Afrin Islam
basically, we are providing you the best service in town and you can trust us .
we will definitely make sure that you can get the desired service from us and make the efficient use of your time and money
আহারে নিমিষেই সব শেষ হয়ে গেল সব ফেলায় সবাই চলে যাচ্ছে অনেক মানুষের পরিবার-পরিজন এখানে হয়তো ছিল কিন্তু কেউ কি জানতো যে এখানে তার মৃত্যু হবে কেউ জানতো না আমরা কত জীবনের বড়াই করি অথচ জীবন একদম তুচ্ছ যে কোন সময় চলে যেতে হতে পারে এই জিনিস থেকেও মানুষের শিক্ষা নেওয়া উচিত দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ দিতে ও সময় লাগে না এবং কেড়ে নিতেও সময় লাগে না এক সেকেন্ডের মধ্যেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। এখানে আমার বা আপনার পরিবারের অনেকেই থাকতে পারতো যাদের পরিবার হারিয়েছে তারা বুঝতেছে কেমন কষ্ট আল্লাহ সবাইকে জান্নাত নসিব কর ুক আমিন
🎉মেলা ! মেলা ! মেলা !🎉
✅ স্টল বুকিং চলছে ✅
নক্ষত্র নারী আপনাদের জন্য নিয়ে আসছে ষষ্ঠ বারের মতো ধানমণ্ডি কনভেনশন হলে-
Nokkhotro Nari Eid Mega Bazar 2024
✅Date : 20 March To - 06th April 2024 ( 9 Ramdan to 26 Ramdan)
ঈদকে কেন্দ্র করে এই রমজানে ৫০+ টি ব্র্যান্ড নিয়ে ১৮ দিনব্যাপী মেলায় স্টল বুকিং চলছে।মাত্র ২ টা ফুড স্টল থাকবে।
আপনি চাইলে ৩ দিন,৬ দিন বা টানা ১৮ দিনের জন্য মেলা করতে পারবেন।তবে যারা ১৮ দিনের জন্য বুকিং দিবেন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে।
🔷মেলায় থাকছেন জনপ্রিয় সব ইনফ্লু্য়েন্সার,সেলিব্রিটিদের উপস্থিতি, বেস্ট স্টলার এওয়ার্ড,রাফেল ড্র তে ওভেন, ব্লেন্ডার ও প্রেসার কুকার সহ আরও অনেক কিছু। দেশের সনামধন্য সব মিডিয়া কভারেজ থাকবে। তাই আজই বুকিং করে ফেলুন আপনার পছন্দের স্টলটি।
💒স্থান : ধানমন্ডি কনভেনশন হল, ৪৪(নিউ),৭৪৪ ওল্ড, সাতমসজিদ রোড , ধানমন্ডি, ঢাকা।
🕙সময় : সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত।
স্টল বুকিং দিতে ও বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন অথবা,
কল করুনঃ নিচে দেওয়া নাম্বারে
📞01822245330
📞01956335330
📞01705349316
নিয়মাবলী:-
১। ৫০% টাকা দিয়ে বুকিং দিয়ে বাকী টাকা মেলা চলাকালীন ২ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
২। কোন রকম অতিরিক্ত টেবিল আনা যাবে না।
৩। বুকিং এর সময় ৫০% টাকা অগ্রিম দিতে হবে যা পরবর্তী সময় কোন কারনে মেলা না করলে তা কোনভাবেই ফেরতযোগ্য না।
🔷 আয়োজকদের তরফ থেকে প্রচার-প্রচারনা সর্বাধিক গুরুত্ব প্রধান করা হবে, ক্রেতা দর্শনার্থীদের সমাগম ঘটানোর জন্য।
Shahnaz Islam Shahnaz Islam
নক্ষত্র নারী সংগঠন
Nokkhotro Nari Eid Mega Bazar 2024
Our Event Promoters
আসন্ন মাহে রমজান উপলক্ষে Dhaka Metro Fest presents Ramadan majlis ২০২৪ শুরু হচ্ছে ,এক্সিবিশনটিতে থাকছে ♦️ঢাকা শহরের ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার (বিশেষ করে পুরান ঢাকার লাচ্ছি ও মামা হালিম) ♦️পর্যাপ্ত কার গাড়ি পার্কিং ব্যবস্থা ও নিরাপত্তাথাকছে স্বনামধন্য কাপড়ের ব্র্যান্ড ও জুয়েলারি আইটেমস কিডস এন্ড জেন্স আইটেমস ♦️সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি ও লাইভ সেশন। আপনাদের ফ্যামিলি নিয়ে একই ছাদের নিচে ইফতার,শপিং এবং সেহেরী করার ব্যবস্থা এছাড়াও মিনিমাম ১০০০টাকা শপিং এ রাফেল ড্র এর সুযোগ ♦️টপ সেলার ও এন্ট্রিপ্রিউনর জন্য অ্যাওয়ার্ড limited stalls, first come first serve, looking for sponsors…আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন পেজ এর ০১৩৩২-৫০২৯৯৫ এই নাম্বারে।
