Mr.Farid
আমি একজন সাধারণ মানুষ।
আমি একজন মুসলিম মানুষ।
আমি বাংলাদেশী।
সিএ স্পোর্টসের সঙ্গে তাওহীদ হৃদয়ের চুক্তি আর তামিম ইকবালকে নিয়ে আবেগঘন স্ট্যাটাসঃ
এইতো সেদিন; গ্রামের বাড়ি থেকে একটি ছোট্ট ছেলে ২০৩ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিলো সিএ স্পোর্টস এর একটি ব্যাট কেনার জন্য। ব্যাট কিনেই সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিলো।
সময় পেরিয়ে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো। সহযাত্রী হিসেবে পেলো সিএ স্পোর্টসকে। এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তাড়া নেই। এখন শুধুই তাড়া আরও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। চেষ্টা করবো নিজের শতভাগ দিয়ে, বাকীটা সৃষ্টিকর্তার উপর ভরসা।
সিএ স্পোর্টস এর সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথচলা। তাদের পাশে পেয়ে সত্যিই আমি গর্বিত।
এবং যেই মানুষটির কথা না বললেই নয়। তামিম ইকবাল ভাইঃ- সম্মান, ভালোবাসা, অনুপ্ররণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত। ধন্যবাদ!!
Only the other day, a little boy from his hometown came across 203 K.m. to Dhaka for buying a CA Sports Bat. Just after purchasing that bat he has to return on the next possible bus to his home.
Time passed by, that boy made his place in the National Team and got CA Sports as his co-passenger on his journey . This time, I don’t need to buy bat and go back to home early. It’s time only to work hard. I will try my hundred percent for sure, rest in on Allah.
Fom today CA Sports is officially with me, and I am extremely proud to have them on board. Alhamdulillah.
And the person; I can’t forget of course. Tamim Iqbal Bhai; RESPECT, LOVE, INSPIRATION these words suit with your name always. Thank you❤️
- এই হাসির সৌন্দর্য অনেক!😊🤍
গরম কমাইতে হিরো আলম এর গান নিয়ে আসলাম।
সবার জানা উচিত ✅
স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!
কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
- ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ
রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।
একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়
কালেক্টেড
Farid Hossain
তামিমের ব্যাটিং উপভোগ করতে চায় না কজন আছে? তার ব্যাটিং শিল্পে মাতহারা সাধারণ মানুষ, তার ভক্ত থেকে শুরু করে গ্রাউন্ডসম্যানরাও তাইতো এমন মন্তব্য হাবিবুল বাশারের...
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী!!
মুড়াপাড়া জমিদার বাড়ি।
মানুষ হলো বহুরূপী। এরা সময় মতো খোলস পাল্টাতে সময় লাগে নাহ।
আমাদের খান সাহেব ❤
Tamim Iqbal bahi ❤️
Hope you all enjoyed it.
- কিছু বলার আগে মানুষ দু'বার ভাবে না এখন..!!🙂🖤
Farid Hossain
অতি দ্রতু চেষ্টা করোনা কারন তাতে অনেক ভুল থাকে।
Farid Hossain
চায়ের প্রতি আমার এক ধরনের ভালোবাসা।
হয়তো চা পাগলদের মধ্যে আমি একজন চা পাগল মানুষ। চা খেতে আমার অনেক ভালো লাগে।
তাই সকাল বিকাল দুপুর চায়ের মধ্যে ডুবে থাকি।
হঠাৎ করে একদিন ভালোবেসে ফেলেছিলাম। "সেই থেকে আজও ভালোবাসি"
পৃথিবীটা সবার জন্য,,,
কোথাও মা কুকুর দেখলে একটা চটের বস্তা দিয়েন। এখন ওদের বাচ্চা দেয়ার সিজন, আপনার দেয়া বস্তায় বাচ্চাগুলো শীতে কম কষ্ট পাবে। 🙏
এখনো আমাদের দেশে চাষা কিংবা গার্মেন্টস কোয়ালিটি (জিকিও), এই শব্দগুলোকে ব্যবহার করা হয় অন্যকে হেয় করার জন্যে, এমনকি অনেক ক্ষেত্রেই গালি হিসেবও ব্যবহার করা হয় এই পেশাগুলোকে। "চাষার ছেলে" ,"নিশ্চয় গার্মেন্টস থেকে উঠে এসেছে" এমন কথা আমি প্রায়ই শুনি অনেক "শিক্ষিত" মানুষের মুখে। এয়ারপোর্ট-এ ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে না পারা শ্রমিক ছেলেটিকে আমরা তাচ্ছিল্যের চোখে দেখি।
আমি যে-তিনটি পেশার কথা বললাম তারাই আসলে অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ করে যাচ্ছে।
গ্রামের প্রাইমারি স্কুল টিচার কে আমাদের সমাজে এখনো পাত্তা দেয়া হয় না। গ্রামে গ্রামে ঘুরে যে স্বাস্থ্যকর্মীটি ‘মা আর শিশুর’ যত্ন নিয়ে হাজার হাজার মানুষকে বুঝিয়ে বুঝিয়ে জনসংখ্যার হার আর শিশু মৃত্য কমিয়ে এনেছে, তাদের পেশাকে খুব একটা গ্লোরিফাই করতে দেখি না; টিভি বা সংবাদপত্রে। আমরা ভুল মানুষ আর ভুল সাফল্য উদযাপনে উৎসাহী।
মফস্সল থেকে কোনোমতে ডিগ্রি পাশ করে শহরে আসা ছেলেটিকে আমাদের অনেকের কাছেই ক্ষেত মনে হয়। মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমামদেরকে কিঞ্চিৎ এড়িয়ে গিয়ে আমরা দায় মুক্ত হতে চাই। ইনক্লুসিভ ডেভেলপেন্ট শুধু মাত্র এমবিএ-ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবীদের দিয়ে হবে না।
আমরা এখনো প্রতিবন্ধী শব্দটাকে গালি হিসাবে দেখি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষকে অচ্ছুৎ মনে করি। আমরা ভুল মানুষকে সেলিব্রেট করি; আমাদের দেখার স্তরে স্তরে অন্যকে অবজ্ঞা করার প্রমান স্পষ্ট। আমরা আজ গাড়ি কিনলে ভুলে যাই যে গতকালও বাসে চড়তাম। আমাদের আয় রোজগার যেকোনো উপায়ে একটু বাড়লেই ব্যাস দুনিয়ার বাকি সবাইকে এলিয়েন মনে হয় ।
আমাদের চোখ ভুল !!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
House-18, Road-04, Sector-09, Uttara, Dhaka-1230
Uttarati, 1711
The page "Made In Bangladesh" is likely to be a platform that showcases and celebrates products, services, and cultural aspects of Bangladesh.