ITHAF
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ITHAF, Shopping & retail, .
যারা মুলত এমন স্মেল খুজতেছেন, যেটা আপনাকে নামাজ বা ইবাদত বন্দেগীতে একটা সুন্দর সুভাসিত অনুভব এনে দেয়। তাহলে এই ৩ টি আতর আপনার জন্য বেস্ট সাজেশন হবে। 💝
1. Arabian Oud - কস্তুরি ও Wood এর সমন্বয়ে একটি Floral আতর। 🌙
2. Rooh-E-Kasturi - কস্তুরী, বরই এবং প্যাচৌলির মিশ্রণে একটি কস্তুরী ফুলের সুগন্ধি। 🦌
3. Labbaik - লাব্বাইক অর্কিড ভ্যানিলা, সিডার, আগরউড (ওউড) এবং গোলাপের নোটগুলির স্থায়িত্বের সাথে আপনাকে সন্তুষ্ট করে তোলবে, Insha-allah
সুগন্ধি পবিত্রতার নিদর্শন। সুগন্ধির প্রতি প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রচণ্ড অনুরাগ ছিল। নিয়মিত আতর ব্যবহার করতেন। মহানবী (সা.) নিজেও ছিলেন সুগন্ধির আকর। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধির ঝরনা বয়ে যেত। লোকেরা বুঝতে পারত, নবী করিম (সা.) এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। পাশাপাশি সুগন্ধি ও আতর রাসুল (সা.)-এর অত্যন্ত প্রিয় ছিল।
সুগন্ধি ব্যবহার সব নবী-রাসুলের সুন্নত। আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত। আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২২৪৭৮)
রাসুল (সা.) সুগন্ধি ব্যবহার করতে খুব ভালোবাসতেন। খাদেমে রাসুল হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়। স্ত্রী, সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে।’ (নাসায়ি শরিফ, হাদিস : ৩৯৩৯)
সুগন্ধ ফুলের নির্যাস, মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল দিয়ে আতর তৈরি করা হয়। মেশক আম্বরও উত্তম সুগন্ধি। মহানবী (সা.) মেশক খুব পছন্দ করতেন। হরিণের নাভি থেকে এটি তৈরি করা হয়। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘উত্তম সুগন্ধি হলো মেশক।’ (তিরমিজি, হাদিস : ৯১২)
মেশককে আমাদের দেশে কস্তুরিও বলা হয়। মিলন ঋতুতে পুরুষ হরিণের পেটের কাছের কস্তুরি গ্রন্থি থেকে সুগন্ধ বের হয়, যা মেয়ে হরিণকে আকৃষ্ট করে। ঋতুর শেষে তা হরিণের দেহ থেকে খসে পড়ে যায়। সেটি সংগ্রহ করে রোদে শুকিয়ে কস্তুরি তৈরি করা হয়।
রাসুলুল্লাহ (সা.) শুধু মেশক-ই নয়, চন্দন ও জাফরানের সুগন্ধিও ব্যবহার করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, মহানবী (সা.) রকমারি সুগন্ধি ব্যবহার করতেন। আল্লামা ইবনে আবদুল বার (রহ.) ‘তামহিদ’ গ্রন্থে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর একটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে, ‘রাসুলুল্লাহ (সা.) জাফরানের সুগন্ধি ব্যবহার করেছেন।’ ‘আল-কামেল’ গ্রন্থে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় সুগন্ধি ছিল মেশক ও চন্দন।’ মেশক ব্যবহারের হাদিস, আয়েশা (রা.) থেকে মুসলিম শরিফেও বর্ণিত হয়েছে।
বিশেষ করে লোকসমাগমে গেলে, জুমার দিন, ঈদের দিন সুগন্ধি ব্যবহারের বিশেষ তাগিদ রয়েছে । হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘জুমার দিন যথাসম্ভব তোমরা সুগন্ধি ব্যবহার করো।’ (সুনানে নাসায়ি, হাদিস : ১৩৫৮)
রাসুলুল্লাহ (সা.)-কে কেউ সুগন্ধিযুক্ত কোনো বস্তু হাদিয়া দিলে তিনি তা ফেরত দিতেন না। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) কখনো সুগন্ধি-আঁতর ফেরত দিতেন না।’ (তিরমিজি, হাদিস : ২৭১৩)
