AHR

AHR

#BCS #BANK

28/03/2023

কে কাকে শপথ বাক্য পাঠ করানঃ

রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রীগনকে
৩। উপমন্ত্রীদেরকে
৪। প্রতিমন্ত্রীদের।
৫। স্পীকার।
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতিকে

প্রধানমন্ত্রী যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।

জাতীয় সংসদের স্পিকার যাদের শপথ বাক্য করানঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।

প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১। সুপ্রীম কোর্টের কোনো বিভাগের বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদেরকে।
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রণ
৪। সরকারী কর্ম-কমিশনের সদস্যদেরকে।

১। সিটি ককর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও
ওয়ার্ড কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান কে?
উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে।

৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান কে?
উঃ জেলা প্রশাসক।

৪। ইউনিয়ন পরিষদের মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কে?
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার
কাছে শপথ নেন।
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে।

৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

11/03/2023

'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।'... সুফিয়া কামাল

01/03/2023

িসিএস প্রিলিমিনারি সাম্প্রতিক আপডেটস:

✔️গম আমদানিতে শীর্ষ দেশ- মিশর।
✔️গম রপ্তানিতে শীর্ষ দেশ- রাশিয়া।
✔️ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
✔️ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ- চীন।
✔️ধান উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
✔️ধান রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত।
✔️ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ৩য়।
✔️মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
✔️মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ৩য়।
✔️সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ- চীন।

28/02/2023

'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' -ঈশ্বরচন্দ্র গুপ্ত

11/02/2023

On and Off (মাঝে মাঝে) - Hardly

01/02/2023

মাদারীপুরের #শিবচরকে দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয়েছে।
(৩১ জানুয়ারি ২০২৩)

30/01/2023

"নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল"---টাঙ্গুয়ার হাওর (সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত)

28/01/2023

#বিরোধপূর্ণ_দ্বীপঃ

১. আবু মুসা দ্বীপ---ইরান ও সংযুক্ত আরব আমিরাত
২. পেরেজিল দ্বীপ---মরক্কো ও স্পেন
৩. প্যারোলেস দ্বীপ---পূর্বচীন ও তাইওয়ান
৪. স্প্রাটলি দ্বীপ---দক্ষিণচীন ও ভিয়েতনাম
৫. সেনকাকু দ্বীপ---চীন ও জাপান
৬. শাতইল আবর---ইরান ও ইরাক
৭. হানিস দ্বীপপুঞ্জ---ইয়েমেন ও ইরিত্রিয়া
৮. কুড়িল ও সাখানিল---জাপান ও রাশিয়া [তাতার প্রণালী]
৯. দক্ষিণ তালপট্টিদ্বীপ---বাংলাদেশ ও ভারত
১০. ফকল্যান্ড দ্বীপ---যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।

27/01/2023

গুবাক-সুপারী গাছ

27/01/2023

মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়--- জীবনানন্দ দাশ

25/01/2023

#বাংলা_একাডেমি_সাহিত্য_পুরস্কার_২০২২
১১টি বিভাগে মোট ১৫ জন গুণী ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন।

21/01/2023

#ব্রেকিং_নিউজ
দে‌শের প্রথম নারী ও ২২তম রাষ্ট্রপ‌তি শিরিন শারমিন চৌধুরী।

Photos from AHR's post 20/01/2023

আজকে অনুষ্ঠিত হওয়া #পল্লী_বিদ্যুৎ এর #সহকারী_পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নঃ

Photos from AHR's post 20/01/2023

আজকের সিনিয়র অফিসার (জেনারেল) এর প্রশ্ন-

18/01/2023

কেতা দুরস্ত - - পরিপাটি

14/01/2023

বগালেক --- বান্দরবান

13/01/2023

"Love looks not with eyes but with the mind"... Shakespeare

12/01/2023

বাংলাদেশে তিনটি #রামসার_সাইট আছে।
১.সুন্দরবন
২.টাঙ্গুয়ার হাওর
৩.হাকালুকি

Photos from AHR's post 12/01/2023

🔥 সার্কুলার🔥
#সমন্বিত_৭_ব্যাংকঃ
পদের নামঃ Officer (Cash)/Officer (Teller) - ২,৪১৬ টি পদ।
Job ID : 10183.
আবেদন ফিঃ ২০০ টাকা।
বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
আবেদনের সময়সীমাঃ ১৩-০২-২০২৩ ইং।

12/01/2023

#বঙ্গবন্ধু_সম্পর্কে_১৪৯টি_প্রশ্নোত্তর:

