Mofti Sadikur Rahman Cumilla

Mofti Sadikur Rahman Cumilla

জীবন থেকে অনেক দুরে আছে প্রিয় মানুষ গুলি জীবন পেয়েছি গানে ।

04/11/2023

ব্যাথা করে বুকের মধ্যে, যখন ভাবি অন্তর থেকে।

01/11/2023

আওয়ামিলীগ হোন বা বিএনপি বা যাই-ই হোন না কেন!

এই যে আবেগের ঠেলায়,ক্ষমতা ধরে রাখার লোভে,ক্ষমতা পাওয়ার লোভে!
যে কারনেই হোক না কেন!

এই যে প্রান চলে গেল,যাচ্ছে,যাবে! তাতে কিন্তু নেতাদের কিছু যায় আসে না।
হয়তো কারো বাবা,ভাই হয়তো কারো স্বামী, কোন মায়ের বুক খালি হবে।

সবসময়ই এই রকম পরিস্থিতিতে সব হারাই আমাদের মতো সাধারণ মানুষ।

নিজেকে বুঝান, সাবধানে থাকুন।

©

18/10/2023

তুমি গরীব নয় বোন...! 🖤
তুমি ইসলাম ধর্মের রাজকুমারী...! ❤️

16/10/2023

Alhamdulila
Todays Best Photo
❤❤❤❤❤❤

16/10/2023

Today Best Photo

🔹🔹
🔹🔹
🔹🔹
🔹🔹
🔹🔹








13/10/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️






















13/10/2023

• Today's the best Photo 🌿🥰 ❣️❣️

•🔴 Beautiful

07/10/2023

সবচেয়ে বড় অভাবী ব্যক্তি কে জানেন কি?

06/10/2023

কলিজায় সাহস থাকলে Galleryএর

৭নম্বর পিক দেও..🥱

05/10/2023

আজকের দিনের সেরা হাসি✅

05/10/2023

জীবন মানে সংগ্রাম করে বেঁচে থাকা✅

05/10/2023

জীবন চক্র হয়তো এভাবেই চলে,
কেউ পায়,আবার কেউ হারায়!

বাস্তবতা খুবই নির্মম,কাউকে হাসায়,
আবার কাউকে কাঁদায়!!💔😢

04/10/2023

জানি না মৃত্যুর পরে কি হবে,
হে আল্লাহ্‌ আমাদেরকে দুনিয়া থেকে ভালো আমল করে যাওয়ার তৌফিক দান করুন।

02/10/2023

নফলে বেড়ে যায় দু'আ কবুলের চান্স
ফরজের পর অধিক নফল আমল করা দুআ কবুলের সহায়ক। হজরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত—রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহ তায়ালা বলেন, “যে আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। বান্দা যে সকল উসিলায় আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আমলসমূহ। অন্যদিকে নফল আমলের মাধ্যমে বান্দা আমার এত নিকটবর্তী হয় যে, আমি তাকে ভালোবাসতে থাকি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি হয়ে যাই তার কান, যা দিয়ে সে শোনে; তার চোখ, যা দিয়ে সে দেখে; তার হাত, যা দিয়ে সে ধরে; তার পা, যা দিয়ে সে চলে। সে কিছু চাইলে আমি অবশ্যই দান করি, সাহায্য চাইলে সাহায্য করি। এমন মুমিন বান্দাকে মৃত্যু দিতে আমি সবচেয়ে বেশি দ্বিধাবোধ করি; কারণ সে মৃত্যু অপছন্দ করে আর আমি অপছন্দ করি তাকে অসন্তুষ্ট করতে।"

02/10/2023

°

- আল্লাহর পথ'ই শ্রেষ্ঠ পথ.!!🖤🌸

°

02/10/2023

বৃষ্টির পানিতে সব কিছু নষ্ট হয়ে গেছে
কিন্তু নষ্ট হয়নি পবিত্র কুরআন.
😍 সুবহানআল্লাহ 😍

02/10/2023

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার। পাকিস্তানের ৭ বার। শ্রীলঙ্কার ৫ বার।
আমরা বলতে পারি... প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে।
বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে।
৮৫ টাকার সয়াবিন তেল ১৭০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে।
জয় পাপোন্দা ✌️

02/10/2023

নাঊযুবিল্লাহ।
এদেরকে সামাজিকভাবে কঠোর হস্তে দমন করতে হবে, প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

