SRM Academia

SRM Academia

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRM Academia, Tutor/Teacher, .

Photos from SRM Academia's post 22/11/2023

আলহামদুলিল্লাহ,
আজকের ব্যস্ততম সারাদিন।
এখনো আছি প্রিয়দের খুব কাছাকাছি।

Photos from SRM Academia's post 20/11/2023

আলহামদুলিল্লাহ,
সেনবাগ থানাধীন
বিভিন্ন স্কুলের শিক্ষকদের আন্তরিকতায় মুগ্ধ হলাম।
চলছে সৌজন্য সাক্ষাৎ এবং ক্যালেন্ডার বিতরণ।
আল্লাহ আপনি কবুল করুন।

Photos from SRM Academia's post 20/11/2023

আলহামদুলিল্লাহ,
ভর্তি কার্যক্রমে ব্যস্ততম সময়।

18/11/2023

স্নেহের ছোট ভাই তুল্য প্রিয় Monjurul Islam এর জন্য দোয়া চাই...
ছাত্র জীবন থেকে যাকে খুব স্নেহ করি, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে।

সেনবাগ ফাযিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক প্রিয় Monjurul Islam
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি অবস্থায় আছে।
গত
রাতে হঠাৎ অসুস্থ হয়ে যায়,সেনবাগ হসপিটালে নেওয়ার পর তারা মাইজদীতে নিয়ে যেতে বলছে,
পরে মাইজদী থেকে ঢাকাতে নেওয়ার জন্য বলছে, পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করার পর হার্ট জনিত সমস্যার কারণে, আজকে হার্টে একটি রিং বসানো হয়েছে,বর্তমানে এখনো জ্ঞান ফিরিনি!
তবে আশঙ্কা মুক্ত আলহামদুলিল্লাহ।
সকলে খাস করে দোয়া করবেন।

17/11/2023

োজা_ভাবনা_আপনাকে_অনেক_প্রশান্তি_দিবে।
গবেষকঃ অধ্যাপক মাওঃ জসিম উদ্দিন হাফেঃ।

***************************************************
আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে নিশ্চিত ভাবে আপনি কিছু করছেন যা আলোচনা করার মত।

হিংসা, অহংকার,নেগেটিভিটি, সমালোচনা (দরকার নাই তবুও) মানুষকে প্রতিদিন ছোট করে, কিছুই দেয়না। বরং ওই সময়টা নিজের বিনোদন ও সৃজনশীল কাজে লাগানো যেতে পারে।

আরেকজনের ভালো দেখে খুশী হতে অসুবিধা কি? একদিন আপনার ভালো কিছু দেখলে তিনিও খুশী হবেন। খুশী হতে না পারলে চুপ করে থাকুন, নিজেকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যান।

কারো হিংসা করেছেন তো, তার উপকার করেছেন। কারণ সে হিংসা করতে করতে সময় নষ্ট করবে, আর আপনি কাজ করতে করতে এগিয়ে যাবেন।

কারো উপকার করতে নাও পারেন, ক্ষতি বা বদনাম করার কি প্রয়োজন! প্রাপ্তিটা কি? এটা একটা অসুখ – এটা মেনে নিলে, এ রোগ থেকে মুক্তির উপায় পাওয়া যাবে।

নেগেটিভিটি শুধুই নেগেটিভের জন্ম দেয়। আপনি যত নেগেটিভ ভাববেন তত বেশী নেগেটিভ জিনিস আপনার সামনে এসে দাঁড়াবে বার বার। আপনার মন খারাপ করে দেবে ও কাজের গতি কমাবে।

জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই। যত পজিটিভ থাকবেন, তত স্পোর্টি হবেন এবং তত কাজের গত বাড়বে এবং নিজেকে ফুরফুরে মনে হবে।

