প্রবীণ ছায়া

প্রবীণ ছায়া

Working to create an Eco-system where elders will able to get their full rights and will be able to contribute to the society to their utmost.

প্রবীণদের দরকার বাড়তি যত্ন 21/12/2021

প্রবীণদের দরকার বাড়তি যত্ন চিকিৎসাবিজ্ঞানের উন্নতি, স্বাস্থ্যসচেতনতা, পুষ্টির উন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতার কারণে বিশ্বজুড়ে মানুষের...

জ্যেষ্ঠতা মানেই বার্ধক্য নয়

প্রবীণ কারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, ৬০+ বছরের জনসংখ্যাকেই সাধারণত প্রবীণ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। বাংলাদেশী গ্যাজেট অনুসারে ৬৩+ বয়স্কদেরকে সিনিয়র সিটিজেন বা প্রবীণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলে, বাংলাদেশে ২০২৫ সাল নাগাদ মোট জনসংখ্যার ২১% প্রবীণ এবং ২০৫০ সাল নাগাদ প্রবীণদের হার প্রায় ৪০% এ পৌঁছাবে।

প্রবীণদের প্রতি যথাযথ সম্মান ও সাপোর্টের উপরেই একটি প্রগতিশীল সমাজের ভিত্তি তৈরি। আমাদের বয়োবৃদ্ধদের প্রতি সঠিক পরিচর্যা ও মুল্যায়ণই পারে আমাদের দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে। প্রবীণদের সুদীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার যথার্থ প্রয়োগের মাধ্যমে তাঁদের বিভিন্ন সামাজিক উন্নয়নশীল কর্মকান্ডে যুক্ত করা এবং অবসর নেবার পরও তাঁদের থেকে আমরা নতুন করে কি পেতে পারি তা নিয়ে কাজ করাই প্রবীণছায়ার লক্ষ্য। আশার কথা হলো, এল্ডারলি কেয়ারের জন্য বর্তমানে আলোচনা চলছে এবং ভবিষ্যতে আরো হবে। আমরা মনে করি, আলোচনাই অগ্রগতির প্রথম পদক্ষেপ। সুষ্ঠু আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সর্বস্তরে নাগরিক সচেতনতা তৈরি এবং জাতীয় পর্যায়ে একটি নীতি প্রণয়নই আমাদের লক্ষ্য।

Videos (show all)

প্রবীণদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি :)

Telephone