Premtali Degree College, Rajshahi

Premtali Degree College, Rajshahi

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Premtali Degree College, Rajshahi, Community College, .

13/07/2023
13/07/2023

Gor Kattri, Peshawar city, 1919 (c).

Photo by R.B.Holmes.

13/07/2023
13/07/2023

Israeli bulldozers have demolished 38 Palestinian structures and homes in the past two weeks in the occupied West Bank and Jerusalem, citing the lack of permits that are nearly impossible for Palestinians to obtain.

11/07/2023

Palestinians removed from Jerusalem home to make way for Israeli settler takeover
https://inpalestine.co/?p=26127

11/07/2023

সুশিক্ষিতা কিন্ত পশ্চিমবঙ্গে চাকুরী নাই। ম্যাথমেটিক্সে মাস্টার্স।
এক বীরাঙ্গনা মায়ের জীবন সংগ্রামের কাহিনী ❤️
সুপ্রীতি সিং হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা। ম্যাথ এ মাস্টার্স। খুব দারিদ্রতার মধ্যে পড়াশুনা । বাবা রিকসা চালাতেন। পরিবারে রয়েছেন শ্বশুর শাশুড়ি আর একটি ছেলে ও একটি মেয়ে। পরিবারে দু'মুঠো অন্ন জোগাড় করতে দিন রাত পরিশ্রম করে অর্থ রোজগার করতে হয়। সুপ্রীতি সিং flipcart Company online তে কাজে যুক্ত হয়ে বাড়ি বাড়ি অর্ডার করা জিনিস পৌছে দিচ্ছেন।
মেয়েরাও আজকাল ছেলেদের মত পরিবারের দায়িত্ব তুলে নিচ্ছে । সমান অধিকারের সাথে সাথে সমান দায়িত্ব পালন করছে। স্যালুট আপনাকে.....
এছাড়াও নিজের পরিবারের খরচা চালিয়ে যেটুকু টাকা হাতে পান সেইটুকু টাকা দিয়ে এই দিদি আশেপাশের গরীব অনাথ বাচ্চাদের জামা কাপড় কিনে দিয়েছেন। সারাদিন কাজ সেরে পরিশ্রান্ত শরীরে ফিরে রাতে রান্না করার পর ওই অঞ্চলের গরীব বাচ্চাদের বিনামূল্যে পড়ান। এইরকম বীরাঙ্গনা মায়ের কথা এই সমাজের বুকে উজ্জ্বল হয়ে উঠুক।
আপনি ভালো থাকবেন। দিদি আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই ও দোয়া রইল।
আপনার এই লড়াই পরবর্তীকালে নারীদের তথা এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
সংগৃহীত

10/07/2023

Subhan Al-Kaliq! 🐟 🐠 🐟
This is the beautiful head of a white sturgeon fish. when viewed from above is somewhat beguiling as it appears to be the head of a giraffe or mythical dragon. This species of sturgeon is North America's largest freshwater fish. An adult can weigh over 1500 lbs, grow as long as 15 feet, and can live over 100 years.

Credits: Sayara2022.

10/07/2023

পুরুষ লোকের দুইটা হৃদয় একটা তাহার স্ত্রী
আরেকটা তার প্রাণের প্রিয় গর্ভধারিণী।

মা হারালে পুরুষ জাতি হারায় তাহার কোল
স্ত্রী হারালে ঝরে পড়ে প্রেম বাগানের ফুল।

পুরুষ জাতির প্রাণ হলো তার মায়ের আদর স্নেহ
বউয়ের প্রেম আর আদর সোহাগ সেই সে প্রাণের দেহ।

প্রাণ হারালে দেহের মাঝে পচন পোকা ধরে
দেহের মাঝে আঘাত এলেও প্রাণ পাখি যায় মরে।

পুরুষ জাতির শান্তি সুখের ফুল হলো তার বৌ
মা হলো সেই ফুলের বোটা মা হল তার মৌ।

সুখের বকুল যায় শুকিয়ে হারাইলে তার বধু
মা হারালে বক্ষ ব্যথায় শুকায় ফুলের মধু।

স্ত্রী হারালে পুরুষজাতির চোখে নামে ঢল
মা হারালে জ্বলে তাহার বক্ষে দাবানল।

বউ শাশুড়ির মাঝে কভু ঝগড়া যদি বাঁধে
পুরুষ জাতি পড়ে যায় এক দুই মুখ ওয়ালা ফাঁদে।