(১) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

(২) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।

(৩) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।

(৪) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

(৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।

(৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।

(৭) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৮) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

(৯) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

(১০) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি – ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪ এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।

(১১) বঙ্গবন্ধু উপাধি – ২৩ফেব্রু ১৯৬৯সালে । তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে ।

(১২) জাতির জনক – ৩মার্চ ১৯৭১। আ. স. ম. আব্দুর রব। পল্টন ময়দানে।

(১৩) রাজনীতির কবি(Poet of politics) – ৫ এপ্রিল ১৯৭১ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।

(১৪) আওয়ামী মুসলিম লীগ গঠন – ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টেম্বর,১৯৫৫। সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।

(১৫) শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন – ১৯৬৬।

(১৬) বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।

(১৭) পাকিস্তানি কারাগার থেকে মুক্তি – ৮জানু, ১৯৭২।

(১৮) স্বদেশ প্রত্যাবর্তন – ১০ জানুয়ারি ১৯৭২।

(১৯) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার – ২২ ফেব্রু ১৯৬৯।

(২০) বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। – (৫-৬)ফেব্রু১৯৬৬।

(২১) ছয় দফা দিবস – ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।

(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।

(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।

(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।

(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।

(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।

(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

(৩১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।

(৩২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।

(৩৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।

(৩৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।

(৩৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

(৩৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।

(৩৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

(৩৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।

(৩৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

(৪০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব

(৪১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্তশাসন

(৪২) বাংলাদেশ -এর নামকরণ করেন – ৫ডিসে: ১৯৬৯।

(৪৩) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

(৪৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

(৪৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

(৪৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

(৪৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

(৪৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

(৪৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল

(৫০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

(৫১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

(৫২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে এ পর্যন্ত ফাঁসি দেওযা হয়?
উত্তর: ৬জন। সর্বশেষ তথ্য-আগস্ট ২০২০

(৫৩) প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘে ভাষণ দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৫৪) বিবিসি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয় কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০০৪ সালে)।

(৫৫) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম লেখা কী?
উ : ‘অসাপ্ত আত্মজীবনী’।

(৫৬) শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে কবে?
উ : ১৭ মার্চ ১৯২০ সালে।

(৫৭) শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করে কবে?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে।

(৫৮) বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল?
উ : খোকা।

(৫৯) বঙ্গবন্ধুর উপাধি কী ছিল?
উ : শেখ সাহেব, শেখ মুজিব, মিয়া ভাই।

(৬০) বঙ্গবন্ধুর ভাই বোন কতজন ছিল?
উ : ৪ বোন, ২ ভাই তিনিসহ।

(৬১) বঙ্গবন্ধুর জন্মস্থান কোথায়?
উ : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

(৬২) বঙ্গবন্ধুর পিতার নাম কী ছিল?
উ : শেখ লুৎফর রহমান।

(৬৩) বঙ্গবন্ধুর মাতার নাম কী ছিল?
উ : সায়েরা খাতুন।

(৬৪) বঙ্গবন্ধু প্রথম শিক্ষা জীবন শুরু করে কোথায়?
উ : গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ।

(৬৫) বঙ্গবন্ধু এসএসসি পাশ করে কত সালে?
উ : ১৯৪২ সালে (মিশনারি স্কুল, গোপালগঞ্জ)।

(৬৬) বঙ্গবন্ধু বিএ পাশ করে কত সালে?
উ : ১৯৪৭ সালে (ইসলামিয়া কলেজ, কলকাতা)।

(৬৭) বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে কোথায় থাকতেন?
উ : বেকার হোস্টেল (২৪নং কক্ষ), কলকাতা।

(৬৮) বঙ্গবন্ধু প্রথম কারাভোগ করে কত সালে?
উ : ১৯৩৯ সালে।

(৬৯) বঙ্গবন্ধু রাজনীতি কখন শুরু করে?
উ : ছাত্র জীবনে।

(৭০) বঙ্গবন্ধু ‘আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
উ : ২৩ জুন ১৯৪৯ সালে।

(৭১) বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করে কবে?
উ ; ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।

(৭২) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উ : ১৯৫৩ সালে।

(৭৩) যুক্তফ্রন্ট কত সালে গঠন হয়?
উ : ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।

(৭৪) বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে কোন আসন থেকে বিজয়ী হন?
উ : গোপালগঞ্জ আসন।

(৭৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উ : যুক্তফ্রন্ট (১৯৫৪ সালে)।