Hlw everyone assalamualaikum Ami Afrin Islam thakbo inshallah
আসন্ন মাহে রমজান উপলক্ষে Dhaka Metro Fest presents Ramadan majlish-২০২৪ শুরু হচ্ছে ,এক্সিবিশনটিতে থাকছে ♦️ঢাকা শহরের ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার (বিশেষ করে পুরান ঢাকার লাচ্ছি ও মামা হালিম) ♦️পর্যাপ্ত কার গাড়ি পার্কিং ব্যবস্থা ও নিরাপত্তা৪ ♦️থাকছে স্বনামধন্য কাপড়ের ব্র্যান্ড ও জুয়েলারি আইটেমস কিডস এন্ড জেন্স আইটেমস ♦️সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি ও লাইভ সেশন। আপনাদের ফ্যামিলি নিয়ে একই ছাদের নিচে ইফতার,শপিং এবং সেহেরী করার ব্যবস্থা এছাড়াও মিনিমাম ১০০০টাকা শপিং এ রাফেল ড্র এর সুযোগ ♦️টপ সেলার ও এন্ট্রিপ্রিউনর জন্য অ্যাওয়ার্ড limited stalls, first come first serve, looking for sponsors…আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন পেজ এর ০১৩৩২-৫০২৯৯৫ এই নাম্বারে।
Makeup addicted ❤️
Beautiful hijab Hejab Fashion Wholesale BD
Thank you so much for the beautiful hijab 😍
❤️❤️🥰🥰
যে দিন বুঝতে পারবে ১০ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়,সেদিন থেকে কারোর পেশা নিয়ে আর হাসাহাসি করবে না!
:)
কিছু কথা বলি সবসময় মানুষকে বলতে শুনি ভিউ ভিউ ভিউ কার ফলোয়ার কত কোন কাজ পেতে হলে ফলোয়ার দরকার ফলোয়ার না থাকলে কাজ পাওয়া যায় না কিন্তু আমার কথা হচ্ছে ফলোয়ার ভিউস বা লাইক সবকিছুই এখন কেনা যায় সুতরাং এই ফলোয়ার বা ভিউয়ের পিছনে না দৌড়ায় কে ভালো করে প্রমোশন করে বা কার প্রোডাক্ট নলেজ বেটার কে পারফেক্টলি যে টাকাটা আপনাদের থেকে নাই সে টাকা অনুযায়ী কাজগুলো করে দিচ্ছে তাকে সিলেক্ট করা দরকার প্রতিটা প্রমোশনের আগে প্রোডাক্ট নিয়ে যে কতটা পড়াশোনা করতে হয় বা প্রোডাক্ট নিয়ে কতটা জানতে হয় এটা সবাই বোঝেনা আমরা ক্রিম আপার মতো ফলোয়ার্স নিয়ে লাইভে এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো না বা অন্য যারা ভাইরাল তাদের মত এরকম করে আমরা পারবো না সবার দ্বারা সবকিছু মানায় না এন্ড ভাইরাল টপিকে ভিডিও বানিয়ে আমি আমার পেজকে খুব বড় করে ফেলব বা কোন ভাইরাল মানুষের সাথে চুল খুলে নাচানাচি করলেই আমি বড় কিছু হয়ে যাব তা কিন্তু না আমি অনেক আগে থেকে দেখে আসছি যারা অনেক ভালো ভালো কনটেন্ট করে বা ভালো ভালো কাজ করে ভালো ভালো প্রমোশন করে তাদের কোন মূল্য নাই। আমাদের এই মেকাপ ইন্ডাস্ট্রি বা এ ব্লগার ইন্ডাস্ট্রিতে কিছু ব্লগার আছে যারা খুবই মার্জিত কাজ করে অনেক বেছে বেছে কাজ করে অনেক অনেস্ট রিভিউ দেয় যেটা থেকে মানুষ অনেক উপকৃত হয় কিন্তু এখন অনেস্ট রিভিউ দিলেই কোন দাম থাকে না ফেক রিভিউ যে যত দিতে পারে তার ভ্যালু বেশি তার রেমোমিনেশন তত বেশি এখন যেটা হচ্ছে ফ্রি প্রোমোশন করে মানুষ বলছে যে তাকে এত টাকা দিয়ে হায়ার করছে বাট তাকে কোন টাকাই দিচ্ছে