SSC & HSC Updates
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সকল ধরনের ডেইলি আপডেট
https://www.facebook.com/groups/SSChscUpdates
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল এইমাত্র প্রকাশিত হয়েছে; লিংক ১ম কমেন্টে। অনেকের A+ এসেছে
HSC 2025 update
SSC batch 2024
১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস❤️🌹
১৫ ই ফেব্রুয়ারী পরিক্ষা দিবস 💔🥀
২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন | SSC 2024 Routine
২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি, সময় ও নম্বর জানাল শিক্ষা বোর্ড
আগামী ২৬ ডিসেম্বর এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ!!
২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার সিলেবাসের ব্রেকিং নিউজ
বিস্তারিত কমেন্টে
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১১শ ও সমমান শ্রেণির ১২ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত উপবৃত্তি এন্ট্রি করার শেষ সময়।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির আবেদন ৭ জানুয়ারি পর্যন্ত
বিস্তারিত কমেন্টে
মিশন ২০৪১ ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে ? স্মার্ট বাংলাদেশে আমিই সল্যুশন!
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম HSC Board Challenge 2023
আবেদনের সময়সীমাঃ
এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ২৭-১১-২০২৩ তারিখ থেকে ০৩-১২-২০২৩ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০/- টাকা।
দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে ২ পত্র করতে হবে একসাথে।
ম্যানুয়াল আবেদন গ্রহণযোগ্য নয়।
২০২৩ সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন প্রক্রিয়া ২০২৩ সম্পন্ন করবেন যেভাবে
ফলাফল পুনঃনিরীক্ষণ কিঃ
আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
টেলিটক সিম না থাকলে আমাকে ম্যাসেজ করুন imo/whatsapp: 01913578080
কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। (শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ
মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSCআপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষররোল নম্বরবিষয় কোড
উদাহরণঃ Dhaka বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSCDHA259663101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে।
RSCDHA259663101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ করা হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSCYESপিন নম্বরআপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913 # # # # # # সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSCYES1234501913 # # # # # #
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পুনঃনিরীক্ষণ এর ফলাফল জানবেন যেভাবেঃ
পুনঃনিরীক্ষণের ফলাফল মূল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে প্রকাশ হয়ে থাকে। ২০২৩ সালের এইচএসসি পুনঃনিরীক্ষণ এর ফলাফল যথাসময়ে প্রকাশ হবে। সকল বোর্ড এর ফলাফল প্রকাশ হওয়ার পর এখান থেকে জানা যাবে। এছাড়া আবেদনের সময় প্রদত্ত যার যার নিজ নিজ মোবাইল নম্বরেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি,
জুনে এইচএসসি
করোনাভাইরাসের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষাই হয়নি। ভিন্ন মূল্যায়নে তখন সবাই পাস করেছিলেন। পরের বছর শুধু বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়েছিল। তখন পাসের হার হয়েছিল প্রায় ৯৬ শতাংশ। আর গতবার (২০২২) পরীক্ষা হয়েছিল একেকটি বিষয়ে অর্ধেক নম্বরের ভিত্তিতে। তখন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষাই হয়নি। তাতে পাসের হার হয় ৮৪ শতাংশের বেশি।
কিন্তু এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে পরীক্ষা হলেও একটি বাদে সব বিষয়ে পরীক্ষা হয়েছে পূর্ণ নম্বরে। শুধু আইসিটি বিষয়ের পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এবার ফল আগের তিন বছরের তুলনায় বেশ খারাপ হয়েছে। পাসের হার গতবারের চেয়ে ৮ শতাংশ কমে গেছে। এবার পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৮ হাজার ৫২১ জন।
রেজাল্ট যাই হোক শুকরিয়া আদায় করুন।
সন্তানদের বা কারো রেজাল্ট নিয়ে কটু কথা বলবেন না।রেজাল্টই জীবনের শেষ কথা না।
রেজাল্ট যাই হোক শুকরিয়া আদায় করুন। সন্তানদের বা কারো রেজাল্ট নিয়ে কটু কথা বলবেন না। রেজাল্টই জীবনের শেষ কথা না।
রেজাল্ট অবশ্যই একটা প্রায়রিটি তবে তা ব্যাক্তি কে ছাপিয়ে নয়।
