English language and literature by Anwar

English language and literature by Anwar

This page is for English language, literature and making communication skill good.

12/06/2022

রিযিক একটা প্রশস্থ ও গভির বিষয়।

▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান।
▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

একজন মানুষ তার সম্পূর্ণ জীবনে কতটা সম্পদ রোজগার করবে সেটা পূর্ব নির্ধারিত, নির্দিষ্ট রয়েছে ঐ ব্যক্তি কতটুকু খাবার বা পানি গ্রহণ করবে। ঠিক তেমনি আমার-আপনার ক্ষেত্রেও। আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটাও লিখিত। এখানে একটি দানাও কম বা বেশি হবার সুযোগ নেই।

তবে এই রিযিক আপনি হালাল উপায়ে আয় করবেন নাকি হারাম উপায়ে সেই সিদ্ধান্ত আপনার। পদ্ধতি যেটাই হোক পরিমাণ একই থাকবে।

- আমি আবার বলছি। আপনার সমগ্র জীবনে রিযিক বাবদ যদি যদি ৫ কোটি টাকা বরাদ্ধ থেকে থাকে তাহলে সেটা আসবেই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি সেটা হালাল পথে রোজগার করতে চান, নাকি হারাম পথে। আল্লাহু আকবার।

- যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ৫ কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই ৫ কোটিই... এক ফোটা বেশিও না, কমও না।

- আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

- রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
- কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
- কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।
- আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।

■ আল্লাহ তা'আলা বলেনঃ
"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
- (সুরা হুদ : আয়াত ৬)

■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
- (সুরা ত্বালাক : আয়াত ২-৩)

তাই, কোনোভাবেই আমরা রিযিকের জন্য হারাম পদ্ধতি বা পথ বেছে নিবো না, ইনশাআল্লাহ।

12/06/2022
22/05/2022

Rainy day with Hotchpotch

22/05/2022

Rainy day with Hotchpotch.

25/04/2022

Friend circle iftar.

22/04/2021

My uncle arrived while I ...... the dinner.
Option 1-would cook,2-had cooked,3-cook,4-was coking.
Give answer

05/04/2021

I'm going to open a English conversation group. If anyone interested give a text.

27/03/2021

এক ছোট ভাইয়ের লেখা।
নিজের পড়া পছন্দের কিছু বইয়ের তালিকা দিলাম।আপনাদেরটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। পড়ব ইনশাআল্লাহ সেগুলো সংগ্রহ করে।

Uncle Tom's Cabin- Harriette Bi***er Stow
ট্রেজার আইল্যান্ড - রবার্ট লুইস স্টিভেনসন
পদ্মা নদীর মাঝি- মানিক বন্দোপাধ্যায়
গ্রেট এক্সপেকটেশন - চার্লস ডিকেন্স
টু কিল এ মকিং বার্ড- হারপার লি
ওথেলো- শেক্সপিয়ার
বিষাদ সিন্ধু- মীর মোশারফ হোসেন
রোমিও জুলিয়েট- শেক্সপিয়ার
বাঙ্গালি মুসলমানের মন- আহমদ ছফা
গাভী বিত্তান্ত- আহমদ ছফা
দহনকাল- হরিশংকর জলদাস
আরণ্যক- বিভূতিভূষণ
সেদিন চৈত্রমাস- হুমায়ুন আহমেদ
পথের পাঁচালি - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
সুকুমার সমগ্র- সুকুমার রায়
রহস্য সমগ্র- সত্যজিৎ রায়
দি আলকেমিস্ট - পাউলো কোহেলহো
আনা ফ্রাঙ্কের ডাইরী
লাল নীল দীপাবলি- হুমায়ুন আজাদ
দি কাইট রানার- খালেদ হোসেইনি
সবিনয় নিবেদন- বুদ্ধদেব গুহ
চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
গোড়া- রবীন্দ্রনাথ ঠাকুর
টম জোনস- হেনরি ফিল্ডিং
স্প্যানিশ ট্রাজেডি - থমাস কিড
ভোলপোনে- বেন জনসন
জলজ- জাফর ইকবাল
নিউরনে আবারও অনুররণ- জাফর ইকবাল+ কায়কোবাদ
বনফুল রচনা সমগ্র-বনফুল
ছাপ্পান হাজার বর্গমাইল- হুমায়ুন আজাদ
মজার ভূত- হুমায়ূন আহমেদ
ত্রিরত্ন - সমরেশ মজুমদার
রচনা সমগ্র- সেলিনা হোসেন
রক্তাক্ত প্রান্তর- মুনীর চৌধুরি
আরেক ফাল্গুন - জহির রায়হান
বিষাদ সিন্ধু - মীর মোশারফ হোসেন

25/03/2021

" terms with meaning and it's "
(অনুপ্রাস) - is the repetition of initial consonant sounds.
(রুপক)- is a story or verse with double meaning ; 1. literal meaning, 2. symbolic meaning.
(পরোক্ষ উল্লেখ) - is a direct or indirect reference to a familiar figure, place or event from history, literature, mythology or the Bible.
(ছদ্ম উল্লেখ ) - a figure of speech in which a person not present is addressed.
- is a close repetition of similar vowel sounds, usually in stressed syllables.
/ MOOD(আবহ) - is the prevailing feeling that is created in a story or poem.
(সংকলন)- collection of different writings
(প্রবাদ)- a expression of a universal truth allegorically.
(শোকগাথা)- is a song that tells a story and originally was a accompaniment. (ex:Disney's musical movies)
VERSE(অমিত্রাক্ষর ছন্দ)- poetry consisting of iambic pentameter lines without rhyme at the end.
(ব্যঙ্গাত্নক রচনা)- a literacy or dramatic work intended to excite laughter by extravagant contrast or caricature.
(শ্রুতিকটু শব্দ) - Harsh sounds introduced for poetic effect - sometimes words that are difficult to pronounce.
- an overused expression that has lost its intended force or novelty.
- the emotional suggestions attached to words beyond their strict definitions.
- the close repetition of identical consonant sounds before and after different vowels.
(বিপরিত ধর্মী) - the comparison or juxtaposition of things that are different
(চরম পরিনতি)- figure of speech in which words, ideas or sentiments are stated in such a manner that the meaning rises from a less important or less impressive stage to a more important or more impressive stage.
(শ্লোক)- two lines of verse rhyming together.
(বিপর্যয়)- the last stage of a tragedy.
(হাস্যরসাত্নক)- a drama of light and amusing character and typically with a happy ending.
- the dictionary meaning of words.
- the juxtaposition of harsh jarring sounds in one or more lines.
- a piece if writing that tells a story and is performed on a stage.
MONOLOGUE (নাটকীয় স্বগক্তি)- a literary work in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener.
(শ্রুতি মধুর শব্দ) - agreeable sounds that are easy to articulate.
METAPHOR - an implied comparison between two things which are essentially not alike. These points of comparison are continued throughout the selection.
(শোকগাথা)- any poem composed of various ;death ,war, love and similar theme.
(মহাকাব্য)- is a long narrative poem, on a grand scale , about the deeds of warriors and heroes.
(সমাধিলিপি)- inscription on a tomb or a monument.
LANGUAGE - Language used in such a way as to force words out of their literal meanings by emphasizing their connotations to bring new insight and feeling to the subject.
(উপকথা)- a short poem or verse that seeks to ridicule a thought or event, usually with witticism or sarcasm.
(কল্প কাহিনি)- prose narrative based on imagination , usually the novel or the short story.
(অতিরন্জন) - an exaggeration in the service of truth - an overstatement.
- is a term or phrase that cannot be understood by a literal translation, but refers instead to a figurative meaning that is understood through common use.
(চিত্রকল্প)- is the representation through language of sense experience. The image most often suggests a mental picture, but an image may also represent a sound, smell, taste or tactile experience.
(বক্রঘাত) - is a literary device which reveals concealed or contradictory meanings.
- language peculiar to a particular trade, profession or group.
- is the overlapping or mixing of opposite or different situations, characters, settings, moods, or points of view in order to clarify meaning, purpose, or character, or to heighten certain moods, especially humour, horror, and suspense. also Contrast
LANGUAGE - what is said is based in reality without the comparisons used in figurative language.
- a form of understatement in which something is said by denying the opposite.
(রুপকালংকার)- a comparison between two things which are essentially dissimilar. The comparison is implied rather than directly stated.
- any regular pattern of rhythm based on stressed and unstressed syllables.
- use of a closely related idea for the idea itself.
- see atmosphere
- the use of words which sound like what they mean.
(বিরোধাভাস) - two words placed close together which are contradictory, yet have truth in them.
(কূটভাস) - a statement in which there is an apparent contradiction which is actually true.
(ব্যক্তিরূপ) - giving human attributes to an animal, object or idea.
(ছড়া) - words that sound alike
SCHEME - any pattern of rhymes in poetry. Each new sound is assigned the next letter in the alphabet.
(ছন্দ) - a series of stressed or accented syllables in a group of words, arranged so that the reader expects a similar series to follow.
STORY-an invented prose narrative shorter than a novel usually dealing with a few characters.
(ব্যঙ্গরচনা)- a literary work holding up human vices and follies to ridicule or scorn.
(উপমা)- a comparison between two things which are essentially dissimilar. The comparison is directly stated through words such as like, as, than or resembles.
- the "voice" which seems to be telling the poem. Not the same as the poet; this is like a narrator.
(প্রতীক) - a symbol has two levels of meaning, a literal level and a figurative level. Characters, objects, events and settings can all be symbolic in that they represent something else beyond themselves.
- the use of a part for the whole idea.
(বিয়োগান্তক নাটক)- imitation of an action that is serious and also as having magnitude complete in itself.
- is the central idea of the story, usually implied rather than directly stated. It is the writer's idea abut life and can be implied or directly stated through the voice of the speaker. It should not be confused with moral or plot.
- is the poet's attitude toward his/her subject or readers. it is similar to tone of voice but should not be confused with mood or atmosphere. An author's tone might be sarcastic, sincere, humourous . . .
- a figure of speech in which a word is used outside its literal meaning. Simile and metaphor are the two most common tropes.
- this is saying less than what you mean in the service of truth.
- the creating and artistic intelligence that we recognize behind any speaker.
(শ্লোক)- refer to any single ,long line of a poetry composition.
by Annan suchi