(৭৬) বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলটির নাম কী?
উ : কম্বাইন্ড অপজিশন পার্টি (১৯৬৪ সালে)।

(৭৭) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয় কত সালে।
উ : ১৯৬৬ সালে।

(৭৮) বঙ্গদেশে অসহযোগের ডাক দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৭৯) বাঙালির মুক্তির সনদ কী?
উ : ছয়দফা আন্দোলন (১৯৬৬ সালে)।

(৮০) বঙ্গবন্ধু উপাধি কোথায় দেওয়া হয় কোথায়?
উ : রেসকোর্স ময়দান, ঢাকা।

(৮১) ‘বঙ্গবন্ধু’ জাতির জনক উপাধি লাভ করে কত সালে।
উ : ১৯৭১ সালে।

(৮২) ৭ মার্চ ১৯৭১ সালে ঐতিহাসিক ভাষণ দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৮৩) ছয়দফা দাবি উত্থাপন করেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৮৪) ছয়দফা দাবি কোথায় উত্থাপন করেন?
উ : লাহোর, পাকিস্তান।

(৮৫) বঙ্গবন্ধু ছয়দফা প্রথম কবে ঘোষণা করে?
উ : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।

(৮৬) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্বশেষ লেখা কী?
উ : ‘আমার দেখা নয়া চীন’।

(৮৭) ‘আমার দেখা নয়াচীন’ বইটির ভূমিকা লিখেছেন কে?
উ : শেখ হাসিনা।

(৮৮) ‘আমার দেখা নয়াচীন’ ভ্রমণকাহিনী রচিত হয় কত সালে?
উ : ১৯৫৪ সালে।

(৮৯) ‘আমার দেখা নয়াচীন’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উ : ২০২০ সালে।

(৯০) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহিত হয় কবে?
উ : ১৮ মার্চ ১৯৬৬ সালে।

(৯১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিক ভাবে “ছয়দফা’ কবে ঘোষণা করে?
উ : ২৩ মার্চ ১৯৬৬ সালে।

(৯২) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উ : লাহোর প্রস্তাব।

(৯৩) ছদফার প্রথম দফা কী ছিল?
উ : স্বায়ত্তশাসন।

(৯৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের হয়?
উ : ৩ জানুয়ারি ১৯৬৮ সালে।

(৯৫) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন?
উ : ৩৫ জন।

(৯৬) আগরতলা ষড়যন্ত্র মামলার ১নং আসামী কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৯৭) আগরতলা ষড়ন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়?
উ : রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

(৯৮) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় কবে।
উ : ২২ ফ্রেবুুয়ারি ১৯৬৯ সালে।

(৯৯) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরণ করে কবে?
উ : ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে ।

(১০০) শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান কবে।
উ : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।

(১০১) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দেন কোথায়?
উ : রেসকোর্স ময়দান।

(১০২) ‘অসাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উ : ২০১২ সালে।

(১০৩) বঙ্গবন্ধুর নামে চেয়ারস্থাপন করে কোন বিশ্ববিদ্যালয়?
উ : ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইনস্টিটিউট থ্যাইল্যান্ড।

(১০৪) বঙ্গবন্ধুর রচিত বইসমূহের নাম কী?
উ : অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনমোচা, আমার দেখা নয়াচীন।

(১০৫) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

(১০৬) বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে প্রথম প্রহরে।

(১০৭) মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু গ্রেফতার হয় কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর।

(১০৮) মুজিবনগর সরকার গঠন হয় কবে?
উ : ১০ এপ্রিল ১৯৭১ সালে।

(১০৯) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(১১০) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(১১১) বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় কবে?
উ : ৮ জানুয়ারি ১৯৭২ সালে।

(১১২) বঙ্গবন্ধু মুক্তির পর কোন দুটি দেশ হেয় দেশে ফেরেন?
উ : যুক্তরাজ্য ও ভারত।

(১১৩) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।

(১১৪) বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।

(১১৫) বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণদেন কবে?
উ : ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।

(১১৬) বঙ্গবন্ধু শান্তির জন্য ‘জুলিওকুরি পদক’ লাভ করে কবে?
উ : ১০ অক্টোবর ১৯৭২ সালে (ফ্রান্স)।

(১১৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হয় কখন?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে (ভোরের প্রহরে)।

(১১৮) বঙ্গবন্ধুর স্বপরিবারে কারা হামলা করে?
উ : সেনাবাহিনীর এক দল ঘাতক।

(১১৯) বঙ্গবন্ধুর স্বপরিবার কোথায় নিহত হয়?
উ : ৩২ নম্বর বাসভবন, ধানমন্ডি, ঢাকা।

(১২০) বঙ্গবন্ধু স্বপরিবারের বেঁচে যাওয়া ২জনের নাম কী?
উ : শেখ হাসিনা ও শেখ রেহেনা।

