BCS Bangladesh Affairs

BCS Bangladesh Affairs

For BCS aspirants who need help in regard to Bangladesh Affairs.

26/04/2024

আসুন, প্রতিদিন ১টা করে প্রশ্ন সলভ করার চেষ্টা করি!

প্রশ্ন: লাহোর প্রস্তাব কবে, কোথায় কে উত্থাপন করেন?

এবার আপনাদের উত্তর দেওয়ার পালা! নিজের উত্তর নিজেই লিখুন কমেন্ট বক্সে।

25/04/2024

আসুন, প্রতিদিন ১টা করে প্রশ্ন সলভ করার চেষ্টা করি!

প্রশ্ন: আর্যদের আদি বাসস্থান কোথায় ছিলো?

এবার আপনাদের উত্তর দেওয়ার পালা! নিজের উত্তর নিজেই লিখুন কমেন্ট বক্সে।

24/04/2024

একটি ঘোষণা!
আসন্ন ৪৭তম বিসিএসকে কেন্দ্র করে বিসিএস বাংলাদেশ বিষয়াবলি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য ২টি ব্যাচ তৈরি করতে চাই যার একটি হবে ★অনলাইন ব্যাচ আর অন্যটি হবে ★অফলাইন ব্যাচ।
★অফলাইন ব্যাচের ক্লাস হবে ঢাকার মিরপুর-১০ এ ফলপট্টি মসজিদ গলির আনুশকা ভবনের লিফটের ৪ এ।
আগ্রহীদের সাড়া সাপেক্ষে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী পোস্টে!
কে কোন ব্যাচে ক্লাস করতে চান ( অনলাইন / অফলাইন) তা উল্লেখ করে আমাকে ইনবক্স করুন ( facebook.com/smmasud113) অথবা কথা বলতে সরাসরি ফোন দিন।

এস. এম. মাসুদ
হেড অফ বাংলাদেশ অ্যাফেয়ার্স
ক্যারিয়ার স্কুল অফ বাংলাদেশ-সিএসবি।
01511004947
01716878413 ( WhatsApp)
01713716890

07/04/2024

আজ ৭ এপ্রিল!
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস।
এবারের প্রতিপাদ্য “My health, my right (স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে)"।
সোর্স: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

03/04/2024

অন্যের উন্নতি বা সফলতা দেখে কেউ ঈর্ষান্বিত হলে তাঁকে 'পরস্ত্রীকাতর' বলে অভিহিত করা হয়।
আমার প্রশ্ন হলো- এখানে পরের স্ত্রী'র প্রতি কাতর অর্থে সব্দটি ব্যবহার করা হলো কেন?

★চিন্তা- ভাবনায় সৃজনশীল হই। লিখে প্রকাশ করুন।

02/04/2024

আমি এখন দেশে।
কেমন আছেন আপনারা তা যদি লিখে জানাতেন তবে যোগাযোগ বেড়ে যেতে পারে ইনশাআল্লাহ।

এস. এম. মাসুদ
ঢাকা, বাংলাদেশ
০২/০৪/২০২৪

27/03/2024
Photos from BCS Bangladesh Affairs's post 30/11/2023

বিপিএসসি এর দৃষ্টি আকর্ষণ করছি!
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ৪৬তম বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৪.১ এর 'গ' এবং ২৪.২ এর 'গ' তে উল্লেখিত নম্বর বন্টন কি সঠিক ও যথার্থ?

সঠিক নির্দেশনার আশায় রইলাম।

26/11/2023

ফেসবুকে কেউ হাহাকার বা আনন্দ প্রকাশ করলে বিরক্ত হওয়ার কিছু নাই!পারলে সহানুভূতি দেখান অথবা উৎসাহ দিন।

26/11/2023

ভাবুন, প্রয়োগ করুন এবং হাসুন!

11/10/2023

Hello everyone!
How are you?