17/03/2021

৪১ তম প্রিলি সাজেশন: শেয়ার করুন।
১. লাহোর প্রস্তাব কবে পেশ করা হয় - ২৩মার্চ,১৯৪০
২. বাংলার প্রথম মুখ্যমন্ত্রী/ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? - এ,কে, ফজলুল হক। (শেষ মুখ্যমন্ত্রি - হোসেন শহীদ সোহরাওয়ার্দী)
৩. বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় - ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)
৪. ভারতের সর্বশেষ গভর্নর লর্ড মাউন্টব্যাটেন।
৫. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন - ধীরেন্দ্রনাথ দত্ত( ২৩ ফেব্রুয়ারা, ১৯৪৮)
৬. “সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” – কবে গঠিত হয় - ৩০ জানুয়ারি, ১৯৫২।
৭. ৫২ এর ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানের জনসংখ্যার শতকরা কতভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা - ৫৬%
৮. বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্টিত হয় - ২৩জুন,১৯৪৯।
৯. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে - ৩ এপ্রিল, ১৯৫৪। (গঠিত হয় ৪ ডিসেম্বর ১৯৫৩)
১০. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল - ‘বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা’
১১. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে কয়টি লাভ করে - ২২৩টি।
১২. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক - নৌকা
১৩. আওয়ামীলীগের প্রতিষ্টাকালীনসময়ে শেখ মুজিবুর রহমান কী ছিলেন -যুগ্ন সম্পাদক
১৪. পাকিস্তানের শাসনতন্ত্র/ সংবিধান কার্যকর হয় - ২৩মার্চ,১৯৫৬
১৬. পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয় - ২৩ মার্চ/১৯৫৬।
১৭. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় - ২৩ মার্চ,১৯৫৬
১৮. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় - ৭অক্টোবর , ১৯৫৮,
১৯. কেন্দ্রীয় শহিদ মিনার আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করা হয় - ২৩ ফেব্রুয়ারি,১৯৫২।
২০. ঐতিহাসিক ৬ দফা কে, কবে, কোথায় ঘোষণা করেন?- ৫ফেব্রুয়ারি ১৯৬৬, শেখমুজিবুর রহমান, লাহোরে।
২১. ৬দফার প্রথম দফা কি ছিল- স্বায়ত্তশাসন।
২২. আগড়তলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় - ৩জানুয়ারি, ১৯৬৮,
২৩. আগড়তলা ষড়যন্ত্র মামলার মোট আসামী কতজন - ৩৫ ( প্রধান আসামী শেখমুজিবুর রহমানসহ)
২৪. আগড়তলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল - “রাষ্ট্রদোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য ”
২৫. আগড়তলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় - ২২ফেব্রুয়ারি, ১৯৬৯
২৬. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়? - ২৩ফেব্রুয়ারি,১৯৬৯। (রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ এই উপাধি দেন)
২৭. শহিদ আসাদ নিহত হয় - ২০ জানুয়ারি,১৯৬৯ (আসাদ দিবস ২০ জানুয়ারি)।
২৮. গণঅভ্যুত্থান দিবস - ২৪ জানুয়ারি।
২৯. পূর্ব পাকিস্তানের নামকরণ “বাংলাদেশ” করা হয় কবে- ৫ডিসেম্বর, ১৯৬৯। (বঙ্গবন্ধু এই নাম রাখেন)
৩০. পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্টিত হয় - ৭ ডিসেম্বর, ১৯৭০
৩১. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ পূর্বপাকিস্তানের জাতীয় পরিষদের কতটি আসনে জয়ী হয় - ১৬৭ (১৬৯ এর মধ্যে)
৩২. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামীলীগ কতটি আসন পায় - ২৮৮ টি (৩০০টির মধ্যে)।
৩৩. ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মূখ্যমন্ত্রি ছিলেন - নুরুল আমীন
৩৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি ছিলেন - খাজা নাজিমউদ্দিন।
৩৫. আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুর হককে গুলি করে হত্যা করা হয় কবে- ১৫ফেব্রুয়ারি,১৯৬৯।

03/03/2021

Important Vocabulary; Synonym - Antonym >

০১) Palliate - প্রশমিত করা; alleviate, mitigate, assuage - Intensify.
০2) Parochial - আঞ্চলিক ; Local, provincial - Worldwide.
০৩) Pedestrian - নীরস, গতানুগতিক ; Prosaic - Exciting.

০৪) Perpetuate - চিরস্থায়ী করা ; Eternalize - Obliterate.
০৫) Perturb - বিক্ষুদ্ধ করা; Disturb, Upset - calm, pacify.
০৬) Predicament - বিপজ্জনক অবস্থা ; Dilemma -
০৭) Petulant - খিটখিটে ; Peevish, Fretful - Agreeable.

০৮) Reprehensible - তিরস্কারযোগ্য, নিন্দনীয় ; Culpable, Blameworthy - Praiseworthy.
০৯) Rummage - তন্ন তন্ন করে খোঁজা ; search thoroughly, Ransack - Leave undisturbed.

১০) Repugnant - ঘৃণ্য, বিরক্তিকর ; Repellent, disgusting - Attractive.

