Natun Poltan Line School And College
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natun Poltan Line School And College, High School, .
২৬২১. হান্নাদ (রহঃ) ..... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দা ও কুফরের মাঝে ব্যবধান হল সালাত (নামায) পরিত্যাগ করা। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। আবূ যুবায়র (রহঃ) এর নাম হল মুহাম্মাদ ইবন মুসলিম ইবন তাদরুস।
আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কী বলব?
তিনি বলেন, ‘তুমি বলো, ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ
উচ্চারণ: ‘আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী’ (আরবি উচ্চারণ দেখে পড়বেন)।
অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন।’ (সুনানে তিরমিজি: ৩৫১৩)।
সুতরাং সারাদিন-রাত বেশি বেশি এই দোয়া করবেন।
যে ব্যক্তি অপ্রয়োজনে পরপর তিন জুমুআহ ত্যাগ করলো, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।
সুনানে ইবনে মাজাহ | ১১২৬
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ।
আশা করি, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বর্তমান করোনা দুর্য়োগেও আপনারা ভালো আছেন। আমরা নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিমধ্যে কেজি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ‘অনলাইন ক্লাশ’ চালু করেছি যার সুফল শিক্ষার্থীরা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা অনলাইন পরীক্ষার (ঘরে বসে) ব্যবস্থা গ্রহণ করেছি অর্থাৎ অভিভাবকগণ ঘরে বসে নিজ নিজ সন্তানের পরীক্ষা গ্রহণ করবেন এবং পরীক্ষাশেষে সকল বিষয়ের উত্তরপত্র একত্রে নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানে জমা দিবেন। আপনাদের অবগতির জন্য পরীক্ষার রুটিন ফেসবুক গ্রুপে আপলোড করা হলো।
আমি আশা করছি অভিভাবকগণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ভাবে আমাদের সহযোগিতা করবেন।
আহমেদ নুরে আলম মোস্তফা
অধ্যক্ষ
💝 ২১ শেষ ফেব্রুয়ারি 💝
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌸 গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আমাদের বীর ভাষাসৈনিকের জন্য 🥀
গত ০৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজে এস এস সি ব্যাচ -২০০০ এর পূণর্মিলনী অনুষ্ঠিত হয়..❤
৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,
"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।"
মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন।
মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা,
কাঁদছ কেনো?"
চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা,
এটা আনন্দের কান্না!"
বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার
জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই।"
মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মত করে পড়তে লাগলেন, "ম্যাম,
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস।
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত
শিক্ষক আমাদের নেই।
তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে
কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।"
পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।"
মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন
"টমাস আলভা এডিসন"
বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।
মায়ের মৃত্যর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দেয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল।
তাতে লেখা ছিল,
"ম্যাডাম,
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড।
সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই।
কার'ও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে।
তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।"
শিক্ষনীয়ঃ-
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন। বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক "।
Class party -2019
🙄🙄🙄
নিজেকে হিরো মনে হয় 😎
স্কুল ও কলেজ জিবনে আপনার পছন্দ ১টার Sir Madam এর নাম কমেন্টে লিখে জান যদি sir madam দের সাথে add থাকে তাহলে mention করে দিন তারাও জানতে পারবে যে কোন ছাত্রছাত্রী তাদের পছন্দ করে❤❤🖤
কোথায় গেলো সেই বৃহস্পতিবার? :)