04/09/2022

https://us02web.zoom.us/j/8286891966?pwd=MXJwNXo3S1Nld0ZCNlR0UEh3bW5IUT09

P-30 ব্যাচের লিংক

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

04/09/2022

P-30 ব্যাচের ক্লাসের ওরিয়েন্টেশন শুরু আজ বেলা ৩টায়। যারা পেমেন্ট করেছেন কিন্তু এখনো সিক্রেট গ্রুপে এ্যাড হতে পারেননি তাঁরা যে নম্বর থেকে পে করেছেন সেটি এবং লেন-দেনের স্ক্রিনশটসহ দ্রুত মেসেঞ্জারে ইনবক্স করুন S. M. Masud ( S. M. Masud)।

02/09/2022

৪৫তম বিসিএস প্রিলিমিনারির চতুর্থ (P-30) ব্যাচে ( বেলা ৩টা) ভর্তির বিজ্ঞপ্তিতে পরিবর্তন!
ওরিয়েন্টেশন ক্লাস হবে ০৪ সেপ্টেম্বর, ২০২২, রবিবার বেলা ৩টায়।

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
★এখনই সময় দ্রুত প্রস্তুতি নেওয়ার কারণ সার্কুলার হয়ে গেলে তাড়াহুড়োয় পড়ে যাবেন- সদাশয় পিএসসি যেকোনো দিনই সার্কুলার দিতে পারেন! যতটা পারা যায় সময় হাতে নিয়ে অনুশীলন করুন।

S. M. Masud (S. M. Masud) স্যারের অনলাইন ট্রেইনিং ইন্সটিটিউট Career School of Bangladesh-CSB তে ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি পড়ুন এবং অনুশীলন করুন।

ভর্তিচ্ছুরা মেসেঞ্জারে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুন(S. M. Masud)।...........................................................................
📯📯📯 এস. এম. মাসুদ স্যার এবং বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কে আপগ্রেড জানতে ভিজিট করবেন-
BCS Bangladesh Affairs
BCS preparation with S. M. Masud Sir

বিস্তারিত জানতে একবার পড়ুন-
বিষয়ঃ ৩০ নম্বরের বাংলাদেশ বিষয়াবলি।
ব্যাচের নামঃ
🌺🌺 P-30:STT 03.00pm(45/4:30th batch)
( এই ব্যাচের ক্লাস হবে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা ০৩.০০টায়। প্রতিটি ক্লাসের ডিউরেশন প্রায় ২ঘন্টা।

🎉🎈P-30 ব্যাচের ক্লাস শুরু হবে ০৪/০৯/২০২২ তারিখ, রোজ রবিবার, বেলা ০৩.০০টায় ( সম্ভাব্য)।

📯P-30 ব্যাচে ভর্তির শেষ সময় ০৩/০৯/২০২২, শনিবার ( এরপর এই ব্যাচে পূর্বের মতোই ভর্তি বন্ধ করে দেয়া হবে, আসন ফুরিয়ে গেলে পরে ভর্তির সুযোগ পাবেন না)।
🎉🎈 কোর্সের মেয়াদ প্রায় ৩ মাস। তবে কোর্স সমাপ্ত হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

🍎 ক্লাস হবে অনলাইনে, জুম এ্যাপে।

🍁 কোর্স ফী ১৫৩০ টাকা।

💥বই নিতে চাইলে ভর্তিকৃত স্টুডেন্টরা বই বাবদ ২৭৫ টাকা এবং যারা অনলাইন ক্লাস করেননি তাঁরা ৩০৫ টাকা বিকাশে পরিশোধ করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, সেক্ষেত্রে নাম, ঠিকানা ও ফোন নম্বর স্যারের মেসেঞ্জারে ( fb.com/smmasud113) ইনবক্স করবেন। কুরিয়ার ছাড়া সরাসরি সংগ্রহ করতে চাইলে ঢাকার মিরপুর থেকে ভর্তিকৃতরা ২৪৫ টাকায় এবং অভভর্তিকৃতরা ২৭৫টাকায় ক্রয় করতে পারবেন তবে আগে থেকে ফোনে যোগাযোগ করে যেতে হবে ( জাহিদ-01740830173 )।