অন্যান্য ১০টা কাজের মতো এটাও একটা কাজ। ভালো হলে ভালো, না হলেও আহামরি দোষের কিছু নেই যদি আপনি আপনার গন্তব্য বুঝে সঠিক ভাবে এগিয়ে যেতে পারেন।
এইচএসসি পরিক্ষায় আমি জিপিএ 4 পেয়েছিলাম। তার মানে এই না যে তখন যারা 5 পেয়েছিল তারা আমার চেয়ে সফল হয়েছে কিংবা এমনও না যে যারা 3 পেয়েছিল তাদের চেয়ে আমি সফল হয়েছি।
অসংখ্য জিপিএ 5 পাওয়া ছেলেমেয়েদের দেখেছি ১৫হাজার টাকার চাকরি করতে যেয়েও ইন্টারভিউ বোর্ড থেকে ছিটকে পড়েছে আবার ইন্টারে ফেইল করা অনেকেই এখন ব্যাবসা করে কয়েক লক্ষ টাকা মাসে সফলভাবে আয় করছে।
সঠিক গন্তব্য ঠিক করে একবার যদি স্বিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি শেষ দেখে ছাড়বেন, বিশ্বাস করেন আপনাকে আটকে রাখার সাধ্য কারো নেই।❤️
এইচএসসি ও সমমান পরীক্ষার বোর্ড ভিত্তিক ফলাফল
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের
রকমারির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন!!🎉
এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে বেশি সংখ্যক ছাত্র অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ৬ লাখ ৬৮ হাজার। তবে উত্তীর্ণের সংখ্যা ও পাসের হারে ছাত্রীরাই এগিয়ে।
গত ১৭ আগস্ট ২০২৩ দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট, ২০২৩।
এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন মেয়ে
এইচএসসিতে পাসে মেয়েরা এগিয়ে, ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
যেভাবে HSC পরীক্ষার ফলাফল জানা যাবে চার ভাবে
---------------------
01. শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ—HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।
---------------------
02. এ ছাড়া ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।
---------------------
03. তা ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট–এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে।
---------------------
04. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গিয়ে সরাসরি রেজাল্ট জানা যাবে
এইচএসসি ও সমমানের পরীক্ষায় (২০২৩) সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। গতবারের পরীক্ষায় পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪।
এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় (২০২৩) সারা দেশে মোট পরীক্ষার্থী ছিল পৌনে ১৪ লাখ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪।
গতবার এই হার ছিল ৮৫ দশমিক ৯৫
এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪
এইচএসসি রেজাল্ট জানার উপায় – HSC ফলাফল
২০২৩ সালের HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে ২৬ নভেম্বর ২০২৩। ফলাফল জানার উপায় এই পোস্টে দেখুন। বরাবরের মতই শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল এসএমএস ও অনলাইন পোর্টালে এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে সকাল ১১টার দিকে।
ঢাকা বোর্ডের HSC রেজাল্ট ২০২৩
উদাহরণঃ HSC DHA 123456 2023
বরিশাল বোর্ডের HSC রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ HSC BAR 123456 2023
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ HSC CHI 123456 2023
কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ HSC COM 123456 2023
দিনাজপুর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ HSC DIN 123456 2023
যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ HSC JES 123456 2023
এইচএসসি রেজাল্ট ২০২১ জানার উপায়, ফল প্রকাশকাল ২০২২
উদাহরণঃ HSC RAJ 123456 2023
সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ HSC SYL 123456 2023
মাদ্রাসা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন
উদাহরণঃ Alim MAD 123456 2023
কারিগরি বা ভোকেশনাল বা টেকনিক্যাল বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানুন এখানে
উদাহরণঃ HSC TEC 123456 2023
এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষণসমূহ
১০ মিনিট স্কুলের পক্ষ থেকে বাড়িতে কম সময়ে প্রস্তুতি গ্রহনের কয়েকটি কোর্সের লিঙ্ক এখানে শেয়ার করা হলো..
কোর্স লিংক 👉
✅01. HSC English Short Syllabus Course
https://10ms.io/MecxNL
✅02. HSC Bangla Short Syllabus Course
https://10ms.io/Xecx1V
✅03. HSC টেস্ট পেপার সল্ভ কোর্স (Bangla, English, ICT)
https://10ms.io/secx2N
✅04. HSC টেস্ট পেপার সল্ভ কোর্স (Physics, Chemistry, Math, Biology)
https://10ms.io/0ecx9q
✅05. HSC টেস্ট পেপার সল্ভ কোর্স (Accounting, Finance, Economics)
https://10ms.io/hecx8m
✅06. Medical Admission Question Solve Course
https://10ms.io/eeccqR