধ কর । যে কাজটি সবচাইতে ভালো পারো সেটির প্রতিই নজর দাও। এখন আর নতুন কিছু করার চেষ্টা না করাই ভালো । নতুন কিছুতে সফল হতে পারো, কিন্তু ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি।
• পঞ্চাশ বছর থেকে কাজ কর তরুনদের জন্য, কারন এখন তরুনরা যা পারবে তা’ তুমি পারবে না ।
• ষাট বছরের পর নিজের সব গুটিয়ে আনো । সব গুছিয়ে অনো পরবর্তী প্রজন্মের জন্য ।
• সত্তরের পর সব শুধু নিজের জন্য । বিশ্রাম, বিনোদন, নিজের কৃতকর্ম দেখো, খুশি থাকো ।

16/02/2021

SLSD School of Emotional Intelligence welcomes its second batch of Certified Ei Graduate Course. Best wishes ALWAYS.

14/02/2021

অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় Jishu Tarafder ভাইকে তাঁর চমৎকার গঠনমূলক Review "ইমোশনাল ইণ্টেলিজেন্স" বইটির ব্যাপারে। SLSD School of Emotional Intelligence এবং অদম্য প্রকাশ আপনাকে জানাচ্ছে অফুরন্ত শুভেচ্ছা এবং ভালবাসা।

14/02/2021

অসংখ্য ধন্যবাদ শারমিন আফরোজ সুমী আপুকে "ইমোশনাল ইণ্টেলিজেন্স" বইটির ব্যাপারে আপনার মূল্যবান রিভিউ এর জন্য। শুভকামনা অবিরত।
Moinuddin Chowdhury
#ইমোশনাল_ইণ্টেলিজেন্স_অধ্যাপক_মঈনুদ্দিন_চৌধুরী

09/02/2021

আলহামদুলিল্লাহ সু-স্বাগতম Batch 2! 19 (1 more just enrolled this morning) and +++++++ Counting! 😊☘🙂
SLSD School of Emotional Intelligence welcomes its Batch 2 for the next learning program on 13 February 2021. A few seats are still there. If you are interested you can knock us now.

08/02/2021

আর মাত্র কয়েকটি সিট খালি আছে। ১২ই ফেব্রূয়ারী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন American Chamber of Commerce (AmCham) in Bangladesh এর সম্মানিত সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। সাথে থাকছেন আরো অনেক সম্মানিত ব্যক্তিত্ব। আমাদের ২য় ব্যাচের Certified Ei Graduate কোর্সটিতে যোগ দিতে এখনই বিকাশ/নগদ (01711705618)/রকেটে (017117056186) কোর্স ফি দিয়ে রেজিস্ট্রেশন করুনঃ
https://forms.gle/78DTQj23pqhVtx9H8

08/02/2021

ধন্যবাদ Professor Julfikar Ali ভাইকে আমাদের President and CEO Professor Moinuddin Chowdhury লিখিত "ইমোশনাল ইণ্টেলিজেন্স" বইটির উপর যথাযথ ফিডব্যাক ও রিভিউ দিয়ে উৎসাহিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা Society for Leadership Skills Development (SLSD), SLSD School of Emotional Intelligence ও অদম্য প্রকাশ থেকে। শুভকামনা অবিরত।

06/02/2021

Lock your time on 7th February at 9 PM

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা EDC সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।

এবারের বিশেষ অতিথি founder and owner of Afroza's Kitchen জনাব আফরোজা কাদের আপু। আগামী ৭ ফেব্রুয়ারি রাত ৯:০০ টায় আমাদের মাঝে তিনি অতিথি হিসেবে থাকছেন এবং আমাদের জন্য তার অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি একজন উদ্যোক্তার বিভিন্ন উত্থান ও পতন নিয়ে আলোচনা হবে।

সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

সকলের উপস্থিতি একান্তই কাম্য।

Photos from SLSD School of Emotional Intelligence's post 06/02/2021
06/02/2021

উদ্যোক্তা উন্নয়ন এবং সেই উদ্যোগ কে সফলভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আমরা EDC সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং আমাদের সুদীর্ঘ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবো দেশের স্বনামধন্য বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে। যারা নিজেরাই এক একজন সফল উদ্যোক্তা এবং তারাও অনেক মানুষ কে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। ফলে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছেন।

এবারের বিশেষ অতিথি founder and owner of Afroza's Kitchen জনাব আফরোজা কাদের আপু। আগামী ৭ ফেব্রুয়ারি রাত ৯:০০ টায় আমাদের মাঝে তিনি অতিথি হিসেবে থাকছেন এবং আমাদের জন্য তার অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি একজন উদ্যোক্তার বিভিন্ন উত্থান ও পতন নিয়ে আলোচনা হবে।

সবাই আমাদের পাশে থাকবেন, মন্তব্য করে আমাদের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত করার পাশাপাশি আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

সকলের উপস্থিতি একান্তই কাম্য।

06/02/2021

"ব্যবসায় বিলেতসেরা হারুন"

মাত্র ৫০০ পাউন্ড (প্রায় ৫৫ হাজার টাকা) দিয়ে শুরু। এখন শতকোটি পাউন্ডের হাতছানি। যুক্তরাজ্যে ত্বক পরিচর্যার ব্যবসা শুরু করে এমনই বিস্ময়কর সাফল্য পেয়েছেন তরুণ উদ্যোক্তা হারুন দানিস। তাঁর প্রতিষ্ঠিত নন–সার্জিক্যাল ত্বক পরিচর্যা ক্লিনিক ‘স্কিন এইচকিউ’ করোনা মহামারিতেও প্রবৃদ্ধির ধারা বজায় রাখে। জায়গা করে নেয় ২০২০ সালে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায়।

হারুন দানিস বাংলাদেশি পরিবারের সন্তান। বয়স সবে ৩৪ ছুঁয়েছে। বাবা আঞ্জু আহমদ দানিস। মা শিরিন চৌধুরী। নয় ভাই-বোনের মধ্যে সবার বড়। এই পরিবারের বাড়ি বাংলাদেশের সিলেটের জগন্নাথপুরে। হারুন দানিসের জন্ম পূর্ব লন্ডনে। পরিবারের বর্তমান বসতি ওয়েলসে। যুক্তরাজ্যে বাংলাদেশিরা সাধারণত রেস্তোরাঁ কিংবা দোকানপাটের বাইরে অন্য কিছু চিন্তা করেন না। সেদিক থেকে হারুনের ব্যবসার ক্ষেত্রটা আলাদা।

নিজের প্রতিষ্ঠান স্কিন এইচকিউতে হারুন দানিস
নিজের প্রতিষ্ঠান স্কিন এইচকিউতে হারুন দানিসসংগৃহীত
গত ২৯ ডিসেম্বর টেলিফোনে কথা হয় হারুন দানিসের সঙ্গে। আলাপের শুরুতে বললেন, দাদা মোহাম্মদ দানিস পঞ্চাশের দশকে জাহাজে চড়ে এসেছিলেন বিলেতে। কাজ করতেন পূর্ব লন্ডনের এক পোশাক কারখানায়। পরে নিজেই ‘ডি ফ্যাশন’ নামে একটি কারখানা চালু করেন। এর সঙ্গে যুক্ত হন বাবা আঞ্জু আহমদ দানিস। কারখানার কর্মীদের খাবারের চিন্তা মাথায় রেখে ক্যানটিন চালু করেন। ব্যবসায়িক সম্ভাবনা দেখে পরে রেস্তোরাঁয় রূপান্তর করেন।

ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক হবেন বলে ২০০৬ সালে ভর্তি হয়েছিলেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। কিন্তু এক বছরের মাথায় পড়াশোনা বাদ দিয়ে লেগে যান কাজে। মাথায় ছিল ব্যবসার চিন্তা। একপর্যায়ে নতুন ভবনে আসবাব সরবরাহের ব্যবসা শুরু করেন। ২০০৯ সালে ম্যানচেস্টারে নিজের প্রথম বাড়ি কেনেন। তখন অর্থনৈতিক মহামন্দার ধকল চারদিকে। ফলে নতুন কিছু করার চিন্তা করছিলেন। সুযোগ দেখেন ত্বক পরিচর্যা ক্লিনিকের। হারুন বলেন, ‘তখন এই ব্যবসার ধারণা বেশ নতুন।’

আসবাবের ব্যবসার সুবাদে তাঁর অবকাঠামো আগেই ছিল। ২০১০ সালে কেবল ৫০০ পাউন্ড বিনিয়োগ আর একজন কর্মী নিয়ে ম্যানচেস্টারে শুরু করে দেন ত্বক পরিচর্যা ক্লিনিক। এক বছরের মাথায় বার্মিংহাম ও লন্ডনে শাখা চালু করেন। ট্র্যাঙ্কুইল ক্লিনিক নামের ওই ব্যবসার পুরোটাই তিনি ২০১১ সালে বিক্রি করে দেন। হারুন বলেন, ‘যে পরিমাণ অর্থের প্রস্তাব পেয়েছিলাম, তা আমি আগে কখনো দেখিনি। যে কারণে পুরো ব্যবসাটাই বিক্রি করে দিই।’ বিষয়টি তাঁকে লাভের নতুন সুযোগ দেখায়।

এরপর ‘জেন ক্লিনিক’ নামে একই রকম ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। তিনটি শাখা চালুর পর ২০১৫ সালে এটিও বিক্রি করে দেন। একইভাবে ‘স্কিন ইমেইজ’ চালু করে ২০১৬ সালে তা বিক্রি করে দেন। তরুণ এই উদ্যোক্তা বলেন, ‘বিষয়টি আমার কাছে খেলার মতো ছিল। কারণ, তখন আমি এই ব্যবসার সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি—সবকিছু জেনে গেছি।’
তবে এরপর অর্থের পেছনে না ছুটে সৌন্দর্য খাতে নামকরা একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তিনি। ২০১৭ সালে ‘স্কিন এইচকিউ’ প্রতিষ্ঠা করেন। ম্যানচেস্টার থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের বিভিন্ন শহরে বর্তমানে আটটি শাখা রয়েছে। চালুর অপেক্ষায় আছে আরও ৯টি শাখা। রূপচর্চার পরিচিত সেবাগুলোর পাশাপাশি লেজার প্রযুক্তি দিয়ে ত্বকের চিকিৎসা করা হয় এই প্রতিষ্ঠানে। তবে গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে আছে অভিনবত্ব।

হারুন বলেন, ‘করোনা মহামারির এই সময়ে কয়েক মাস ক্লিনিকগুলো বন্ধ থাকলেও ২০১৯ সালের চেয়ে ব্যবসা বেড়েছে ৩০ শতাংশ। কারণ, স্কিন এইচকিউ রূপচর্চায় নিজস্ব পণ্য বাজারে ছেড়েছে, যা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। করোনার সময়কে বিপণনের কাজে লাগিয়েছি।’

দানিস যুক্তরাজ্যের স্বাস্থ্য এবং জরুরি সেবা খাতের কর্মীদের বিনা মূল্যে ত্বকচর্চার ঘোষণা দেন। বিনা মূল্যে প্রায় ১৪ লাখ পাউন্ডের সেবা দিয়ে হারুন দানিস যুক্তরাজ্যের গণমাধ্যমে বেশ সাড়া ফেলেন। প্রচারণার এই সুযোগ নিয়ে তিনি যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি খোলার সুযোগ উন্মুক্ত করেন। ১ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ২০০ আবেদন জমা পড়ে বলে জানান তিনি। বর্তমানে নিউজিল্যান্ডে ১০টি, দুবাইতে ১টি, সৌদি আরবে ১টি শাখা খোলার কাজ চলছে।