না পারে সে সামনে যেতে পিছেও পারে না
না পারে সে ছাড়তে বধু কিম্বা তাহার মা।

জীবনের এই কঠিন খেলার কঠিন ঠেলার ছোটে
শক্ত সবল পুরুষটা ও ডুকরে কেঁদে ওঠে।

পুরুষ জাতির চোখে উঠা এই যে ব্যথার জল
সবটা হল দুই রমণীর ঝগড়া করার ফল।

বউ শাশুড়ির ঝগড়া বিবাদ এমন শিল আর পাটা
যাদের ঘষায় পুরুষ জাতি হয় রে ব*লির পাঁ*ঠা।

অসহায় এই জাতির প্রতি মায়া যদি লাগে
তাদের কথা ভেবো একটু ঝগড়া লাগার আগে।

বউ শাশুড়ির দ্বন্দ্ব
ফেরদৌস আহমেদ।

আমার "কালের চিত্র" বইটি কেউ নিতে চাইলে মেসেজ করুন আমার পেইজে, অথবা ফোন করুন আমার এই নাম্বারে।
01407279266

ছবি সংগৃহীত

10/07/2023

Former Principal of Premtali Degree College, Rajshahi, has been awarded with Mahatma Gandhi International Peace Award-2023 at a function organised at Rathindra mancho, Joreashanko Thakurbari, Kolkata, India on June-9,2023 by India Bangladesh Cultural Council. The principal of the college has expressed his gratitude to all his students, colleagues, friends and well-wishers for their contribution in achieving this proud recognition. Sarker Shariful Islam

10/07/2023

Former Principal of Premtali Degree College, Rajshahi, has been awarded with Mahatma Gandhi International Peace Award-2023 at a function organised at Rathindra mancho, Joreashanko Thakurbari, Kolkata, India on June-9,2023 by India Bangladesh Cultural Council. The principal of the college has expressed his gratitude to all his students, colleagues, friends and well-wishers for their contribution in achieving this proud recognition. Sarker Shariful Islam.

09/07/2023
08/07/2023

During a span of five days (from July 3 to July 7, 2023), Israeli forces killed 18 Palestinians in the occupied West Bank and 1948-occupied Palestine. Among the casualties, 12 Palestinians were killed during Israel's recent invasion of the occupied West Bank city of Jenin.

07/07/2023

Can't say no to our Honourable Prime Minister

07/07/2023

Palestinian mourners participate in the funeral procession of the two Palestinians who were killed by Israeli forces, this morning, in a military raid in Nablus’s Old City.

06/07/2023

Keep your eyes on Jenin💔

Photos from Premtali Degree College, Rajshahi's post 06/07/2023
06/07/2023

প্রকৃতিকে রক্ষা করে গ্রামের একটি দোকান! সুন্দর দৃশ্য ❤️❤️

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সরকার শরিফুল 06/07/2023

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সরকার শরিফুল নিজস্ব প্রতিবেদক: মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড-২০২৩ গ্রহণ করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্....

05/07/2023

ডা. মরিচ বুকাইলি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন ফেরাউনের মমি করা লাশের দিকে। রাত গভীর হয়েছে। কিন্তু তিনি হিসেব মেলাতে পারছেন না৷ এ কী করে সম্ভব! কী এমন রহস্য লুকিয়ে থাকতে পারে এর পেছনে! শত শত বছর ধরে মেডিকেল সায়েন্সকে একপ্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি লাশ কীভাবে টিকে থাকল! লাশের দেহে পাওয়া গেছে লবন, যা প্রমাণ করে—এটিকে সমুদ্র থেকে তোলা হয়েছে। কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ কেন কার্যকর হলো না লাশের শরীরে!

