Adventure Club of Chittagong University
আপনাকে স্বাগতম। কম খরচে ও শেয়ারে ট্যু?
Loading......! 🔥
পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়ে কেউ লোকেশন শেয়ার করবেন না! ভূমি দস্যুরা অবৈধভাবে পাহাড় দখল করে সেখানে কংক্রিটের দালান তৈরী করবে! কটেজ, হোটেল বানাবে ব্যাবসা করে পাহাড়ের অবস্থা শেষ করে দিবে! আর নিরীহ পাহাড়িদের উচ্ছেদ করবে! কেউ লোকশন জানতে চাইলেও শেয়ার করা থেকে বিরত থাকুন!
আজকের সাজেক ২০/৩০ বছর আগে আরো সুন্দর ছিল, আজকের কেওক্রাডং ১০/১৫ বছর আগে ৩ তলা বিল্ডিংমুক্ত ছিল।
আপনি ঘুরতে গিয়ে যা দেখেছেন এটাই যথেষ্ট মানুষকে জানানোর প্রয়োজন নেই আপনি কোথায় গিয়েছেন!
বিঃদ্রঃ জুলাই, আগষ্ট মাসে বাংলাদেশের মাটি সবচেয়ে বেশি উর্বর থাকে। ঘুরতে গেলে সাথে করে কিছু বীজ নিয়ে যান(আম, জাম, কাঠাল, বরই, লিচু....) আর সুযোগ বুঝে তা পাহাড়ের ঢালে ছুড়ে দিন আপনাআপনি কয়েকটা বীজ থেকে চারা জন্মাবে! পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পাহাড়কে কিছু দিয়ে আসুন। সত্যি ভালো লাগবে!
চিম্বুক পাহাড় ও আশেপাশের কিছু পাহাড়ে যাবার প্ল্যানিং হচ্ছে.....