Md.saidul islam

Md.saidul islam

ঢাকা

13/03/2023

শুধুমাত্র ছাত্রশিবির করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে শিক্ষকতার চান্স দেয়নি তিনি এখন 'হাওয়ার্ড ইউনিভার্সিটির' শিক্ষক।

হ্যাঁ, এটাই ছাত্রশিবিরের প্রোডাক্ট।
আলহামদুলিল্লাহ ♥️🥰♥️ Simple best

02/03/2023

আলহামদুলিল্লাহ.🥰
অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি পাচ্ছেন শিশুবক্তা হিসেবে পরিচিত || মাওলানা রফিকুল ইসলাম মাদানি। Simple best

28/02/2023

আলহামদুলিল্লাহ! 💞
দুবাইয়ে আবারও কোরআন প্রতিযোগিতায়, প্রথম স্থান অর্জন করলো বাংলাদেশের হাফেজ ওয়াসিফ আহমদ 📖💞 Cumilla_কুমিল্লা

27/02/2023

কুফু মিলিয়ে বিবাহ করুন। অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলানোর কারণে___

কুফু(كُفُو)

বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»
“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [১]

●এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كُفُو) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]।
ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।

●বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:
মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার,অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।
এবার আরেকটি উদাহরণ দেখি:
মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।
হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে। নতুবা ‘বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ।’ বুঝলেন?
অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে ’।
তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা,. পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।
যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের।....

26/02/2023

আলহামদুলিল্লাহ্-
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। Cumilla_কুমিল্লা

21/02/2023

কবরে শুয়ে থাকা ব্যাক্তি যদি দুনিয়ায় মানুষের কাছে কিছু চাইতে পারতো! তাহলে ফুল নয় নেক দোয়া চাইতো 😥. Cumilla_কুমিল্লা

19/02/2023

যে যুবক-যুবতী যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে,কিয়ামতের দিন আল্লাহ তা'য়ালা তাকে আরশে পাকের ছায়া তলে আশ্রয় দান করবেন।🕋

( সহীহ বুখারী📖-৬৮০৬).... Cumilla_কুমিল্লা

18/02/2023

শিঘ্রই-
তোমার রব তোমাকে এতো বেশি দিবেন যে,
তুমি খুশি হয়ে যাবে।

-সূরা দোহা-০৫)_____🕋...

16/02/2023

রাসূল (সা.) বলেন—

যে ব্যক্তি কোনো ছেলে অথবা মেয়ে এতিমের মাথায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হাত বুলিয়ে দেয়, মাথার যত চুল দিয়ে তার হাতটি অতিক্রম করবে, তার ততো সওয়াব অর্জিত হবে।

_____মুসনাদে আহমদ-(৪৫/২৪৮)....

11/02/2023

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন ---- তার প্রথম স্ত্রী কে প্রশ্ন করা হলো ---- আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করলেন আপনি কষ্ট পাননি ----- তিনি তখন বললেন -- মানুষ হিসাবে তো কষ্ট পেয়েছি ---- কিন্তূ আল্লাহ তা' আলা তাকে এই অধিকার দিয়েছেন ---- এখন কি আমি আল্লাহর দেওয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করবো ? বরং আমি নিজেকে এই বলে সান্তনা দেই -- এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা ---- তিনি দেখতে চান - তার দেওয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈযধারন করতে পারি ---- হারামে না জড়িয়ে একা দিক বিয়ে করেন যদি আপনি তার ভরন পোষন দিতে পারেন ----- ইয়া আল্লাহ বোনদের কে ধৈয ধরার তৌফিক দেন এবং সঠিক বুঝ দান করেন ---- Cumilla_কুমিল্লা

11/02/2023

দেয়ালের নিচে চাপা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা উদ্ধার করার পর তিনি নিজের হিজাব ঠিক রেখে হাত দিয়ে ইশারা করে বলছেন, কাছে আসার দরকার নেই।আমি ঠিক আছি।

কেউ কেউ বিপদের মুহুর্তেও বিশ্বাসের পথে অটল থাকে।

অপরিচিত এই বোনকে শুভেচ্ছা। আল্লাহ কবুল করুন।✅

08/02/2023

...আলহামদুলিল্লাহ,
ধসে যাওয়া এক বিল্ডিং থেকে এক পরিবারের ভাই বোন সকলেই জীবিত উদ্ধার হয়েছে।

বিশাল এই বিল্ডিং এর নিচ থেকে একটুকরু হাসি যেন সবার খুশির কারন হয়ে পড়েছে__ শুকরিয়া মহান রবের।

08/02/2023

যাক আলহামদুলিল্লাহ অবশেষে আদরের ছোট ভাই "নওয়াব মাইনুল হাসান এইস, এস, সি তে "জিপিএ, ৪"গ্রেট পেয়েছে,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ, সকলের শুভাকাঙ্ক্ষী,

07/02/2023

সে ১৭ ঘন্টা ধ্বংসস্তূপের নীচে তার ভাইয়ের মাথা রক্ষা করেছিলো এবং আলহামদুলিল্লাহ হাসিমুখে উদ্ধার পেলো..🥰🥰
#সিরিয়া Simple best Cumilla_কুমিল্লা follow me