07/02/2021

১০০০ ভোকাবুলারি (২০০১-২০১৬ সাল পর্যন্ত সরকারি Bank এর Exam এ আসা) || A small gift for you

এই রকম দরকারি পোস্ট আপডেট পেতে সংগেই থাকুন।

1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই
6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন
12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -অন্ধকার 35: Withhold -পেছনে টেনে রাখা বা আটকিয়ে রাখা36: Generous -উদার 37: Craven -কাপুরুষ 38: Ulterior – গোপন বা অপ্রকাশিত 39: Stated -প্রকাশিত হওয়া 40: Rampage -উত্তেজিত অবস্থা 41: Strident -কর্কশ 42: Euphonious -সুমধুর 43: Laconic -স্বল্পভাষী 44: Verbose -বাকসর্বস্ব 45: Wicked -দুশ্চরিত্র 46: Bureaucrat -সরকারী কর্মকর্তা 47: Reinstate -পুনর্বহাল করা 48: Indict -অভিযুক্ত করা 49: Scam -জালিয়াতি করা 50: Extempore -পূর্বপ্রস্তুতি ছাড়া কোন বক্তব্য দেয়া 51: Elocution – বাচনভঙ্গি 52: Cupid -ধনসম্পত্তির জন্য লোভাতুর 53: Sneer – বিদ্রুপ করা 54: Cynic – যে সর্বদা অপরের ভূল ধরে 55: Tipped – একপাশ বা প্রান্তে উঠানো 56: Sparkle -জ্বলজ্বল করা 57: Lethargic -অলস 58: Distasteful-অপছন্দনীয় 59: Fragrance -সুগন্ধী 60: Restless-অস্থির 61: Crone – বিগত যৌবনা (ঘৃণা অর্থে)62: Kleptomania -চৌর্য উন্মাদ 63: Anemometer- বাতাসের বেগ নির্ণায়ক যন্ত্র 64: Jaunt : লঘু প্রমোদ ভ্রমণ 65: voyage :সমুদ্র যাত্রা66: Philatelist -ডাকটিকেট সংগ্রহকারী 67: Vendor -বিক্রেতা 68: Philanthropist -মানবহিতৈষী ব্যক্তি (বিশ্বপ্রেমিক)69: Misanthrope -মানববিদ্বেষ 70: Highbrow -বড়াইকারী 71: Aristocrat -অভিজাত 72: Expand -আয়তনে বৃদ্ধি করা 73: Proliferate -সংখ্যায় বৃদ্ধি পাওয়া74: Deflect -ঘুরে যাওয়া 75: Cynical -নৈরাশ্যবাদী76: Traitor -বিশ্বাসঘাতক 77: Unequivocal -সুস্পষ্ট 78: Gloss -উজ্জ্বল তল 79: Barrier -প্রতিবন্ধক 80: Agile -তৎপর 81: Frisky -চঞ্চল 82: Parallelism -সমান্তরাল 83: Obliquity -বক্রতা 84: Divergence -কেন্দ্রচ্যুতি 85: Disparity -বৈসাদৃশ্য 86: Contrast -বৈপরিত্য 87: Debonair -সদা হাসি খুশি 88: Balmy -স্নিগ্ধ 88: Awkward -বেমানান 89: Windy -ঝড়ো 90: Landscape -প্রাকৃতিক ভূ -দৃশ্য 91: Intellectual -বুদ্বিবৃত্তিক সংস্কৃতিবান 92: Lexicographer -অভিধান রচয়িতা 93: Venerate -সম্মান করা 94: Severe -প্রকট 95: Condemn -তিরস্কার 96: Inculcate -চিত্তনিষ্ঠ 97: Ascend -আরোহণ করা 98: Stern – কঠোর 99: Bend -বাঁকানো 100: Eulogistic -উচ্চ প্রশংসাযোগ্য101: Deleterious -ক্ষতিকর/অনিষ্টকর 102: Impulsive -আবেগপ্রবণ 103: Salubrious -স্বাস্থ্যকর 104: Inclusive -অন্তর্ভুক্তিমূলক 105: Usurp -জবরদখল 106: Discordant – শ্রুতিকটু 107: Harsh -কর্কশ 108: Insouciance -ঔদাসীন্য 109: Composure -ধৈর্য্য 110: Slumber -তন্দ্রা 111: Pretentious -দাম্ভিক 112: Egoistic -স্বার্থপর 113: Grandiose -জমকালো/সুবিশাল 114: Indolent/Lethargic -অলস 115: Disinterested -নির্লিপ্ত 116: Halcyon -শান্ত/শান্তিপূর্ণ 117: Motionless -নিশ্চল 118: Casual -আকস্মিক 119: Harmonious -সুরেলা 120: Venerate -শ্রদ্ধা করা 121: Defame -মানহানি 122: Accuse -অভিযুক্ত 123: Obdurate -অনমনীয় 124: Contrary -বিপরীত 125: Stubborn -একগুঁয়ে 126: Callous -অনুভূতিহীন 127: Pathetic -করুন/মর্মস্পর্শী 128: Rise rapidly -দ্রুততার সাথে বৃদ্ধি 129: Modest -বিনয়ী 130: Rightfully -বৈধ ভাবে 131: Abuse -অপব্যবহার 132: Pithy – সংক্ষিপ্ত 133: Illusive -মায়াময় 134: Luminous -উজ্জ্বল 135: Enigmatic/Puzzling -বিভ্রান্তিকর136: Notion -ধারণা 137: Congenial -বন্ধুভাবাপন্ন 138: Intrinsic -স্বকীয়/জন্মগত 139: Reprimand /Rebuke -তিরস্কার 140: Humble -বিনীত 141: Obsolete -পুরাতন/অপ্রচলিত 142: Legitimate -আইনসম্মত 143: Fragile – দুর্বল 144: Bona-fide – খাঁটি 145: Spurious -ভেজাল 146: Bo***ge -বন্দিদশা 147: Debacle -ধ্বংস হওয়া/পতন হয়ে যাওয়া 148: Occupy -দখলে রাখা 149: Amalgamate -একসাথে করা 150: Materialize -দৃষ্টি গোচর হওয়া /বাস্তবে পরিণত হওয়া 151: Generate -উৎপাদন করা 152: Equip -প্রস্তুত করা /সজ্জিত করা 153: Mercury -পারদ/বুধগ্রহ/দেবরাজের দেবতা 154: Humidity -আদ্রতা 155: Entrepreneur -উদ্যোক্তা 156: Conflict -সংগ্রাম করা 157: Communism -সাম্যবাদ 158: Capitalist -পূঁজিতান্ত্রিক 159: Conduit -পয়ঃপ্রণালী 160: Scissors -কাঁচি 161: Wagon -মালবাহী গাড়ি 162: Saw -করাত 163: Exclusion -বর্জন 164: Condone -উপেক্ষা করা (অপরাধ )165: Isolation -বিচ্ছিন্নতা 166: Discover -আবিষ্কার করা 167: Suppress -চেপে রাখা 168: Redirect -পুননির্দেশ 169: Belittle -ছোট করা 170: Exhort -উত্সাহিত করা /প্রণোদিত করা /আহ্বান করা171: Magnanimous : দয়ালু 172: Genesis -শুরু 173: Adapt -খাপ খাওয়ানো 174: Innovate -আবিষ্কার করা 175: Ponder -গভীরভাবে চিন্তা করা 176: Vacillate -দ্বিধা করা 177: Revert -ফিরে আসা 178: Upheld -উপরের দিকে নেওয়া 179: Resist -প্রতিরোধ করা 180: Publicize -প্রচার করা 181: Subvert -ক্ষমতা ধ্বংস করা 182: Refinery -পরিশোধনাগার 183: Ore -আকরিক 184: Merchandise -মালপত্র 185: Mine -খনি 186: Warehouse -মালপত্র রাখার স্থান 187: Lumber -খুব কষ্ট করে হাঁটা 188: Grain -শস্য 189: Gargantuan -খুব বড় 190: Tiny in size -খুব ছোট 191: Irritate -বিরক্ত করা 192: Amplification -ভাবসম্প্রসারণ করা 193: Loaf -পাউরুটি 194: Stale -টাটকা নয় (বাসি )195:Butter -মাখন 196: Forecast -পূর্বাভাস 197: Override -অগ্রাহ্য করা 198: Diagnosis -রোগ নির্ণয় 199: Estimate -হিসাব200: Appraisal -কোন কিছুর মূল্য পরিমাপ করা201: Trivial – নগণ্য /তুচ্ছ202: Fade -বিবর্ণ হওয়া 203: Inscribe -অন্তর্লিখিত 204: Epitaph -সমাধিস্তম্ভ লিপি 205: Epithet – ডাকনাম/উপাধি 206: Epitome – সংক্ষিপ্ত 207: Scenic -দৃশ্যময় 208: Melancholy -দুঃখ 209: Barren -অনুর্বর 210: Skepticism – সংশয়বাদ 211: Audacity -দুঃসাহস 212: Plausibility -বিশ্বাসযোগ্যতা 213: Conviction-দৃঢ় বিশ্বাস 214: Harmony -সাদৃশ্য 215: Glow -খুশিতে ঝলমল করা 216: Mild -শান্ত 217: Untamed -অশান্ত/বন্য 218: Feeble -দুর্বল 219: Unruly -অবাধ্য 220: Compliance -সম্মতি/প্রতিপালন 221: Adverse -প্রতিকূল222: In deep water -বিপদে থাকা 223: Hostile -প্রতিকূল/
বিরোধী 224: Brevity – সংক্ষিপ্ত ভাবে 225: Wallet -মানি ব্যাগ 226: Tomb -কবর 227: Flexible -নমনীয় 228: Obese -মোটা /স্থূলকায় 229: Tough/Rigid -শক্ত 230: Breakable -ভঙ্গুর231: Complacency -আত্মতৃপ্তি232: Conger -সামুদ্রিক বানমাছ 233: Dispatch -কারো উদ্দেশে কোন কিছু পাঠানো 234: Postulate -স্বীকার্য 235: Invisible -অদৃশ্য 236: Inevitable -অনিবার্য 237: Inaudible -যা শোনা যায় না 238: Irresistible -অপ্রতিরোধ্য 239: Expose/Reveal/Uncover/Unearth-প্রকাশ করা 240: Inadvertent/Unintended -অনিচ্ছাকৃত 241: Intentional /Deliberately -ইচ্ছাকৃতভাবে 242: Accidental -আকষ্মিক 243: Gratifying -তৃপ্তিদায়ক 244: Gracious -সদয় 245: Splendid/
Glorious -জমকালো 246: Disgraceful -বাজে/অসুন্দর 247: Conceal -গোপন করা 248: Conciliate -শান্ত করা 249: Benevolent -হিতৈষী250: Curious -অদ্ভুত 251: Flashy -লোক দেখানো 252: Velocity -বেগ 253: Doctrine -মতবাদ 254: Expound -ব্যাখ্যা করা 254: Confound -বিভ্রান্ত করা 255: Perplex -জটিল করা 256: Multiple -বহুবিধ 257: Composite -যৌগিক 258: Barter -বিনিময় করা 259: Transient -অস্থায়ী 260: Relevant -প্রাসঙ্গিক 261: Enlarge -দীর্ঘায়িত করা 262: Shrink -সংকুচিত করা 263: Slip -পলায়ন/এড়িয়ে যাওয়া/সামান্য ভূল264: Pact -চুক্তি 265: Expand -বিস্তৃত করা266: Repercussion -প্রতিক্রিয়া 267: Aftermath -পরিণাম /ফলাফল 268: Influence -প্রভাব 269: Scatter -ছড়িয়ে যাওয়া 270: Accumulate -একত্রিত করা বা জমানো 271: Tentative -অনিশ্চিত/
দোদুল্যমান 272: Hyperbolic -অতিরঞ্জিত করে বলা 273: Argumentative -তর্ক বিতর্ক 274: Reasoning -যুক্তিতর্ক 275: Astute -জ্ঞানী/বিচক্ষণ 276: Cogent -প্রবল/অকাট্য 277: Deceived -প্রতারিত হওয়া বা করা 278: Coherent -সামঞ্জস্যপূর্ণ 279: Ailment -ছোট খাটো অসুস্থতা 280: Indigent -অত্যন্ত গরীব281: Assiduous -অধ্যবসায়ী 282: Harbinger -অগ্রদূত 283: Autocrat -একনায়ক/
সৈরশাসক 284: Inauspicious -অশুভ /অকল্যাণসূচক 285: Untenable -টিকিয়ে রাখা যায়না এমন 286: Defensible -টিকানো বা টিকিয়ে রাখা যায় এমন 287: Hypothetical -অনুমান কৃত /প্রকল্পিত 288: Precise -সংক্ষিপ্ত করা 289: Recidivist -অপরাধপ্রবণ 290: Depart -স্থান ত্যাগ করা 291: Recuperative-আরোগ্য হয় এমন/পুনরুদ্ধার হয় এমন 292: Evasive/Elusive -এড়িয়ে যায় এমন বা ধরা যায়না এমন 293: Pensive -চিন্তানিমগ্ন 294: Plethora -আধিক্য বা প্রচুর পরিমাণ 295: Despair -হতাশ 296: Aversion -অনিহা 297: Scarcity -স্বল্প 298: Put up with -সহ্য করা 299: Overt -প্রকাশ্য 300: Erratic -ত্রুটিপূর্ণ/
উল্টাপাল্টা301: Appall/Dismay -আতঙ্কিত করা,মর্মাহত করা 302: Dearth -অভাব 303: Abundance -আধিক্য 304: Superannuate -কাজ বা ব্যবহারের জন্য অতি প্রাচীন /বয়স উত্তীর্ন 305: Innate -সহজাত 306: Solace -সান্ত্বনা 307: Engross -সবসময় কাজে লেগে থাকা 308: Garrulous -বাচাল 309: Punctilious -খুঁটিনাটি ব্যাপারে অতি সতর্ক 310: Observant -দৃষ্টিশীল,মনোযোগী 311: Buried -সমাহিত বা কবর দেয়া হয়েছে এমন 312: Tender -কোমল ,পেশা ,প্রস্তাব 313: Preamble -প্রস্তাবনা 314: Commencement -শুরু 315: Preface -প্রস্তাবনা 316: Postscript -অতিরিক্ত বা সর্বশেষ তথ্য 316: Sycophancy -তোষামুদি 317: Escape -পালিয়ে যাওয়া 318: Abscond -আত্মগোপন করা 319: Eternal -চিরন্তন 320: Exult -অত্যন্ত আনন্দিত 321: Jubilate -আনন্দ করা 322: Imprudent -অবিবেচক 323: Sagacity -প্রখর জ্ঞান 324: Reverential -শ্রদ্ধামিশ্রিত 325: Redundant-বাড়তি, অনাবশ্যক 326: Incautious -অবিবেচক 327: Synopsis -সারাংশ 328: Encumber -পথরোধ করা 329: Recapitulate -আলোচনা করা 330: Gourmet -পান ও ভোজন রসিক ব্যক্তি 331: Omnipotent -সর্বশক্তিমান (আল্লাহ )332: Asylum -আশ্রয় ,নিরপত্তা 333: Sanatorium -স্বাস্থ্যনিবাস 334: Impostor- ভন্ড 335: Mountebank -যে ব্যক্তি চটকদার কথা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করে336: Acrimonious -তিক্ত 337: Severe -মারাত্মক 338: Cursive -টানা টানা হাতের লেখা (জড়ানো )339: Anomalous -ব্যতিক্রম 340: Vicious -ঘৃণ্য 341: Capacious -সুপ্রশস্ত 342: Intractable -অবাধ্য 343: Wayward -স্বেচ্ছাচারী 344: Easygoing – বাধ্য 345: Bleak -নিরানন্দ,মলিন 346: Abstinent -সংযমী 347: Segregate -পৃথক করা 348: Abolish -বিলুপ্তকরা 349: Darken -অন্ধকার করা 350: Compile -একত্র করা 351: Reclusive -সন্ন্যাসী 352: Urban -শহুরে 353: A bone to pick -রাগান্বিত হওয়া 354: Knotty -ঝামেলাযুক্ত 355: Errant -ভ্রমণরত 356: Bucolic -গ্রাম্য 357: Castigate -নিন্দা করা 358: Hidebound -সংকীর্ণমনা 359: Evaluate -মূল্যায়ন করা 360: Corroborate -দৃঢ় করা 361: Refute -যুক্তি/তর্ক খন্ডন করা 362: Contradict -অস্বীকার করা 363: Contravene -আইন বা রীতি লংঘন করা 364: Profane -অপবিত্র করা 365: Vulgarity -অশ্লীলতা366: Compensate -ক্ষতিপূরন দেয়া 367: Deprecate -নিন্দা করা 368: Enhance -বৃদ্ধি করা 369: Bait- টোপ 370: Disparage -কাউকে ছোট /তুচ্ছ করা371: Heckle -প্রশ্নবানে জর্জরিত করা 372: Adequate -পর্যাপ্ত 373: Muddle – বিহ্বলতা 374: Abatement -কমানো 375: Incapacitate -অযোগ্য করা 376: Stout -শক্তিশালী,নির্ভীক 377: Hook -ফাঁদ 378: Crook -বাঁকা 379: Biased/Partial/Partisan/Prejudiced -পক্ষপাতী 380: Axle -অক্ষ381: Build in -অন্তর্গত 382: leaning -ঝোঁক 383: Yield -বশ্যতা স্বীকার করা 384: Gloomy -অন্ধকারাচ্ছন্ন 385: Provincial -সীমাবদ্ধ386: Cosmopolitan -সার্বজনীন 387: Extol -প্রশংসা 388: Monotonous -একঘেয়ে 389: Rite -রীতিনীতি,প্রথা 390: Writ- কোন বিষয় সম্পর্কে কোর্টের লিখিত অর্ডার 391: Laid back -অলস 392: Inflated -অত্যধিক 393: Reasonable -যৌক্তিক 394: Ingenuous -অকপট 395: Sophisticated -কৃত্রিম 396: Exorbitant -অতিরিক্ত 397: Devious -আঁকাবাঁকা 398: Cunning -দক্ষ399: Debacle -মহাবিপর্যয়400: Friction -বিরোধ401: Disputation /Argument -বিতর্ক 402: Counterfeit-ভেজাল,কৃত্রিম 403: Shaky -দুর্বল 404: Expedite -অগ্রগতি ত্বরান্বিত করা 405: Impede – ব্যাহত করা 406: Torpor/Lassitude/Languor -অলস 407: Apathetic/Lukewarm -উদাসীন 408: Rush -দ্রুত ধাবন 409: Hexagon -ষড়ভূজ 410: Subtraction -বিয়োগ 411: Fathom -গভীরতা নির্ণয় করা 412: Truant -যে ব্যক্তি তার কর্মস্থল হতে পালায় 413: Malingerer -যে ব্যক্তি কর্তব্য এড়ানোর জন্য অসুস্থতার ভান করে414: Hypocrite -ভন্ড 415: Concubine -উপস্ত্রী 416: Telepathy -অন্যের চিন্তার অনুভূতি দ্রুত বুঝে নেয়ার ক্ষমতা 417: Elegy -শোকগাঁথা 418: Utopia -কল্পরাজ্য 419: Statesman -কূটনীতিজ্ঞ ব্যক্তি 420: Demagogue -জননেতা 421: Dictator -একনায়ক 422: Martinet -নিয়মনিষ্ঠ 423: Malign -ক্ষতিকর 424: Meager/Scanty -স্বল্প 425: proportionate -আনুপাতিক 426: Ancillary -আনুষঙ্গিক 427: Unstable -অস্থির 428: Conventional -প্রচলিত 429: Potty -তুচ্ছ 430: Reparation -ক্ষতিপূরণ431: Decay -ক্ষয় হওয়া 432: Transmission -ছড়ানো,প্রচার 434: Frugal/Parsimonious -মিতব্যয়ী 435: Bigot -অন্ধ বিশ্বাসী 436: Indispensable -অপরিহার্য 437: Inconsiderate -অবিবেচক 438: Hasty -দ্রুতগতি 439: Conceited -আত্মভিমানী 440: Wrath -রাগ 441: Prompt -দ্রুত 442: Divine -স্বর্গীয় 443: Malign -ক্ষতিকর 444: Meager/Scanty -স্বল্প 445: proportionate -আনুপাতিক 446: Hindrance/Barrier -বাঁধা 447: Discontented -অসন্তুষ্ট,অতৃপ্ত 448: Miserable -শোচনীয় 449: Myopic -ক্ষীনদৃষ্টি /সংকীর্ণমনা 450: Intolerant -অসহনীয় 451: Affirm/Assert -দৃঢ়ভাবে কোন কিছু বলা 452: Deny -দৃঢ়ভাবে কোন কিছু অস্বীকার করা 453: Panic -ভয় পাওয়া 454: Abandon/Desert -ছেড়ে যাওয়া 455: Waive -মওকুফ করা 456: Evenhanded -নিরপেক্ষ 457: Enunciate -উচ্চারন করা 458: Consolidation -ঐক্যবদ্ধ/একসাথে459: Instigation -উত্তেজনা 460: Provocation -প্ররোচনা 461: Painstaking/
Persevering -পরিশ্রমী 462: Stimulus/Impetus -আবেগ,প্রেরণা 463: Revulsion/Abhorrence/
Aversion/Repugnance -প্রতিক্রিয়া 464: Evanescent/Fleeting -ক্ষনস্থায়ী 465: Limpid -স্পষ্ট466: Evident -স্পষ্ট 467: Subtlety -অস্পষ্ট 468: Prima facie -প্রথম দর্শনে 469: Subterfuge /Trickery -প্রতারনা 470: Simplicity -সরল 471: Applause -সাধুবাদ 472: Impinge -আঘাত হানা 473: Facilitate -সহজতর 474: Trespass -পাপ/সীমালঙ্গন 475: Profligate -লম্পট 476: Intermittent- অনিয়মিতভাবে 477: Broker -দালাল 478: Merchant prince -মহা ধনবান বণিক 479: Persistent -নাছোড়বান্দা 480: Destitute -দরিদ্র 481: Teller -ব্যাংকের ক্যাশিয়ার 482: Intense -তীব্র 483: Abrasive -ঘর্ষণের মাধ্যমে তুলে ফেলা 484: Attempts -চেষ্টা করা 485: Screams -আর্তনাদ করা 486: Admits -স্বীকার করা 487: Lucrative -লাভজনক 488: Ridiculous -হাস্যকর 489: Continuation -ধারাবাহিকতা 490: Offshore -সাগরমুখী 491: Solemn -আনুষ্ঠানিক 492: Wholesale -পাইকারী 493: Retail -খুচরা 494: Push sale -জোর করে বিক্রি করা 495: Slothful -নিষ্ক্রিয় 496: Quarrelsome -ঝগড়াটে 497: Flat out -সোজা 498: Backtrack -প্রত্যাখ্যান করা 499: Curved -বক্ররেখা 500: To do away with /