(১২১) শেখ হাসিনা ও শেখ রেহেনা তখন কোথায় ছিলেন?
উ : পশ্চিম জার্মানি।

(১২২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে আদালত মৃত্যুাদেশ দেন?
উ : ১২ জন।

(১২৩) বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক হয় কখন?
উ : ১৯৪৪ সালে (ছাত্রলীগের সম্মেলনে কুষ্টিয়া)।

(১২৪) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয় কত সালে?
উ : ১৯৪৯ সালে।

(১২৫)মুজিব শব্দের অর্থ কি?
উত্তর: উত্তরদাতা।

(১২৬)বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

(১২৭)বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

(১২৮)১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।

(১২৯)আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।

(১৩০)বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

(১৩১)কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব

(১৩২)‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।

(১৩৩)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​চিতি।

(১৩৪)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

(১৩৫)১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

(১৩৬)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

(১৩৭)বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

(১৩৮)বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

(১৩৯)মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উত্তরঃ ১০ই এপ্রিল ১৯৭১।

(১৪০)মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কত তারিখে?
উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১।

(১৪১)২১ ফেব্রুয়ারি ১৯৫২ বঙ্গবন্ধু কোন কারাগারে বন্ধি ছিলেন?
উত্তরঃ ফরিদপুর কারাগার।

(১৪২)২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি?
উত্তরঃ অপারেশন বিগ বার্ড।

(১৪৩)বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন?
উত্তরঃ ভারত, ৬-৭ ফেব্রুয়ারি ১৯৭২।

(১৪৪)বঙ্গবন্ধু সর্বশেষ কোন দেশ সফর করেন?
উত্তরঃ জ্যামাইকা; ১৯৭৫।

(১৪৫)বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর ২০০৯।

(১৪৬)বঙ্গবন্ধু কবে সংবিধান স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২।

(১৪৭)বঙ্গবন্ধু ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫।

(১৪৮)বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ পঞ্চম তফসিলে।

(১৪৯)স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তরঃ সপ্তম তফসিলে।
— সংগৃহীত

12/01/2023

প্রোডাক্ট অব দি ইয়ার (২০২৩)---পাটজাত পণ্য

11/01/2023

Patience has its reward

Photos from AHR's post 10/01/2023

#ব্যাংক_সার্কুলার
জনতা ব্যাংক লিমিটেড
পদের নামঃ অফিসার (রুরাল ক্রেডিট/আরসি )
পদ সংখ্যাঃ ৩৫১ টি
আবেদন ফিঃ ২০০ টাকা
জব আইডিঃ 10182
আবেদন শেষঃ 09/02/2023

10/01/2023

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি)

09/01/2023

মেট্রোরেলের #লোগোর ডিজাইনার -
"আলী আহসান নিশান"
(চারুকলা অনুষদ, ঢাবি)

09/01/2023

রাতের মধ্যভাগ-মহানিশা

08/01/2023

Mother's ways are higher than others, even when everyone rejects, mother accepts with her arms open and wide.

08/01/2023
08/01/2023

একটু খানি স্নেহের কথা, একটু ভালোবাসা
গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা...

(আবুল হোসেন মিয়া)

08/01/2023

"ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো".....রফিক আজাদ

06/01/2023

'কেমন আছ সবুজ পাতা'

06/01/2023

#৫টি_অঙ্গ_সংগঠনের_সমন্বয়ে_World_Bank_গঠিত:

1. :
পূর্ণরূপ : International Bank for Reconstruction and Development.
প্রতিষ্ঠা : ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
কার্যক্রম. : ২৫ শে জুন, ১৯৪৬।
সদস্য সংখ্যা : ১৮৫।
সদর দপ্তর. : ওয়াশিংটন ডি.সি.।
বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম IBRD পরিচালনা করে।
বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়: ব্রিটনউডস্ সম্মেলনে (১৯৪৪ সালে)।

2. :
পূর্ণরূপ. : International Development Agency.
প্রতিষ্ঠা : ২৪ সেপ্টেম্বর, ১৯৬০।
সদর দপ্তর. : ওয়াশিংটন ডি.সি.।
IDA এর অন্য নাম. : Soft Loan Window.