বলছি প্যারিসের এক ল্যাবরেটরির কোনো এক মধ্যরাতের দৃশ্যপট নিয়ে। এই দৃশ্যপটটি যে সময় সংঘটিত হচ্ছিল, সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তিনি মিসর সরকারের কাছে অনুরোধ করেছিলেন—তার দেশ ফেরাউনের মমিকে ফ্রান্সে নিতে চায়। উদ্দেশ্য মমিটি নিজেদের আয়ত্বের ভেতরে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করা। সে সময়কার মিসর সরকার ফ্রান্সের এই অনুরোধ বিবেচনা করে সায় দিলো তাতে। মিশরের রাজধানী কায়রো থেকে ফেরাউনের মমি নিয়ে আকাশে ওড়া বিমানটির গন্তব্য প্যারিস।

বিমান যথারীতি পৌঁছে গেল প্যারিস এয়ারপোর্টে। ফেরাউনের মমি করা লাশ বিমান থেকে অবতরণ করল অনেকটা রাষ্ট্রীয় মর্যাদায়। এককালের দোর্দণ্ড প্রতাপশালী মিশর শাসক বলে কথা! মমিকে স্বাগত জানাতে বিমান বন্দরে স্বয়ং উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সাথে উজির নাজির অমাত্যবর্গ। বিমানের সিঁড়ি দিয়ে ফেরাউনের মমি নামানো হচ্ছে। সবার মধ্যেই টান টান উত্তেজনা। সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট, মন্ত্রীবর্গ এবং ফ্রান্সের সিনিয়র অফিসারগণ। কুর্নিশ করে ফেরাউনকে স্বাগত জানালেন তারা।

জমকালো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হলো এককালের মিশর অধিপতি ফেরাউনের মমি করা লাশকে। আনুষ্ঠানিকতা শেষে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো মমি, যেখানে অপেক্ষমান ফ্রান্সের সবচেয়ে বড়ো সার্জনগণ। তারা ফেরাউনের মমির ময়নাতদন্ত করে সেটা নিয়ে স্টাডি করবেন। এই মমির টিকে থাকার পেছনের গোপনীয়তা আবিষ্কার করাই তাদের লক্ষ্য। উদঘাটন করবেন এর হাজার হাজার বছর ধরে অবিকল টিকে থাকার গভীর এবং জটিল রহস্য।

এই গবেষক দলের প্রধান ডা. মরিস বুকাইলি। গবেষক দলের মধ্যে যারা থেরাপিস্ট ছিলেন, তারা চাচ্ছিলেন—ক্ষত অংশগুলো ঠিক করে মমিটিকে পুনর্গঠন করবেন। কিন্তু ডা. মরিস বুকাইলির দৃষ্টি ছিল ভিন্ন দিকে। তিনি প্রথমেই ফেরাউনের মৃত্যুরহস্য উদঘাটন করতে চাচ্ছিলেন। এ নিয়েই ভাবতে শুরু করলেন তিনি। অবশেষে দীর্ঘ গবেষণার একপর্যায়ে মৃত্যুরহস্য স্পষ্ট হয়ে উঠল তাঁর কাছে। পানিতে ডুবেই যে ফেরাউনের মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হলেন তিনি। কিন্তু লাশটি টিকে থাকল কীভাবে, সেই রহস্যের কোনো কুল-কিনারা করতে পারলেন না। ব্যাকটেরিয়া এখানে অকার্যকর কেন?

অতঃপর ডা. মরিচ বুকাইলি রিপোর্ট তৈরি করলেন এবং বললেন, 'এটি এক নতুন আবিষ্কার, যা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়ক হতে পারে।' এরমধ্যে তাঁর এক কলিগ জানালেন—ফেরাউনের ডুবে যাওয়া এবং তার লাশ সংরক্ষণের ব্যাপারে মুসলিমদের ধর্মীয় পুস্তক আল কুরআনে বলা হয়েছে। কথাটা বিস্মিত করল ডা. মরিসকে। তিনি পালটা প্রশ্ন করলেন, 'এটা কীভাবে সম্ভব? এই মমি পাওয়া গেছে সবেমাত্র সেদিন; ১৮৮১ সালে, আর কুরআন অবতীর্ণ হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে! আরবের লোকজন প্রাচীন মিসরীয়দের মমি করার পদ্ধতি জানতোই না। আমরাই তো এটা জানলাম মাত্র কয়েক দশক আগে!'