আজকের জন্য বেঁচে থাকার অভ্যাস করুন। গতকাল আর কখনোই ফিরে আসবে না।

আর আজকের দিনটা দারুণ হলে আগামীকালটাও রঙিন হবে।

17/11/2023
Photos from SRM Academia's post 05/11/2023

ওগো আল্লাহ প্রিয় সহযোদ্ধাদের তুৃমি হায়াতে তইয়্যেবা দান করো। পরিশ্রমের প্রতিটি ফোটাকে নেকি দারা ভরপুর করে দাও।

Photos from SRM Academia's post 05/11/2023

আল্লাহ তুমি আমাদের পরিশ্রম কে কবুল করে নাও।

Photos from SRM Academia's post 05/11/2023

মেয়র মহোদয় এবং আমার বড় ভাইয়ের সাথে দুপুরের খাবার এবং ক্যালেন্ডার বিতরণ।
জাজাকাল্লাহ
প্রিয় মেয়র মহোদয়, যে কোন প্রয়োজনে আপনাকে কাছে পাই।

Photos from SRM Academia's post 02/11/2023

আলহামদুলিল্লাহ,
রাত বিরাতে এখন আছি জামালপুর টেক।
চলছে পোস্টোর লাগানোর কাজ।
আল্লাহ তুমি কবুল করো।

Photos from SRM Academia's post 01/11/2023

আলহামদুলিল্লাহ,
আনন্দ মুখর পরিবেশে চলছে ভর্তি কার্যক্রম।

01/11/2023

আমার হাতে গড়া ছাত্র
মির্যা মোঃ হাসান।
আল্লাহ তোকে হেফাজত করুক।
আল্লাহ তোকে সম্মানিত করুক।

01/11/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন

সেনবাগের জিরুয়া ফকিরহাটে মোটরসাইকেল অটোমুখী সংঘর্ষে ডমুরুয়া ইউনিয়ের নিকাহ রেজিস্টার কাদরা মাষ্টার বাড়ী নিবাসী কাজী আবু শাকের গুরুতর আহত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মহান আল্লাহ তা'য়ালা তার জীবনের ছোট বড় গুনাহ গুলো ক্ষমা করে নেক দিয়ে পরিপূর্ণ করে দিন। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

আহঃ প্রিয় ভাইয়ের সাথে আর দেখা হবে না।
গত কয়েক দিন আগে আমার মাদ্রাসায় এসে তার ছেলের মার্কসিট নিয়ে গেছেন। তাড়াহুড়া ছিলো তাই দিতে পারেন নি সিগনেচার। বললেন পরে এসে দিয়ে যাবেন সিগনেচার আর আসা হবে না প্রিয় ভাইটির।

31/10/2023

আল্লাহ্ তোমার দয়া চাই।
প্রিয় মানুষদের দোয়া চাই।

Photos from SRM Academia's post 31/10/2023

মুমিন বিশ্রাম নিবে জান্নাতে...
আয় আল্লাহ আমার প্ররিশ্রম গুলোকে সাওয়াব দারা ভরপুর করে দাও। আমার বাবাকে এই সাওয়াবের অংশিদার করে নাও। তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমিন।

29/10/2023

বাংলাদেশে যেন নিম্নের হাদীসের বাস্তবতা চলছে,,,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হ*ত্যাকারী জানবে না যে, সে কেন হ*ত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কেন তাকে হ*ত্যা করা হয়েছে। (মুসলিম ২৯০৮)

Photos from SRM Academia's post 28/10/2023

প্রিয় ছাত্র/ছাত্রীরা,
আল্লাহ তোমাদের কমিয়াবি দান করুক।
তোমাদের বিজয় আমার সকল কষ্ট গুলো ভুলিয়ে দেবে।

Photos from SRM Academia's post 27/10/2023
Photos from SRM Academia's post 27/10/2023

আলহামদুলিল্লাহ
ফায়ার সার্ভিস অফিসারদের সাথে বিশেষ সাক্ষাত শেষে তাদের আতিথেয়তায় মুগ্ধ হলাম।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে
আমাদের ছাত্র ছাত্রীদের বিশেষ ট্রেনিং দেয়া হবে।

চলছে ক্যালেন্ডার বিতরনের কাজ...