বিশেষ বৈশিষ্ট্য:
🌹 অনুশীলন ভিত্তিক ক্লাস ( ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, নিয়মিত ক্লাস না করলে যথাযথ প্রস্তুতি হয় না)।
©️ রেকর্ড প্রদান করা হয় না। তবে সীমিত পরিসরে ক্লাস মিস করলে পরবর্তী নতুন ব্যাচে সেই ক্লাস করে নিতে পারবেন/ ঐদিনের নোট দেওয়ার ব্যবস্থা কিরা হবে (যে দিন মিস হবে ঐদিনই স্যারের মেসেঞ্জারে যথাযথ কারণ জানিয়ে রাখতে হবে)।
🌺 ২১টি অধ্যায়ে ৩২(+) ক্লাস।
⚛️ ভাইভার প্রস্তুতি হয়ে যায়।
🌐 রিটেনের ৪০-৬০% প্রস্তুতি হয়ে যায়।
🍊 পরীক্ষা পূর্বের চেয়েও বেশি অর্থাৎ মোট ১৫টি ( ৫০ নম্বরের ১১টি এবং ২০০ নম্বরের ৪টি)।
✅প্রতি শুক্রবার পরীক্ষা।
💥 সকল বিষয়ে স্যারের সিদ্ধান্তই চূড়ান্ত।

🌷 কোর্স বিষয়ে কথা বলতে ফোন দিন-
জাহিদ হাসান,
পিএস টু এস. এম. মাসুদ স্যার,
ক্যারিয়ার স্কুল অব বাংলাদেশ - সিএসবি,
01740830173 নম্বরে।

💥 অপারগতায় S. M. Masud স্যারের সাথে কথা
বলতে ফোন দিন-
01511004947 অথবা 01713716890 অথবা 01716878413 ( WhatsApp) নম্বরে।

পেমেন্ট সিস্টেমঃ
🌺 বিকাশ একাউন্ট নম্বর
01911004947 ( সেন্ড মানি করতে)
01716878413 ( সেন্ড মানি করতে)।

🌺 নগদ একাউন্ট নম্বর
01911004947 ( সেন্ড মানি করতে)
01716878413 ( সেন্ড মানি করতে) ।

🌺 রকেট একাউন্ট নম্বর
019110049478 ( সেন্ড মানি করতে)
★ এখানে লিখিত ভাবে অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে কোনোভাবেই পেমেন্ট করবেন না। অনুমোদিত মাধ্যমে পে করে স্ক্রিনশট সংগ্রহ করবেন যেন চাওয়া মাত্র প্রদর্শন করতে পারেন।

↘️↘️পেমেন্ট কিভাবে করবেন এবং পেমেন্ট পরবর্তীতে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন-
https://m.facebook.com/groups/278488890140303/permalink/335076894481502/
💥 এস. এম. মাসুদ স্যারের ফেসবুক প্রোফাইল লিংক fb.com/smmasud113 ( ফেসবুক মেসেঞ্জারে লিখে যোগাযোগ করার জন্য)।

🍊 ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লোজ/ সিক্রেট গ্রুপে এ্যাড করা হয় এবং সেই গ্রুপে ক্লাসের লিংক দেয়া হয়
( ক্লাস শুরুর ১০ মিনিট আগে ক্লোজ/ সিক্রেট গ্রুপে লিংক দেয়া হয় )।

🌻পূর্ণাঙ্গ ক্লাসের প্রতিশ্রুতি, এস. এম. মাসুদের ক্লাসে কোনো কাট-ছাঁট হয়না।

★ ক্লাস করতে জুম এ্যাপ ডাউনলোড করে নিবেন এবং অবশ্যই হেড ফোন ব্যবহার করতে হবে।

🛑 কোর্স আউটলাইন ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন -
https://m.facebook.com/groups/278488890140303/permalink/385779429411248/

🎗️ কোর্স আউটলাইন / কোর্স প্ল্যান-
https://m.facebook.com/story.php?story_fbid=3167271800207877&id=100007752643649