ব্যক্তিগতভাবে হজরত আয়েশা (রা.)-এর কাছে যেসব সুগন্ধি থাকত, তার থেকে বাছাই করে উত্তম সুগন্ধিটি হজরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে মেখে দিতেন। (নাসায়ি শরিফ, হাদিস : ২৬৪১)
হজরত আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, রাসুলুল্লাহ (সা.) কী ধরনের সুগন্ধি ব্যবহার করতেন, জবাবে তিনি বলেছেন, ‘মেশক ও আম্বরের সুগন্ধি রাসুলুল্লাহ (সা.) ব্যবহার করতেন।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৫০২৭)
তবে স্মরণ রাখতে হবে, মহানবী (সা.) পুরুষ ও নারীদের সুগন্ধির মধ্যে পার্থক্য করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে, যার মধ্যে সুবাস থাকবে, কিন্তু কোনো রং থাকবে না। আর নারী এমন সুগন্ধি ব্যবহার করবে, যার মধ্যে রং থাকবে, কিন্তু সুবাস থাকবে না।’ (তিরমিজি, হাদিস : ২৭১১) তবে নারীদের জন্য ঘরের মধ্যে যেকোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা বৈধ।
Happy Customer. 😍
Brand: Al Nuaim
Weight: 200 ml
Body Spray Long lasting
Original Indian product
সুগন্ধি ব্যবহারে অন্যের চেয়ে এগিয়ে থাকুন একধাপ-
ভৈৗগলিক কারণে আমাদের দেশের আবহাওয়ায় আদ্রতার পরিমান বেশি। গায়ে বা কাপড়ে সুগন্ধি মাখার পর তা বেশিক্ষণ স্থায়িত্ব পায় না মূলত এই কারণে। আদ্রতার কারণে ঘাম বেশি হয়। যা সুগন্ধির প্রভাব খুব দ্রুত নষ্ট করে দেয়। তাই বলে কি হাল ছেড়ে দিব? না বরং কিছু পদক্ষেপ নিতে পারলে সুগন্ধিকে আমরা আরও বেশি সময় উপভোগ করতে পারি অনায়াসেই। এতে করে আপনি অন্যের চেয়ে এগিয়ে থাকবেন একধাপ।
আতর বা পারফিউম কিভাবে ব্যবহার করবেন এবং কাদের কাছ থেকে কিলনে আপনি কখনো ঠকবে না যেনে নিন আজই!✅
আমরা বলে দিচ্ছি এখনই আতর এর কিনতে হলে কি কি যানতে হবে আপনার।♦️
▪️প্রথমত হলো আতর কত মিলি পেলেন,
▪️দ্বিতীয়ত হলো আতর এর লংলাস্টিং কতক্ষণ,
▪️তৃতীয় কত টাকা দিয়ে ক্রয় করলেন,
এই তিনটি বিষয় সঠিক ভাবে যানতে পারলেই নিশ্চিত জিতবেন।✌️
🔥 𝗞𝗔𝗦𝗧𝗨𝗥𝗜 🔥
পৃথীবির বিখ্যাত সব আতরের উপরের সারিতে রয়েছে 'কস্তুরি' আতর। ধৈর্যহীনরা যেখানে থামে, ধৈর্যবানরা সেখান থেকেই শুরু করে। 🔥
❝রাসূল (সাঃ) এর প্রিয় সুগন্ধি ছিলো কাস্তুরি❞
'কস্তুরি' সাধারণত হালকা ডার্ক, আম্বেরি, স্লাইথলি অউদি কিছুটা ইন্সেন্সি, ল্যাদারী এনিমেলিক এন্ড লিটেল সুইট আতর। ( কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের প্রাইজ বেশি হলেও আপনি ঠকবেন না, সেটিসফাইড থাকবেন।)
🔳 'কস্তরি' অনেক কোয়ালিটির হয়ে থাকে। কিছু আছে যে আপনি স্নিফ করাটাও কষ্টকর হয়ে যায়। তবে, চিন্তিত হবেন না - আমরা আপনাকে পিউর 'কস্তরি' এমনকি যেটার প্রথম স্নিফেই এটার আধ্যাত্মিক ঘ্রানে হারিয়ে যাবেন এক মনোরম পরিবেশে। 💞🌲
🔳 সেই ১৪০০ বছর আগে রাসূল (সাঃ) ব্যবহার করতেন আজকের জামানার দামে লাখ টাকার কাস্তুরি।
কাস্তুরি ব্যাপারে বিস্তারিত বেশী কিছু বলবো না,তবে যদি সংক্ষেপে বলি তাহলে এটি হচ্ছে "তরল সোনা"।
⭕ আপনি যখন সুগন্ধিটিকে সঙ্গী করে নিয়ে বের হবেন, বাধ্য হবে জিজ্ঞেস করতে কি আতর ব্যবহার করেছেন। চারপাশে এক আধ্যাত্মিক রহস্য ঘিরে রাখবে আপনাকেই সেই রহস্যের উন্মোচন করতে হবে। 🔥🔥
মাশা-আল্লাহ, সুন্দর সুগন্ধি সমৃদ্ধ আতরটির ছড়ানোর ক্ষমতাও বেশ উচ্চাকাঙ্ক্ষী।