STAR Cricket Academy
STAR CRICKET ACADEMY we talk about cricket COMILLA
level -A coaching Md Noorullah
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা
নির্বাহী পরিষদের নির্বাচন 2024-28।
নির্বাচিত সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন।
২০২৪-২৬সালের৪বছরেকার্যকরীকমিটিরঅধিকারবলাহয়
সাধারণ সম্পাদকঃ জনাব নাজমুল আহসান ফারুক রোমান
অতিরিক্ত সাধারণ সম্পাদক হলেন: মি। খায়রুল আলম সোহাগ
যুগ্ম-সম্পাদক জনাব মো: শফিউল ইসলাম বাদল
কোষাধ্যক্ষ: মি। আল আমিন ভূঁইয়া
সদস্য মি. ফয়সাল হোসেন ডিকেন্স
জনাব. মোজাহের উদ্দিন চৌধুরী সেন্টু
স্টার ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে শুভেচ্ছাও শুভকামনা রইল।
বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত প্রতিভা অন্বেষণ ২০২৪ এক মাসের ক্যাম্পে সুযোগ করে নিয়েছে স্টার ক্রিকেট একাডেমি ৩ জন প্লেয়ার। আবরার🇧🇩 ফাতিন🇧🇩 কাহিফ🇧🇩
যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের পৃথিবী হয়েছে সুন্দর এবং আমাদের জীবনযাত্রা সহজ হয়েছে, আন্তর্জাতিক মে দিবসের এই দিনে সেই সকল শ্রম যোদ্ধাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪
(চট্টগ্রাম বিভাগীয় পর্যায়)
🏏: আজকের সেরা খেলোয়াড়
স্টার ক্রিকেট একাডেমীর প্লেয়ার।
জাতীয় পর্যায়ের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা উচ্চ বিদ্যালয়ের ইবনে মাহিম আসিফের দাপুটে শতক! জেলা পর্যায়েও সেঞ্চুরি করেছিলো এই উদীয়মান তারকা। 🌟
https://www.facebook.com/profile.php?id=61558319362000&mibextid=JRoKGi
[08/04, 14:59]
: এই লিংক এ ঢুকে লাইক এবং ফলো দিও
Googli Presenting Some memorable events in life with beautifull nature, fun and sports
The delight of Eid is a time to rejoice. With heartfelt greetings and sincerity, we wish everyone, Eid Mubarak!
Alahumdullah 2 nd match win 😍
10 over 2 made in 18 Run 2 wicket
winning nock
27 ball a 56* out
Mustafizur Rahman tasin
10 over 5 maiden 13 Run 5 Wicket
Alhamdulillah Man Of The match 🌷
বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপিতে-দীর্ঘমেয়াদী ভর্তি কার্যক্রমে সুযোগ পেয়েছে স্টার ক্রিকেট একাডেমীর প্লেয়ার সাফায়েতুল মাহী।
কুমিল্লা জেলা অনুর্ধ ১৮ ক্রিকেট দলের হয়ে, স্টার ক্রিকেট একাডেমির প্লেয়ারা।champion champion champion
fitness time 🌤️🌤️🇧🇩🇧🇩🍶🏃♂️🏃♂️✌️😓😰🥵
জুনিয়রদের প্র্যাকটিস টাইম
অভিনন্দন ভাই
Remembering the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, on this solemn National Mourning Day, August 15th. His vision, courage, and unwavering dedication continue to inspire us to strive for his dream of Shonar Bangla.
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। তাঁর দূরদৃষ্টি, সাহসিকতা এবং অটল নিবেদন আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে তাঁর স্বপ্নময় সোনার বাংলা বাস্তবায়িত করতে।
আজ চট্টগ্রামে প্রথমবারের মতো আঞ্চলিক ক্রিকেট সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। কুমিল্লা জেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক জনাব কুমিল্লা জেলার সকল ক্রিকেট পরিবারের গর্বিত সদস্য নাজমুল আহসান ফারুক রোমেন। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Happy birthday Sabbir Alam নিজের লক্ষে এগিয়ে যা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর আয়োজিত কুমিল্লা জেলার অনুর্ধ ১৪/১৬/১৮ এর বাছাই কার্যক্রম ( ফ্রি সিলেকশন) আগামী ২৩-০৭-২০২৩ ও ২৪-০৭-২০২৩ তারিখে রোজ রবিবার ও সোমবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাছাই কার্যক্রম পরিচালনা করবেন চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক ও সহযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।
যারা বাছাই কার্যক্রম অংশ গ্রহণ করতে ইচ্ছুক ( কুমিল্লা জেলায় জন্মগ্রহণ কারী খেলোয়াড়) আগামী ১৪-০৭-২০২৩ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রয়োজনীয় কাগজ পএ নিয়ে নিবন্ধন করার জন্য অনুরোধ করছি।
# নিম্নলিখিত কাগজ পএ অবশ্যই আনতে হবে।
পিএসসি, জেএসসি, ও এসএসসি ও সমমনার পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিষ্ট্রেশন কার্ড এর মূলকপি ও ফটোকপি, জন্ম নিবন্ধন এর মূলকপি ও ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজে ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি (সদ্য তোলা) নিয়ে আসতে হবে।
বয়স ভিত্তিক খেলোয়াড়দের বয়স নিম্নোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে।
১. অনুর্ধ ১৪ - ১লা সেপ্টেম্বর ২০০৯ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
২.অনুর্ধ ১৬ - ১লা সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
৩.অনুর্ধ ১৮ - ১লা সেপ্টেম্বর ২০০৫ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
হাবিব মোঃ মোবাল্লেগ জেমস
কুমিল্লা জেলা ক্রিকেট কোচ
গেইম ডেভেলপমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মোবাইল - ০১৭১৭-৮৮৬৫৯০
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।
একাডেমির সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল থেকে একাডেমি বন্ধ থাকিবে। 4 তারিখ রোজ মঙ্গলবার থেকে একাডেমির সকল কার্যক্রম পুনরায় চালু করা হবে। যারা পার্সোনাল কাজ করতে চাও সকাল ৮ টা থেকে ১ টা পর্যন্ত কাজ চলবে ইনশাআল্লাহ।