27/10/2023

ইনশাআল্লাহ
অচিরেই
আল জাহিদ ইসলামীয়া মাদ্রাসায় "ইসলামী গণশিক্ষা " কার্যক্রম শুরু হবে।
এতে বয়স্ক নারী পুরুষ বিনা খরচে দ্বীন শিখবে ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো।

27/10/2023

জীবনে বহু বার চুপ হয়েছি এবারও চুপ হলাম,
আয় আল্লাহ তোমার জবাবের আশায়। যতবার চুপ হয়েছি আয় আল্লাহ ততবার তোমার পক্ষ থেকে জবাব পেয়েছি।
আজও সেই আশায় রইলাম।
আয় আল্লাহ আমি কারো অকল্যান চাই না।
আমি তোমার রহম চাই।

23/10/2023

"ইন্না লিল্লাহী ও ইন্না ইলাইহে রাজেউন "
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করছি।
আহতদের জন্য গভীর সমবেদনা।

Photos from SRM Academia's post 22/10/2023

মাশাআল্লাহ
চমৎকার মনোমুগ্ধকর সুন্দর হাতের লেখা।

প্রিয় ছাত্র ছাত্রীরা মন দিয়ে পড়া লেখা করো ইনশাআল্লাহ
তোমরাই হবে, ইসলামিক স্কলার,ডাক্তার, ইন্জিনিয়ার, উকিল, ব্যরিস্টার, দেশের ধারক বাহক এবং দেশের যোগ্য নাগরিক। তোমাদের পিতা মাতা এবং ওস্তাদদের নাজাতের উসিলা।

22/10/2023

জরুরী নিয়োগ
নোয়াখালী জেলার সেনবাগ থানায় কলেজ রোডে অবস্থিত
আল জাহিদ ইসলামীয়া মাদ্রাসার জন্য শিক্ষক আবশ্যক।

১। নুরানী শিক্ষক ৪জন ( নুরানী প্রশিক্ষন এবং অভিজ্ঞতা থাকতে হবে) বেতন যোগ্যতা অভিজ্ঞতার আলোকে
৫০০০ - ১৫০০০/- সময়ঃ পার্ট টাইম ৩/৪ ঘন্টা।
ফুল টাইম ৮ ঘন্টা।

২। মহিলা শিক্ষিকা ( বাংলা) ৪ জন ( অনার্স / মাস্টার্স )
বেতন যোগ্যতা অভিজ্ঞতার আলোকে
৫০০০ - ১০০০০/- সময়ঃ পার্ট টাইম ৩/৪ ঘন্টা।
ফুল টাইম ৮ ঘন্টা।

যোগাযোগঃ ০১৭৮২১৮২৮২৮

Photos from SRM Academia's post 21/10/2023

রাত বিরাতে দ্নীনি ভাইদের কাছে ক্যালেন্ডার হাতে
ছুটে যাচ্ছে আমাদের টিম। ক্যালেন্ডার পেয়ে খুশী প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।
আল্লাহ সবাইকে উত্তম জাজা দান করুক।

কুরআনের ভুবনে আপনাদের স্বাগতম,
পরিদর্শন করুন কুরআনের ভুবন...

আমাদের ঠিকানাঃ ক্যাম্পাস ০১ঃ আল জাহিদ ইসলামীয়া মাদ্রাসা ( বালক শাখা) সেনবাগ কলেজ রোড, ডাকবাংলা সংলগ্ন, সেনবাগ - নোয়াখালী।
ক্যাম্পাস ২ঃ
সেনবাগ রেসিডেন্সিয়াল মাদ্রাসা (বালিকা শাখা) সেনবাগ দক্ষিণ বাজার, সেনবাগ - নোয়াখালী।