01/08/2022

আজ বেলা ৩টায় ৪৪তম বিসিএস রিটেনের সর্বশেষ ব্যাচের (W8) প্রথম ক্লাস এবং রাত ৯.৩০টায় ৪৫তম বিসিএস প্রিলিমিনারির তৃতীয় ব্যাচের (P-29) প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

BCS Bangladesh Affairs
BCS preparation with S. M. Masud Sir
Career School of Bangladesh-CSB

31/07/2022

৪৪তম বিসিএস রিটেনের জন্য সর্বশেষ ব্যাচে ভর্তির সময় বৃদ্ধি ( শনি-সোম-বুধ বেলা ৩টার ব্যাচ)!

S. M. Masud (facebook.com/smmasud113) স্যারের Career School of Bangladesh-CSB তে ৪৪তম বিসিএস পরীক্ষার লিখিত কোর্সে ( W8 batch) ভর্তির বিজ্ঞপ্তিঃ
প্রিয় শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে এবং সামগ্রিক বিবেচনায় ৪৪তম বিসিএস লিখিত কোর্সের প্রস্তুতির জন্য দ্বিতীয় এবং সর্বশেষ ব্যাচে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে!
★কোর্স ফি ২৫৫০ টাকা ( ফিক্সড)।
★১০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হবে না।
★ ৪৪তম বিসিএসের রিটেন কোর্সে এটিই সর্বশেষ ব্যাচ।

যারা ক্লাস করতে আগ্রহী তাঁরা আগামী ৩১/০৭/২০২২ রোজ রবিবারের মধ্যে নির্ধারিত ফিস প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নিবেন। ক্লাস শুরু হবে ০১ আগস্ট, ২০২২, সোমবার, বেলা ৩টায়।

কোর্সের বিস্তারিত জানতে নিম্নে প্রদত্ত তথ্যগুলো একবার পড়ুন -

বিষয়ঃ ২০০ নম্বরের বাংলাদেশ বিষয়াবলি (লিখিত)।

ব্যাচের নামঃ
W8-SMW 3pm (W44-2nd batch)

🌺 লিখিত / রিটেন ক্লাসের সময়ঃ
W8 ব্যাচের জন্য প্রতি শনি, সোম ও বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
অর্থাৎ প্রতি ব্যাচে সপ্তাহে ৩দিন করে ক্লাস।
🎗️অ্যাসাইনমেন্টের অনুশীলন
💥 নিয়মিত পরীক্ষার সুযোগ
©️ মোট ক্লাস ৪২টি।
⚛️ সকল বিষয়ে স্যারের সিদ্ধান্তই চূড়ান্ত।
🎉🎈 কোর্স শেষ হওয়ার সম্ভাব্য সময়ঃ
অক্টোবর , ২০২২।

🍁 কোর্স ফি মোট গতবারের (৪৩তম বিসিএস) চেয়েও ৫১০টাকা কমিয়ে ২৫৫০টাকা (সকলের জন্য নির্ধারিত) করা হয়েছে যাতে করে ছাত্র-ছাত্রীরা একটু সুবিধা পায়- এ আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

📯 যোগাযোগ করুন -
স্যারের পিএস মি. জাহিদ -
01740830173

অপারগতায় এস. এম. মাসুদ স্যার-
01511004947
01713716890

★★এই নির্দিষ্ট নম্বরগুলো ছাড়া অন্য কারো কথায় অন্য কোনো মাধ্যমে লেনদেন করবেন না।
★★ কোর্স ফি পাঠানোর পর যে নম্বর থেকে পে করবেন সেটি এস. এম. মাসুদ স্যারের মেসেঞ্জারে অবশ্যই ইনবক্স করবেন অর্থাৎ লিখে জানাবেন (S. M. Masud)।
🌺 বিকাশ একাউন্ট নম্বর (পারসোনাল)
01911004947 ( সেন্ড মানি করতে) অথবা 01716878413 ( সেন্ড মানি করতে)।

🌺 নগদ একাউন্ট নম্বর (পারসোনাল)
01911004947 ( সেন্ড মানি করতে) অথবা 01716878413( সেন্ড মানি করতে)।

🌺 রকেট একাউন্ট নম্বর (পারসোনাল)
019110049478 (সেন্ড মানি করতে)।

🌺 ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট নম্বর
107.103.0067928 ( S. M. Maniruzzaman), Kawran Bazar Branch, Dhaka.

