Zahidul Islam - THEATRE, Edmonton, AB Videos

Videos by Zahidul Islam - THEATRE in Edmonton. মঞ্চনাটকের প্রতি ভালবাসা ও নিজের কাজগুলোর সংকলন হিসেবেই এই ফেইসবুক পেইজের অবতারণা!

নাটকঃ কবর (২০২৩)

নাটক "কবর" (রচনাঃ মুনীর চৌধুরী; নির্দেশনাঃ জাহিদুল ইসলাম)

ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা নাটক "কবর"। প্রচারিত হলো ১৬ ডিসেম্বর ২০২৩, বিসিএই এর বিজয় দিবসের অনুষ্ঠানে। শহীদ মুনীর চৌধুরী রাজবন্দী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্ধী অবস্থায় এই নাটকটি লিখেন। ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারী প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে নাটকটি জেলখানায় সর্বপ্রথম মঞ্চস্থ হয়। ভাষা আন্দোলনে বহু মানুষ শহীদ হলেও অল্প ক'জনের পরিচয় আমরা জানতে পেরেছিলাম; কত শত লাশ গুম করা হয়েছিল, তার প্রকৃত হিসাব আজও জানা যায়নি। লাশ গুমের এই ঘৃণ্য রাজনীতিকে উপজীব্য করেই নাটকটির পুরো গল্প এগিয়ে গেছে। ১৯৫২ ভাষা আন্দোলনের পর পাকিস্তানী শোষকগোষ্ঠীর দিকে সরাসরি আঙুল তুলে এমন একটি নাটক লেখাটা সত্যিই অনবদ্য নিদর্শন।

অভিনয়েঃ
নেতা-তৌহিদ পারভেজ
ইন্সপেক্টর হাফিজঃ জাহিদুল ইসলাম
মূর্দা ফকিরঃ সায়মন মেজব

Other Zahidul Islam - THEATRE videos

নাটকঃ কবর (২০২৩)
নাটক "কবর" (রচনাঃ মুনীর চৌধুরী; নির্দেশনাঃ জাহিদুল ইসলাম) ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা নাটক "কবর"। প্রচারিত হলো ১৬ ডিসেম্বর ২০২৩, বিসিএই এর বিজয় দিবসের অনুষ্ঠানে। শহীদ মুনীর চৌধুরী রাজবন্দী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্ধী অবস্থায় এই নাটকটি লিখেন। ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারী প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে নাটকটি জেলখানায় সর্বপ্রথম মঞ্চস্থ হয়। ভাষা আন্দোলনে বহু মানুষ শহীদ হলেও অল্প ক'জনের পরিচয় আমরা জানতে পেরেছিলাম; কত শত লাশ গুম করা হয়েছিল, তার প্রকৃত হিসাব আজও জানা যায়নি। লাশ গুমের এই ঘৃণ্য রাজনীতিকে উপজীব্য করেই নাটকটির পুরো গল্প এগিয়ে গেছে। ১৯৫২ ভাষা আন্দোলনের পর পাকিস্তানী শোষকগোষ্ঠীর দিকে সরাসরি আঙুল তুলে এমন একটি নাটক লেখাটা সত্যিই অনবদ্য নিদর্শন। অভিনয়েঃ নেতা-তৌহিদ পারভেজ ইন্সপেক্টর হাফিজঃ জাহিদুল ইসলাম মূর্দা ফকিরঃ সায়মন মেজব

মুনীর চৌধুরীর রচনা ও ড. জাহিদুল ইসলাম এর নির্দেশনায় মঞ্চনাটক "কবর"। মঞ্চস্থ হবে ১৬ ডিসেম্বর, বিসিএই এর বিজয় দিবসের অনুষ্ঠানে।

রম্য নাটকঃ ঘোড়া কেন হারালো
রম্য নাটকঃ ঘোড়া কেন হারালো পরিকল্পনা, নির্দেশনা ও অভিনয়ঃ শায়েসতা খানম স্বর্না, তৌহিদ পারভেজ ও সৈয়দ তৌহিদ জুহরী ভিডিও ধারনঃ হোসনে আরা বেগম বিথী ভিডিও সম্পাদনাঃ জাহিদুল ইসলাম