ভন্ড পীর সুরেশ্বরী

01/10/2023

৮৭৫ সালে, ৬৫ বছর বয়সে আব্বাস ইবনে ফিরনাস কাঠ এবং পালকের তৈরী একটি ঝুলন্ত গিল্ডার দিয়ে উড়ার চেষ্টা করেছিলেন, যেটি তিনি ঘন্টার পর ঘন্টা পাখির উড়ার বিষয় পর্যবেক্ষণ করে তৈরী করেছিলেন।

কর্ডোভার রুসাফা প্রাসাদ থেকে তিনি লাফ দিয়েছিলেন। সব মিলিয়ে তিনি কয়েক মিনিট উড়েছিলেন আর সেটি ছিলো বর্তমানে আকাশে শিকারী পাখির মতো উড়া।

তিনিই "সর্বপ্রথম উড়ে যাওয়া মানুষ" হিসেবে পরিচিত। কিন্তু এছাড়াও তিনি একটি জলঘড়ির নকশা তৈরী করেছিলেন, সেই সাথে তিনি কাঁচ তৈরির উপায় চিহ্নিত করেছিলেন এবং একটি রিং এর চেইন বিকশিত করেছিলেন যা গ্রহ ও নক্ষত্রের গতি প্রদর্শন করতে ব্যবহৃত হতো। আরও তিনি পাথর কাটার একটি প্রক্রিয়াও বিকশিত করেন। তারপর থেকে স্পেনে আর মিশরের কোয়ার্ট রপ্তানির দরকার পড়েনি, তখন ঘরে বসেই এটা সম্পূর্ণ করা যেত।

আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একজন আন্দালুসিয়ান পলিম্যাথ, আবিষ্কারক,জ্যোতির্বিদ,চিকিৎসক,রসায়নবিদ,প্রকৌশলী এবং একজন আরবি ভাষার কবি।
রাইট ভাইদের প্রথম মটরচালিত বিমান আবিষ্কারের কথা হয়তো শুনেছেন কিন্তু সত্য হলো তাদের থেকেও শত শত বছর আগে একজন মুসলিম এটি আবিষ্কার করেছিলেন।

✅ সংগ্রহে, এম লায়েছ রাহমান ইয়াসিন

01/10/2023

— যে মৃত্যুকে বেশি স্মরণ করে তার জন্য মৃত্যু কষ্টদায়ক নয়''
হযরত আলী {রাঃ}🤍🌸

Photos from Mofti Sadikur Rahman Cumilla's post 01/10/2023

তামিম ইকবাল তার ১৬ মিনিট এর ভিডিওতে সাকিব কে উদ্দেশ্য করে এক ওয়ার্ড বাজে কথা বলেনি।
নাফিজ ইকবাল টিভিতে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কে নিয়ে কোন বাজে কথা বলেনি।
আকরাম খাঁন সাকিবকে সাপোর্ট দিয়ে বলছে, সাকিব দেশের হয়ে খেলছে এটাই বেশি।
আর সাকিব!!??
টি-স্পোর্টস কে দেওয়া সাক্ষাৎকারে,
তামিম ইকবাল ও তার বড় ভাই নাফিজ কে ছোট করে, তাদের উদ্দেশ্য অপমান জনক কথাবার্তা বলছে পুরোটা ইন্টারভিউতে। হেঁসে মজা ও উড়িয়েছেন তামিমের!
পরিবার বংশ মর্যাদা কারো গায়ে লেখা থাকে না। কথাবার্তা আচার-আচরণ নিজ কর্মে সেটা প্রকাশ পায়।
সাকিব যে বংশ পরিচয়হীন রাস্তার পোলাপান সেটা তার কর্মকান্ডে বারবার প্রমানিত। নিজ স্বার্থ ও টাকার লোভে যে বাপের নাম পরিবর্তন করতে পারে,নিজের নাম সাকিবুল হাসান থেকে আল হাসান করতে পারে তার থেকে বেশি কিছু আশা করা বোকামি। সে ভালো ক্রিকেটার, টাকার জন্য ক্রিকেট খেলে দেশের জন্য না।
#জুয়াড়িআলহাসান❌
#তামিমইকবাল ❤️