↘️↘️পেমেন্ট কিভাবে করবেন বা কোন নম্বরে করবেন বা ডাচ-বাংলা ব্যাংক একাউন্টে পে করতে চাইলে এবং পেমেন্ট পরবর্তীতে করণীয় জানতে নিচের লিংকে ক্লিক করুন-
https://www.facebook.com/groups/278488890140303/permalink/458664252122765/

🍎 ক্লাস হবে অনলাইনে জুম এ্যাপে।
এজন্য ভালো ইন্টারনেট কানেকশন ( ব্রড ব্যান্ডের পাশাপাশি আপনার এলাকায় যে মোবাইল অপারেটরের নেটওয়ার্ক শক্তিশালী তাদের ডেটা কানেকশন থাকলে উত্তম) , হেড ফোন ( কথা শোনা ও বলার জন্য), এবং বিদ্যুৎ চলে গেলে যাতে স্মার্ট ফোন বন্ধ না হয়ে যায় তার জন্য পাওয়ার ব্যাংকের ব্যবস্থা থাকলে উত্তম।

🍊 ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লোজ/ সিক্রেট গ্রুপে এ্যাড করা হয় এবং সেই গ্রুপে ক্লাসের লিংক দেয়া হয়
( ক্লাস শুরুর ১০ মিনিট আগে ক্লোজ/ সিক্রেট গ্রুপে লিংক দেয়া হয় )।

🌺 সিলেবাস ভিত্তিক ১৬টি টপিকে ৪২টি ক্লাস।

,🍊🍊 ক্লাস নোট পদ্ধতিতে পড়ানো হবে।

🍎 সীমিত পরিসরে (সর্বোচ্চ ৫টি) ক্লাস মিস করলে ঐদিনই জানিয়ে রাখলে সেদিনের ক্লাস নোট দেয়া হবে। এটা স্যারের দেয়া বিশেষ সুযোগ। এই সুযোগের অপব্যবহার করবেন না। কারণ স্যার চান আপনারা সকলেই অনুশীলন নির্ভর ক্লাস করতে ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করুন এবং নিজের হাতে নোট করুন-এতে কী লাভ তা সময় হলেই পরীক্ষার হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ!

🌻পূর্ণাঙ্গ ক্লাসের প্রতিশ্রুতি, এস. এম. মাসুদের ক্লাসে কোনো কাট-ছাঁট হয়না।

🌲 প্রতি ব্যাচে আসন সংখ্যা সীমিত তাই দ্রুত রেজিষ্ট্রেশন করে আপনার আসন নিশ্চিত করতে হবে।

🛑 শেষের দিকের সময় বিড়ম্বনা এড়াতে আগেই পেমেন্ট করে আপনার আসন নিশ্চিত করুন!

🛑 কোর্স আউটলাইন ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে পড়ে নেয়া উচিৎ বলে মনে করি-
https://www.facebook.com/groups/278488890140303/permalink/458666515455872/

বিসিএসের অন্যান্য কোর্সে আমার চোখে সেরা শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন-
https://www.facebook.com/groups/278488890140303/permalink/718057946183393/

26/07/2022

৪৫তম বিসিএস প্রিলির তৃতীয় (P-29) ব্যাচে ভর্তির সময় বৃদ্ধি!