05/02/2023

শোক সংবাদ

বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী [হাফেজাহুল্লাহ] প্রতিষ্ঠিত খুলনা সিদ্দিকীয়া জামিয়া-ই মাদানিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মহিলা শাখার সম্মানিত পরিচালক ও সিদ্দিকিয়া জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম আজ দুপুর ১:৩০ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন।

আল্লাহ তায়ালা তার সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

05/02/2023
05/02/2023

অহংকার নিয়ে উক্তি ইসলামিক বাণী : প্রিয় বন্ধুরা, অহংকার বা গর্ভ করা আমাদের জন্য খুবই ক্ষতিকর । এটা মানুষের খুব বাজে একটা স্বভাব । এটা নিয়ে পবিত্র কোরআন , হাদিস এমনকি অনেক বিখ্যাত মনিষীরা অনেক উক্তি বা বাণী করেছেন । তাই চলুন দেখি সেই বাণী ও উক্তি গুলো ।

অহংকার নিয়ে উক্তি :

১. তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়। লোভ, হিংসা ও অহংকার।

— ইমাম গাজ্জালি (রঃ)

২. বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে উঠে ।
— সুরা-হুদ, আয়াত ১০

৩. অহংকার হচ্ছে, সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।

— সহিহ মুসলিম

আরো আছেঃ হিংসা নিয়ে উক্তি

৪. যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না ।

— সহিঃ মুসলিম

৫. অহঙ্কারের মতো বড় শত্রু নেই।

— চাণক্য

আরো আছেঃ ব্যর্থতা নিয়ে উক্তি

৬. লোভী ও অহঙ্কারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে।

— জন রে

৭. যে ব্যক্তি নিজের মনেই নিজেকে বড় বলে জানে, চলার সময় অহংকার করে চলে, সে আল্লাহর সাথে সাক্ষাৎকারে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন ।
— বুলুগুল মারাম – ১৬১১

অহংকার নিয়ে উক্তি

৮. বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

— জাহাবি

৯. কোন কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে, সে প্রকৃতপক্ষে অহংকারী।

Read More সিদ্ধান্ত নিয়ে উক্তি
— মার্শাল

১০. একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়।

— পিনিরো

১১. একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে পারে।

— পাবলিয়াস সিয়াস

১২. অহংকার এমন এক আবরণ, যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে।

— জাহাৰি

১৩. আমি একজন অহংকারীকে যতখানি ঘৃণা করি, একজন দোষীকে ততখানি করি না।

— হেনরি ব্রান্ড শ

১৪. সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রঃ)

১৫. অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়।

— রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. আমার জীবনের যেখানে নিশ্চয়তা নাই, তখন কী দিয়ে অহংকার করব?

— আর্থার গুইটারম্যান

১৭. এক কথায় নিজের বড়ত্ব জাহির করার অর্থ অহংকার।

— হেনরি ফোর্ড

১৮. চরিত্রের অহংকার সবচেয

03/02/2023

দ্বীনের দুই দাঈ একই ফ্রেমে।
ড. মিজানুর রহমান আজহারী 💗 ইবিট লিও।♥️🌹✅

29/01/2023

ডঃ জাকির নায়েক এর দোয়া নিচ্ছেন ডঃ ফয়জুল হক। Simple best

27/01/2023

বেকিং নিউজ
আলহামদুলিল্লাহ, অবশেষে পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে
মিস্টার ডারউইনের অবৈজ্ঞানিক থিউরি বিবর্তন তথ্য

27/01/2023

বিয়ের দাওয়াত পায় সমাজের মান্যগণ্য ব্যক্তিরা,

আর মৃত্যুর পর কবর খুড়তে যায় সমাজের গরীবরা। 👉 Simple best

26/01/2023

সুইডেনের পর এবার পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে অবমাননা করল নেদারল্যান্ড এ 😭
হে আল্লাহ এই জালেমদের উপযুক্ত শাস্তি দাও

25/01/2023

সিরাজগঞ্জে শাশুড়ীকে নিয়ে পালিয়ে গেলো জামাই
-------------ডিবিসি নিউজ …...

24/01/2023

📌আজ থেকে রজব মাস শুরু।

হযরত আনাস রা. বলেন, রাসুলুল্লাহ (সা.) রজব মাসের শুরু থেকেই নিম্নোক্ত দোয়া বেশি বেশি করতেন-

اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

’ অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত (হায়াত বৃদ্ধি করে) পৌঁছে দিন।’

(আল-মুজামুল আওসাত :৩৯৩৯)...,👉

23/01/2023

হে পরওয়ারদিগার!!🥲
তুমি সবার কবরস্থ মা-বাবাকে জান্নাত নসিব করুন #আমিন।🤲🤲 Simple best

23/01/2023

ব্যারিস্টার সুমন ভাই কি অসংখ্য ধন্যবাদ সত্য বিষয়গুলো সবার সামনে তুলে ধরার জন্য ♥️👉

23/01/2023

Videos (show all)

...আলহামদুলিল্লাহ,ধসে যাওয়া এক বিল্ডিং থেকে এক পরিবারের ভাই বোন সকলেই জীবিত উদ্ধার হয়েছে। বিশাল এই বিল্ডিং এর নিচ থেকে এ...

Telephone

Website