না এতে করে সে মানুষের জায়গাটা নষ্ট করে একটা সিম্পল উদাহরণ দেই আজকে আমি ধরেন নিয়ে কাজ করেন সেখানে যেয়ে যদি আপনার জায়গায় অন্য কোন ব্লগার বলে যে আপু আমি আপনাকে ফ্রি কাজ করে দিব এবং অনেক ভালো ভালো কাজ করে দিব তখন অবশ্যই উনি আপনাকে বাদ দিয়ে যে ফ্রি করছে তাকেই নেবে। ইভেন প্রতিটা লাইভে যে যে বলতে শুনি যে আমার ভিউ বেশি আমার বেশি আমি তার যোগ্যতা রাখে আমি ওটার যোগ্যতা রাখি। যারা এত আগে থেকে মেকআপ নিয়ে কাজ করছি এটা হোক লাইভে এসে লাইভের পেছনে বা যেভাবে তারা কোনদিনও নিজেকে এভাবে জাহির করেনি কখনো করবেও না যারা আসলে রিয়েল কাজ করে বা যার যোগ্যতা যত বেশি সে কোনদিনও আপনাকে বারবার এসে বলবে না আমার যোগ্যতা আছে দেখে আমাকে নিচ্ছে আমি এটা দেখে আমাকে করছে এটা দেখে করছেন না চাইলেই আমরা সব কাজ করতে পারি না। অবশ্যই সব ইভেন্টে আমরা অংশগ্রহণ করব না বা আমরা সবার সাথে কখনোই কাজ করব না ডিপেন্ড আমার যাকে ভালো লাগবে যেখানে মনে হবে ইয়েস আমাকে সম্মান দেওয়া হচ্ছে আমি সেখানেই যাব। এখন কথা হচ্ছে অনেকেই বলবে আপু তার জন্য কি আমরা কাজ চাবো না কাজের জন্য আমরা কি নক করবো না সিভি দিব না বা কোন কিছু জমা দিব না ইয়েস অবশ্যই তোমরা নক করবা যে কোন জায়গায় তুমি তোমার প্রপোজাল দিতে পারো বাট তোমার কলিগ এক জায়গায় আছে বা তোমার থেকে আগে যে আছে তুমি তার জায়গায় নষ্ট করে ঢুকতে পারো না আর তুমি এটা বলে ঢুকতে পারো না ও যেটা করছে আমি এর থেকে বেটার দিবো। ফ্রিপ্রমোশন করে দিব বা আদার্স কোন কিছু আমি কাউকে ছোট করে বা কাউকে মিন করে কোন কথা বলছি না বাট ইদানিং এগুলো নিয়ে অনেক কথা আমি দেখতেছি সো এটার জন্য আমার কিছু কথা বলা সবাই কাজ চাইতে পারে আমি নিজেও কাজ চাইতে পারি কোন অসুবিধা নেই যে কোন পেজ তোমার মনে হবে যে না ওরা একটা আমি চাইলে ওদের সাথে কোলাবরাশন করতে পারি ওরা আমার সাথে করতে পারে অবশ্যই আমরা নক করতে পারবো বাট এই যে ভিউ বা লাইক বা কমেন্টস এটা কিন্তু পুরোপুরি ফেসবুকের হাতে যারা রিয়েলটা করে বাট যারা কেনে এটা আমি চাইলে অনেক করতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যত টাকা ভাঙব তত টাকা দিয়েই আমি বাড়াতে পারবো কিন্তু আমি সেটা চাই না এটা কিন্তু আমার নিউ পেজ না যে আমার কোন কিছু করতে হবে আমার আগেও অনেক বড় পেজ ছিল সো আমি কিন্তু এটা নিয়ে কোন মাথা ব্যথাই করি না। অনেক ভালো ভালো মানুষ আমি দেখছি কাজ করে অনেক ভালো ভালো কনটেন্ট করে বাট অনেক সময় মিলেম ভিউ হয় না অনেক কম হয় এবং একশোটাও মাত্র লাইক পড়ে তার মানে এই নাস তার লাইক পড়ে না দেখে হচ্ছে সে ফেক আবার অনেকেরটা আছে ও ফেক বলার কারনও আছে কিন্তু আমাদের দেশে ভালদেরকে খুব কম মূল্য দেয় যারা ভাইরাল তাদেরকে নিয়ে মানুষ মেতে থাকে আপনি খারাপ কাজ করলে আপনার ভাইরাল আপনার ভিউ আছে আপনার লাইফ পাবেন ভাল এমাউন্টের সবকিছু পাবেন বাট যারা কষ্ট করছে তারা আসলে পাচ্ছেনা আমি সবাইকে বলব যারা উদ্যোগটা আপুরা আছেন বা যারা ব্লগারদের দিয়ে লাইভ করান ব্লগারদের ফলোয়ার্স বা লাইক ভিউ না দেখে তারা কতটা সঠিক নিয়মে আপনার প্রমোশন করছে বা আপনার প্রোডাক্ট গুলো দেখাচ্ছে কিভাবে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সেটা দেখবেন 🙏
