SAJOL LIVE
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র।
হোয়াটসঅ্যাপ 01821289220
মেইল :[email protected]
বেনজির দেশেই আছে??
রাজধানীর পল্টনে আ'গুন'
আজকে কোর্টে হাজিরা দেওয়ার পর জেলমেডরা দুপুরে খাবার খেতে আল ফাহামে হোটেলে গেলাম ।
এই হোটেলে গরুর কালাভুনা টা খুব মজার হয়।
হোটেল বয় #এ্যাকুয়াফিনা পানি দিয়া গেলো টেবিলে বোতলটি দেখার সাথে মেজাজ হারিয়ে গেলাম।
বললাম আপনাদের সমস্যা কি,দেশিয় পণ্যের পানি দেন। হোটেল বয় জীবন পানি দিয়া গেলো।
জীবন আমাদের দেশীয় পণ্য আমাদের গর্ব।
পল্টন ফানাজ টাওয়ারের আ''গুন
অনেক দিন পর কারাবন্দীরা এক সাথে।
এ দেশে থেকে ভার'তীয় আ'গ্রাসন রোধ করব ইনশাল্লাহ।
মনে থাকবে তো??
আপনি যদি দেশ প্রেমিক হন।
দেশের সংকটময় মূহুর্তে দেশের হয়ে ভারতীয় দালাল সাথে লড়তে চান। তাহলে ভারতীয় পণ্য বর্জন করুন।
৩৪০ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় পৌছালাম।
পলিটেকনিক্যাল থেকে বাংলা কলেজ আসতে ২ বার পুলিশ চেক নামে হয়রানি হয়েছি।
পুলিশ কে জিজ্ঞেসা করলাম আপনাদের কি উন্নত মানের কোন স্কানার নাই, ৫ মিনিটের পথে ২ বার চেক করছেতেছেন আন্ডার প্যান্ট পর্যন্ত ধরে টানাটানি করতেছেন।
পুলিশ বলে তোর প্রধানমন্ত্রী হওয়া উচিত, তাইলে তোরে কেউ চেক করবে না।
স্মার্ট বাংলাদেশে ইদ আসলেই চেক নামে হয়রানি করা শুরু হয়ে যায়।
ইন্টারপাশ পুলিশের ব্যবহার তো মাশাল্লাহ ⛔
ছবি ঢাকা জামান টাওয়ারের ১৫ তলায়। সত্যফুডস অফিসে ।
মহানন্দা নদীর পাশেই এই কৃষ্ণচূড়া গাছ টির অবস্থান।
শুধু ভারতের বাধের কারণে। তিস্তা নদী বিলুপ্ত, মহানন্দা নদী বিলুপ্ত প্রায় এভাবেই ভারত আমাদের জব্দ করে রেখেছে।
আমাদের ইতিহাস ঐতিহ্য দিন দিন শেষ করে দিচ্ছে ভারত।
মাছে ভাতে বাঙালি আমরা ভুলতে শিখেছি। পানির অভাবে উত্তর অঞ্চল মরুভূমি প্রায়।
কৃষ্ণচূড়া গাছ টি তার সৌন্দর্য দিয়া যাচ্ছে, নদী তার সৌন্দর্য হারাচ্ছে।
বলতে পারবেন এটা কি নদী??
সোনা মসজিদ চাপাইনবাবগঞ্জ
কি অসাধারণ
বিদায় যশোর, যাচ্ছি আমের রাজধানী চাপাই।
আপনাদের দোয়ায় রাইখেন।
যশোর পালবাড়ি মোড় হোটেলে খেতে বসলাম। বললাম ভাই আমাদের গরুর মাংস দেন?
হোটেল ম্যানেজার বললো গরুর মাংস নাই।
আমি বললাম শেষ হয়ে গেছে,
হোটেল ম্যানেজার বললো এই হোটেলে গরুর মাংস রান্না হয় না। খাসি আছে দেব?
আমি বললাম যে, হোটেলে গরুর মাংস রান্না হয় না সেখানে আমরা খাই না বলে চলে আসলাম।
অন্য একটা হোটেলে এসে গরুর ভুনা খিচুড়ি খেলাম।
সাতক্ষীরা পর্ব শেষ, আসছি চাপাই.
সিজনের সবচেয়ে বড় হিমসাগর আম দেব আজ।
১৪০ টাকা কেজি । ঢাকায় হোম ডেলিভারির ক্ষেত্রে ১৫০ টাকা কেজি।
হোয়াটসঅ্যাপ 01821289220
এমন একটা শহর যেখানে তিন বেলায় গরু খেতে হচ্ছে। 😋
হিম সাগর নাকি আম রুপালি 😋
সাতক্ষীরা হতে
৪ টায় কেজি বড় হিমসাগর, ৬ টায় কেজি রুপালি আম, ৪ টায় কেজি বড় ল্যাংড়া
*আজকের দর ১৪০ টাকা কেজি।*
আমের ক্যারেট, প্যাকেজিং খরচ, কুরিয়ার বিল, ১৪০ টাকার মাঝেই ধরা হয়েছে। হোম ডেলিভারির জন্য কেজি প্রতি আলাদা ১০ টাকা যুক্ত হবে।
১০ কেজি, ২০ কেজি ৪০ কেজি যা লাগে দেয়া যাবে।
ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পন্য হাতে পেয়ে দাম অথবা অগ্রিম বিকাশ করে দুভাবেই পেমেন্ট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ 01821289220
মধ্যে রাতে সাতক্ষীরা শহরে....
সাতক্ষীরাতে আছি এই মুহুর্তে। আমার কাছে সাতক্ষীরার হিমসাগর, ল্যংড়া, রুপালি এই তিন জাতের আম আছে বর্তমানে।
১৪০ টাকা কেজিতে প্রত্যেক জেলা উপজেলায় কুরিয়ার পয়েন্ট হতে পৌছে দেব।
ঢাকার ভিতর ও সকল জেলা শহরে হোম ডেলিভারি নিলে কুরিয়ার আরো ১০ টাকা কেজি প্রতি নেবে।
জরুরী আমার চাচতো ভাইয়ের জন্য এক ব্যাগ B+ রক্ত প্রোয়জনীয়। ঢাকা পঙ্গু হাসপাতালে।
হাচান +8801884588210
সবচেয়ে বেশি অর্ডার এসেছে চট্রগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বি বাড়িয়া, ফেনী, কক্সবাজার, কিশোরগঞ্জ হতে।
এসনব এলাকা হতে কোন গ্রাহক পন্য ফেরত আসে নাই বা না নিয়ে নষ্ট করেন নাই।
হিম সাগর সর্বনিম্ন ১০ কেজি
ন্যাংড়া সর্বনিম্ন ১০ কেজি
আম রুপালি সর্বনিম্ন ১০ কেজি
হোয়াটসঅ্যাপ 01821289220
শহর থেকে গ্রামে মোজো পাওয়া যাচ্ছে.....
আমাদের আমের প্যাকিং চলছে
মোজো না আম
২ টা একই সাথে হলে কেমন হয়।😋😋
সাতক্ষীরার আম
সাতক্ষীরার চাচা বনাম বরিশালের পোলা কার লুক ভালো হইছে 🤭
প্রবাসির বউ টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের সাথে উদাও.....সব কিছু হারিয়ে পথে পথে ঘুরছে প্রবাসী। সবাই লাইভ টি শেয়ার করে ছড়িয়ে দিন।
প্রবাসির বউ টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের সাথে উদাও..... সবাই লাইভ টি শেয়ার করে ছড়িয়ে দিন।
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Dhaka