ডা. মরিস বুকাইলি সেই রাতে ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘসময় বসে রইলেন। গভীরভাবে ভাবতে লাগলেন তাঁর কলিগের কথাটি। বাড়তে থাকল তাঁর কৌতূহল। এ বিষয়ে অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত তথ্যগুলোর খোঁজ নিতে লাগলেন। তিনি দেখলেন—বাইবেলে ফেরাউন কর্তৃক মুসা আলাইহিস সালামের পিছু নেওয়ার কথা বলা হলেও শেষমেষ ফেরাউনের লাশের কী হয়েছিল, সে সম্পর্কে কিছুই বলা নেই। তিনি ভেবে পেলেন না—আরবের মরুভূমির এক নিরক্ষর মানুষের আজ থেকে ১৪০০ বছর আগে এমন একটি তথ্য তাহলে কী করে জানবার কথা! এ তো অবিশ্বাস্য!

নাছোড়বান্দা ডা. বুকাইলি। তিনি মরিয়া হয়ে উঠলেন প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য। তিনি এ-ও বুঝতে পারলেন—এসব প্রশ্নের উত্তর হুবহু পেতে হলে তাঁকে ধর্মীয় গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। সেগুলোতে উপস্থাপিত তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে তাঁকে। সে রাতে নির্ঘুম রাত কাটালেন তিনি। এরপর তাওরাত (তোরাহ্) সংগ্রহ করলেন। দেখলেন—তাওরাতে লেখা রয়েছে, 'পানি এলো এবং ফেরাউনের সৈন্য ও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিলো। যারা সমুদ্রে ঢুকল, তাদের কেউই বাঁচতে পারল না।' কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা নেই তাওরাতে। তাহলে ইসলামের নবি মুহাম্মাদ এই তথ্য কী করে জানলেন!

এ পর্যায়ে ডা. মরিস কোনো একটি মুসলিম দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উদ্দেশ্য—সেখানকার প্রখ্যাত অটোপসি বিশেষজ্ঞ মুসলিম ডাক্তারের সাক্ষাৎকার নেওয়া। পরিকল্পনা অনুযায়ী মুসলিম ডাক্তারের সাথে সাক্ষাৎ করে তাকে তাঁর সমগ্র গবেষণার ফলাফল অবহিত করলেন এবং এ বিষয়ে কুরআনের কোনো বক্তব্য সত্যিই রয়েছে কি না জানতে চাইলেন। তখন মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার পবিত্র কুরআন খুললেন এবং সংশ্লিষ্ট আয়াতটি ডা. মরিসকে পড়ে শোনালেন। আয়াতটি এমন, 'সুতরাং আজ আমি তোমার দেহটি সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল।' [সূরা ইউনুস : ৯২]

কুরআনের এই আয়াতটি শোনার পর সত্যি সত্যিই হতভম্ব হয়ে পড়লেন ডা. মরিচ বুকাইলি। সেই মুহূর্তে তাঁর মনে হলো—এই গ্রন্থটি মানুষের রচিত হওয়া কোনোভাবেও বাস্তবসম্মত নয়৷ আরবের মরুভূমিতে দাঁড়িয়ে শত শত বছর আগে মিশরে ঘটে যাওয়া একটি ঘটনার এমন বিবরণ দেওয়া একজন নিরক্ষর মানুষের পক্ষে রীতিমতো অসম্ভব।
কুরআনের এই অভিনব সত্য দর্শনে সেই মুহূর্তেই তিনি জোর গলায় চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, 'আমি ইসলামে বিশ্বাস করি, আমি এই কুরআনে বিশ্বাস করি।'