3. :
পূর্ণরূপ. : International Finance Corporation.
প্রতিষ্ঠা : ২০ জুলাই, ১৯৫৬।
সদর দপ্তর. : ওয়াশিংটন ডি.সি.।

4. :
পূর্ণরূপ. : Multilateral Investment Guarantee Agency.
প্রতিষ্ঠা : ১৯৮৮।
সদর দপ্তর. : ওয়াশিংটন ডি.সি.।

5. :
পূর্ণরূপ. : International Central for Settlement Investment Disputes .
প্রতিষ্ঠা : ১৯৬৬।
সদর দপ্তর. : ওয়াশিংটন ডি.সি.।

05/01/2023

Today is difficult, tomorrow is much more difficult but day after tomorrow is beautiful!

Photos from AHR's post 05/01/2023

২,৭৭৫ পদে সমন্বিত ১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৯/০২
Deadline: 9 Feb 2023

#মেগা_ব্যাংক_জব
👉 প্রতিষ্ঠানঃ সমন্বিত ১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান
👉 পদের নামঃ অফিসার (জেনারেল) - ২০২১ সাল ভিত্তিক
👉 পদ সংখ্যাঃ ২৭৭৫ টি
👉 আবেদন ফীঃ ২০০/- টাকা
👉 আবেদনের শেষ তারিখঃ ৯ ফেব্রুয়ারি ২০২৩

05/01/2023

👉Some important idioms and phrases:

✍Yellow dog (হীন ব্যক্তি) - A yellow dog is always hated by all.

✍Without fail (অবশ্যই) - You must attend the meeting without fail.

✍Worthy of (যোগ্য) - He is worthy of a good job.

✍With a view to (উদ্দেশ্য)- He goes to college with a view to attending the class.

✍ Well up (সুপন্ডিত)- Dr. Shahidullah was well-up in Bengali language.

✍well-to-do (সঙ্গতিপূর্ণ) - He was not born in a well-to-do family.

✍Well off (স্বচ্ছল) - Jim and Della were not well off.

✍Victim of (বলি)- He is a victim of circumstances.

✍Under age (অপ্রাপ্ত বয়স্ক)- He could not cast his vote because he was under age.

✍Upper hand (প্রধান্য) - He got the upper hand in the selection.

✍up to (পর্যন্ত) - I have done the exercises up to page 40.

✍Up-to-date (আধুনিক) - Now-a-days ladies are very up to date.

✍Ups and downs (উত্থান পতন)- There is ups and downs in a man's life.

✍To the back bone (হাড়ে হাড়ে) - The boy is wicked to the backbone..

✍To the point (সঠিক)- The boy answered the question to the point.

✍To the utmost (যথাসাধ্য)- I tried to the utmost of my ability to have a job.

✍To the brim (কানায় কানায়) - The river was full to the brim.

✍To go to the dogs (গোল্লায় গোল্লায়)- He has gone to the dogs by keeping evil company.

✍Through and through (পুঙ্খানুপুঙ্খু রুপে)- He read the poem through and through.

✍Silver tongue (মিষ্ঠ ভাষী)- He is a man of silver tongue.

04/01/2023

আগুনের মেয়ে!

03/01/2023

👉বিরাম_চিহ্ন বা যতি/ছেদ চিহ্ন:

★ যতি/ছেদ চিহ্নের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
★ যতি চিহ্ন মোট ১২ টি। ব্যাকরণিক চিহ্ন (৪টি)
★ পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪টি।
★ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান।
★ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতায় শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি (এক দাঁড়ি বা দুই দাঁড়ি) ছিলো।
★ বিরাম বা যতি চিহ্ন 'বাক্যতত্ত্বে' আলোচিত হয়।
★ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।

♥ দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ
♥ কমার অপর নাম- পাদচ্ছেদ
♥ সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ
♥ ইলেকের অপর নাম - লোপচিহ্ন
♥ ড্যাশের অপর নাম- কষি চিহ্ন
♥ হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন

👉বিরতি কালঃ
♣ এক বলতে সময় লাগে - ২ টি ( উদ্ধরণ, কমা)
♣ এক বলার দ্বিগুণ সময় লাগে- ১টি (সেমিকোলন)
♣ থামার প্রয়োজন নেই- ৩টি (হাইফেন, ইলেক, বন্ধনি)
♣ এক সেকেন্ড থামতে হয়- ৬টি (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলনড্যাশ)

03/01/2023

নতুন #কেবিনেট_সচিব হলেন জনাব মোঃ মাহবুব হোসাইন

02/01/2023

Dangerous Celebrations!

Videos (show all)

What a skilled! ❤

Website