Ukhiya Students Association-USA, University of Chittagong.
Our purpose is to strengthen unity among the students of Ukhiya Upazila under the district of Cox's Bazar, who are studying in University of Chittagong.
একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক ছাত্র সংগঠন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৩-২৪ সেশনের B ইউনিটের ভর্তি পরীক্ষায় উখিয়ার স্টুডেন্টদের ফ্রী বাস-সার্ভিস ও নাস্তাসহ বিভিন্ন টেকনিক্যাল সহযোগিতা প্রদান করেন উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আমাদের এই সেবায় আর্থিক সহযোগিতা করেছেন রাজা পালং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর চৌধুরী,রুপান্তর সোসাইটি এবং ফোরামের উপদেষ্টামন্ডলী।
আশা করি, পরবর্তী বছরে উখিয়ার আরও অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের এই সেবামূলক কার্যক্রমে সহযোগী হবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক উখিয়ার ভাই ও বোনেরা।আপনাদের নিরাপদ জার্নির জন্য, যাতায়াত নিয়ে চিন্তামুক্ত রাখার জন্য উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন চবি "ফ্রী বাস সেবা " র ব্যবস্থা করেছে।
উক্ত সেবাটি পাওয়ার জন্য ছবিতে উল্লিখিত পন্থায় রেজিষ্ট্রেশন করুন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি,,,,
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ মাননীয় উখিয়া উপজেলার নির্বাহী অফিসার তানভীর হুসেন স্যারের উপস্থিতিতে এসোসিয়েশনের বার্ষিক ক্যালেন্ডার নিয়ে সৌজন্যে সাক্ষাৎ ।
তিনি আন্তরিকভাবে আমাদের সাথে খোশমেজাজ বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং আনন্দময় সময় উপভোগ করি।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের
সভাপতি : রাসেল উদ্দিন সেলিম
সেক্রেটারি : কামরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক :মিজানুর রহমান
এবং এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী।
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উখিয়া উপজেলার অফিসার ইন চার্জ শামীম আহমদ উপস্থিতিতে এসোসিয়েশনের বার্ষিক ক্যালেন্ডার নিয়ে সৌজন্যে সাক্ষাৎ । মাদকমুক্ত বাংলাদেশ, নারী নির্যাতন ও যৌন হয়রানি মুক্ত স্মার্ট উখিয়া তৈরিতে সহযোগিতার আশা ব্যক্ত করেন।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের
সভাপতি : রাসেল উদ্দিন সেলিম
সেক্রেটারি : কামরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক :মিজানুর রহমান
এবং এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী।
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ৫নং ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চোধুরী উপস্থিতিতে এসোসিয়েশনের বার্ষিক ক্যালেন্ডার নিয়ে সৌজন্যে সাক্ষাৎ ।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের
সভাপতি : রাসেল উদ্দিন সেলিম
সেক্রেটারি : কামরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক :মিজানুর রহমান
এবং এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী।
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর উপস্থিতিতে এসোসিয়েশনের বার্ষিক ক্যালেন্ডার নিয়ে সৌজন্যে সাক্ষাৎ ।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের
সভাপতি : রাসেল উদ্দিন সেলিম
সেক্রেটারি : কামরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক :মিজানুর রহমান
এবং এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী।
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চ.বি এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন
অভিনন্দন! 💐💐 উখিয়ার কৃতি সন্তান
সাঈদ মুহাম্মদ ইরফান, ভাইয়া ❤️❤️
৪৩ তম বিসিএস তথ্য ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম-৩য়
এছাড়াও তিনি এর পূর্বে
৪০ তম বিসিএসে নন - ক্যাডার,
৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত),
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ দপ্তরের সহকারী পরিচালকে (সুপারিশপ্রাপ্ত)।
আপনার সততা, একাগ্রতা, পরিশ্রম আপনাকে সফলতার দারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো। 😊
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে জানায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
S. A. Bappy 🥰
সেকশন অফিসার
উপাচার্য ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রথম বারের মতো ফ্রি বাস সার্ভিস কর্মসূচি শেষ করলো উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন!