এ ঘটনার পর ফ্রান্সে ফিরে গেলেন ডা. মরিস বুকাইলি। কিন্তু তখন তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। বিশ্বাসের হিরণ্ময় জ্যোতিতে উদ্ভাসিত৷ পরবর্তী ১০ বছর পেশাগত ডাক্তারি প্রাকটিস বন্ধ রাখলেন এবং গভীর সাধনার মধ্য দিয়ে শিখে ফেললেন আরবি ভাষা। এরপর সমগ্র কুরআন আদ্যোপান্ত গবেষণা করলেন তিনি। সবকিছুই বিস্মিত করছিল তাঁকে। সেই অভিজ্ঞতাকে ব্যবহার করে লিখে ফেললেন পৃথিবীবিখ্যাত বই, 'Bible Quran & Science.' এই বই পৃথিবীর অন্তত ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। বইটির একটি উক্তি হলো, 'The Quran does not contain a single statement that is assailable from a modern scientific point of view'. অর্থাৎ কুরআনে এমন একটি তথ্যও নেই, যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক।

'কুরআন সাধকদের গল্প-২'/ লাবিব আহসান

তথ্যসূত্র :
1. The story of Maurice Bucaille’s inspiring conversion to Islam-ARAB NEWS.

2. The men who never became Muslims : The cases of Dr. Keith Moore & Dr. Maurice Bucaille.

3. Maurice Bucaille Embraces Islam.

4. Professor Maurice Bucaille and Pharaoh Ramesses.

6. Lecture of Dr. Zakir Naik.

7. Dr. Maurice Bucaille Converted to islam after a deeper study about Pharaoh.

8. Somewhereinblog.

Copy----Dr. Shoaib Ahmed- Physiotherapist

05/07/2023

তিনি হলেন মহারানী আমি তার দা*সী
তিনি শুধু তরতাজা বাকি সব বাসি।

তিনি হলেন তাজা ফুল আমি তার মালি
আমি তার দু চরণে আঁখি জল ঢালি।

তিনি হলেন মহাজন আমি চির ঋণী
নিশীতের আঁধার আমি বাঁকা চাঁদ তিনি।

তিনি হলেন মহাদামি আমি তার জুতো
হাসিমুখে সাফ করি আমি তার থু*থু।

তিনি ভরা জলরাশি আমি মরা নদী
বয়ে যেতে বুক পেতে রাখি নিরবধি।

তিনি হলেন কাজল আর আমি পোড়া আঁখি
ভালোবেসে আমি তারে চোখে তোলে রাখি।

তিনি হলেন মমতার ভরা সরোবর
আমি তার কিনারার ধু ধু বালুচর।

প্রাণপনে সেবে যাই আমি তার পা
জগতের সেরা তিনি তিনি মোর মা।

কবিতাঃ- আমার মা
কলমেঃ- ফেরদৌস আহমেদ
ছবি সংগৃহীত

🌬️কবি ফেরদৌস আহমেদ ভাইয়ের মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় তিনি ফেসবুকে আসতে পারছেন না।
এমতাবস্থায় পেইজটি ঠিক রাখার জন্য তিনি আমাকে পেইজটির এডমিন করে দিয়েছেন।
বর্তমানে পেজটি নিয়ন্ত্রণ করছি আমি ABDUL Kuddus ROBI- akr ।
আপনারা পেইজে কোন কমেন্ট বা মেসেজ করলে এটা ফেরদৌস আহমেদ ভাই দেখতে পান না, সমস্ত কিছু আমি দেখছি এবং আমিই রিপ্লাই করছি।
ফেরদৌস ভাই আমাকে এডমিনের দায়িত্ব দেয়ার আগে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনারা পেইজে ঢুকে উনার লাইভ দেখে নিতে পারেন।
এরপরেও যদি আপনাদের কোন সন্দেহ থেকে থাকে তাহলে ফেরদৌস ভাইয়ের নাম্বারে ফোন করে কথা বলে নিশ্চিত হতে পারেন।
যোগাযোগঃ- 01407279266(ফেরদৌস আহমেদ)

◾কালের চিত্র বইটি কেউ নিতে চাইলেও ফোন করুন ফেরদৌস আহমেদ ভাইয়ের দেওয়া নাম্বারে।
ফেরদৌস ভাই মোবাইল ফোন কেনার আগ পর্যন্ত পেইজটি আমার নিয়ন্ত্রণেই থাকবে।

05/07/2023

Thousands of Palestinians in Jenin take part in the funeral procession of 12 Palestinians who were killed by Israeli occupation in Jenin, today.