21/10/2023

নিয়োগ বিজ্ঞপ্তি
"আকর্শনীয় বেতনে "
ফুল টাইম এবং পার্ট টাইমে...
সেনবাগ উপজেলার সেনবাগ কলেজ রোডে অবস্থিত
"আল জাহিদ ইসলামীয়া মাদ্রাসার"
জন্য বিভিন্ন পদে শিক্ষক এবং স্টাফ নিয়োগ দেয়া হবে।
পদের নাম এবং সংখ্যা
১। সহকারী শিক্ষক- পুরুষ/মহিলা- (আরবী) ১জন।
২। সহকারী শিক্ষক- মহিলা -(বাংলা ) ১০ জন।
৩। সহকারী শিক্ষক- পুরুষ/ মহিলা -( ইংরেজি) ২ জন।
৪। পিয়ন -পুরুষ- ১ জন।
৫। দারোয়ান- পুরুষ- ১ জন।

যোগাযোগঃ ০১৭৮২১৮২৮২৮

বিঃদ্রঃ
বেতনঃ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
অনুযায়ী আলোচনা সাপেক্ষে।

Photos from SRM Academia's post 20/10/2023

আলহামদুলিল্লাহ,
আনুষ্ঠানিক ভর্তি প্রচারনা শুরু।
ইনশাআল্লাহ চলবে...

19/10/2023

বিনয়ী মানুষ দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হয়।
আল্লাহ আমাদের অহংকার মুক্ত করে বিনয়ী হিসাবে কবুল করুক।
আমিন।

19/10/2023

আমেরিকান বাহিনী ইজরায়েলকে সহায়তার জন্যে যা যা পাঠিয়েছে/পাঠাচ্ছে :

- 2টি বিমানবাহী রণতরী
- কমপক্ষে 160 টি প্লেন।
- গাইডেড মিসাইল সহ দুটি জাহাজ
- ছয় ধ্বংসকারী জাহাজ
- অতিরিক্ত F-35, F-15, F-16 এবং A-10 বিমান।

আর মুসলিম দেশগুলো পাঠাচ্ছে:
- সমবেদনা
- সমালোচনা
- ত্রাণ
১৫/১০/২৩
বন্ধু কি জিনিস তা বুজতে পারবেন। আর আমরা মুসলিমরা কি সেটাও বুজতে পারবেন।আরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে আজ মুসলিম দেশ গুলো হাত গুটিয়ে বসে আছে আফসোস 😢

19/10/2023

ইন্না-লিল্লাহী ও ইন্না ইলাইহে রাজেউন
" সেনবাগ রেসিডেন্সিয়াল মাদ্রাসার " ভবনের ( একাংশের) জমিদার সিদ্দিক ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক।

Photos from SRM Academia's post 18/10/2023

খাটি আর ভেজাল বুঝিনা,
এতটুকু বুঝি সৎ মানুষ ধোকা দেয় না।
আমার প্রাণ প্রিয় দুটি মানুষ মোয়াজ্জেম ভাই এবং ইয়াছিন। কেউ মধু বিক্রি করে খুশী আবার কেউ কিনে খুশী। দু জনই সৎ মানুষ।

তবে ইয়াছিনের মধুর বিষয়ে আমার অভিজ্ঞতা হলো তার মধু আমার কাছে ভালো লেগেছে। " সেনবাগ রেসিডেন্সিয়াল মাদ্রাসার অধিকাংশ শিক্ষক মধু ভালো বলেছে।

আর ইয়াছিন সমাজসেবী একজন সৎ মানুষ।
নিশ্চিতে মধু কিনতে পারেন ইয়াছিন থেকে।
ইয়াছিনের পেইজ খুজলে তার বিস্তারিত পাবেন।

আমি ইয়াছিনের সার্বিক কল্যান কামনা করি।

ইয়াছিনের মোবাইল নাম্বারঃ +8801736902489

Photos from SRM Academia's post 18/10/2023

ওরাই আমার স্বপ্ন, ওরাই জাতীর ভবিষ্যত।

Photos from SRM Academia's post 17/10/2023

ধন্যবাদ জানাই সেনবাগ পৌরসভার বর্তমান মেয়র আবু নাসের দুলাল ভাইকে, প্রাথমিক ও মাধ্যমিক শাখা মিলে সেনবাগের সব চেয়ে বড় বৃত্তির আয়োজন হতে যাচ্ছে আপনার হাত ধরে। শিক্ষার প্রসারে এমন এক মহতি উদ্যোগ নেয়ার জন্য হৃদয় থেকে দোয়া রইলো। আরো ধন্যবাদ জানাচ্ছি সেনবাগের প্রাইভেট মাদ্রাসা স্কুল গুলোকে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার জন্য।