To drive off -পরিহার করা501: Hastening -দ্রুত চলা 502: Braking -গতিরোধ 503: Slackening -ঝিমুনি 504: Vigorous -সবল 505: Sluggish -আলস্যপরায়ণ,কুড়ে 506: Infuriate -ক্রোধে ক্ষিপ্ত হওয়া 507: Commend -প্রশংসা করা 508: Manifest -স্পষ্ট 509: Apparent -দৃশ্যমান 510: Circulation -প্রচার,প্রচলন,মুদ্রণ 511: Surreal -পরাবাস্তব512: Appeal -আবেদন 513: Repression -দমন,নিপীড়ন 514: Greeting -অভিবাদন 515: Notorious/Ominous -ভয়ংকর 516: Robbery -ডাকাতি 517: Cursory -দ্রুত নিষ্পন্ন 518: Demur -আপত্তি/আশংকা প্রকাশ করা 519: Convicted -দোষী/অপরাধী 520: Culpable -শাস্তি পাবার যোগ্য 521: Pay off old scores -প্রতিশোধ নেয়া 522: Worth yours -দক্ষ523: Host in himself -আয়োজক 524: Hang in balance -সাফল্যের জন্য কোন কিছুর উপর নির্ভর করা 525: Pusillanimous -ভীতু 526: Venturesome/Valorous/plucky/Spunky -সাহসী 527: Reproach/Chide/Rebuke/Scold -তিরস্কার করা 528: Bustling -হৈ চৈ পূর্ণ 529: Tranquil -শান্ত 530: Prodigal -বেহিসাবী ভাবে ব্যয় করা531: Thrifty/Parsimonious/Niggardly/Skinflint -মিতব্যয়ী,কিপটে 532: Sage -জ্ঞানী 533: Cretin/Imbecile/Dullard/Ninny -বোকা জাতীয় 534: Pretty Penny -অত্যন্ত ব্যয় বহুল 535: On their toes -সজাগ সতর্ক হওয়া 536: Step on somebody’s toes -অনুভূতি বা সংস্কারে আঘাত হানা 537: Toot your own horn -গর্ব করা 538: Possess -করায়ত্ব করা 539: Destruction -ধ্বংস 540: Intimacy -গভীর সুসম্পর্ক 541: Alluring -লোভনীয় 542: Arouse -জাগানো 543: Tenacity -কোন কিছুর প্রতি আগ্রহ,জিদ 544: Elusiveness -বুঝতে বা স্মরণ করতে কষ্টকর এমন 545: Adornment -অলংকরণ 546: Anonymous -নামহীন/বেনামী 547: Namesake -মিতা,অন্যের নামের সাথে মিল 548: Pseudonym -ছদ্মনাম 549: Cannibal -নরখাদক 550: Holocaust -ব্যাপক হত্যাকাণ্ড 551: Nugatory -বাদ দেয়া 552: Judiciary -আইন বিভাগ 553: Jurisdiction -আইনগত অধিকার 554: Famish -প্রচন্ড ক্ষুধায় মৃতপ্রায় হওয়া 555: Keen -তীব্র 556: Amenable -ব্ন্ধুভাবাপন্ন 557: Covenant -আইনসম্মত চুক্তিপত্র 558: Summons -ডেকে পাঠানো 559: Subpoena -আদালতে ডাকা 560: Tract -ধর্ম বা নৈতিকতা বিষয়ে পুস্তিকা 561: Treatise -গবেষণামূলক আলোচনা গ্রন্থ 562: Chronic -নিয়মিত ঘটা 563: Impute -আরোপ করা 564: Honorary -বিনাবেতনে 565: Interpret -ব্যাখ্যা করা566: Memento -স্মারকচিহ্ন,অভিজ্ঞান 567: Elegy -বিষাদসঙ্গীত 568: Cosmos -নিসর্গ 569: Duffer -নির্বোধ লোক 570 : Snob -উন্নাসিক লোক (যে ব্যক্তি নিম্নতর সামাজিক শ্রেণীর মানুষকে অবজ্ঞার চোঁখে দেখে)571: Licentious -দুশ্চরিত্র লোক 572: Suspect – সন্দেহভাজন 573: Trick/Deceit -প্রতারনা 574: Hazardous -বিপজ্জনক 575: Represent- চিত্রিত করা 576: Superior -শ্রেষ্ঠ 577: Revealing -প্রকাশ করা 578: Complexity -জটিলতা 579: Vigilant -সজাগ 580: Diversion -গতিপরিবর্তন,অপসারণ 581: Alienation -বিচ্ছেদ,বিচ্ছিন্নতা 582: Worthy of -যোগ্য 583: Emulation -অনুকরণীয় 584: Exploration -অনুসন্ধান 585: Trial -চেষ্টা 586: Demise -মৃত্যু 587: Unimaginable -অকল্পনীয় 588: Inexplicable -বর্ণনাতীত 589: Entertain -আপ্যায়ন 590: Enamoured -প্রেমমুগ্ধ 591: Possessed -অধিকারী 592: Fanciful schemes -কাল্পনিক পরিকল্পনা 593: Unforeseen -অপ্রত্যাশিত 594: To blow hot and cold -অসামঞ্জস্যপূর্ণ হওয়া 595: Initiate -সূচনা করা 596: Blaze -আলোকচ্ছটা 597: Horn -শিঙা 598: visionary -কাল্পনিক 599: Newborn -নবজাত 600: Trustworthy -বিশ্বস্ত601: Gratitude -কৃতজ্ঞবোধ 602: Thankless -অকৃতজ্ঞ 603: Indebted/Grateful -কৃতজ্ঞ 604: Owe -ঋণী থাকা 605: Ingest -গলাধঃকরণ করা 607: Inertia -জড়তা 608: Inadvertent -অনিচ্ছাকৃত 609: Inundate -প্লাবিত হওয়া 610: Trapped -আটকা পরা 611: Coherent -সুসজ্জিত,যৌক্ত
িক 612: Amity -মিত্রতা 613: Vague -অস্পষ্ট 614: Vocation -বৃত্তি,ব্যবসায় 615: Vital -অত্যাবশ্যক ,সজীব 616: Faculty -অনুষদ ,কর্মদক্ষতা 617: Vehemently -তীব্রভাবে 618: Meticulous /Precise /fussy -অতিসতর্ক 619: Colossal /Enormous /Mammoth /Massive /Titanic -বিশাল 620: Homogeneous /Uniform /Identical -সমজাতীয় 621: Allay /Mitigate /Ameliorate -প্রশমিত করা (কষ্ট,যন্ত্রণা )622: Worsen /Exacerbate -শোচনীয় হওয়া 623: Inquisitive -সন্ধানী 624: Proximate -নিকটতম 625: Idyllic -শান্ত 626: Contemplative /brooding /Cogitating /Ruminative -চিন্তানিমগ্ন 628: Affinity /Kinship/Rapport -ঘনিষ্ট সম্পর্ক 629: Suffrage -ভোটাধিকার 630: Dearth -স্বল্পতা 631: Amass -পুঞ্জীভূত করা 632: Accrue -বৃদ্ধি 633: Disperse -ছত্রভঙ্গ 634: Plenty -প্রচুর 635: Animate /Lively -প্রশান্ত,সজীব636: Squalor -নোংরা,অস্বস্তিকর অবস্থা 637: Pressurizing -চাপ প্রয়োগ 638: Arouse -জাগ্রত করা 639: Pressing/Urgency -জরুরী 640: Odds and ends -ছোটখাট জিনিস 641: Exhausted -নিঃশেষ হওয়া 642: Dead and buried -পুরোপুরি থেমে যাওয়া 643: At bottom -প্রকৃতপক্ষে 644: Offended -বিক্ষুব্ধ 645: Cut and dried -রুক্ষ 646: Dealings -আচরণ 647: Above board /Frank -অকপট,খোলাখুলি 648: Abate /Soothe -প্রশমিত করা,কমানো 649: Grant -অনুদান 650: Frown -তিরস্কার করা 651: Regret -অনুশোচনা করা 652: Head and Ears -পুরোপুরি 653: Interrupt /Eat into vitals -ছিন্ন করা ,ব্যাঘাত করা 654: Square meal -সুষম খাদ্য 655: Rank and file -সাধারণ জনগণ 656: Plainness -সরলতা 657: Adequacy -সাদৃশ্য658: Drowsiness -আলস্য 659: Vigor -শারীরিক বা মানসিক শক্তি 660: Mild -হালকা ,কোমল 661: Artistic -শৈল্পিক 662: Shortcoming -ত্রুটি,সীমাবদ্ধতা 663: Extravagance -অমিতব্যয়ি,সীমালঙ্ঘন 664: Enduring -স্থায়ী 665: Ball to the wall -পুরোদমে 666: Pitfall -ফাঁদ 667: Toppling -ডিগবাজি খাইয়ে পড়া 668: Regime -শাসন 669: Tantamount -সমপরিমাণ 670: Arbitrary -বিধিবহির্ভূত,স্বৈরাচারী671: Worship -পূজা 672: Bibliography -গ্রন্থপুঞ্জি 673: Amicable person -বন্ধুভাবাপন্ন 674: Naive/Candour -সাধাসিধা,বিশ্বাসপ্রবণ 675: Lenient -দয়ামায়া প্রবণ 676: Obstinate /Adamant -একগুঁয়ে 677: Exaggeration -বাড়িয়ে বলা 678: Hegemony/Predominance -আধিপত্য 679: Subordination -অধীনস্থ 680: Fiasco -বড় ধরনের ব্যর্থতা 681: Fruitful -ফলপ্রসূ 682: Triumph -বিজয় 683: Adopted -গ্রহণ করা 684: Forsaken -পরিত্যক্ত করা 685: Discarded -বাদ দেয়া 686: Vociferous -শব্দবহুল ,গোলমালকারী 687: Courageous -সাহসী 688: Mockery -উপহাস 689: Mean -নীচ 690: Negotiation -আলাপালোচনা 691: Shallow -ভাসাভাসা 692: Excessive -অতিরিক্ত 693: Wear out -ব্যবহারের ধারা ক্ষয় হওয়া 694: Brittle -ভঙ্গুর 695: Negligible -অবহেলার যোগ্য 696: Uninfluenced -প্রভাবমুক্ত 697: Thorough -পুঙ্খানুপুঙ্খ 698: Imprison -শৃঙ্খলাবদ্ধ করা 699: Expel -বহিষ্কার করা 700: Exonerate /Exculpate /
Acquit -অভিযোগ হতে মুক্তি দেয়া701: Castigate -তিরস্কার করা 702: Fastidious -খুঁতখুঁতে 703: Aloof -একাকী ,নির্লিপ্ত 704: Lawn -বনভূমি 705: Stream -জলপ্রবাহ 706: Petrology -শিলাতত্ব 707: Shore -তীরভূমি,কূল 708: Flatten -সমতল হয়ে যাওয়া 709: Valley -উপত্যকা 710: Interminable -থামেনা এমন ,অন্তহীন 711: Easygoing -সহজে মেনে নেয়া 712: Indictment -অভিযোগ 713: Tirade -তিরস্কারপূর্ণ দীর্ঘ বক্তৃতা 714: Taciturn -স্বল্পভাষী 715: Placatory -আপোস 716: Espy -পর্যবেক্ষণ করা 717: Cogitate -বুঝতে পারা 718: Attribute -আরোপ করা 719: Reassurance -পুনরায় নিশ্চিত করা 720: Dilemma -উভয়সংকট 721: Constraint -বাঁধা 722: Agitation -অশান্ত 723: Stir -আলোড়িত করা 724: Void -বাতিল 725: Refute -অস্বীকার করা 726: Optimist-আশাবাদী 727: Idealistic -আদর্শবাদী 728: Pessimist -হতাশাবাদী 729: Peak -সর্বোচ্চ চূড়া 730: Extreme -চরম 731: Get along -দুজনের মাঝে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 732: Pragmatic -বাস্তবধর্মী প্রয়োগবাদী 733: Insectivorous-পতঙ্গভূক734: Electorate -নির্বাচকমন্ডলী 735: Exigency -জরুরী প্রয়োজন736: Complacent -সন্তুষ্টি 737: Austere -উগ্র,কঠোর 738: Artillery -কামান 739: Docile -ভদ্র 740: Biased -পক্ষপাতদুষ্ট 741: Salient -প্রধান বৈশিষ্ট 742: Shove -ধাক্কা মারা 743: Visible -দৃশ্যমান 744: Omission -ভ্রান্তি 745: Inamorata -প্রণয়ী 746: Come round -আরোগ্য লাভ করা 747: Hit Upon -খুঁজে পাওয়া 748: Depart -গমন করা 749: Conclude -শেষ করা 750: Elective -নির্বাচক 751: Craft -দক্ষতা 752: Impede -ব্যাহত করা 753: Mutation -পরিবর্তন 754: Commence -শুরু করা 756: Episodic -অনিয়মিত 757: Conventional -গতানুগতিক 758: Recapture -পুনরুদ্ধার করা 759: Conducive -সহায়ক 760: Facile -সাবলীল 761: Crank -বাঁকা 762: Formless -আকৃতিহীন 763: Equitable -ন্যায়সঙ্গত 764: Cereal /grain -খাদ্যশস্য 765: Queue -লাইন766: Inimical -শত্রুভাবাপন্ন 767: Impel /Goad -অনুপ্রাণিত করা 768: Orchestrate -সুসমন্বিত করা (সঙ্গীত)769: Repent -অনুশোচনা করা 770: Braggart -দাম্ভিক 771: Dilettante -অপটুকর্মী 772: Pilferer -ছিঁচকে চোর 773: Prevaricator -সত্যের আলাপকারী 774: Raconteur -গল্পকথক 775: Scurrilous -অমার্জিত,অপমান করা 776: Compassionate -করুণাময় 777: Servile -ক্রীতদাস সুলভ 778: Strict -কঠোর 779: Outshine/Steal a march -ঔজ্বল্যে ছাপিয়ে যাওয়া 780: Hole and Corner -গোপনীয় 781: Defy -বাধা দেয়া 782: State of Shock -কিংকর্তব্যবিমূঢ় 784: Amateur -অপেশাদার 785: Anticipated -অনুমান বা বুঝতে পারা 786: Antagonism -প্রতিদ্বন্দীতা 787: Delirious -বিকারগ্রস্থ 788: Hefty -প্রবল,তাগড়া 789: Delusive -ভ্রান্তি 790: Heinous -জগন্য 791: Inveigle -চাটুকারিতায় মুগ্ধ করা 792: Monopoly -একচেটিয়া অধিকার793: Rational -যুক্তিসঙ্গত 794: Demolish -চূর্ণ করা 795: Understatement -কমিয়ে বলা 796: Tenure -কার্যকাল 797: Protract -দীর্ঘায়িত করা 798: Distract -বিভ্রান্ত করা 799: Currency -প্রচলিত 800: Obsolescence -অপ্রচলিত801: Propensity -প্রবণতা 802: Inebriated /Intoxicated -মদ্যপ 803: Befuddled -বিভ্রান্ত 804: Sane /Rational -বিবেকী ,যুক্তিসম্মত 805: Arrogant -অহংকারী 806: Vicissitudes -উথানপতন 807: Bohemian -ভবঘুরে ধরনের লোক 808: Sinister -অপকারী ,অশুভ 809: Meditative -চিন্তাশীল 810: Categorical -নিরপেক্ষ 811: Sermon -নৈতিক বক্তৃতা 812: Fire and brimstone -জাহান্নামের অনুমিত শাস্তি 813: Agnostic -অজ্ঞানবাদী 814: Oracular -জ্ঞানবিশিষ্ট 815: Sacrilegious -পবিত্র ব্যক্তির অসম্মানকারী 816: Empirical -গবেষণামূলক 817: Puerile -তুচ্ছ 820: Nonchalant -উদাসীন 821: Sardonic -ঘৃণাপূর্ণ 822: Voluptuous -আনন্দবাদী 823: Rotund -গোলাকার 824: Gourmand -পেটুক 825: Condiment -আচার ,মশলা 826: Piquant -তীব্র,কটু 827: Repast -আহার828: Nourishing -পুষ্টিকর 829: Gifted -প্রতিভাধর 830: Prolific -উর্বর 831: Revolution -বিপ্লব 832: Warlock -মায়াবী 833: Adopt -গ্রহণ করা 834: Pose -জাহির করা 835: Infrared -অবলোহিত836: Finagle/Swindle -প্রতারণা করা 837: Supplant -স্থানচ্যুত 838: Incite -উৎসাহিত করা 839: Abyss -গহ্বর 840: Alabaster -সাদা পাথর 841: Boaster -অহংকারী ব্যক্তি 843: Fatalist -অদৃষ্টবাদী 844: Tenterhooks -উদ্বেগপূর্ণ অনিশ্চিত অবস্থা 845: Reproof -অসমর্থন 846: Impertinence -অপ্রাসঙ্গিকতা 847: Denigration -দুর্নাম 848: Imbecility -মূর্খতা 849: Senility -বার্ধক্য850: Dotage -ভীমরতি 851: Notwithstanding -তথাপি,যদিও 852: Adoring -প্রেমপূর্ণ 853: Myriad -অসংখ্য 854: Shortcomings -ত্রুটি 855: Idolatrous -পরম ভক্তিশীল 856: Exaltation -পদমর্যাদায় উন্নতিসাধন 857: Venture -উদ্যোগ 858: Conspire -চক্রান্ত করা 859: Reimburse -পরিশোধ করা 860: Pretend -সাজা ,মিথ্যা বর্ণনা করা 861: Incongruous -বেমানান 862: Hedge -প্রতিবন্ধক 863: Derrick -ভার উত্তোলন যন্ত্র864: Sacrosanct -অলঙ্ঘনীয়865: Resentment -আক্রোশ 866: Equanimity -প্রশান্তি 867: Dubiousness -অনিশ্চয়তা 868: Supercilious -অহংকৃত,গর্বিত 869: Flagitious -নিষ্ঠুর 870: Frivolous -ছেলেমানুষীপূর্
ণ,নগণ্য871: Impair -দুর্বল করা ,872: Spool/Reel -নাটাই 873: Thread -সুতা 874: Convolution -কুণ্ডলী 875: Q***r -অদ্ভুত 876: Orderly -গোছালো 877: Murky -আবছা,অস্পষ্ট 878: Archives -নথিপত্র 879: Pedestal -স্তম্ভের পাদভূমি 880: Regicide -রাজহত্যা 881: Belittlement -হীনতা,খর্বতা 882: Zest -রুচি,প্রানবন্ততা 883: Fiddling -তুচ্ছ 884: Linguistic -ভাষাবিজ্ঞান 885: Polyglot -বহুভাষী886: Green eye -ঈর্ষান্বিত 887: Taunting -বিদ্রুপ 888: Deter -নিরুৎসাহিত করা 889: Blight -ক্ষয় করা 890: Theist -আস্তিক 891: Theologist -ধর্মতত্ত্ববিৎ892: Pantheist -সর্বেশ্বরবাদী 893: Monotheist -একেশ্বরবাদী 894: Debris -ধ্বংসাবশেষ 895: Relics -পুরাতাত্ত্বিক নিদর্শন 896: Prick – ছিদ্র করা 897: Paleontology -জীবাশ্ম বিজ্ঞান 898: Encyclopedia -বিশ্বকোষ 899: Bygone -বিগত 900: Polity -রাষ্ট্র ব্যবস্থা901: Muster -সমবেশ 902: Demobilize -সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া 903: Troops -দল বা পাল 904: Jury -নির্ণায়ক সভা 905: Laggard -পিছিয়ে পড়া ব্যক্তি 906: Haggler -যে ব্যক্তি দরকষাকষি করে 907: Perjury -শপথভাঙ্গ908: Embezzlement -অর্থ আত্মসাৎ 909: Oath /Vow -শপথ করা 910: Encomium -উচ্চ প্রশংসা 911: Aphorism -সংক্ষিপ্ত জ্ঞানগর্ব 912: Insolent -অপমানজনক 913: Delicate -কোমল,উপাদেয়914: Effusive -উচ্ছ্বাস প্রবণ 915: Mercenary -ভাড়াটে সৈনিক 916: Altruistic -পরের জন্য মঙ্গলজনক 917: Deceptive -প্রতারণামূলক 918: Far-fetched -অস্বাভাবিক,সন্দেহজনক 919: Paucity -অভাব 920: Plaintiff -বাদী 921: Preponderance -ভারাধিক্য 922: Indulgent -প্রশ্রয়,ক্ষমাশীল 923: Pampered -অত্যাধিক প্রশ্রয় 924: Pout -বিরক্তিভাব,ঠোঁট ফুলিয়ে রাগ দেখানো 925: Sullen -চাপা ক্রোধযুক্ত 926: Elated -অত্যন্ত আনন্দিত 927: Desolation -নির্জন 928: Pittance -সামান্য বেতন 929: Enthralling -বিমুগ্ধ 930: Pedestrian -পথচারী 931: Ravages -ধ্বংস বা নষ্ট করা 932: Masterful -দক্ষ933: Critique -সমালোচনামূলক নিবন্ধ 934: Towered high -মাথা উঁচু করে দাড়ানো 935: Electrify -উত্তেজিত করা936: Bankrupt -দেওলিয়া937: Solvent -দেনা পরিশোধে সক্ষম 938: Unwitting -অনিচ্ছাকৃত 939: Zenith -চূড়া 940: Nadir/lowest point -সর্বনিম্ন বিন্দু 941: Poignant -গ্লানিকর/দুঃখ উদ্রেককারী 942: Freak -খামখেয়াল 943: Prodigy -দৈত্য 944: Resemble -অনুরূপ 945: Renowned -বিখ্যাত 946: Revamp -পুনর্গঠন 947: Esteem -সম্মান করা 948: Furtive -চুপিচুপি 949: Cud chew -জাবর কাটা স্তন্যপায়ী প্রাণী 950: Grasp accurately -বুঝতে পারা 951: Misconstrue -ভূল বোঝা 952: Effeminacy -মেয়েলী স্বভাব 953: Boorishness -রুক্ষতা 954: Celibacy /Chastity -সতীত্ব 955: Misogyny -নারীদের ঘৃণা করে যে 956: Matrimony -বিবাহিত 957: Eat drink and be merry -খাও,দাও ফুর্তি করা জাতীয় ব্যক্তি 958: Epicurean -ইন্দ্রিয় সুখে বিশ্বাসী 959: Versatility -বহুমুখী 960: Extradition -আসামী হস্তান্তর 961: Patronage -সহযোগিতা 962: Correspond -মিল 963: Manliness -সাহসিকতা 964: Instability -অস্থায়ীত্ব 965: Materialistic -প্রকৃতিবাদী966: Remnants -ধ্বংসাবশেষ 967: Abeyance -স্থগিতাবস্থা 968:Chagrin/Irk -বিরক্তি 969: Distraught -অত্যধিক বিমর্ষ 970: Lodge a complaint -অফিসিয়ালি অভিযোগ করা 971: Tenant -ভাড়াটিয়া 972: Recluse -সন্নাসী 973: Prevalent -প্রচলিত 974: Implacable -নির্দয়,ক্ষমাশীল 975: Sober -গাম্ভীর্যপূর্ণ 976: Frantic -নিয়ন্ত্রণহীন 977: Ambiguous -অস্পষ্ট 978: Admonish -সতর্ক করা 979: Reconcile -মিলনসাধন করা 980: Equilibrate -ভারসাম্য 981: Undertake -দায়িত্বভার গ্রহণকরা 982: Intake -পানাহার 983: Ambivalent -বিপরীত 984: Ambidextrous -সব্যসাচী 985: Retractable -সংকোচনীয় 986: Conscript/Recruit/Novice/Rookie-নতুন নিয়োগপ্রাপ্ত অনভিজ্ঞ কর্মী 987: Devoid -বর্জিত 988: Repeal/Quash/Rescind/Annul-বাতিল করা 989: Arduous/Onerous/Grueling/
Laborious-কষ্টসাধ্য বা পরিশ্রমসাধ্য কিছু990: Hoard -মজুতদারি 991: Unfathomable -অতল/গভীর 992: Traduce/Disparage/Denigrate/
Vilify -নিন্দা করা,অপবাদ দেয়া 993: Emigrant -দেশান্তরী 994: Immigrant -অভিবাসী 995: Wander -উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা 996: Meddle -হস্তক্ষেপ করা 997: Discern -দৃশ্যমান হওয়া 998: Refugees -শরণার্থী 999: Demonstrative -প্রমাণদায়ক 1000: Horde -বড় দল.by Sabbir The Presenter

Telephone

Website