ওয়েল অনলাইন প্রকাশিত ২০২০ সালে ওয়েলসের ৩৫ বছরের কম বয়সী ৩৫ জন সেরা ব্যবসায়ী এবং পেশাদার পুরুষের তালিকায় সপ্তম স্থানে আছেন হারুন দানিস। এতে বলা হয় হারুনের প্রতিষ্ঠিত সদস্যপদ পদ্ধতির ত্বক পরিচর্যা ক্লিনিক ‘স্কিন এইচকিউ’ ইউকে স্কেল আপ ইনস্টিটিউটের বিবেচনায় প্রবৃদ্ধি অর্জনকারী সেরা ১ শতাংশ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে।

দ্য লয়েডস ব্যাংক ন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডসের বছরের সেরা উদ্যোক্তার জন্য মনোনয়ন পাওয়া ১০ জনের একজন এই বাঙালি সন্তান হারুন। জিতেছেন গ্রেট ব্রিটিশ এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস। পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ‘স্টিভি’ পুরস্কার। ৬৩টি দেশের ৩ হাজার ৮০০ মনোনয়নের মধ্য থেকে এই মার্কিন পুরস্কার জিতে নেয় স্কিন এইচকিউ।

05/02/2021

নারী উদ্যোক্তাদের ঋণ দেয় কোন কোন প্রতিষ্ঠান?

বর্তমানে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ দিচ্ছে। যেমন এসএমই ফাউন্ডেশন, জয়িতা ফাউন্ডেশন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রয়েছে ২০০ কোটি টাকার তহবিল। জয়িতা ফাউন্ডেশন ঋণসুবিধা দেওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তাদের অন্যান্য সহায়তা দিয়ে থাকে। এ ছাড়া সব বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে বছরে অন্তত একজন নারী উদ্যোক্তাকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।
উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া সহজ করতে জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগেও এ সুযোগ ছিল, তবে সে ক্ষেত্রে গ্রুপ বা সামাজিক জামানতের বিষয়টি বিবেচনায় নেওয়ার নির্দেশনা ছিল।
এ ছাড়া কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব অর্থায়নই হবে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায়। এসব ঋণে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ বলেন, ৯ শতাংশ সুদে ঋণ নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া আরও সহজ করবে। রাজধানীর ব্যাংকগুলো উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে, তবে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না।

সেলিমা আহমাদ বলেন, এখন সময় এসেছে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর। এ জন্য সব পক্ষকে এগিয়ে আসতে হবে। কীভাবে ঋণ পাওয়া যায়, কীভাবে ব্যবসা শুরু করতে হয়, এসব প্রশিক্ষণ দিতে হবে।

বিডব্লিউসিসিআইয়ের পক্ষ থেকে ৯০০ নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল জানিয়ে সেলিমা আহমাদ বলেন, তাঁদের ৭০০ জনই ব্যাংকঋণ পেয়েছেন, ব্যবসা করছেন। এ জন্য দক্ষতা বৃদ্ধিকেই এখন গুরুত্ব দিতে হবে।

তথ্য সূত্র: আলো আলো।

03/02/2021

বসন্তের আগমন হতে যাচ্ছে আর কয়দিন পরেই।

ফাল্গুনের হাত ধরেই বসন্তের আগমন। ফাল্গুন মাস বাংলা পঞ্জিকার একাদশতম মাস। ফাল্গুনের প্রথম দিন মানে পহেলা ফাল্গুন কেই ধরা হয় বসন্তের প্রথম দিন। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব পালিত হয়।

বসন্ত উৎসব এর তোড়জোড় শুরু হয়েছে চারিদিক। আসুন আমরাও এই আনন্দ উৎসবে সামিল হই।

সাবরিনা খান
কো-চেয়ার, এন্ত্রেপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট ক্লাব
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
ডোরা
ডোরা'জ ক্র্যাফট হাউজ

Videos (show all)

E-Commerce: The New Era of Commerce

Telephone