Photos from SRM Academia's post 17/10/2023

ইন্না-লিল্লাহী ও ইন্না ইলাইহে রাজেউন,
খুব খারাপ লেগেছে, প্রিয় সাংবাদিক আওয়াল ভাইয়ের একমাত্র মেয়ে সিজার অপারেশন এর পর ইন্তেকাল করেছেন। আজ ( ১৭।১০।২০২৩ ইং) সকাল ১১ টায় জানাজায় অংশ গ্রহন করে উনার কথা শুনার পর অশ্রু সিক্ত হয়ে পড়েছি। মেয়েটির পেটের বাচ্চাটি ও বেচে নেই। অল্লাহ মা এবং নবজাতক শিশুটিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক।

15/10/2023

রাত ১২ঃ০৭
প্রাতিষ্ঠানিক কাজ শেষে চৌমুহনী থেকে প্রতিষ্ঠানে ফেরার পথে।
এভাবে বহু রাত কেটে যায়, বাজার করতে গিয়ে বাজারের বস্থা মাথায় নিয়ে হাটতে হয়। আবার মাথায় চেপে প্রতিষ্ঠানের ভবনের উপরে উঠাতে হয়, রাত জেগে ছাত্রদের সুবিধা অসুবিধা দেখতে হয়। কারেন্ট চলে গেলে গভীর রাতে জেনারেটর চালাতে হয়। ফজর পড়ে ২/৩ ঘন্টা ঘুমিয়ে পরের দিনের ডিউটির জন্য প্রস্তুুত হতে হয়।
এভাবে বহু মোহতামিম এবং শিক্ষকের জীবন চলে।
তারপরও মন থেকে বলি আলহামদুলিল্লাহ, কারন আমরা দ্বীনের খেদমত করতে পারছি।

14/10/2023

ফজরের আজান আর স্নিগ্ধ হাওয়া আহঃ কি মজা!
বিভিন্ন মসজিদ থেকে ভেসে আসা মিষ্টি মধুর আজানের ধ্বনি আর শীতল স্নিগ্ধ বাতাস কলিজাটা শান্ত করে দেয়।

আলহামদুলিল্লাহ,

Photos from SRM Academia's post 14/10/2023

আলহামদুলিল্লাহ,
২০২৪ সালের ভর্তি কার্যক্রম চলমান।
প্রতিদিন বহু অভিভাবক অভিভাবিকা
প্রতিষ্ঠান ভিজিট করছেন।
আজ হিফজুল কুরআন বিভাগে আরো একজন নতুন ছাত্র ভর্তি হয়োছে। জানিনা সকল ভর্তিচ্ছু ছাত্রদের প্রতিষ্ঠানে জায়গা দিতে পারবো কিনা? আল্লাহ তায়ালা সকল অভিভাবক অভিভাবিকাদের সন্তুুুষ্ট করার তৌফিক দান করুক।

Videos (show all)

ধন্যবাদ প্রিয় জিয়াউর রহমান স্যার।চমৎকার এবং মুল্যবান বক্তব্যের জন্য।
ঈদুল আজহার ছুটি ||   প্রথম দিনের ক্লাস || ক্লাস মনিটরিং সাথে ঈদ আনন্দ। srmacademia ||
ঈদুল আজহার ছুটি ||   প্রথম দিনের ক্লাস || ক্লাস মনিটরিং সাথে ঈদ আনন্দ। srmacademia ||
শ্রেণিঃ ৫ম বিষয়ঃ আরবী।অভিনন্দন প্রিয় ছাত্রী জান্নাতুল মাওয়া।জাজাকাল্লাহ খাইর

Telephone

Website