Jaaz News

Jaaz News

Jaaz News

16/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা :)

04/07/2023

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পবিত্র হজ্জ পালন শেষে সৌদি আরব থেকে সোমবার (৩ জুলাই ২০২৩) দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক কোরের ডিন, তিনবাহিনীর প্রধানগণ এবং সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

28/06/2023

Eid Mubarak 😀

21/02/2023

একুশ মানে রবীন্দ্রনাথের প্রভাত রবির কর,
নজরুলের বিদ্রোহী দুপুর।
একুশ হলো জীবনানন্দের পঞ্চমির চাঁদ ডুবে যাওয়া রাত,
সুকান্তের রুদ্র-রোষে ফুঁসে ওঠা দেশলাই বাক্স।
একুশ মানে সুলতানের তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠা বাঙলার কৃষক,
লালনের আধ্যাত্মিকতায় বুঁদ হয়ে থাকা।
একুশ হলো আমার ভাইয়ের শোণিত-ধোয়া পবিত্র শহীদ মিনার।
একুশ হলো সারাদিন সারাবেলা চিৎকার করে মাকে "মা" বলার স্বাধীনতা,
একুশ মানে দেয়ালে পিঠ ঠেকলে ঘুরে দাঁড়ানোর দূর্বিনীত সাহস,
সাতকোটির হৃদয় থেকে উঠে আসা এক নির্ভীক তর্জনী।
একুশ মানে বাংলাদেশ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল শহিদের প্রতি জানাই
বিনম্র শ্রদ্ধা।

14/12/2022

- ঠক ঠক
- কে?
- স্যার, একটু বাইরে আসুন কথা আছে।

তারপর -

ঢাকা বিশ্ববিদ্যালয় :-
এ এন এম মুনীর চৌধুরী
ডঃ জি সি দেব
মোফাজ্জল হায়দার চৌধুরী
আনোয়ার পাশা
ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা
আবদুল মুকতাদির
এস এম রাশীদুল হাসান
ডঃ এন এম ফয়জুল মাহী
ফজলুর রহমান খান
এ এন এম মুনীরুজ্জামান
ডঃ সিরাজুল হক খান
ডঃ শাহাদাত আলী
ডঃ এম এ খায়ের
এ আর খান খাদিম
মোঃ সাদিক
শরাফত আলী
গিয়াসউদ্দীন আহমদ
আনন্দ পয়ান ভট্টাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় :-
অধ্যাপক কাইয়ুম
হাবীবুর রহমান
শ্রী সুখরঞ্জন সমাদ্দার
ডঃ আবুল কালাম আজাদ
সাবেক গণপরিষদ সদস্য
মসিউর রহমান
আমজাদ হোসেন
আমিনুদ্দীন
নজমুল হক সরকার
আবদুল হক
ডাঃ জিকরুল হক
সৈয়দ আনোয়ার আলী
এ কে সরদার

সাংবাদিক :-
সিরাজুদ্দীন হোসেন
শহীদুল্লাহ কায়সার
খোন্দকার আবু তালেব
নিজামুদ্দীন আহমদ
আ ন ম গোলাম মোস্তফা
শহীদ সাবের
শেখ আবদুল মান্নান (লাডু)
নজমুল হক
এম আখতার
আবুল বাসার
চিশতী হেলালুর রহমান
শিবসদন চক্রবর্তী
সেলিনা পারভীন

চিকিৎসাবিদ :-
মোহাম্মদ ফজলে রাব্বী
আবদুল আলীম চৌধুরী
সামসুদ্দীন আহমদ
আজহারুল হক
হুমায়ুন কবীর
সোলায়মান খান
কায়সার উদ্দীন
মনসুর আলী
গোলাম মর্তুজা
হাফেজ উদ্দীন খান
জাহাঙ্গীর
আবদুল জব্বার
এস কে লাল
হেমচন্দ্র বসাক
কাজী ওবায়দুল হক
মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন
হাসিময় হাজরা
নরেন ঘোষ
জিকরুল হক
সামসুল হক
এস রহমান
এ গফুর
মনসুর আলী
এস কে সেন
মফিজ উদ্দীন
অমূল্য কুমার চক্রবর্তী
আতিকুর রহমান
গোলাম সরওয়ার
আর সি দাশ
মিহির কুমার সেন
সালেহ আহমদ
অনীল কুমার সিংহ
সুশীল চন্দ্র শর্মা
এ কে এম গোলাম মোস্তফা
মকবুল আহমদ
এনামুল হক
মনসুর (কানু)
আশরাফ আলী তালুকদার
লেঃ জিয়ায়ুর রহমান
লেঃ কঃ জাহাঙ্গীর
বদিউল আলম
লেঃ কঃ হাই
মেজর রেজাউর রহমান
মেজর নাজমুল ইসলাম
আসাদুল হক
নাজির উদ্দীন
লেঃ নূরুল ইসলাম
কাজল ভদ্র
মনসুর উদ্দীন

অন্যান্য :-
নূতন চন্দ্র
জহির রায়হান (সাহিত্যিক)
পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক)
ফেরদৌস দৌলা (সাহিত্যিক)
ইন্দু সাহা (সাহিত্যিক)
মেহরুন্নেসা (সাহিত্যিক)
আলতাফ মাহমুদ (শিল্পী)
দানবীর রণদাপ্রসাদ সাহা
ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা)
যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী)
শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার)
মাহবুব আহমদ (সরকারি কর্মচারী)
খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার)
নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার)
মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার)
মহসিন আলী (ইঞ্জিনিয়ার)
মুজিবুল হক (সরকারি কর্মচারী)

বাংলাদেশের জন্য এমন সহস্র সন্তানের আত্নত্যাগ জাতি মনে রাখবে চিরকাল...

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

17/10/2022

You’ve always been so motivating to us and it is our pride and pleasure to work with a boss like you. Many happy birthdays, dear boss!

10/07/2022

ঈদ পূর্ণতা পায় তখনই, ঈদের আনন্দকে আমরা যখন ভাগ করে নিতে পারি অন্যের সাথে, ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক।

24/06/2022

The more you dream, The more you achieve :)

21/06/2022

চলে যাওয়া মানেই প্রস্থান নয়,বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী। চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে।
---- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৩০তম প্রয়াণ দিবস আজ। দাদা ভাইয়ের প্রতি অামাদের গভীর শ্রদ্ধা
(১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১)

10/05/2022

May your birthday and your life be as wonderful as you are Mr. Emon sir :)

02/05/2022

May Allah fulfill all your Prayers in the month of Ramadan. Happy Eid 2022.

Telephone