Poetry Street
“Don't criticize what you can't understand.”
গতবছরে আমি বাস্কিং করতাম!
ধানমন্ডি ৩২, ৭/এ এইসব জায়গায়!
আচ্ছা, সর্বপ্রথম আসি বাস্কিং কি এই ব্যাপারটায়;
সহজ বাংলায় যদি বলি স্ট্রিট এ কোনো আর্ট পার্ফম করা! সেটা যেকোনো কিছু হতে পারে, গান গাওয়া, নাচ কিংবা ম্যাজিক দেখানো ইত্যাদি ইত্যাদি। স্ট্রিটের মানুষেরা এটা উপভোগ করে খুশি হয়ে কেউ টাকা দেয়, ফুল দেয় কিংবা কোনো গিফট দিয়ে যায়।
এবার আসি অন্য একটা টপিকে, শুরুতে বাস্কিং করার সময় যখন একটা কাগজে "বাস্কিং" লিখলাম, তখন দেখা গেলো মানুষজন এসে বলছে ভিক্ষা করছি! বাংলার কালচারে যেহেতু এটা নরমালাইজ না সুতরাং তাদের বলাটাও স্বাভাবিক। নর্মলাইজ করার জন্য খুব আক্ষেপ নিয়ে যখন “গান গাই, ভিক্ষা করি” লিখলাম প্রতিবাদস্বরূপ! এবার দেখলাম স্ট্রিটের সবাই প্রশংসা করেই জানাচ্ছে যে 'স্ট্রিটে আর্ট পার্ফম করছেন, এটাকে ভিক্ষা বলবেন না দয়া করে।'
এটাই প্রতিবাদ ছিল আমার এবং আমি স্বার্থক!
দুদিন যাবৎ টিএসসিতে করছি, যে কেউ এলে দেখতে পাবেন।
যদিও আমার মত ভুঁইফোড় শিল্পীদের কপালে আছে শুধু কয়েকটা বিরিয়ানির প্যাকেট, কিছু শুকনা হাততালি, আসা যাওয়ার ভাড়া আর কিছু ভার্চুয়াল ভালোবাসা! গানের বিনিময়ে টাকা চাইলে তাদের অবাক হওয়াটা দেখার মত! অবলীলায় মানুষ বলে ফেলতে পারে 'ভাই কোন রেমুনারেশন দিতে পারবোনা’
একদিন বৃষ্টিতে বিকেলে।।
Photo by Wasim Ahmed
| ঐতিহ্য | 🌸
Photo by Mohammad Wasim Ahmed
In frame - Mushfiqa Nawshin
© অন্বয় - Onnoy Photography - All rights reserved.
For Package details or further info Please Message us or contact ☎ 01767220586
তোমায় দেখে স্বাদ জেগেছে বিকেল হবো শহুরে ছাদে
আটকে যাব উড়তে থাকা ঐ অগোছালো চুলের ফাঁদে
কুকুর প্রভুভক্ত নয়,
কুকুর নিঃস্বার্থ বন্ধু কেবল।
মানুষ কারো প্রভু নয়
কোন পশুর কোন উপাসনালয় নেই।
মূলত মানুষ ব্যতীত কোন প্রাণীই প্রভুভক্ত নয়।
মানুষ স্বার্থপর ও প্রভুভক্ত।
Poetry by Saimum Saeed
| সূর্য কন্যা |
In frame- রোজা
© Wasim Ahmed Art Gallery
| সূর্য কন্যা |
In frame- রোজা
© Wasim Ahmed Art Gallery
ফুল যে সুন্দর তা সম্পর্কে ফুল অজ্ঞাত,
মানুষ জানেনা ভুলের বুকে কি ক্ষত!
কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে...
I will never fail in love again
Untill I found you..
Where Have All the Flowers Gone!🌸
আমার সারাটা দিন মেঘলা আকাশ...