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
★এখনই সময় দ্রুত প্রস্তুতি নেওয়ার কারণ সার্কুলার হয়ে গেলে তাড়াহুড়োয় পড়ে যাবেন- সদাশয় পিএসসি যেকোনো দিনই সার্কুলার দিতে পারেন! যতটা পারা যায় সময় হাতে নিয়ে অনুশীলন করুন।

S. M. Masud (facebook.com/smmasud113) স্যারের অনলাইন ট্রেইনিং ইন্সটিটিউট Career School of Bangladesh-CSB তে ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি পড়ুন এবং অনুশীলন করুন।

ভর্তিচ্ছুরা মেসেঞ্জারে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুন(S. M. Masud)।...........................................................................
📯📯📯 এস. এম. মাসুদ স্যার এবং বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কে আপগ্রেড জানতে ভিজিট করবেন-
BCS Bangladesh Affairs
BCS preparation with S. M. Masud Sir

বিস্তারিত জানতে একবার পড়ুন-
বিষয়ঃ ৩০ নম্বরের বাংলাদেশ বিষয়াবলি।
ব্যাচের নামঃ
🌺🌺 P-29:SMW 09.30pm(45/3:29th batch)
( এই ব্যাচের ক্লাস হবে প্রতি শনি, সোম ও বুধবার রাত ০৯.৩০টায়। প্রতিটি ক্লাসের ডিউরেশন প্রায় ২ঘন্টা।

🎉🎈P-29 ব্যাচের ক্লাস শুরু হবে ০১/০৮/২০২২ তারিখ, রোজ সোমবার, রাত ০৯.৩০টায়।

📯P-29 ব্যাচে ভর্তির শেষ সময় ৩১/০৭/২০২২, রবিবার ( এরপর এই ব্যাচে পূর্বের মতোই ভর্তি বন্ধ করে দেয়া হবে, আসন ফুরিয়ে গেলে পরে ভর্তির সুযোগ পাবেন না)।
🎉🎈 কোর্সের মেয়াদ প্রায় ৩ মাস। তবে কোর্স সমাপ্ত হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ অক্টোবর, ২০২২, রোজ বুধবারের মধ্যে।

🍎 ক্লাস হবে অনলাইনে, জুম এ্যাপে।

🍁 কোর্স ফী ১৫৩০ টাকা।

💥বই নিতে চাইলে ভর্তিকৃত স্টুডেন্টরা বই বাবদ ২৭৫ টাকা এবং যারা অনলাইন ক্লাস করেননি তাঁরা ৩০৫ টাকা বিকাশে পরিশোধ করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, সেক্ষেত্রে নাম, ঠিকানা ও ফোন নম্বর স্যারের মেসেঞ্জারে ( fb.com/smmasud113) ইনবক্স করবেন। কুরিয়ার ছাড়া সরাসরি সংগ্রহ করতে চাইলে ঢাকার মিরপুর থেকে ভর্তিকৃতরা ২৪৫ টাকায় এবং অভভর্তিকৃতরা ২৭৫টাকায় ক্রয় করতে পারবেন তবে আগে থেকে ফোনে যোগাযোগ করে যেতে হবে ( জাহিদ-01740830173 )।

বিশেষ বৈশিষ্ট্য:
🌹 অনুশীলন ভিত্তিক ক্লাস ( ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, নিয়মিত ক্লাস না করলে যথাযথ প্রস্তুতি হয় না)।
©️ রেকর্ড প্রদান করা হয় না। তবে সীমিত পরিসরে ক্লাস মিস করলে পরবর্তী নতুন ব্যাচে সেই ক্লাস করে নিতে পারবেন/ ঐদিনের নোট দেওয়ার ব্যবস্থা কিরা হবে (যে দিন মিস হবে ঐদিনই স্যারের মেসেঞ্জারে যথাযথ কারণ জানিয়ে রাখতে হবে)।
🌺 ২১টি অধ্যায়ে ৩২(+) ক্লাস।
⚛️ ভাইভার প্রস্তুতি হয়ে যায়।
🌐 রিটেনের ৪০-৬০% প্রস্তুতি হয়ে যায়।
🍊 পরীক্ষা পূর্বের চেয়েও বেশি অর্থাৎ মোট ১৫টি ( ৫০ নম্বরের ১১টি এবং ২০০ নম্বরের ৪টি)।
✅প্রতি শুক্রবার পরীক্ষা।
💥 সকল বিষয়ে স্যারের সিদ্ধান্তই চূড়ান্ত।