30/09/2023

মাজলুমের বদদোআ, হাহাকার ভরা ফরিয়াদ, নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারি দীর্ঘশ্বাস অথবা প্রতিটি শিরা উপশিরায় উদ্রেক হওয়া তীব্র ঘৃণা- এগুলো প্রচণ্ড ভয়াবহ জিনিস! আল্লাহর আরশে পৌঁছে যায় খুব দ্রুত।

রাসূল সা. মুআজ বিন জাবাল রা.কে যখন ইয়েমেনের গভর্ণর করে পাঠান, তখন তাঁকে বলেছিলেন, ‘মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না’। (বুখারি: ২৪৪৮)

মাজলুমের আর্তনাদ আল্লাহর কাছে বৃথা যায় না। যদি মাজলুমের চোখের পানিতে অথবা হৃদয়ের ক্ষোভে আল্লাহর আরশ কেঁপে ওঠে, কোনদিনই রক্ষা পাবেনা সীমাহীন আত্মতৃপ্তিতে আচ্ছন্ন কোনো অবিচারকারী।

☄️ মাজলুমের দু'আ।👈
আল্লাহ্‌ তা'আলা একে (মজলুমের দু'আ) মেঘমালার উপর তুলে নেন, তার জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ্‌ তা'আলা বলেনঃ আমার ইজ্জাত ও সম্মানের শপথ! কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করবো।
(সুনান তিরমিজি ২৫২৬)

🎯 আল্লাহ তায়ালা বলেন,
নিশ্চয় জালিমরা সফলকাম হয় না।
_সূরা আনআম: ২১

------------------------------------------------------
আল্লাহর মাইর দুনিয়ার বাইর!
আল্লাহ ধরে তো ধরেনা, আর যখন পাকরাও করে
তখন আর ছাড়েনা।

🎯 রাসূল (সা:) বলেছেন,
আল্লাহ তা‘আলা যালিমদের ঢিল দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে ধরেন, তখন আর ছাড়েন না।
[বুখারি :৪৬৮৬]

আল্লাহর কৌশলের কাছে একদিন পরাজিত হতেই হয় পা থেকে মাথা পর্যন্ত দম্ভ নিয়ে থাকা মানুষগুলোকে!

প্রশ্ন: মাজলুম কাকে বলে? যেমন:
কারো প্রতি অন্যায় আচরণ করাকেই জুলুম বলা হয়। যে অন্যায় করল সে জালিম (অত্যাচারী) 👈
আর যার উপর অন্যায় করা হল সে মাজলুম👈 (অত্যাচারিত)।

🌀 জুলুমের উদাহরণ:
অন্যায়ভাবে আঘাত করা, রক্তপাত ঘটানো, সম্পদ লুণ্ঠন করা, অধিকার থেকে বঞ্চিত করা, ন্যায় বিচার না করা, গালি দেয়া, অপবাদ দেয়া, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া, গিবত বা অসাক্ষাতে দোষত্রুটি নিয়ে সমালোচনা করা বা অন্য কোনো উপায়ে অন্যায়ভাবে কষ্ট দেয়া ইত্যাদি। এগুলো সবই জুলুমের অন্তর্ভুক্ত।

সবাই সাবধান। যারা যারা এমন গুনাহ করছেন অতি তারাতারি তাদের কাছে ক্ষমা চেয়েনিন। হয়তো তাকে আর খুজে পাবেন না।

30/09/2023

আপনি কি ভাবে বোরকা পড়েন?
উত্তর দিয়ে যাবেন,,, কারন এখন কার সমাজে কেও সঠিক পর্দা করা বোরকা পরতে চাই না। বেসির ভাগ মানুষ ফ্যাশন করার জন্য বোরকা পড়ে।
তবে কিছু কিছু মেয়ে আছে তারা সঠিক পর্দা করা বোরকা পরিধান করেন মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রইলো তাদের জন্য। বাকি মেয়েদের জানো আল্লাহ তাআলা হেদায়েত দান করে আমিন।

30/09/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️





















30/09/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুকে নিয়ে
গোলাম রাব্বানী হুজুরের চমৎকার ওয়াজ করলেন

30/09/2023

এমতাবস্থায় লজ্জা নেই এগুলো আল্লাহর নিয়ামত

30/09/2023

৪১৩৭সুনানে ইবনে মাজাজ সরিফ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) , থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পার্থিব সম্পদের প্রাচুর্য থাকলেই ঐশ্বর্যশালী হওয়া যায় না। মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য।[৩৪৬৯]