এডমন্টনে নাট্যচর্চা-দেশে বিদেশে টিভি
গত ২৯ মে ২০২১ এ দেশে বিদেশে টিভির উদ্যোগে আয়োজিত এডমন্টনের কমিউনিটি নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এডমন্টনে নাট্যচর্চা নিয়ে কথা বলেছি।

এডমন্টনে নাট্যচর্চা - বাংলাদেশ শিল্পকলা একাডেমি
এডমন্টনে নাট্যচর্চা - বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আমন্ত্রিত হয়ে গত ৩১ জানুয়ারী "আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি" শীর্ষক অনুষ্ঠানে কথা বলেছি এডমন্টনে বাংলা নাটক নিয়ে। এডমন্টনে মঞ্চনাটকের ইতিহাসঃ এডমন্টনে নাট্যচর্চা মূলত দুটি সংগঠনের মাধ্যমে হয়ে থাকেঃ বাংলাদেশ কানাডা এসোশিয়েশন অফ এডমন্টন বা বিসিএই, এবং বাংলাদেশি স্টূডেন্ট এসোশিয়েশন অফ ইউনিভার্সিটি অফ আলবার্টা বা বাসুয়া। এখানে মঞ্চনাটকের সূচনা হয় ২০০৮ সালে। শৈলেন গুহের লেখা ও রাফাত আলমের নির্দেশনায় প্রথম বারের মত মঞ্চায়িত হয় হাস্যরসময় নাটক "ফাঁস"। নাটকটি ব্যাপক সাড়া জাগায় এখানকার দর্শকদের মধ্যে। নাটকটি এডমন্টনে দুই বার এবং ক্যালগেরীতে ২০০৯ এর বাংলা উৎসবে প্রদর্শিত হয়। ২০১০ সালে আমার নির্দেশনায় মঞ্চায়িত হয় ১৯৭৪ এর দূর্ভিক্ষের প্রেক্ষাপটে মমতাজউদ্দি

মঞ্চনাটক নিয়ে আলাপচারিতা
গত ২৬ জুলাই ২০২০ তারিখে নিক্কনের গ্রন্থনা ও উপস্থাপনায় ক্যালগেরির "নটনন্দন" থিয়েটারের আয়োজনে মঞ্চনাটক নিয়ে আলাপচারিতায় এডমন্টনে মঞ্চনাটক নিয়ে নিজের কিছু অনভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করেছি। সেই সাথে আলবার্টাতে নাট্যউৎসবের উদ্যোগ নিয়েও কিছু আলোচনা হয়েছে। নিক্কনকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগের জন্য।

মঞ্চনাটকঃ হরিণ চিতা চিল (২০১০)
মঞ্চনাটকঃ হরিণ চিতা চিল (২০১০) রচনাঃ মমতাজউদ্দীন আহমদ নির্দেশনাঃ জাহিদুল ইসলাম ও রাফাত আলম অভিনয়ে (প্রবেশ ক্রমানুসারে) হাজেরাঃ নুসরাত আইরীন ভুইঞাঃ রাফাত আলম হাকিমঃ নাছিব আহমেদ আদনান সভাপতিঃ কাজী আওরংগজেব খসরু নারী নেত্রীঃ ইসমাত খন্দকার কাকলী কবিঃ সাজ্জাদ খন্দকার ড. বাপ্পীঃ রাসেল হোসেন বিপ্লবী নেতাঃ মোঃ জিয়াউর রহমান ববি শিক্ষিকাঃ পারভীন আক্তার সবুক্তিগীনঃ নিবরাস আলম পৃথুল বখাটে যুবকঃ ফয়সাল জব্বার কলেজ ছাত্রীঃ রিফাত জাহান মিতু পাগলঃ জাহিদুল ইসলাম আবহ সঙ্গীত পরিচালনাঃ সিরাজুম মুনীর রুমি নেপথ্য কন্ঠঃ নাছিব আহমেদ আদনান আলোক নিয়ন্ত্রনঃ জাফর অমিদ মঞ্চসজ্জাঃ এ কে এম শহিদ উল্ল্যাহ রিগ্যান রূপ সজ্জাঃ পারভীন আক্তার ও রিগ্যান পোষাক পরিকল্পনাঃ পারভীন আক্তার মঞ্চ ব্যবস্থাপণাঃ সুরাইয়া ফারজানা শান্তা ছবিঃ বিপু