🌷 কোর্স বিষয়ে কথা বলতে ফোন দিন-
জাহিদ হাসান,
পিএস টু এস. এম. মাসুদ স্যার,
ক্যারিয়ার স্কুল অব বাংলাদেশ - সিএসবি,
01740830173 নম্বরে।

💥 অপারগতায় S. M. Masud স্যারের সাথে কথা
বলতে ফোন দিন-
01511004947 অথবা 01713716890 নম্বরে।

পেমেন্ট সিস্টেমঃ
🌺 বিকাশ একাউন্ট নম্বর
01911004947 ( সেন্ড মানি করতে)
01716878413 ( সেন্ড মানি করতে)।

🌺 নগদ একাউন্ট নম্বর
01911004947 ( সেন্ড মানি করতে)
01716878413 ( সেন্ড মানি করতে) ।

🌺 রকেট একাউন্ট নম্বর
019110049478 ( সেন্ড মানি করতে)
★ এখানে লিখিত ভাবে অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে কোনোভাবেই পেমেন্ট করবেন না। অনুমোদিত মাধ্যমে পে করে স্ক্রিনশট সংগ্রহ করবেন যেন চাওয়া মাত্র প্রদর্শন করতে পারেন।

↘️↘️পেমেন্ট কিভাবে করবেন এবং পেমেন্ট পরবর্তীতে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন-
https://m.facebook.com/groups/278488890140303/permalink/335076894481502/
💥 এস. এম. মাসুদ স্যারের ফেসবুক প্রোফাইল লিংক fb.com/smmasud113 ( ফেসবুক মেসেঞ্জারে লিখে যোগাযোগ করার জন্য)।

🍊 ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লোজ/ সিক্রেট গ্রুপে এ্যাড করা হয় এবং সেই গ্রুপে ক্লাসের লিংক দেয়া হয়
( ক্লাস শুরুর ১০ মিনিট আগে ক্লোজ/ সিক্রেট গ্রুপে লিংক দেয়া হয় )।

🌻পূর্ণাঙ্গ ক্লাসের প্রতিশ্রুতি, এস. এম. মাসুদের ক্লাসে কোনো কাট-ছাঁট হয়না।

★ ক্লাস করতে জুম এ্যাপ ডাউনলোড করে নিবেন এবং অবশ্যই হেড ফোন ব্যবহার করতে হবে।

🛑 কোর্স আউটলাইন ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন -
https://m.facebook.com/groups/278488890140303/permalink/385779429411248/

🎗️ কোর্স আউটলাইন / কোর্স প্ল্যান-
https://m.facebook.com/story.php?story_fbid=3167271800207877&id=100007752643649

29/06/2022

গতকাল যারা Senior Assistant Secretary পদে প্রোমোশন পেয়েছেন তাঁদের মধ্যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ সকলের প্রতি রইলো অভিনন্দন ও শুভকামনা ❤️🎉🎈

বিসিএস প্রিলির কাট মার্কস নিয়ে যা বলল পিএসসি 28/06/2022

ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিএসসি!

https://www.prothomalo.com/chakri/employment/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF

বিসিএস প্রিলির কাট মার্কস নিয়ে যা বলল পিএসসি কোনো একটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়, তা হলো কাট মার্কস। প্রার্থীদের...

22/06/2022

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন ❤️🎉🎈
যারা সফল হতে পারেননি তাঁদের জন্য রইলো শুভকামনা ❤️🎉🎈
Career School of Bangladesh-CSB

22/06/2022

কার কাছে পড়বেন???
আন্তর্জাতিক বিষয়াবলির প্রিলি এবং রিটেন পড়তে চাইলে নবাব স্যার ( Choudhury) ,

ভূগোল ও পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, আন্তর্জাতিকবিষয়াবলি, ভাইভা কোর্সের জন্য মিলন স্যার (Shahjahan Ali Milon) ,

বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গণিতের জন্য মাহমুদুর রহমান স্যার(Mahmudur Rahman) ,

গণিতে এদিপ বিল্লাহ স্যার (Adip Billah),

গণিতে আব্দুল্লাহ আল আমিন স্যার ( MathCarnival2020 ম্যাথ কার্নিভাল),

ইংরেজিতে শরীফ হোসাইন আহমেদ চৌধুরী স্যার+ লতিফ স্যার ( Sharif Hossain Ahmad Chowdhury),

ইংরেজিতে তানভীর স্যার ( Tanvir's English Care Tanvir's English Care)

বাংলায় ড. কুদরত ই- হুদা মেহেদী স্যার ( Kudrat E-Huda ) এবং
ড. তারিক মনজুর স্যারকে বেঁছে নিতে পারেন। এঁরা আমার নিকট আস্থার প্রতীক।

★ ইংরেজির Arif Haque স্যার এবং গণিতে Din Mohammad এবং বিজ্ঞানের Miraz Razon স্যারকে দারুণ মিস করি!

নবাব স্যারের লিংক-
https://www.facebook.com/groups/bcsinternationalaffairsbynababsir/

মিলন স্যারের লিংক-
https://www.facebook.com/groups/313206506365956/

মাহমুদুর রহমান স্যারের লিংক-
https://www.facebook.com/groups/mahmudsmathscienceict/

এদিপ বিল্লাহ স্যারের লিংক-
https://www.facebook.com/groups/255720602975933/

শরীফ হোসাইন আহমেদ চৌধুরী স্যারের লিংক-
https://www.facebook.com/groups/259416302057040/?ref=share

ড. কুদরত ই-হুদা মেহেদী স্যারের লিংক--
https://www.facebook.com/groups/835106410600893/?ref=share

ড. তারিক মনজুর স্যারের ফোন নম্বর-
01727211556

আমার Career School of Bangladesh-CSB তে (আমার প্রোফাইল মেসেঞ্জার S. M. Masud) বাংলাদেশ বিষয়াবলির রিটেনের নতুন ব্যাচ শুরু হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, প্রথম ক্লাস আগামী বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ।
ফোন- 01511004947, 01713716890
বাংলাদেশ বিষয়াবলির নতুন ব্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন-
https://www.facebook.com/groups/278488890140303/ অথবা

https://www.facebook.com/bcsbangladeshaffairs/ অথবা

https://www.facebook.com/careerschoolofbangladesh/

21/06/2022

Orientation class of P-28 batch for 45th BCS Preliminary. Part-02. 21/06/2022

19/06/2022

Orientation Class of P-28 batch for 45th BCS Preliminary.
Part-01

19/06/2022

19/06/2022

ওরিয়েন্টেশন ক্লাস!
S. M. Masud (S. M. Masud) স্যারের Career School of Bangladesh-CSB এর ৪৫তম বিসিএস প্রিলির জন্য দ্বিতীয় ব্যাচের ( P-28) ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে আজ ঠিক ৭.৩০টায় (মাগরিবের নামাজের জন্য)।
ভর্তিকৃত সকলের উপস্থিতি আশা করছি।
গ্রুপে লিংক দিবো সন্ধ্যা ৭.১৫ মিনিটে। ❤️🎉🎈

Videos (show all)

BCS preparation with S. M. Masud Sir, Head of Bangladesh Affairs, Career School of Bangladesh-CSB.
S. M. Masud's Personal Meeting Room
S. M. Masud's Personal Meeting Room
সংবিধানের শর্ট টেকনিক!বি.দ্র. ছূটির দিনের ব্যাচের ঘোষণা !(ডাক্তার ও অন্যান্য পেশাজীবীসহ সকলের জন্য শুক্রবারের ব্যাচ!৪১, ...
যারা নতুন ব্যাচে ( ST 3 pm batch-1 অর্থাৎ Sunday + Tuesday 3 pm batch-1) রেজিষ্ট্রেশন করতে চান তাদের জন্য।রেজিষ্ট্রেশনের...

Telephone

Website