তাহকীক আলবানীঃ সহীহ।

[৩৪৬৯] সহীহুল বুখারী ৬৪৪৬, মুসলিম ১০৫১, তিরমিযী ২৩৭৩, আহমাদ ৭২৭৪, ৭৫০২, ৯৩৬৪, ৯৪২৫, ১০৫৭৫, ১০৫৮২। সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৮১৮, তাখরীজুল মুশকিলাহ ১৬।
হাদিসের মানঃ সহিহ হাদিস

30/09/2023

কতোই না অভিযোগ আমাদের এই জীবনে।

তবে দেখছেন তাদের কিন্তু খুব একটা অভিযোগ নেই।

তাদের সৃষ্টি যা দিয়ে হয়েছে আমাদেরও তো সেটা নিয়েই সৃষ্টি করা হয়েছে।

তবে তাদের শরীরের কেন এতো অযত্ন!!

সত্যি এগুলো দেখার পর আর কোন অভিযোগ থাকে না।
তারা অল্পতেই খুশি।😊

আলহামদুলিল্লাহ এটাই জীবন

29/09/2023

পুরুষ সে, যে তার শরীরের মৃত্যুর আশঙ্কা না, অন্তরের মৃত্যুর আশঙ্কা করে।

- ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)

29/09/2023

মাঝে মাঝে আমরা ধৈর্য্য হারিয়ে ফেলি। আল্লাহ্‌র উপর রাগ করে বসতে ইচ্ছে করে। কিন্তু পরক্ষনেই কুরআনের একটি আয়াতের কথা মনে হয়।

আল্লাহ্‌ বলেছেন, "শিঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"😊❤️
~(সুরা আদ দুহা, ৫)।

29/09/2023

- ধৈর্য্যই সকল সফলতার মূল..! 🥰

29/09/2023

চোখ ঝাপসা করে দেখলে বুঝবেন। 😍

চিনলে কমেন্ট করবেন প্লিজ

26/09/2023

এ কেমন মা যে নিজের বাচ্চাকে রান্না করে খায়

26/09/2023

তোমার বাবা আছেন মানে তোমার হক পালন করতেই হবে তার হক ছাড়া তুমি কিসের পিছে দোরাইতাছো মনে রেখ তোমার আল্লাহ ও রাসুলুল্লাহ পরেই বাবার স্থান
কিসের পীর কিসের ইমাম কিসের মাওলানা কিসের ফকির বাবা কিসের দরগা কিসের আস্তানা মনে রাখবেন আপনার মা-বাবা আছে মাবেই তার সেবা দেখা শুনা তাদের হক পালন করা আপনার সব কিছুর চাইতে উর্দে তাদের সাথে ভালো কিছু না হলে সাহাবিগন থেকে এই দুনিয়ায় যত কিছু আছে তারা কেহই কাজে আসবে না

আগে বাবা মা তার পর সব কিছু আগে বাবা মা কে সেবা করেন তার পরে অন্যসব

16/09/2023

-কঠিন পরিস্থিতিতে আমি রাস্তা পরিবর্তন করি না! বরং আমি নিজেই নিজের একটা রাস্তা তৈরী করে নেই?🤘

11/09/2023

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️








's Best














09/09/2023
05/09/2023

রাসুলুল্লাহ সা: বলছেন,

আমি জাহান্নামে এমন মহিলা কে দেখেছি তার উপর বার বার আল্লাহর গজব হচ্চিলো।
তার মধ্যে সব চেয়ে বেসি আজাব হচ্চিলো অই মহিলার যে কিনা পর পুরুষের সামনে তার মাথার চুল ছেরে রাখছিলো।
এমন আজাব তার অই চুল উল্টো ভাবে লটকিয়ে রাখা হয়ে ছিলো আর তার মাথার মগজ অল্প অল্প করে খুলে পড়তেছে।

আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দান করুন।
-- আমিন--

05/09/2023

কখন কার দোয়া কবুল হয় আল্লাহ ভালো জানেন

Sawanti_vairl


Rakhi Sawant

09/10/2019

Thanks Facebook For Returning My Page

Videos (show all)

(2) শিল্পী নকুল কুমার বিশ্বাস মসজিদ নির্মাণ করছেন দুই কোটি টাক...

Telephone