জীবন খুব অনিশ্চিত, খুবই ক্ষুদ্র। আগামীকাল কী হবে, তা নিয়ে আপনি হাজার কল্পনা কিংবা শক্ত প্ল্যান করে রাখলেও জীবন আপনার প্ল্যানমাফিক কখনোই চলবে না।
হয়তো ভাবছেন, চার দিন পর অফিসবন্ধের ছুটিতে প্রিয় রেস্তোরাঁটায় গিয়ে পছন্দের ফ্রাইডরাইস খেয়ে আসবেন প্রিয় মানুষটিকে নিয়ে। এমনও হতে পারে, সেই দিনটিই হবে আপনার প্রিয় মানুষটির মৃত্যুর চতুর্থ দিন।
ভাবছেন, মাকে পরের বছর স্বর্ণের গহনাটা কিনে দেবেন। এমনও হতে পারে, আপনার মা পরের বছর পর্যন্ত বেঁচে থাকবেন না।
অনেক বছর ধরে খেয়ে না খেয়ে অশ্রু আর ত্যাগের বিনিময়ে তিলে তিলে জমানো টাকায় যে জমিটায় বাড়ি করবেন বলে কিনলেন, সেই বাড়িটা তৈরি হবার পর দেখলেন, আপনার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আপনার রক্ত আর ঘামের তৈরি জমিটায় শোবে আপনার সন্তানেরা, আপনার কষ্টের টাকায় গড়া বাড়ির দেয়ালটায় হয়তো জায়গা হবে শুধুই আপনার একটা ছবির।
আলমারিতে থাকা নতুন ড্রেসটা আজকেই পরে নিন। প্রিয় খাবারটা অফিসশেষে ফেরার পথে খেয়ে নিন। পছন্দের জায়গাটায় ঘুরে আসুন। প্রিয় মানুষটিকে অনেক দিন ধরে বলবেন বলবেন করে বলতে না পারা কথাটি আজকেই বলে দিন। আপনার কামাইয়ে বানানো বাড়িটার সবচেয়ে বড়ো ও সুন্দর কামরাটি আপনি নিজের জন্যই রাখুন। আপনার মাকে আজকেই তাঁর প্রিয় শাড়িটা কিংবা পছন্দের গহনাটি কিনে দিন। বন্ধু-বান্ধবদের সবাইকে দাওয়াত করে অনেক দিনের পুরোনো পার্টির প্ল্যানটি আজকেই সেরে ফেলুন। বাবাকে টুক করে মেসেজে 'আই লাভ ইউ' লিখে পাঠিয়ে দিন এখনই।
জীবন ছোটো, খুবই ছোটো। এমন ছোট্ট ছোট্ট সুন্দর কাজ আগামীতে করবেন করবেন করেই নব্বই ভাগ কাজই কখনও করা হয়ে উঠবে না। হয় সুযোগ পাবেন না, নয়তো সময়।
বেলাশেষে যেন পেছন ফিরে নিজেকে বলতে না হয়…আরে, আমার তো এখনও অনেক কাজ বাকি! আমি যে এখনও বাঁচতেই পারলাম না!
অপেক্ষা মানুষের বয়স বাড়াতে বাড়াতে একদিন মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়।
Copied from Sushanta Paul
Queen's Vogue
Alhamdulilallah for everything ❤️
ভালোবেসে বিয়ে করে যার সাথে সংসার বেঁধে ছিলেন।
সে মানুষ টি কি আজও আপনাকে আগের মতো খুব ভালোবাসে?
Thank you Inspired by Nitu Momen apu for the beautiful 😍 invitation. See you there❤️
Venue: Crowne Plaza Hotels & Resorts
date: 1st & 2nd March 2024
OHSOGO ❤️❤️❤️❤️❤️
Ameen
❤️❤️❤️
Alhamdulilallah for everything ❤️
ব্যবহারে বংশের পরিচয়
কথাটি ভুল , মূলত ব্যবহারে ব্যক্তির পরিচয় । কারণ
অনেক ভালো বংশেও উন্নতমানের কুলাঙ্গারের জন্ম হয় ।
Alhamdulilallah ❤️
Angosri Event present exhibition last day
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Uttara
1230
Uttara 11
Uttara
I am what is mine. Personality is the original personal property.😐
Uttara
Our online matchmaking platform has brought eligible bachelors, divorced and singles from all over t
Uttara
Uttara
Hello guys, welcome to my page. Remember, life is hard but not impossible. If you want to e
Sector12, Uttara, Dhaka 1230
Uttara
This is Sadequl Islam, BBA MBA from Chittagong University, Major in Management. Also have PGDSCM. General Manager (SCM), Textile Division, DBL Group