=====================================
উখিয়া উপজেলা থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস কর্মসূচি হাতে নিয়েছিলো উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চ.বি। তারই ধারাবাহিকতায় আমরা ষোল অগাস্ট 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষার্থীদের বাস সেবার মাধ্যমে এই কর্মসূচি শুরু করি।
'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায়ও ধারাবাহিকতা রক্ষা করি।
'বি ও ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থী বেশী হওয়ায় আমাদের অতিরিক্ত একটি বাস প্রদান করতে হয়।
ফোরামের সদস্যদের সুদক্ষ পরিচালনায় প্রতিটি ইউনিটেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।
বিশেষ করে 'এ' ইউনিটের কো-অর্ডিনেটর সুজা উদ্দিন ভাই, 'বি' ইউনিটের কো-অর্ডিনেটর Shafikul Islam Rajon, 'সি' ইউনিটের কো-অর্ডিনেটর Ayasur Rahaman Azizi ও 'ডি' ইউনিটের কো-অর্ডিনেটর Shahab Uddin Manik আপনাদের কো-অপারেশন না থাকলে এ আয়োজন সুন্দর হতো না।
উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন-এর প্রথমবারে যাত্রায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে উপদেষ্টাবৃন্দ ও সম্মানিত শিক্ষকদের প্রতি অশেষ কৃতজ্ঞ। সাবেক ভাইদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এ-মহান কাজে আমাদের অনুপ্রেরণা।
সবিশেষ, Saleh Akram Bappy ও Sha Ka Wat ভাইদের নেতৃত্ব এই কর্মসূচি সুনিপুণভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের হাত ধরেই উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন এগিয়ে যাবে দুর্বার গতিতে। সদস্যদের অনেক ব্যবস্তার মধ্যেও আপনারা শ্রম দিয়েছেন তা অবশ্যই চোখে পড়ার মতোন।
যেকোনো ভালো কাজে উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশ্বস্ত করেছে বাপ্পি-সাখাওয়াত পরিষদ।
সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফ্রী বাস সার্ভিস প্রসঙ্গে
==============================
এ' ইউনিটের পর 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাস সার্ভিস প্রদান করেছে উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চ.বি। উখিয়া থেকে আগত বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০-জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাস সকাল সাড়ে সাতটায় নগরীর বিপ্লব উদ্যান থেকে ছেড়ে যান ক্যাম্পাসের উদ্দেশ্যে। পরীক্ষার্থীদের জন্য সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চের ব্যবস্থার হয়েছে এসোসিয়েশনের পক্ষ থেকে।
এসোসিয়েশনের সদস্যদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সদস্যদেরকে ধন্যবাদ তাদের শত ব্যস্ততা থাকা স্বত্তেও তারা সময় দিয়ে যাচ্ছেন।
এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা স্যারদের ও সাবেক ভাই এবং সভাপতি ও সেক্রেটারি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনারা এতো সুন্দর আয়োজনে আমাদের সম্পৃক্ততা করার জন্য।
আগামীকাল পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বাস চলবে বিস্তারিত জানতে ইউনিট কো-অর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন।
#প্রচার_বিভাগ।
চবি, সি ইউনিট বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা উপলক্ষে সাধারণ নির্দেশনাঃ
===============================
আসসালামু আলাইকুম,
আগামীকাল সকাল সাতটায় Rahman Tanjid
Uddin
Kader Nury ভাই
Jamal Uddin
Hosson Monna Mahmud
@সুজা উদ্দিন ভাই
Uddin Manik ভাই
আপনাদের বিপ্লব উদ্যোনের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
কর্মসূচিঃ
১. সকাল ৭.৩০ বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা। বাসে সকালের নাস্তা প্রদান।
২. সকাল ৮.৪৫-এ ফ্যাকাল্টি ভিত্তিক দ্বায়িত্ব বন্টন।
৩. দুপুর ১২.৩০-এ বাসে অবস্থান।
৪. ১২.৪৫-এ কেন্দ্রীয় জামে মসজিদে সালাতুল জুমা আদায়।
৫. দুপুর ২.০০ টায় সম্মানিত স্যারদের ও সাবেক ভাইদের সাথে লাঞ্চ।
৬. দুপুর ২.৩০ এ শহরের উদ্দেশ্য রওনা।
উল্লেখ্য যারা পথিমধ্যে গাড়িতে উঠবেন তারা অনুগ্রহ করে আমাকে জানাবেন।
Muhammad Barek Ullah Barua dada ও প্রমুখ।
আসুন সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষার্থীদের সুন্দর একটা দিন উপহার দিই। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
নিবেদকঃ
আয়াছুর রহমান আজিজ
কো-অর্ডিনেটর সি ইউনিট।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে B ইউনিট ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
Seat Plan: B Unit (Shift-1) Exam Date: 20 August 2022 || Time: 9.45 AM
পিডিএফ লিঙ্কঃ https://drive.google.com/file/d/1K-4tUraynfmBHQXHU9whD4z8uOY_1zty/view?usp=sharing
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চ.বি -এর সাধারণ সম্পাদক-এর জন্মদিন প্রসঙ্গ
==============================
কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার স্টুডেন্টদের প্রাণের সংগঠন উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক Sha Ka Wat এর জন্মদিন। আপনার জন্মদিনে আপনার জন্য শুভকামনা ও ভালবাসা। উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আপনার জন্য।
আপনাদের যোগ্য নেতৃত্ব উখিয়া ফোরামকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
শুভ জন্মদিন সাখাওয়াত ভাই💝
#প্রচার_সম্পাদক।
মহেশখালী স্টুডেন্ট এসোসিয়েশনের সাথে ফুটবল প্রীতি ম্যাচ সম্পর্কে আলোচনা সভা গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর ২নং গেইট বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। ফোরামকে সচল রাখতে বক্তারা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চ.বি চ.বি-এর সভাপতি Saleh Akram Bappy ভাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় ক্রেস্ট দিয়ে বরণ করে নিলেন ফোরামের সদস্যরা।
উল্লেখ্য: আগামী ৯-ই অগাস্ট মঙ্গলবার মহেশখালী স্টুডেন্ট এসোসিয়েশনের সাথে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফোরামের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হচ্ছে (ঐদিনই জার্সি প্রদান করা হবে)।
উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চ.বি কর্তৃক আয়োজিত প্রীতি প্রস্তুতি ম্যাচ সোহরাওয়ার্দী হল মাঠে অনুষ্ঠিত হয়েছে।যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আগামী ৫ অগাস্ট মহেশখালী স্টুডেন্ট এসোসিয়েশন-এর ম্যাচ উপলক্ষে ম্যাচটি আয়োজন করা হয়। এসোসিয়েশনের সবাইকে ঐদিন উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্যঃ সকল সদস্যদের জন্য জার্সির ব্যবস্থা করা হয়েছে। নিজ নিজ ব্যাচের প্রতিনিধির কাছে নাম জমা দেওয়ার জন্য বলা হচ্ছে।